ডিসেম্বর ২৭, ২০২৩ ১৭:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৭ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • সরকারের যা কিছু ভুলত্রুটি, তার দায়ভার আমাদের: শেখ হাসিনা - প্রথম আলো
  • এক মন্ত্রীর বিদেশে ২,৩১২ কোটি টাকার ব্যবসা -মানবজমিন
  • ‘ভোট বিপ্লবের মাধ্যমে নির্বাচন বর্জনকারীদের জবাব দেওয়া হবে’ -ইত্তেফাক
  • হঠাৎ ওবায়দুল কাদের ওয়ান ইলেভেন নিয়ে গা ঝাড়া দিচ্ছেন কেন: রুমিন-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • ‘মানুষের মন জয় করতে হবে’, সেনা হেফাজতে মৃত্যু ঘিরে উত্তেজনার আবহে পুঞ্চে বার্তা রাজনাথের - আনন্দবাজার পত্রিকা
  • দিল্লিতে ইজরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণ, মিলল গাজায় হামলার ‘বদলা’র চিঠি! -সংবাদ প্রতিদিন
  • জানুয়ারি থেকে শুরু রাহুলের ‘ভারত ন্যায় যাত্রা’ -গণশক্তি

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। 

সরকারের যা কিছু ভুলত্রুটি, তার দায়ভার আমাদের: শেখ হাসিনা-প্রথম আলোর রাজনীতি বিষয়ক এ খবরে লেখা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা ১৫ বছর ধরে ক্ষমতায় আছে। এবার আবারও তাঁর নেতৃত্বাধীন সরকারের অধীন অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের আগে দলের ইশতেহার ঘোষণা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সরকারের ১৫ বছরের ভুলত্রুটির কথাও বলেন। শেখ হাসিনা বলেন, ‘বিগত ১৫ বছরের সরকার পরিচালনার পথপরিক্রমায় যা কিছু ভুলত্রুটি, তার দায়ভার আমাদের। সাফল্যের কৃতিত্ব আপনাদের। আমাদের ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কথা দিচ্ছি, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনা করব।’বক্তৃতার শেষ দিকে শেখ হাসিনা নৌকা প্রতীকের পক্ষে ভোট চান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত খবরে প্রথম আলো লিখেছে, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্বে থাকবে আওয়ামী লীগের আড়াই লাখ প্রশিক্ষিত কর্মী। খবরে আরো লেখা হয়েছে,  আওয়ামী লীগ এ পর্যন্ত ১১৮টি আসনে দলীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষিত প্রত্যেক কর্মীকে ২০০ জন ভোটার কেন্দ্রে নিতে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। যদিও লক্ষ্য ছিল সারা দেশে ৬ লাখ প্রচারকর্মী তৈরি করার। এতে সারা দেশের ১২ কোটি ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হবে। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। ২৬ ডিসেম্বর পর্যন্ত ১১৮টি আসনে প্রশিক্ষণ শেষ হয়েছে। সাবেক নির্বাচন কমিশনার ও রাজনৈতিক বিশ্লেষক  এম সাখাওয়াত হোসেন বলেছেন,  প্রশিক্ষিত প্রচারকর্মী দিয়ে ভোটার এনে অংশগ্রহণমূলক নির্বাচন দেখানোর চেষ্টা সরকারের রয়েছে। কিন্তু এটিকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায় না। তিনি এ–ও বলেন, বাড়ি থেকে ভোটার আনার পরও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে।

যুগান্তরের খবরে লেখা হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচন না হলে দেশে ২০০৭ সালের ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বক্তব্যের পরই রাজনীতিতে নতুন করে কানাঘুষা শুরু হয়েছে। কোন পথে হাঁটছে দেশের রাজনীতি। এ ওয়ান ইলেভেনের বিষয়টি এখন চায়ের দোকান থেকে শুরু করে টেলিভিশনের টকশো পর্যন্ত জোর আলোচনা হচ্ছে। সমসাময়িক রাজনীতি নিয়ে যমুনা টেলিভিশন টকশোতে ওবায়দুল কাদের এ প্রসঙ্গটি তুললে   জবাবে ব্যারিস্টার রুমিন বলেন, দেশে ৬৮টি কারাগার রয়েছে, যার ধারণক্ষমতা প্রায় ৪৩ হাজার। সেখানে বন্দি ৮৮ হাজার। এটি দেড় মাস আগের রিপোর্ট। বর্তমানে সংখ্যাটি লক্ষাধিক হবে। এর অর্থ দাঁড়ায়— নভেম্বরের শুরুতেই ছিল কারাগারে ধারণাক্ষমতার দ্বিগুণ। এখন আরও বেশি।রুমিন ফারহানা বলেন, হঠাৎ ওবায়দুল কাদের ওয়ান ইলেভেন নিয়ে গা ঝাড়া দিচ্ছেন কেন? ওয়ান ইলেভেন না তাদের আন্দোলনের ফসল। ওয়ান ইলেভেনের একজনেরও বিচার গত ১৫ বছরে আওয়ামী লীগ করেনি। কারণ সেই সময় তারা ভারতকে কথা দিয়ে এসেছিল যে, যারা ওয়ান ইলেভেন ঘটিয়েছে, তাদের সেফ এক্সিট দেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে ১৮ জনের। তাদের মধ্যে ১০ জন আওয়ামী লীগ মনোনীত আর ৮ জন স্বতন্ত্র প্রার্থী। এ ছাড়া কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়ে ২৭ শতাংশ হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের দেয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সর্বশেষ তিনটি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ৫৭ শতাংশ ব্যবসায়ী প্রার্থী অংশ নিচ্ছেন। গত ১৫ বছরে ব্যবসায়ী প্রার্থীদের অংশগ্রহণের হার বেড়েছে ১০ শতাংশ। অন্যদিকে রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন মাত্র ২ দশমিক ৮৬ শতাংশ প্রার্থী। দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বশেষ তিনটি ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক কোটিপতি প্রার্থী অংশগ্রহণ করছেন।

সংবাদ প্রতিদিন পত্রিকার খবরে লেখা হয়েছে, মঙ্গলবার বিকেলে দিল্লিতে অবস্থিত ইজরায়েলের দূতাবাসের কাছেই হওয়া বিস্ফোরণ ঘিরে রহস্য বাড়ছে। যে ফাঁকা জমিতে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেখানে একটি হুমকি চিঠি খুঁজে পেয়েছে পুলিশ। ইজরায়েলের রাষ্ট্রদূতকে উদ্দেশ করে লেখা সেই চিঠিটি একটি পতাকায় মোড়া ছিল। পুলিশ চিঠি ও পতাকাটি বাজেয়াপ্ত করেছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। ইংরেজিতে লেখা চিঠিটিতে গাজায় ইজরায়েলের হামলা এবং তার ‘প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিতে দেখা গিয়েছে। সিসিটিভি থেকে দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ। কারা এই বিস্ফোরণের পিছনে রয়েছে, তাদের উদ্দেশ্য কী ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

 চিনা অস্ত্রে কাশ্মীরে জঙ্গি হানা!-সংবাদ প্রতিদিন

ভারতে হামলাকারী পাকিস্তানের জঙ্গিরা আমেরিকার তৈরি অস্ত্রের পাশাপাশি চিনের তৈরি অস্ত্রও প্রচুর পরিমাণে ব্যবহার করছে। ভারতীয় সেনার একাধিক গোয়েন্দা রিপোর্টে এমনটাই বলা হয়েছে। উপত্যকায় পাক জঙ্গিদের হামলা যখন নতুন করে বাড়ছে, তখন এমন রিপোর্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এদিকে, গোয়েন্দা রিপোর্টে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের সেনা বাহিনীর ওপর হামলায় সন্ত্রাসবাদীরা চিনের তৈরি অস্ত্র ও যোগাযোগমাধ্যমের যন্ত্রগুলি ব্যবহার করছে। প্রসঙ্গত, জঙ্গিদের অতর্কিত হামলায় গত সপ্তাহে চার সেনা জওয়ানের মৃত্যু ঘিরে থমথমে উপত্যকা। তবে উত্তেজনা আরও বেড়েছে ঘটনার ঠিক পরদিন, তিন স্থানীয় বাসিন্দার নিথর দেহ উদ্ধার ঘিরে। পরিবারের সদস‌্যদের অভিযোগ, তাঁদের মৃত্যু স্বাভাবিক নয়। সেনা-পুলিশ হেফাজতে অত‌্যাচারের কারণেই ওই তিন জন মারা গিয়েছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ