ফার্সি ভাষায় ঈদ عید মানে ঈদ (১৮৩তম পর্ব)
পাঠক,ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকই ভাল আছেন।
ইরানের অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদের ইরানি বন্ধু রমিন আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি গ্রুপ কর্তৃক আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের এ গ্রুপটি বিভিন্ন ধর্মীয় উপলক্ষে নানাধরনের উৎসব ও অনুষ্ঠানের আয়োজন করে, এ বছর এ গ্রুপটি ঈদুল আযহা বা কুরবানির ঈদ ও ঈদে গাদীর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। রমিন অনুষ্ঠানটিতে যোগ দিতে মোহাম্মাদকে নিয়ে যেতে চায়। ইরানে অন্যান্য ঈদের সঙ্গে এ ২টি ঈদ খুব সুন্দরভাবে পালিত হয়। এ সম্পর্কে মোহাম্মদ ও রমিনের মধ্যে কি কথা হয় তা শোনার আগে চলুন তাদের ব্যবহারিত ফার্সি শব্দ ও পরিভাষার অর্থ জেনে নেয়া যাক।
تو می دانی - پس فردا - تعطیل - عید - قربان - روز - بعضی از مردم - به ویژه - آنهایی که رفته اند - حج - قربانی - آنها قربانی می کنند - شما قربانی می کنید - پدر - سال گذشته - سفر - او رفته است - نشانه - بندگی - تسلیم - دربرابر - خدا - من می خواهم شرکت کنم - مراسم - دانشجویان - دانشگاه - تو می آیی - راستش - خیلی - من کار دارم - ولی - دوست دارم شرکت کنم - هفته بعد - عید غدیر - اعیاد - بزرگ - اسلامی - من شرکت می کنم - همه جا - جشن و شادمانی - آن برپا است - همین طور - مردم - اهل بیت پیامبر - آنها علاقه مند هستند .
তুমি জান-আগামী পরশু-ছুটি-কুরবানির ঈদ-দিন-কিছু লোক-বিশেষ করে-যারা গেছে-হজ্ব-তারা কুরবানি করেন-আপনি কুবরানি করেন-পিতা-গত বছর-ভ্রমণ-সে গেছে-ঠিকানা-বন্দেগী-আত্মসমর্পণ- সামনে-খোদা-আমি অংশগ্রহণ করতে চাই-অনুষ্ঠান-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী-বিশ্ববিদ্যালয়-তুমি আসবে-প্রকৃতপক্ষে-অনেক-আমার কাজ আছে-কিন্তু-আমি অংশগ্রহণ করতে চাই-আগামী সপ্তাহে-গাদীরের ঈদ-বিভিন্ন ঈদ-বড়-ইসলামি-আমি অংশগ্রহণ করব-সবজায়গায়-আনন্দ ও উৎসব-ঠিক এরকমই-মানুষ-রাসূল (সা:)এর পবিত্র বংশধর-তারা আগ্রহী
পাঠক বন্ধুরা! ফার্সি শব্দ ও পরিভাষাগুলোর অর্থ শুনলেন, এবারে চলুন মোহাম্মাদ ও রমিনের কথোপকথন শোনা যাক।
رامین - محمد ، می دانی پس فردا تعطیل است ؟
محمد - بله . پس فردا روز عید قربان است .
رامین - روز عید قربان ، بعضی از مردم به ویژه آنهایی که به حج رفته اند ، قربانی می کنند .
محمد - آیا شما هم قربانی می کنید ؟
رامین - بله . پدر من سال گذشته به سفر حج رفته است و روز عید ، قربانی می کند .
محمد - قربانی کردن نشانه بندگی و تسلیم دربرابر خدا است .
رامین - من می خواهم در مراسم دانشجویان دانشگاه شرکت کنم . آیا تو هم می آیی ؟
محمد - راستش خیلی کار دارم ، ولی دوست دارم در مراسم شرکت کنم .
رامین - هفته بعد نیز عید غدیر است . عید غدیر از اعیاد بزرگ اسلامی است
محمد - در مراسم عید غدیر نیز شرکت می کنم .
رامین - در روز عید غدیر همه جای ایران ، مراسم جشن و شادمانی برپاست .
محمد - همین طور است . مردم ایران به اهل بیت پیامبر بسیار علاقه مند هستند .
রমিন: মোহাম্মদ, তুমি কি যান আগামী পরশু সরকারি ছুটি।
মোহাম্মদ: হ্যাঁ, পরশু দিন কুরবানির ঈদ।
রমিন: কুরবানির ঈদের দিন কিছু লোক বিশেষ করে যারা হজ্ব করেছেন তারা কুরবানি দিয়ে থাকেন।
মোহাম্মদ: তুমি কি কুরবানি করবে?
রমিন: হ্যাঁ, আমার বাবা গত বছর হজ্ব করতে গিয়েছিলেন, কাজেই আমরা ঈদের দিন কুরবানি করব।
মোহাম্মদ: কুরবানি করা আল্লাহর ইবাদত ও তার কাছে নত হওয়ার নিদর্শন।
রমিন: আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তুমিও কি আমার সাথে যাবে?
মোহাম্মদ: সত্যি কথা বলতে কি আমার অনেক কাজ আছে। তারপরও অনুষ্ঠানটিতে অংশগ্রহণের ইচ্ছা আমার আছে।
রমিন: আগামী সপ্তাহে গাদীরের ঈদ। গাদীরের ঈদ ইসলামে একটি অন্যতম বড় ঈদ।
মোহাম্মদ: গাদীরের ঈদে আমি অংশগ্রহণ করব।
রমিন: গাদীরের ঈদে ইরানের সর্বত্রে আনন্দ ও উৎসবের পরিবেশ বিরাজ করে।
মোহাম্মদ: ঠিক বলছ। ইরানিরা রাসূল (সা:)এর পবিত্র বংশধরকে খুবই ভালবাসে।
পাঠক বন্ধুরা! মোহাম্মদ ও রমিনের কথোপকথন শুনলেন, আশাকরি বুঝতে সমস্যা হয়নি। ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ কয়েকটি ঈদের মধ্য ঈদুল আযহা বা কুরবানির ঈদ অন্যতম এবং হজ্বের আনুষ্ঠানিকতার চূড়ান্ত রূপ এটি। আল্লাহর ঘর কাবা শরীফ জিয়ারতকারী হাজিগণ হজের আনুষ্ঠানিকতা পালনের পর ঈদের দিন কুরবানি করেন ও ঈদের নামাজে অংশগ্রহণ করেন। মুসলিম দেশগুলোতেও সমার্থবান মুসলমানরা ঈদের দিন পশু কুরবানি করেন এবং এসবের মাংস গরীব-দুঃখী ও দুষ্টদের মধ্যে বিলিয়ে দেন। কুরবানির ঈদের প্রায় এক সপ্তাহ পর গাদীরের ঈদ পালিত হয়। ইরানে এ ঈদটি বিশেষ ঝাঁকজমকের সাথে পালন করা হয়। এ দিন বিশ্বনবী রাসূল আকরাম (সা:) আল্লাহর নির্দেশে হযরত আলী (আ.) কে তাঁর স্থলাভিষিক্ত এবং তাঁর পর মুসলমানদের নেতা হিসেবে মনোনীত করে গিয়েছিলেন। ঈদের দিনগুলোতে মুসলমানরা বিশেষ ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন এছাড়া তারা পরস্পরের বাড়িতে বেড়াতে যান এবং আত্মীয়স্বজন ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের খোঁজখবর নেন। প্রতিটি ঈদে ইরানে সরকারী ছুটি পালিত হয়।#
পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/০৬