অক্টোবর ০৩, ২০১৮ ১৮:২১ Asia/Dhaka

খুজিস্তান প্রদেশের বিভিন্ন স্থানে রয়েছে ইসলাম পূর্ব এবং ইসলাম পরবর্তী যুগের নানা ঐতিহাসিক নিদর্শন। যেমন শুশ শহরের কাছেই রয়েছে তিন হাজার বছরের প্রাচীন চোগা জানবিল উপাসনালয়।

আজও বহু প্রত্ন তাত্বিক ও গবেষক সেখানে খনন কাজ, গবেষণা ও মন্দিরটির সংস্কার কাজে নিয়োজিত রয়েছেন। সুপ্রাচী ও ঐতিহ্যবাহী এ উপাসনালয়ের তলদেশে রয়েছে বেশ কিছু প্রাচীন সমাধি। মনে করা হয় এতে ইলামী রাজ বংশের রাজা বাদশারা সমাহীত রয়েছেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এ স্থানটি পরিদর্শনের জন্য ইরান ভ্রমণে আসেন। তো যাই হোক এবারে আমরা খুজিস্তান প্রদেশের প্রাচীন ও ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন সম্পর্কে মুহাম্মদ ও সাইদের কথোপকথন জেনে নিব। তবে তার আগে কথাবার্তায় ব্যবহৃত নতুন ফার্সী শব্দগুলো জেনে নেয়া যাক। প্রথমে ফার্সী শব্দ এবং পরে এর বাংলা অর্থ ধারাবাহিকভাবে উল্লেখ করা হল।

برنامه - امروز - چیست - شهر - شهرها - دیگر - ما می رویم - شوش - شوشتر - دزفول - اهواز - مثلِ - دیدنی - آنها هستند - آثار باستانی - ما بازدید می کنیم - پس - قدیمی - مردم - شش هزار - سال - پیش - آنها زندگی می کنند - مقبره - حضرت - دانیال - من خوشحالم - خوشحال - ما می رويم - مسجد - تقریبا" - هزار - هزار ساله - اغلب - ايران - معماري - زيبا - آنها دارند - همين طور - درضمن - معبد - چغازنبيل - نزدیک - يونسكو- چند طبقه - فهرست

অনুষ্ঠান বা কর্মসূচী, আজ, কি?, শহর, শহরগুলো, অন্যান্য, আমরা যাব, (শুশ)একটি শহরের নাম, (শুশতার) একটি শহরের নাম, (দেযফুল) একটি শহরের নাম, (আহওয়ায) একটি শহরের নাম, একই রকম, দর্শনীয়, প্রাচীন নিদর্শন, আমরা পরিদর্শন করব,তাহলে, পুরানো বা প্রাচীন, জনগণ, ছয় হাজার, বছর, আগে, তারা বসবাস করছে, কবর বা সমাধি, হযরত দানিয়েল(একজন নবীর নাম), আমি আনন্দিত, আনন্দিত, আমরা যাব, মসজিদ, প্রায়, হাজার, হাজার বছর, প্রায় বা অধিকাংশ, স্থাপত্য শৈলী, সুন্দর, সুন্দর, উপাসনালয়, চোগা জানবিল (উপাসনালয়ের নাম), কাছে বা সন্নিকটে, কয়েক তলা বিশিষ্ট, তালিকা।নতুন শব্দগুলোর সাথে পরিচিত হলেন। এবারে আমরা নতুন ফার্সী শব্দগুলোর মাধ্যমে গঠিত বাক্যগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। তো চলুন এবার তাদের আলাপ চারিতা জেনে নেয়া যাক। প্রথমে ফার্সী বাক্য এবং পরে এর বাংলা অর্থগুলো নীচে উল্লেখ করা হল।

محمد - برنامه ی امروز چیست ؟ سعید - امروز به شهرهای دیگر خوزستان می رویم . به شوش ، شوشتر و دزفول . محمد - این شهرها هم مثل اهواز دیدنی هستند ؟ سعید - بله . ما از آثار باستانی این شهرها بازدید می کنیم .محمد - پس این شهرها هم قدیمی هستند .سعید - بله . مردم از شش هزار سال پیش در شوش زندگی می کنند . مقبره حضرت دانیال در این شهر است . محمد - خوشحالم که به این شهرهای ديدني می رويم . سعید - در شهر شوشتر نیز به مسجد قدیمی شهر می رویم . مسجد این شهر تقریبا" هزار ساله است .محمد - اغلب شهرهای ایران مسجدهایي با معماري زيبا دارند . سعید - بله . همين طور است . درضمن به معبد چغازنییل هم می رویم . محمد - چغازنیبل كجا است ؟ سعید - چغازنبیل یک معبد قدیمی و نزدیک شوش است . يونسكو اين معبد چند طبقه را در فهرست ميراث جهاني قرار داده است .

 

মুহাম্মদ: আজকের কার্যসূচী কি?সাইদ: আজ আমরা খুজিস্তান প্রদেশের অন্যান্য শহরে যাব। শুশ, শুশতার ও দেযফুল শহরে। মুহাম্মদ: এই শহরগুলো কি আহওয়াজ শহরের মতই দর্শনীয়? সাইদ: হ্যা, আমরা এ শহরের ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করব। মুহাম্মদ: তাহলে এ শহরগুলো মনে হয় বেশ প্রাচীন ও ঐতিহ্যবাহী। সাইদ: হ্যা, ছয় হাজার বছর আগে থেকেই শুশ শহরে মানুষ বসবাস করে আসছে। এ শহরেই রয়েছে হযরত দানিয়েল নবীর মাজার। মুহাম্মদ: আমি বেশ আনন্দিত যে আমরা এসব শহরে বেড়াতে যাব।সাইদ: শুশতার শহরে আমরা সেখানকার প্রাচীন মসজিদটি দেখতে যাবা। এ মসজিদটি এক হাজার বছরের পুরানো। মুহাম্মদ: ইরানের অধিকাংশ শহরেই প্রাচীন স্থাপত্যকলার নিদর্শনসহ বেশ সুন্দর সুন্দর মসজিদ রয়েছে। সাইদ: হ্যা, ঠিক তাই। আমরা কিন্তু চোগাজানবিল উপাসনালয়টিও দেখতে যাব। মুহাম্মদ: চোগা জানবিল কোথায় অবস্থিত? সাইদ: চোগা জানবিল হচ্ছে বেশ প্রাচীন একটি উপাসনালয় যাকিনা শুশ শহরের কাছে অবস্থিত। ইউনেস্কো কয়েক তলা বিশিষ্ট এই উপাসনালয়কে আন্তর্জাতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে।

সুপ্রিয় পাঠক! মুহাম্মদ ও সাইদের কথোপকথন জেনে নিলেন। যেমনটি আমরা বলেছি, চোগা জানবিল হচ্ছে ইসলাম পূর্ব ইতিহাসের বেশ প্রাচীন ও ঐতিহ্যবাহী নিদর্শন। তবে খুজিস্তান প্রদেশে ইসলাম পূর্ব যুগের ঐতিহাসিক নিদর্শন ছাড়াও ইসলাম পরবর্তী যুগের বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এ প্রদেশের শুশ শহরটি দানিয়েল নবীর মাজারের জন্য বেশ বিখ্যাত। মাজার প্রাঙ্গনের নান্দনিক স্থাপত্য ও নির্মান শৈলী যেকোন পর্যটককে আকৃষ্ট করবে।#

 

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/  ৩

 খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন