জানুয়ারি ১০, ২০২৪ ১৭:০২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১০ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। পরে বিস্তারিত খবরে যাব।

বাংলাদেশের শিরোনাম:

  • টানা চতুর্থবার সংসদ নেতা হলেন শেখ হাসিনা-ইত্তেফাক
  • মন্ত্রিসভার শপথ কাল, আলোচনায় নতুন মুখ- প্রথম আলো
  • সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন: উইলিয়াম বি মাইলাম-মানবজমিন
  • নির্বাচনে সব দলের অংশ না নেওয়া দুঃখজনক: অস্ট্রেলিয়া -ডেইলি স্টার বাংলা
  • নির্বাচন নিয়ে যা বলল মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা-যুগান্তর

কোলকাতার শিরোনাম:

  • ইন্ডিয়া-আমেরিকা সম্পর্ক-বড় সুখের সময় নয়- আনন্দবাজার পত্রিকা
  • ৫ বছরে ২ লক্ষ কোটি বিনিয়োগ গুজরাটে, ১ লক্ষ চাকরি! বড় ঘোষণা আদানির-সংবাদ প্রতিদিন
  • বামফ্রন্টের আহ্বান-ধর্মীয় উন্মাদনা সম্পর্কে সতর্ক থাকতে হবে-গণশক্তি
  • কনকনে ঠান্ডায় উনুন জ্বালিয়ে ঘুম, দমবন্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ৫ জনের-আজকাল

শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিরা আজ শপথ নিয়েছেন। ইত্তেফাক প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের অন্যতম খবরে লেখা হয়েছে, টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  । বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। আর সংসদ উপনেতা-হয়েছেন মতিয়া চৌধুরী। আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকাল সোয়া ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মানবজমিনের খবর, বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের বেশির ভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন। তবে এর উল্টো দাবি করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে এ কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম।

নির্বাচন নিয়ে যা বলল মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা-এ শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। এতে বলা হয়েছে, বাংলাদেশে একতরফা নির্বাচন একদলীয় শাসনের ভীতি বাড়িয়ে তুলেছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনটির শিরোনাম ছিল, ‘ওয়ান-সাইডেড বাংলাদেশ ইলেকশন রেইজেজ অব ওয়ান পার্টি রুল’। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক একদল পর্যবেক্ষক এই নির্বাচনকে ‘অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ’ বলে নিশ্চয়তা দেওয়া সত্ত্বেও বেশ কিছু দেশের কর্মকর্তারা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

জাপা নেতা শামীম পাটোয়ারি এক সাক্ষাৎকারে বলেছেন,  ‘প্রশাসনের মাধ্যমে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে’।

প্রথম আলো, ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকে নির্বাচন নিয়ে ভিন্নমতের খবর দিয়েছে। লেখা হয়েছে, বাংলাদেশে প্রত্যেকের মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘তথাকথিত নির্বাচনের নামে সরকারের নির্মম দমনপীড়নের শিকার বাংলাদেশের নির্যাতিত, ভোটাধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে জাতিসংঘের মহাসচিব কী ব্যবস্থা নিচ্ছেন? যেমনটি আমরা গত সপ্তাহান্তে বাংলাদেশে একতরফা ডামি নির্বাচন দেখেছি। যে নির্বাচন ছিল ভোট কারচুপি, ভয়ভীতিতে ভরা। যে নির্বাচন দেশটির সব প্রধান রাজনৈতিক দল বর্জন করেছে।’জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, যেমনটি তাঁরা আগেই বলেছেন, সংস্থাপ্রধান একদম প্রকাশ্যে সব পক্ষকে সব ধরনের সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছেন। তাঁরা বাংলাদেশে যে সহিংসতা দেখেছেন, সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবশ্যই উদ্বিগ্ন। এদিকে, বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার বিবৃতিতে অস্ট্রেলিয়া বলেছে,  এটি দুঃখজনক যে, নির্বাচনটি এমন একটি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে সমস্ত দল অর্থবহ এবং যথেষ্ট পরিমাণে অংশ নিতে পারেনি। যদিও আমরা এই সত্যকে স্বাগত জানাই, লক্ষ লক্ষ বাংলাদেশি ভোটার নির্বাচনের দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত

আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে,  রাজা আসে যায়, রাজা বদলায়, জামার রং বদলায়, কিন্তু বিদেশনীতির বড় বদল হয় না। নতুন বছর শুরু হল রামমন্দির তথা হিন্দুত্বের জোয়ারে ভেসে, তার পরেই শুরু হবে লোকসভা নির্বাচন। বিজেপির ‘চারশো পার’ করার হুঙ্কার সত্ত্বেও এখনও স্পষ্ট নয়, বছরের শেষে কোথাকার তরোয়াল কোথায় রাখা হবে। কিন্তু এই আভাস এখনই পাওয়া যাচ্ছে, চব্বিশের বিশ্ব মানচিত্রে ভারতের সমঝোতা, স্নায়ুযুদ্ধ এবং দর-কষাকষির ক্ষেত্রগুলি বড় সহজ হবে না।

৫ বছরে ২ লক্ষ কোটি বিনিয়োগ গুজরাটে, ১ লক্ষ চাকরি! বড় ঘোষণা আদানির-সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মুকেশ আম্বানিকে পিছনে ফেলে পেলেন এশিয়ার ধনীতম হয়েছেন কয়েকদিন আগেই। এবার গৌতম আদানির সংস্থা গুজরাটে বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিল।আগামী ৫ বছরে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিলেন গৌতম আদানি। আর এর ফলে হবে প্রচুর কর্মসংস্থান। ১ লক্ষ চাকরির সুযোগ হবে বলেই দাবি ধনকুবেরের।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ১০

ট্যাগ