জানুয়ারি ৩০, ২০২৪ ১৫:২৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ৩০ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে বিএনপি: ওবায়দুল কাদের, -ইত্তেফাক
  • দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের দুই ধাপ অবনমন: টিআই -প্রথম আলো
  • কালো পতাকা নিয়ে জনগণ দ্বাদশ সংসদকে ঘৃণা জানাচ্ছে : গয়েশ্বর-দৈনিক  কালেরকণ্ঠ
  • ‘গণহারে ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট’-দৈনিক নয়াদিগন্ত
  • সংসদ বাতিলের দাবিতে এলডিপির কালো পতাকা মিছিল-যুগান্তর
  • রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করেছে জাতিসংঘ- দৈনিক মানবজমিন

কোলকাতার শিরোনাম:

  • হাই কোর্টে দুই বিচারপতির বেনজির দ্বৈরথ, ‘লজ্জিত’ প্রধান বিচারপতি -সংবাদ প্রতিদিন
  • প্রেসিডেন্টকে ইমপিচ করার দাবি, অশান্ত মলদ্বীপে টলমল মুইজ্জুর সিংহাসন-আনন্দবাজার পত্রিকা
  • ১০০ দিনের কাজের টাকা না দিলে ২ ফেব্রুয়ারি থেকে ধর্নার ডাক মমতার -আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

বিশ্লেষণের বিষয়:

১. টিআই'র ধারণাসূচক প্রকাশ: দুর্নীতিতে বাংলাদেশের আরো ২ ধাপ অবনতি। এটা দৈনিক মানবজমিনের শিরোনাম। কী বলবেন এই রিপোর্ট সম্পর্কে?
২. গাজা যুদ্ধ পরিস্থিতিকে ‘গণহত্যা’ বলায় লেবার পার্টির এমপি কেট ওসামোরকে সাসপেন্ড করা হয়েছে। গণতান্ত্রিক দেশ বলে দাবিদার ব্রিটেনে ঘটে যাওয়া এই ঘটনাকে আপনি কীভাবে দেখছেন?

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরাখবর

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের দুই ধাপ অবনমন: টিআই -প্রথম আলো

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান হয়েছে ১০তম, যা গতবার ছিল ১২তম। গত এক যুগের মধ্যে বাংলাদেশে দুর্নীতি এবার সবচেয়ে বেশি।

জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন ২০২৩-এ এমন চিত্র উঠে এসেছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে বার্লিনের সঙ্গে একযোগে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। সিপিআই সূচকে দুর্নীতির ধারণার মাত্রাকে ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়। 

টিআই বলেছে, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ২৪, যা গতবারের চেয়ে ২ পয়েন্ট কম। গত বছর বাংলাদেশের স্কোর ছিল ২৫৷ টিআই বলেছে, তালিকায় ১০০ স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রমানুসারে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম। আগের বছর ১৪৭তম অবস্থানে ছিল বাংলাদেশ। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এবার বাংলাদেশের স্কোর ও অবস্থানের অবনমন প্রমাণ করে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবিক অর্থে কার্যকর প্রয়োগ হয়নি। আইনের প্রয়োগ ও কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের আরও অবনতি হয়েছে।’

গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে বিএনপি: ওবায়দুল কাদের, -ইত্তেফাক

বিএনপির অগ্নি সন্ত্রাস গণতন্ত্রকে কণ্টকাকীর্ণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচিত প্রতিনিধিদের সংসদে বসার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ করে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আজ সংসদে বসবেন।’

ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘বাজার নিয়ন্ত্রণে কঠিন দায়িত্ব’বাজার নিয়ন্ত্রণে নতুন সংসদ কঠিন দায়িত্ব পালন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের। ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আজকের বিশ্ব পরিস্থিতি পৃথিবীময় অর্থনীতির ওপর চরম আঘাত এনেছে। আজকে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশা করি জনগণের সমস্যা সমাধানে জনপ্রতিনিধিরা কাজ করবে।’

কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র’গণতান্ত্রিক অভিযাত্রার বিরুদ্ধে কালো পতাকা কর্মসূচি গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির কালো পতাকা মিছিল গণবিরোধী কর্মসূচি। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে ও গণতন্ত্রের স্বার্থে ষড়যন্ত্র প্রতিহত করবে আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায় আওয়ামী লীগ নেবে না। বিএনপি তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে জনগণের জানমাল রক্ষায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ।’

সংসদ বাতিলের দাবিতে এলডিপির কালো পতাকা মিছিল-যুগান্তর

অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি কালো পতাকা মিছিল করেছে। 

রাজধানীর বিজয়নগর থেকে মিছিলটি মঙ্গলবার দুপুর ১২টায় নাইটিঙ্গেল, বিজয়নগর, পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। 

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে এলডিপি নেতারা বলেন, এই ডামি সরকার বাংলাদেশের জনগণের সরকার না। আজকে আমাদের এই লড়াই শুধু ভোটের লড়াই নয়, আমাদের গণতন্ত্রের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। জনগণ থেকে বিচ্ছিন্ন এই ডামি সরকারকে বিদায় নিতে হবে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকব। এই শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের চলতেই থাকবে।

মিছিলে উপস্থিত ছিলেন এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান প্রমুখ।

রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি করেছে জাতিসংঘ- দৈনিক মানবজমিন

রাজনৈতিক কারণে, বিরোধী মত প্রকাশের কারণে যাদেরকে জেলে দেয়া হয়েছে তাদেরকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার নিয়মিত ব্রিফিংকালে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তার কাছে ওই সাংবাদিক জানতে চান, কোনো অভিযোগ ছাড়া বা অভিযোগে আটক রাখা সব রাজনৈতিক নেতাকর্মীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। এসব আটক আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘ মানবাধিকার কমিশনের আহ্বানের সঙ্গে কি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ একই আহ্বান জানান? আপনি জানেন ২৫০০০ রাজনৈতিক...ওই সাংবাদিকের প্রশ্ন শেষ না হতেই ডুজারিরক বলেন, নীতিগতভাবে আমরা বিশ্বাস করি রাজনৈতিক মত প্রকাশের কারণে লোকজনকে কখনোই জেল দেয়া উচিত নয়। তাদেরকে মুক্তি দেয়া উচিত, বিশেষ করে যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা না হয়।

‘গণহারে ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট’-দৈনিক নয়াদিগন্ত

শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া গণহারে আসামিদের ডান্ডাবেড়ি না পরানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র মেনে চলতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৫ জানুয়ারি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা নাজমুল মৃধাকে ডান্ডাবেড়ি পরিয়ে বাবার জানাজায় অংশ নেয়ার ঘটনাটি হাইকোর্টের নজরে আনেন ব্যারিস্টার কায়সার কামাল। সেদিন আদালত এ বিষয়ে রিট করার পরামর্শ দেন। পরে গত ১৬ জানুয়ারি বাবার জানাজায় ছাত্রদলের এক নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে আনার ঘটনা চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটে দেশের সব কারাগারে গণহারে ডান্ডাবেড়ি পরানো বন্ধ চাওয়া হয়।

কালো পতাকা নিয়ে জনগণ দ্বাদশ সংসদকে ঘৃণা জানাচ্ছে : গয়েশ্বর-মানবজমিন

কালো পতাকা নিয়ে দেশের জনগণ দ্বাদশ জাতীয় সংসদকে ঘৃণা জানাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, আজকে ডামি নির্বাচনের সংসদ বসছে বিকেল ৩টায়। সকাল থেকে সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার, বিভিন্ন রাজনৈতিক দল কেউ লাল পতাকা, কেউ কালো পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটা… জনগণ কী উদযাপন করছে এই সংসদ? অর্থাৎ তিরস্কার দিচ্ছে, ঘৃণা জানাচ্ছে, ক্ষোভ প্রকাশ করছে।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি এবং ‘ডামি’ সংসদ বাতিলের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিএনপির এই নেতা বলেন, যাদের লাজ-লজ্জা-ভয় নাই…. তাঁদের দ্বারাই এ রকম সংসদে বসা যায়।

বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে গয়েশ্বর বলেন, ‘লড়াই আমাদের চলমান, লড়াই আমাদের থেমে নেই। বিভিন্ন প্রেক্ষাপটে লড়াইয়ের কৌশল পরিবর্তন হয়….। আজকে (৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন) অনেকের দাবি ছিল, অনেকের প্রস্তাব ছিল আমরা যেন হরতাল দিই… বিএনপি আজকে সেই হরতালটি ঘোষণা করেনি।’

গয়েশ্বর আরো বলেন, ‘বিএনপি যেভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে বিগত দিন চলেছে, সেই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে গণতান্ত্রিক রীতি-নীতির মধ্যেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করে যাচ্ছে এবং করে যাবে। আমরা রেকর্ড করতে পারিনি এক সরকারের মেয়াদে ১৭৩ দিন হরতাল দেওয়ার, আমরা রেকর্ড করতে পারিনি গানপাউডার দিয়ে শেরাটনের সামনে বাসে মানুষ মারার, আমরা এখনো দৃষ্টান্ত স্থাপন করতে পারিনি চলমান পথিককে বিবস্ত্র করার, আমরা এখনো রেকর্ড করতে পারিনি লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে তাঁর ওপরে নাচ-গান করার। এ রকম সংস্কৃতি কাদের মনে… যারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

ভারতের গুরুত্বপূর্ণ খবরাখবর

হাই কোর্টে দুই বিচারপতির বেনজির দ্বৈরথ, ‘লজ্জিত’ প্রধান বিচারপতি -সংবাদ প্রতিদিন

কলকাতা হাই কোর্টে (Calcutta HC) নজিরবিহীন সংঘাতে জড়িয়েছেন দুই বিচারপতি। আর তাতে ‘লজ্জিত’ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মঙ্গলবার এজলাস শেষ করে উঠে যাওয়ার সময় তিনি জানান, ”যা হয়েছে, তাতে আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আদালতে এটা আশা করা যায় না।” তাঁর আরও বক্তব্য, ‘‘এটা দেশের ঐতিহ্যশালী হাই কোর্ট। এই অপ্রীতিকর পরিস্থিতি অনেক সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে। আমরা এই সমস্যার সমাধান করার সবরকম চেষ্টা করছি।’’

ডাক্তারিতে ভর্তি নিয়ে দুর্নীতি মামলায় হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেন নজিরবিহীন সংঘাত গোটা বিচারব্যবস্থাকেই স্তম্ভিত করে দিয়েছে। তা ভালোভাবে গ্রহণ করেনি সুপ্রিম কোর্টও (Supreme Court)। তাই হাই কোর্ট থেকে সেই মামলা সরিয়ে নেওয়া হয়েছে। মেডিক্যাল দুর্নীতি মামলা এখন শীর্ষ আদালতে বিচারাধীন। তবে এনিয়ে কোনও মন্তব্য করেননি দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তবে এবার তা নিয়ে মুখ খুললেন হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

১০০ দিনের কাজের টাকা না দিলে ২ ফেব্রুয়ারি থেকে ধর্নার ডাক মমতার -আজকাল

বাংলার শ্রমিকদের বকেয়া টাকা না মেটালে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠআনে যোগ দেন মমতা। সেখান থেকেই ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানিয়ে দেন, ‘১০০ দিনের বকেয়া টাকা না দিলে ২ তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসব’।শিলিগুড়ির অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কোচবিহার থেকেও ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে এক হাত নেন মমতা। বলেন, ‘১ তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আমাদের টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবেন না, নিজের পরিশ্রমের টাকা পাবেন না, আর তোমরা অট্টালিকায় থাকবে এটা হবে না’। এর আগে ১০০ দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে গিয়ে ধর্না করছিলেন অভিষেক ব্যানার্জি। তৃণমূল সুপ্রিমো অবশ্য কোথায় ধর্নায় বসবেন সে বিষয়ে কিছু জানাননি।

প্রেসিডেন্টকে ইমপিচ করার দাবি, অশান্ত মলদ্বীপে টলমল মুইজ্জুর সিংহাসন-আনন্দবাজার পত্রিকা

পারস্পরিক দ্বন্দ্ব ও অশান্তি পেরিয়ে এ বার সরাসরি প্রেসিডেন্টকে সরানোর তোড়জোড় মলদ্বীপে। নেপথ্যে দেশের প্রধান বিরোধী দল ‘মলদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি (এমডিপি)। মুইজ্জুকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হয়েছেন তাঁরা।

ভারত ও মলদ্বীপের আন্তর্জাতিক স্তরের সম্পর্ককে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে এর মধ্যে। এই ঘটনার জের টেনে মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ সোলির দল অনাস্থার দাবি তুলেছে বর্তমান প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর বিরুদ্ধে। তাঁদের দাবি মুইজ্জুর ইমপিচমেন্ট (বেআইনি কার্যকলাপের ভিত্তিতে উচ্চ পদে থাকা সরকারি কর্তাকে আনুষ্ঠানিক ভাবে অপসারণ) প্রক্রিয়া শুরু করতে তাঁরা প্রচুর স্বাক্ষরও সংগ্রহ করে ফেলেছেন।

এই পরিস্থিতিতে মুইজ্জুর পাশে দাঁড়িয়ে বিবৃতি দিল মলদ্বীপের শাসকজোটের দুই শরিকদল। এই দুই দলের মধ্যে মুইজ্জুর নিজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)-ও রয়েছে।

সোমবার সাংবাদিক বৈঠক করে মলদ্বীপের শাসকজোটের অন্যতম শরিক প্রগ্রেসিভ পার্টি অফ মলদ্বীপ (পিপিএম)-এর সাংসদ আহমেদ সালিম জানান, মুইজ্জুকে অপসারণ করার যাবতীয় চেষ্টা তাঁরা যে কোনও মূল্যে প্রতিহত করবেন।#

পার্সটুডে/বাবুল আখতার/ ৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ