জুলাই ২২, ২০১৯ ১৭:২৩ Asia/Dhaka

বাংলায় একটি প্রবাদ রয়েছে 'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না'। আমরা অনেক সময়ই হুট করে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি,কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের সিদ্ধান্তগুলো অনেক সময়ই ভুল প্রমাণিত হয়।

কিন্তু বুদ্ধিমান ও চিন্তাশীল মানুষ যেকোনো কাজ শুরুর আগে এর পরিণতির কথা ভাবে এবং মন যা চায় তাই করে না। কাজ করার আগে সাধারণত এর আধ্যাত্মিক ও বৈষয়িক লাভের দিকটি ভেবে নেয়। এ ক্ষেত্রে মানুষের বিবেক-বুদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিবেকের সহযোগিতায় যেকোনো বিষয়ের ভালো-মন্দ দিক বাছাই করা যেতে পারে। মনোবিজ্ঞানীদের মতে বিবেক হচ্ছে এমন এক সেতুর মতো যা মানুষকে চূড়ান্ত সাফল্যের নাগাল পাইয়ে দিতে সহযোগিতা করে। মহানবী (স.) চিন্তা ও বিবেকের গুরুত্ব সম্পর্কে বলেছেন, যেকোনো কাজ করার আগের এর পরিণতি সম্পর্কে ভেবে নিতে হবে যদি এর পরিণতি ভালো ও কল্যাণকর হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেকাজ করা যেতে পারে, আর যদি তাতে ক্ষয়-ক্ষতির আশঙ্কা থাকে তাহলে ওই কাজ করা থেকে বিরত থাকতে হবে। জীবনকে আরও সুন্দর করে তুলতে এই হাদিস মেনে চলা জরুরি।  

কাজের পরিণতির বিষয়টি আগে ভেবে নেওয়ার গুরুত্ব বোঝাতে ইরানে একটি ছোট্ট গল্প মানুষের মুখে মুখে শোনা যায়। আর তাহলো-একবার এক চড়ুই পাখি বনের ভেতরে মানুষের আসা-যাওয়ার পথে একটি গাছে বাসা তৈরি করছিল, তা দেখে বনে বুদ্ধিমান হিসেবে পরিচিত হুদহুদ পাখি রাস্তার পাশে বাসা বানাতে নিষেধ করলো। হুদহুদ বললো-চড়ুই পাখি, দেখো এখানে যে বাসা বানাচ্ছো তাতে তুমি কিন্তু যেকোনো সময় ক্ষতির মুখে পড়তে পারো। হুদহুদ সব কিছু বুঝিয়ে বলার পরও চড়ুই তাতে কর্ণপাত করলো না। এভাবে  অনেক দিন পর চড়ুই পাখি ডিম দিলো এবং ডিমে তা দিতে থাকল। কিন্তু ডিম থেকে বাচ্চা বের হওয়ার ঠিক আগ মুহূর্তে একদিন হঠাৎ ইলেকট্রিক করাত ও লোকজনের শব্দ শুনতে পেলো। চড়ুই পাখি দেখলো বনে যাওয়ার রাস্তা প্রশস্ত করার জন্য পাশের গাছগুলো একে একে কেটে ফেলা হচ্ছে। এ অবস্থা দেখে চড়ুই পাখি চিৎকার-চেচামেচি করতে লাগল এবং চিৎকার করতে করতে হুদহুদ পাখির কাছে গিয়ে সহযোগিতা চাইলো। হুদহুদ পাখি বললো তোমাকেতো আগেই বলেছিলাম। এখনতো আর করার কিছু নেই। বাসা বানানোর আগেই তোমাকে এর পরিণতির কথা ভাবা উচিত ছিল।

যারা সুদূর প্রসারী চিন্তা করে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করে তারা খুব সহজেই বিপদ থেকে রক্ষা পায়, কিন্তু যারা এর বিপরীত পথে এগোয় তারা নানা সমস্যায় পড়ে এবং বিপদে পড়ার পর আর তা থেকে রক্ষার উপায় থাকে না। প্রতিটি মানুষের উচিত যেকোনো কাজের আগে পরিণতি সম্পর্কে ভেবে নেয়া এবং যে কাজটি করতে যাচ্ছেন তা যাতে তার জীবনের উন্নতি ঘটায় সে বিষয়ে নিশ্চিত হওয়া। বিজ্ঞজনেরা বলেন, যারা চিন্তা ও পরিকল্পনা ছাড়া কাজে হাতে দেয় তারা এমন এক মুসাফিরের মত যে কিনা সঠিক লক্ষ্য না যেনেই পথ চলতে থাকে এবং সে যত বেশি পথ পাড়ি দেয় ততো বেশি লক্ষ্য থেকে দূরে সরে যেতে থাকে। অনেক মানুষই তার কাজের পরিণতি ও ভবিষ্যতের কথা চিন্তা করতে পারে না তার অহংকারবোধের কারণে। হাদিসে এসেছে, আমিরুল মুমিনিন হজরত আলী আলাইহিস সালাম বলেছেন, যারা অহংকার এবং মিথ্যার উপর নির্ভরশীল তারা কাজের পরিণতির কথা চিন্তা করতে পারে না।

অহংকার সাধারণ মানুষকে চূড়ান্তভাবে ভুল পরিণতির দিকে নিয়ে যায় এবং এই পথে গিয়ে মানুষ শেষ পর্যন্ত অনুতপ্ত হতে বাধ্য হয়। অহঙ্কারীরা নিজের সম্পর্কে এবং অন্যদের বিষয়ে সঠিক মূল্যায়ন করতে পারে না এবং তারা জীবন সম্পর্কে হিসেব-নিকেশে মারাত্মক ভুল করে বসে। এ কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনে হলেও সবার উচিত অহংকার থেকে দূরে থাকা।

মানুষের উচিত নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগানো।  পাশাপাশি নিজেকে ও সষ্ট্রাকে সঠিকভাবে চেনার চেষ্টা করা। একইসঙ্গে অন্যদের সঙ্গে যোগাযোগের সর্বোত্তম পন্থা খুঁজে বের করতে হবে। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও চড়াই-উৎড়াই-এসব মিলেই মানুষের জীবন। জীবনে কম-বেশি সমস্যা থাকবেই। তবে নানা সমস্যা কাটিয়ে ওঠার একটি সঠিক পন্থা হলো, সঠিক পথ নির্বাচন। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের জীবনকে আরও সুন্দর ও মসৃন করতে পারি। ইতিহাস থেকে শিক্ষা নিলে মানুষের ভুল করার প্রবণতা অনেকাংশে কমে আসে।

অতীতে মানব সমাজ যেসব ভুল করেছে সেসব ভুলের পুনরাবৃত্তি কোনো বিজ্ঞ মানুষের জন্য শোভা পায় না। এ কারণে ইতিহাস পড়তে হবে, অতীতের জাতি-গোষ্ঠীগুলোর নানা ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। পাশাপাশি অতীতে অর্জিত সাফল্যকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে এবং অতীত অভিজ্ঞতার আলোকে যেকোনো পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমীরুল মু'মিনীন হযরত আলী আলাইহিস সালাম নিজে অতীত থেকে শিক্ষা নিয়েছেন এবং অন্যদেরকেও এ কাজ করতে বলেছৈন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমি অতীতে বসবাসকারী মানুষদের ইতিহাসের সঙ্গে এতটাই পরিচিত হয়েছি এবং তাদের সেই ইতিহাসের সাথে এতটাই মিশে গেছি যে, মনে হয় ওই ইতিহাসের সঙ্গে বাস করেছি এবং তা থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। মানুষ যদি তার অতীত ও বর্তমান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতকে সাজানোর উদ্যোগ তাহলে সফল হওয়ার সম্ভবনা বেশি থাকে। প্রতিদিনই আমরা অসংখ্য মানুষের মৃত্যু দেখছি অথবা মৃত্যুর সংবাদ শুনছি। এই মৃত্যুও আমাদের জন্য এক অভিজ্ঞতা। মৃত্যু সংবাদ শোনার পর আমার নিজের মৃত্যুর কথা স্মরণে আসতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/মো: আবুসাঈদ/ ২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।