ফার্সি ভাষায় মামনুন ممنون মানে ধন্যবাদ (১৮৬তম পর্ব)
পাঠক,ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকই ভাল আছেন। আপনারা যারা নিয়মিত সঙ্গ দিচ্ছেন তারা জানেন যে, বিদেশী ছাত্র মোহাম্মাদ উচ্চ শিক্ষা অর্জনের জন্য ইরানে এসেছিল।
মোহাম্মদ ছিল আমাদের প্রতিটি আসরের সঙ্গী। সম্প্রতি সে গ্রাজুয়েশন শেষ করেছে এবং আজ সে ইরান ছেড়ে চলে যাচ্ছে। দেশে ফিরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে সে ফার্সি ভাষা ও সাহিত্যে শিক্ষক হবে বলে ঠিক করেছে। মোহাম্মদের বন্ধুরা এসেছে তাকে বিদায় জানাতে। তাদের সবাই হাতে তার জন্য রয়েছে বিভিন্ন রকম উপহার সামগ্রী। বন্ধুদের হাতে এত উপহার সামগ্রী দেখে মোহাম্মদ তায়াজ্জুব বনে যায়। এসব বন্ধুর সাথে দীর্ঘদিন মোহাম্মদ একসঙ্গে পড়ালেখা করেছে এবং এ সময়কার বহু স্মৃতি তার মনে থাকবে দীর্ঘকাল। মোহাম্মদ দেশে চলে যাচ্ছে বলে তার বন্ধুদের মন খারাপ লাগলেও তাদের এ বন্ধুত্ব টিকে থাকবে চিরকাল। তার বন্ধুরা বিদায়ের সময় শেষ মুহূর্ত পর্যন্ত তাকে সঙ্গ দেয়। তাকে তার লাগেজপত্র গোছাতে সাহায্য করে। রমিন মোহাম্মদকে বিমানবন্দরে এগিয়ে দিতে যায়। এসময় রমিন মন খারাপ করলে মোহাম্মদ রমিনকে এই বলে আশ্বস্ত করে যে সে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য পুনরায় ইরানে ফিরে আসবে। তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ রমিনের কাছ থেকে বিদায় নিয়ে ভেতরে ঢোকার মুহূর্তে কি আলাপ করছে তা শোনার আগে চলুন কিছু ফার্সি শব্দের অর্থ আমরা জেনে নেই।
خداحافظی - احساس - عجیب - من فکر می کنم - برادرم - جدا - همین - دارم - بهترین - دوست - دوستی - خرسند - تو می دانی - به خاطر- مردم - خوب - آشنایی - سایر - امیدوارم - تو فراموش نکنی - من فراموش کنم - سفر - تو داشته باشی - کارها - تو موفق باشی - متشکرم - به آرزوهایت برسی - سلام برسان - وقتی - مقصد - تو رسیدی - خبر بده - حتماً - عزیز - همه چیز - ممنون - خواهش می کنم - خدای مهربان - من می سپارم - به سلامت - هرگز - محبت - خدا نگه دار
বিদায় - অনুভূতি - অদ্ভুত - আমার মনে হয় - আমার ভাই - আলাদা –ঠিক এটাই - আমার আছে –সবচেয়ে ভাল- বন্ধু – একজন বন্ধু - খুশি -তুমি জান – মানুষ বা জনগণ- ভাল - পরিচয় - অন্যান্য – আমি আশা করছি- তুমি ভুলবে না - আমি ভুলে যাব - ভ্রমণ – কাজগুলো-তুমি সফল হও - ধন্যবাদ – তোমার আশাগুলো পূর্ণ হোক- সালাম পৌঁছে দিও-যখন- গন্তব্য- তুমি পৌছবে-খবর দিও-অবশ্যই-প্রিয়- সবকিছু- ধন্যবাদ - দয়ালু আল্লাহ-আমি সোপর্দ করছি -কখনো –দয়া বা ভালবাসা - খোদা হাফেজ।
পাঠক বন্ধুরা, ফার্সি শব্দগুলোর অর্থ শুনলেন এবার চলুন দেখা যাক মোহাম্মদ ও রমিন বিমানবন্দরে কি আলাপ করছে।
محمد - دیگر باید خداحافظی کنیم.
رامین - احساس عجیبی دارم ! فکر می کنم برادرم از من جدا می شود .
محمد - من هم همین احساس را دارم . تو بهترین دوست من هستی .
رامین - من هم از دوستی با تو بسیار خرسندم .
محمد - می دانی رامین ! من ایران را دوست دارم ، به خاطر مردم بسیار خوبش و آشنایی با تو و سایر دوستان .
رامین - پس امیدوارم که ما را فراموش نکنی . محمد - مگر می توانم شما را فراموش کنم ؟
رامین - امیدوارم سفر خوبی داشته باشی و در کارهایت موفق باشی .
محمد - متشکرم . من هم امیدوارم به همه آرزوهایت برسی .
رامین - به پدر و مادرت سلام برسان . وقتی به مقصد رسیدی به من خبر بده .
محمد - حتماً . رامین عزیز برای همه چیز از تو ممنونم .
رامین - خواهش می کنم . تو را به خدای مهربان می سپارم . به سلامت .
محمد - هرگز محبت شما را فراموش نمی کنم . خدا نگه دار .
মোহাম্মদ: এবার আমাকে বিদায় নিতে হবে।
রমিন: অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আমার, মনে হচ্ছে আমার ভাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে।
মোহাম্মদ: আমারও একি ধরনের অনুভূতি হচ্ছে, তুমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু।
রমিন: তোমার বন্ধু হতে পেরে আমিও ভীষণ আনন্দিত।
মোহাম্মদ: রমিন জান, ইরানের মানুষ অত্যন্ত ভাল এবং তুমি ও অন্য ইরানি বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার কারণে আমি ইরানকে ভালবাসি।
রমিন: আশাকরি তুমি আমাদের ভুলে যাবে না।
মোহাম্মদ: তোমাকে ভুলে যাওয়া সম্ভব না। তোমার সফর শুভ হোক এবং সকল কাজে সফল হও।
রমিন: ধন্যবাদ, তোমারও সকল আশা পূর্ণ হোক সেই কামনাই করছি।
মোহাম্মদ: তোমার বাবা-মাকে আমার সালাম পৌঁছে দিও। বাড়িতে পৌঁছে আমাদেরকে খবর দিও।
রমিন: অবশ্যই, প্রিয় রমিন তোমাকে অনেক ধন্যবাদ।
মোহাম্মদ: তোমাকেও ধন্যবাদ, দয়ালু আল্লাহর হাতে তোমাকে সমর্পণ করছি। ভাল থেকে।
দু:খ ও ভারাক্রান্ত মনে মোহাম্মদ রমিনের কাছ থেকে বিদায় নিয়ে বিমানবন্দরের ভিতরে চলে যায়। ইরান থেকে সে নিয়ে যায় জ্ঞান ও অভিজ্ঞতার এক বিশাল ভাণ্ডার। বিমানে বসে ইরানের অনেক কথা অনেক স্মৃতি তার মনে পড়ে। ইরানে লেখাপড়া শেখার পাশাপাশি খুব সাধারণ ও আন্তরিকতাপূর্ণ জীবন-যাপনের সাথেও পরিচিত হয়। এমন একটি দেশের জনগণের সাথে সে পরিচিত হয় যারা তাদের দেশকে প্রাণ দিয়ে ভালবাসে এবং দেশের উন্নতির জন্য প্রাণপণ চেষ্টা করে।#
সমাপ্ত
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।