জানুয়ারি ০৯, ২০২৪ ১৯:৫৬ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। আর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আবদুর রশীদ এবং আমি আকতার জাহান।

আকতার জাহান:  আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম মুহাম্মদ আলী আল-জাওয়াদ (আ.) বলেছেন, "একজন মুমিনের উচিত তিনটি গুণ অর্জন করা। গুণ তিনটি হলো- আল্লাহর কাছ থেকে সাফল্য কামনা করা, নিজের সত্তাকে উপদেশ দেওয়া এবং যে তাকে পরামর্শ দেয় তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করা।"

গাজী আবদুর রশীদ: আমরা সবাই এই তিনটি গুণ অর্জনের চেষ্টা করব- এই কামনায় নজর দিচ্ছি ইমেইলে আসা চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে। আর পাঠিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক মোঃ শাহাদত হোসেন।

তিনি লিখেছেন, "রেডিও তেহরান এক নেশার নাম। কেউ নিয়মিত শ্রোতা হয়ে গেলে নানা প্রতিবন্ধকতাও তাকে অনুষ্ঠান শোনা থেকে বিচ্যূত করতে পারে না। অথবা বলা যায় যে, অনুষ্ঠান না শুনে সে থাকতে পারে না। আর আমি মনে করি, এটিই রেডিও তেহরানের বড় সাফল্য। শ্রোতাদেরকে এভাবে চুম্বকের মত আকর্ষণ করা, চুম্বকের মত ধরে রাখা সহজ কথা নয়। রেডিও তেহরান সেটা পেরেছে।"  

এরপর শাহাদত ভাই ১লা জানুয়ারির অনুষ্ঠানগুলো সম্পর্কে তার ভালোলাগার অনুভূতি প্রকাশ করেছেন। বিশেষ করে চিঠিপত্রের আসর প্রিয়জনের প্রশংসা করেছেন তিনি।

আকতার জাহান: শাহাদত ভাইকে ধন্যবাদ রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য।

বাংলাদেশের পর ভারতের চিঠি। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ পাঠিয়েছেন এটি।

নতুন বছরে ইহুদিবাদী ইজরাইল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধের অবসান  ঘটবে- এমন প্রত্যাশা করে চিঠিটি শুরু করেছেন তিনি। লিখেছেন, "৩১ ডিসেম্বর  'সোনালী সময়' অনুষ্ঠানে জানতে পারলাম যে, ইমাম খোমেনীর নৈতিকতা ও  আধ্যাত্মিকতা যুবসমাজে ব্যাপক পরিবর্তন এনেছিল। ইসলামী বিপ্লবে যুবসমাজের  অংশগ্রহণ ইমাম খোমেনীর আদর্শে অনুপ্রাণিত হয়েই ঘটেছিল। ধর্মীয় জ্ঞানও  বিকাশ ঘটেছিল ইমাম খোমেনীর কারণেই। সুন্দর এই অনুষ্ঠানটির জন্য ধন্যবাদ।"

গাজী আবদুর রশীদ: বিভিন্ন ক্ষেত্রে ইরানের যুবসমাজের উন্নয়নে মরহুম ইমাম খোমেনী (রহ.)-এর অবদান সম্পর্কে মতামত জানানোর জন্য ভাই দেবাশীষ গোপ আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

বাংলাদেশের কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মোখলেছুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "২৮ ডিসেম্বর পত্র-পত্রিকার বিশ্লেষণমূলক প্রাত্যহিক অনুষ্ঠান 'কথাবার্তা'য় ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম ও গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত এবং জনাব সিরাজুল ইসলামের দু'টি গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ শুনে আমার ভীষণ ভালো লেগেছে। একই দিন আশরাফুর রহমান ভাইয়ের গ্রন্থনা ও প্রযোজনায় শিশু কিশোরদের অনুষ্ঠান রংধনু আসরে "নীতিবান রাজা ও বুড়ির" চমৎকার গল্প; কবি নাঈম আল ইসলাম মাহিনের লেখা "নবীর দেশে" শিরোনামে কবিতার আবৃত্তি এবং কবি ফখরুখ আহমেদের লিখা "ইয়া নবী সালাম আলাইকা" শিরোনামে শিশু শিল্পীদ্বয়ের সুমধুর কণ্ঠে গাওয়া ইসলামী গানটি শুনে আমি দারুণ ভাবে মুগ্ধ হয়েছি।"

আকতার জাহান:  কথাবার্তা ও রংধনু আসর সম্পর্কে মতামত জানানোর জন্য ভাই মোখলেছুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

গাজী আবদুর রশীদ: আসরের পরের মেইলটি এসেছে রংপুরের পীরগাছা থেকে। আর পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর-এর সভাপতি এ.টি.এম. আতাউর রহমান রঞ্জু।সবাইকে ঈসায়ী নবর্ষের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, “২০২৪ সালে ইহুদিবাদি ইসরাইল-এর খুনিদের হাত থেকে গাজাসহ গোটা ফিলিস্তিন মুক্ত হোক। যুদ্ধ নয়, শান্তি চাই সারাবিশ্বে। মানবাধিকার লংঘনকারীদের বিচার চাই।”

আকতার জাহান:  মজলুম ফিলিস্তিনিরা মুক্তি পাক এবং মানবতার দুশমন ‘ইসরাইল ধ্বংস হোক’ বিশ্বের প্রতিটি শান্তিকামী মানুষের প্রত্যাশা এটাই। তো ভাই আতাউর রহমান রঞ্জু, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আরও যারা মেইল পাঠিয়েছেন তাদের কয়েকজনের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  • বাংলাদেশের কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে মোখলেছুর রহমান
  • মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে আকসা আহমেদ ও সাকিয়া রহমান মারিয়া
  • নারায়ণগঞ্জের বন্দর থানার আলী সাহারদী থেকে এইচ এম তারেক
  • এবং ভারতের ছড়িশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন

গাজী আবদুর রশীদ: শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব-এর সভাপতি।

তিনিও তার চিঠির শুরুতে রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের প্রতি রইল একরাশ উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। এরপর লিখেছেন, “বর্তমান রেডিওর জগতে স্বমহিমায় রেডিও তেহরান দুই বঙ্গের শ্রোতাদের মনের মণিকোঠায় স্থান করে নিতে পেরেছে। যেখানে বিশ্বের তাবড় তাবড় বেতার সংস্থা শর্টওয়েভ বেতার সম্প্রচারের ইতি ঘটিয়ে ডিজিট্যাল জগতে পাড়ি জমিয়েছে; সেখানে রেডিও তেহরান যুগের চাহিদা অনুযায়ী ডিজিট্যাল জগতের পাশাপাশি শর্টওয়েভ সম্প্রচারের ধারা অব্যাহত রেখেছে এটাই সব চেয়ে বড় প্রাপ্তি।”

নতুন বছরেও শ্রোতাবান্ধব নানা কর্মসূচি ও বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে- এই প্রত্যাশায় চিঠিটি শেষ করেছেন তিনি।

আকতার জাহান: ভাই নাজিম উদ্দিন, রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়নের জন্য ধন্যবাদ। আর আপনার প্রত্যাশা প্রসঙ্গে বলছি, চলতি বছরেও রেডিও তেহরানের মাসিক ও বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার এবং বার্ষিক শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতা অব্যাহত থাকবে। সেইসাথে সময়ের সাথে তালমিলিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয়টিও আমাদের পরিকল্পনায় রয়েছে।

আসরের পরের মেইলটি পাঠিয়েছেন আদিব আতিয়া। এ শ্রোতাবন্ধু তার চিঠিতে কোনো ঠিকানা উল্লেখ করেননি। তিনি লিখেছেন, রেডিও তেহরান শুনছি, খুব ভালো লাগছে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, দয়া করে ভারত ও পাকিস্তানের কোথায়, কী ঘটছে- তা পরিবেশন করলে শ্রোতারা খুশি হবেন। 

গাজী আবদুর রশীদ: শ্রোতাবন্ধু আদিব আতিয়ার অনুরোধের জবাবে বলছি- আপনি যদি আমাদের ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের চ্যানেল ও পেইজগুলো ভিজিট করেন তাহলে ভারত, পাকিস্তানসহ সারাবিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে- parstoday.ir/bn

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে রেডিও তেহরানের মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরিফা আক্তার পান্না। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা তার অনুভূতি জানব একটি অডিও বার্তায়। 

আকতার জাহান: মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশের পাশাপাশি রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য বোন শরিফা আক্তার পান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

(অ্যানাউন্স)

গাজী আবদুর রশীদ: বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার থানার তিলনা খোঁচাপাড়া থেকে জননী বেতার শ্রোতা সংঘ-এর সভাপতি আলী আহম্মেদ (আরিফ) পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, "এখন শীতকাল চলছে। তবে, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে শীত কম হওয়ায় পৃথিবীর বহু দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসছে অতিথি পাখি। আমাদের উচিত হবে না অতিথি পাখিদের শিকার না মনে রাখতে হবে অতিথি পাখি আমাদের গর্ব।"

আকতার জাহান: গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য আলী আহম্মেদ আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে হিরামন সেখ পাঠিয়েছেন পরের মেইলটি।

রেডিও তেহরানের চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, একদিন প্রিয়জন শুনতে না পারলে নুন ছাড়া খাবারের মতো লাগে। গত ১ জানুয়ারি প্রচারিত প্রিয়জনে প্রচারিত হযরত আলী (আ.)-এর বাণীটি থেকে জানতে পারলাম যে, " আল্লাহ অজ্ঞদের জন্য শিক্ষাগ্রহণ করা বাধ্যতামূলক করেননি। কিন্তু শিক্ষা দেয়া- জ্ঞানীদের জন্য তিনি বাধ্যতামূলক করেছেন।" মূল্যবান এই হাদিসটির জন্য ধন্যবাদ জানাবার পর তিনি কিশোরগঞ্জের শ্রোতা আসাদুজ্জামান ভাইয়ের সাক্ষাৎকার ভালো লেগেছে বলে উল্লেখ করেছেন। চিঠির শেষাংশে এই শ্রোতাবন্ধু শিল্পী নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে 'একদিন ঝড় থেমে যাবে পৃথিবীর আবার শান্ত হবে' শিরোনামের গানটি শোনানোর অনুরোধ করেছেন।

গাজী আবদুর রশীদ: ভাই হিরামন সেখ, প্রিয়জন সম্পর্কে সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। আর আপনার অনুরোধের গানটি আজকের আসরের শেষের দিকে বাজিয়ে শোনাব ইনশাআল্লাহ।

এবারের মেইলটি এসেছে বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার মিয়াপাড়া থেকে আর পাঠিয়েছেন আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগের সহ-সভাপতি মোঃ আজিনুর রহমান লিমন।

তিনি লিখেছেন, "বিশ্ব জাহানের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মাদ (সা.)-এর কন্যা হযরত ফাতেমা (সা. আ.)-এর জন্মদিন উপলক্ষে ২ জানুয়ারি মঙ্গলবার প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর। লাইভ অনুষ্ঠান শেষে ফেসবুক পেইজে রেকর্ডে তা বার বার শুনছিলাম। কারণ এতে অনেক অজানা বিষয় লুকিয়ে ছিল। হাজারো ওয়াজ নসিহতে ও পুস্তকে আমি এত তথ্য পাইনি। এই বিশেষ অনুষ্ঠানটি মিস করলে আমি হয়তোবা হযরত ফাতেমার এমন আলোকবর্তীময় জীবনকাহিনী সম্পর্কে অজানাই থাকতাম। ধন্যবাদ জানাই রেডিও তেহরান কর্তৃপক্ষকে এমন গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য।"  

আকতার জাহান:  নবীনন্দিনী হযরত ফাতেমা (সা. আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। অনুষ্ঠানটি সম্পর্কে তাৎক্ষণিক মতামত জানানোর জন্য ভাই আজিনুর রহমান লিমন আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জের জলিরপাড় থেকে। আর পাঠিয়েছেন সিনিয়র শ্রোতা বিধান চন্দ্র টিকাদার।

তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। প্রতিদিন আমি ইন্টারনেট থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে থাকি। বিশ্ব সংবাদ, কথাবার্তা এবং সাপ্তাহিক সকল আয়োজন খুব ভালো লাগে। স্বাস্থ্যকথা রেডিও তেহরানের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এ অনুষ্ঠান থেকে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের নিকট থেকে যে পরামর্শ পেয়ে থাকি তা আমাদের অনেক অনেক উপকারে আসে। চিঠিপত্রের প্রিয়জন আমাদের আরেকটি প্রিয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে মেইল করে থাকি এবং নিয়মিত আমাদের মেইল পড়া হয়। বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের মেইলগুলোর বক্তব্য শুনে খুব ভালো লাগে।"

গাজী আবদুর রশীদ: ভাই বিধান চন্দ্র টিকাদার, স্বাস্থ্যকথা ও প্রিয়জন সম্পর্কে চমৎকার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের জন্য নির্ধারিত সময় প্রায় ফুরিয়ে এসেছে। বিদায় নেওয়ার আগে রয়েছে শ্রোতাবন্ধু হিরামন সেখের অনুরোধের একটি গান। 

আকতার জাহান: বন্ধুরা, আপনারা নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। 

 

 

 

 

ট্যাগ