একনজরে ৬ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর
শ্রোতাবন্ধুরা! পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ৬ জানুয়ারি শনিবার) ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোতে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত খবর ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের খবর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালিতে ইডি কর্মকর্তাদের ওপর হামলার খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে।
ঢাকার পত্রপত্রিকার শিরোনাম:
- সংসদ নির্বাচন: দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয়- সমকাল
- চট্টগ্রামে ৩টি ভোটকেন্দ্রে আগুন দিল দুর্বৃত্তরা- মানবজমিন, কালিয়াকৈরে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন- কালেরকণ্ঠ
- ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন: ঢাকার রিটার্নিং অফিসার- ডেইলি স্টার বাংলা
- বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক- নয়াদিগন্ত
- বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে: ডিবি- ইত্তেফাক
- বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তদন্ত দাবি বিএনপির- প্রথম আলো
কোলকাতার পত্রপত্রিকার শিরোনাম:
- শাহজাহান শেখ বাংলাদেশ পালিয়েছেন! মনে করছে ইডি, বিএসএফ-কে ‘সতর্ক’ থাকার নির্দেশ জারি হয়েছে- আনন্দবাজার
- ‘বাংলায় কিম জং উনের শাসন চলছে’, ইডির উপর হামলা নিয়ে মন্তব্য গিরিরাজের- সংবাদ প্রতিদিন
- হামলা সমর্থন করি না: ফিরহাদ- পূবের কলম
- সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধেই এফআইআর করল পুলিশ- আজকাল
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
সংসদ নির্বাচন: দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয়- সমকাল
সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপির পাশাপাশি মাঠে রয়েছেন সশস্ত্র বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। গতকাল শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে নিরাপত্তা টহল ও তল্লাশি। সেই সঙ্গে সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দারা। গুজব ঠেকাতে অনলাইনেও চলছে নজরদারি। সংশ্লিষ্টরা বলছেন, ভোটকেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রামে ৩টি ভোটকেন্দ্রে আগুন দিল দুর্বৃত্তরা- মানবজমিন
চট্টগ্রাম নগরে কাছাকাছি সময়ে ৩টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগ ঘটানো ভোটকেন্দ্রগুলোর মধ্যে দুইটি স্কুল ও একটি মাদ্রাসা। শনিবার নগরের বন্দর থানাধীন দুইটি ও খুলশী থানাধীন একটা কেন্দ্রে আগুন দেয়া হয়।
দুর্বৃত্তরা ভোরে বন্দর থানার ৩৮ নং ওয়ার্ডের নিশ্চিন্তা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিউস সুন্নাহ মাদ্রাসায় আগুন দেয়। এতে কোন প্রাণহানি না ঘটলেও আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে প্রায় একই সময়ে খুলশী হলি ক্রিসেন্ট হাসপাতালের পাশে ডিজেল কলোনী ইউসেপ স্কুলে (ডাব্বা স্কুল) আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈরে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন- কালেরকণ্ঠ
গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস কক্ষের তালা ভেঙে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মৌচাক ইউনিয়নের বাঁশতলী এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতে আগুনে ওই কক্ষের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ওই বিদ্যালয়টিতে গাজীপুর ১ আসনের মৌচাক ইউনিয়নের বাঁশতলী ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র রয়েছে।
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন: ঢাকার রিটার্নিং অফিসার- ডেইলি স্টার বাংলা
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে ঢাকা মহানগরের রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানিয়েছেন, নাশকতা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কমিশন প্রস্তুত আছে।
এ সময় তিনি ভোটারদের নিশ্চিন্তে কেন্দ্রে আসার আহ্বান জানান।
আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সংসদীয় আসনগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নাশকতার আগুন: দুই শিশুসহ অঙ্গার ৪ যাত্রী- যুগান্তর
রাজধানীর গোপীবাগে শুক্রবার রাতে আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রাণ গেছে দুই শিশুসহ চারজনের। দগ্ধ হয়েছে আরও সাতজন। এর মধ্যে চারজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
এর আগে রাজধানীর ডেমরায় একটি যাত্রীবাহী বাসে ও নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পিকআপে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া ঢাকা, কুমিল্লা ও রাজশাহীসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
ট্রেনে অগ্নিকাণ্ডে মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক- নয়াদিগন্ত
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তারা।
শনিবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেসে আগুনে দগ্ধ আটজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। একজনের শরীরের নয় শতাংশ পুড়ে গেছে। সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছেন।
বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে: ডিবি- ইত্তেফাক
রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিবার (৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, বিএনপির ১০ থেকে ১১ জন ট্রেনে আগুন লাগার আগে ভিডিও কনফারেন্স করেন। সেখানে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পরিকল্পনা করেন।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তদন্ত দাবি বিএনপির- প্রথম আলো
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এটা সরকারের পুরোনো খেলার অংশ।’ এ ঘটনাকে ‘দুরভিসন্ধিমূলক’ উল্লেখ করে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন তিনি।
আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত মিছিল শেষে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। আগেও অগ্নিসন্ত্রাসের তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছিল। ক্ষমতাসীন মহল সন্ত্রাসের ওপর নির্ভর করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। সরকার একের পর এক ষড়যন্ত্র করে দায় চাপাচ্ছে বিরোধী দলের ওপর।
ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত
শাহজাহান শেখ বাংলাদেশ পালিয়েছেন! মনে করছে ইডি, বিএসএফ-কে ‘সতর্ক’ থাকার নির্দেশ জারি হয়েছে- আনন্দবাজার
সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ হয়তো বাংলাদেশে পালিয়ে গিয়েছেন। তৃণমূল নেতার খোঁজ করতে করতে এমনটাই মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের খোঁজ করতে আইবি এবং বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে বলেও ইডির একটি সূত্রে খবর। এ-ও জানা যাচ্ছে যে, তৃণমূল নেতাকে ধরতে উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকাগুলিতে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে।
রেশন দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার তৃণমূল নেতার বাড়িতে যায় ইডির পাঁচ সদস্যের একটি দল। কিন্তু সরবেড়িয়া গ্রামে শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছনোর আগেই ঘিরে ফেলেন গ্রামবাসীরা। তার মধ্যেও তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করেন ইডি আধিকারিকেরা। ভিতর থেকে সাড়াশব্দ না মেলায় দরজা ভাঙার চেষ্টা হয়। ঠিক সেই সময়েই তাঁদের ঘিরে ফেলে মারধর শুরু হয় বলে অভিযোগ। সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও। এর পর ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করেন শাহজাহানের অনুগামীরা। ভাঙচুর চলে গাড়িতে। সেই সময়েই তিন ইডি আধিকারিক জখম হন। বর্তমানে তাঁরা সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে, শাহজাহান মোটর বাইকে করে পালিয়ে যান বলে স্থানীয় একটি সূত্রে খবর।
‘বাংলায় কিম জং উনের শাসন চলছে’, ইডির উপর হামলা নিয়ে মন্তব্য গিরিরাজের- সংবাদ প্রতিদিন
কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির (Sandeshkhali) সরবেড়িয়ার পর রাতে বনগাঁ। তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁদের হামলার মুখে পড়তে হয়। দুই ক্ষেত্রেই তৃণমূল (TMC) নেতাদের অনুগামীদের দায়ী করেছে ইডি। আর বাংলার এই পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। বললেন, ”বাংলায় গণতন্ত্রের লেশমাত্র নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মতো হয়ে যাচ্ছে।”
হামলা সমর্থন করি না: ফিরহাদ- পূবের কলম
সন্দেশখালিতে সেন্ট্রাল এজেন্সি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণকে কনডেম করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে সমর্থন করার বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টতই জানান, এই জাতীয় কোনও আক্রমণকে তিনি সমর্থন করেন না। পাশাপাশি তিনি এও বলেন, এ রাজ্যের প্রশাসন যথেষ্ট সক্রিয় প্রশাসন। প্রশাসন প্রশাসনের কাজ করবে।
সন্দেশখালির ঘটনায় ইডির বিরুদ্ধেই এফআইআর করল পুলিশ- আজকাল
সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে শুক্রবার হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। অভিযোগের তির ছিল তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার জেরে ন্যাজোট থানায় শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ইডি। কিন্তু বিনা নোটিসে কেন ইডি শাহজাহানের বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে, এই প্রশ্ন তুলে ইডির বিরুদ্ধে এফআইআর করল পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করেছে নবান্ন। ইডির বিরুদ্ধে বিনা নোটিসে বাড়িতে ঢুকে হেনস্থার অভিযোগ দায়ের করেছে শাহজাহানের পরিবার। বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলাও দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর।
পার্সটুডে/আশরাফুর রহমান/৬