মে ১৬, ২০১৯ ১৫:৪৪ Asia/Dhaka

পাঠক! আপনারা জানেন নিশ্চয়ই ইরান বহু বছর আগে থেকেই পরমাণু শক্তির ব্যবহার নিয়ে ভাবছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা গঠিত হয়েছিল ১৯৫৭ সালে। এই সংস্থা গঠিত হবার এক বছর পর ইরান সংস্থার সদস্য হয়।

১৯৭৫ সালে ইরানের দক্ষিণাঞ্চলীয় বু'শাহরে সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় নির্মাণ কাজে ভাটা পড়ে। অবশেষে রাশিয়ার সহযোগিতা নিয়ে ইরান এই বিদ্যুৎ স্থাপনার কাজ সম্পন্ন করে। মুহাম্মাদ এবং তার বন্ধু রমিনও এ বিষয়েই কথা বলছিল। তাদের কথা শোনার আগে যথারীতি নতুন শব্দগুলোর অর্থ জানিয়ে দিচ্ছি।

تو چه مي خواني - مثل اينکه - مقاله - انرژي - هسته اي - اتمي - آن چه نوشته است - چيزهايي - 1957 - آژانس - بين المللي - آن تشکيل شد - عضو - آنها به فکر بوده اند - استفاده از - نيروگاه اتمي - بندر - بوشهر - جنوب - ساخت - 1975 - آن شروع شد - زمان - جنگ - صدام - متوقف شد - الان - چه كساني - آنها فعاليت مي كنند - خارجي - در كنار - متخصصان - آنها مشغول هستند - وقتي - تو خواندي - بده - روزنامه - من مي خوانم - من دوست دارم بخوانم -

তুমি কী পড় / মনে হয় যেন / প্রবন্ধ / শক্তি / পারমাণবিক / আণবিক / কী লিখেছে? / অনেক কিছু / ১৯৫৭ / সংস্থা / আন্তর্জাতিক / তা গঠিত হয়েছে / সদস্য / তারা চিন্তায় ছিল / ব্যবহার / পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা / বন্দর / একটি শহরের নাম / দক্ষিণ / তৈরি করেছে / ১৯৭৫ / তা শুরু হয়েছে / সময় / যুদ্ধ / ইরাকী সাবেক প্রেসিডেন্ট / বন্ধ হয়ে যায় / এখন / কারা / তারা কার্যক্রম চালাচ্ছে / বিদেশী / পাশে / বিশেষজ্ঞগণ / তারা ব্যস্ত / যখন / তুমি পড়েছো / খারাপ / দৈনিক পত্রিকা / আমি পড়ি / আমি পড়তে চাই।

শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল এবারে কথোপকথনটি প্রথমে বাংলায় অনুবাদ করে শোনা যাক।

محمد - چه مي خواني ؟ مثل اينکه موضوع جالبي است ! رامين - بله . اين مقاله درمورد انرژي هسته اي در ايران است . محمد - خوب . چه نوشته است ؟ . دوست دارم چيزهايي در اين مورد بدانم . رامين - در سال 1957 آژانس بين المللي انرژي اتمي تشکيل شد . جالب است که يک سال بعد ، ايران عضو اين آژانس شد .محمد - پس ايراني ها سال ها قبل به فکر استفاده از انرژي هسته اي بوده اند . رامين - بله . ايران درزمينه تحقيقات هسته اي ، سابقه اي طولاني دارد . محمد - آيا ايران نيروگاه اتمي دارد ؟ رامين - بله . در بندر بوشهر در جنوب ايران ، ساخت اين نيروگاه در سال 1975 شروع شد . محمد - واقعا" ؟ پس اين نيروگاه قديمي است !رامين - بله . البته در زمان جنگ صدام عليه ايران ، چند سال ساخت آن متوقف شد .محمد - الان در اين نيروگاه چه کساني فعاليت مي كنند ؟ ‌ايراني ها يا خارجي ها ؟ رامين - دانشمندان ايراني دركنار متخصصان خارجي در اين نيروگاه مشغول کار هستند .محمد - وقتي مقاله را خواندي ، روزنامه را به من بده . من نيز دوست دارم آن را بخوانم .

মুহাম্মাদঃ কী পড়ছো? মনে হচ্ছে খুব মজার বিষয়! রমিনঃ হ্যাঁ! এই প্রবন্ধটা ইরানে পরমাণু শক্তি সম্পর্কে।মুহাম্মাদঃ তো,কী লিখেছে? এ সম্পর্কে কিছু জানতে চাচ্ছি।রমিনঃ ১৯৫৭ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা প্রতিষ্ঠিত হয়। মজার ব্যাপার হলো এক বছর পর ইরান এই সংস্থার সদস্য হয়।মুহাম্মাদঃ তার মানে বহু বছর আগে থেকেই ইরানীরা পরমাণু শক্তি ব্যবহার নিয়ে চিন্তাভাবনা করে আসছে।রমিনঃ হ্যাঁ! পরমাণু গবেষণা ক্ষেত্রে ইরানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।মুহাম্মাদঃ আচ্ছা ইরানে কি পরমাণু বিদ্যুৎ স্থাপনা রয়েছে? রমিনঃ হ্যাঁ! ইরানের দক্ষিণে বু'শাহর বন্দরে ১৯৭৫ সালে এই স্থাপনাটির নির্মাণ কাজ শুরু হয়।মুহাম্মাদঃ সত্যিই? তাহলে এই বিদ্যুফ স্থাপনাটি পুরোণো।রমিনঃ হ্যাঁ! অবশ্য ইরানের বিরুদ্ধে সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় কয়েক বছর এর কাজ বন্ধ ছিল।মুহাম্মাদঃ এখন এই বিদ্যুৎ স্থাপনায় কারা কার্যক্রম চালাচ্ছে? ইরানীরা নাকি বিদেশীরা?রমিনঃ ইরানী বিজ্ঞানীরা বিদেশী বিশেষজ্ঞদের সাথে এই বিদ্যুৎ স্থাপনায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।মুহাম্মাদঃ প্রবন্ধটা পড়া হয়ে গেলে আমাকে দিবি।আমিও তা পড়তে চাই।

কথোপকথনটি আশা করি বুঝতে পেরেছেন। রমিন চা খেতে খেতে মুহাম্মাদের সাথে বুশাহর পরমাণু স্থাপনা নিয়ে কথা বলতে থাকে। সে ইরানী বিজ্ঞানীদের অগ্রগতি এবং পরমাণু শক্তিসহ আরো অনেক ক্ষেত্রে তাদের স্বয়ংসম্পূর্ণতার কথা স্মরণ করে বলে ১৯৯৪ সালে ইরান এবং রাশিয়ার মধ্যে বুশাহর পরমাণু বিদ্যুৎ স্থাপনার কাজ সম্পন্ন করার ব্যাপারে চুক্তি হয়। অবশেষে ইরানীরা প্রকৌশলীরা রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় এই স্থাপনাটির কাজ শেষ করে। আগামী আসরে আবারো কথা হবে। এ প্রত্যাশায় আজ এ পর্যন্তই।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।