সেপ্টেম্বর ২৬, ২০১৯ ১৭:১৯ Asia/Dhaka

পাঠক ! আপনাদের হয়তো মনে আছে আমরা বিগত দু'টি অনুষ্ঠানে আমরা ইরানের প্রাচীন পথ ও সেগুলোর ব্যবস্থাপনা সম্পর্কে আলাচনা করেছিলাম ।

বর্তমানেও ইরানে পর্যাপ্ত যুগোপযোগী সড়ক ও জনপথ রয়েছে । বর্তমানে ইরানের সড়ক,বিমান ও জলপথের রক্ষনাবেক্ষণ ও সম্প্রসারণের দায়িত্বে রয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় । পণ্য ও যাত্রী পরিবহন, অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্যে সঠিক পরিকল্পনা অনুযায়ী সড়ক নির্মাণ, মেরামত ও সম্প্রসারণ করাই সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের কাজ ।কাফেলাদের যাতায়াতের পথকে প্রশস্ত ও পূণঃনির্মাণের মাধ্যমে ১৯১১ সালে ইরানের প্রথম সড়ক তৈরী করা হয় । বর্তমানে ইরানের বিভিন্ন শহর ও গ্রাম সব মিলিয়ে এক লক্ষ কিলোমিটার সড়ক রয়েছে। আসুন আজকের আসরের নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেওয়া যাক । তারপর মুহাম্মদ ও সাঈদের কথোপকথন কথা শুনবো ।

وضعیت - کنونی - جاده - چگونه - به نظر من - مناسب - راه - آزاد راه - چند بار - اتوبوس - سفر - من سفر کردم - شهر - مختلف - من لذت بردم - من دوست دارم - خودروي شخصي - خوشبختانه - در طول - امکانات رفاهی - خوب - آن فراهم است - تو درست می گویی - من یادم هست - چندين نقطه - مسیر - مسجد - رستوران - مسافرخانه - کنار هم - من ديدم - فراهم شدن - آسایش - مسافران - خدمات - متمرکز - در طول راه - آن در نظر گرفته شده است - كنوني - قدیمی - تاحدی - اولين - آسفالته - سال  1911 آن ساخته شد - عبور - کاروان - پهن - آنها نوسازي کردند - مسلما" - زياد شدن - اتومبیل - ماشين رو - آن ایجاب می کرد - همین طور است - تو مي گويي - اكنون - حتی - روستاها - بزرگراه - وجود دارد - من عبور كرده ام - بخش کوچکی - من شنیده ام - ما می توانیم - ايمن - جديد - سفر کنیم -

অবস্থা / বর্তমান / সড়ক /কিভাবে / আমার মতে / যথাপোযুক্ত / পথ / মহাসড়ক / কয়েকবার / বাস / ভ্রমণ / আমি ভ্রমণ করেছি /শহর / বিভিন্ন /আমি উপভোগ করেছি / আমি/ পছন্দ করি / নিজস্ব গাড়ী / সৌভাগ্যজনক ভাবে / কোন কিছুর শুরু থেকে শেষ পর্যন্ত / সুযোগ সুবিধার পর্যাপ্ততা / ভাল / সেটি সহজ লভ্য / তুমি সঠিক বলছো / আমার স্মরণে আছে / কয়েকটি স্থানে / পথ / মসজিদ /রেস্তোরা /হোটেল /পাশাপাশি / /আমি দেখেছি / প্রাপ্তি সাধ্য হওয়া / ভ্রমণকারিরা / সেবা সমুহ / একত্রিত / ভ্রমণ পথে / সেটির প্রতি লক্ষ্য রাখা হয়েছিল / বর্তমানে / প্রাচীন / প্রায় /প্রথম / পিচ ঢালা পথ বা পাকা রাস্তা / ১৯১১ সালে / সেটি তৈরী হয়েছে /অতিক্রম বা যাতায়াত / কাফেলা / প্রশস্ত / তারা নতুনভাবে তৈরী করেছিল / নিশ্চিত / বেশী হওয়া / গাড়ী / গাড়ী চলাচল উপযোগী / সেটি প্রয়োজন তৈরী করেছিল / ঠিক এমনটি / তুমি বলছো / এখন /এমনকি / গ্রামগুলো / প্রধান সড়ক / আছে /আমি অতিক্রম বা যাতায়াত করেছি / ক্ষুদ্র অংশ /আমি শুনেছি /আমরা পারবো / নিরাপদ / নতুন / আমরা ভ্রমণ করবো /

পাঠক ! নতুন শব্দগুলোর অর্থ জেনে নেওয়া গেল । আসুন মুহাম্মদ ও সাঈদের কথোপকথন শোনা যাক। ফার্সীতে শোনার আগে যথারীতি আপনাদের জন্য একবার বাংলায় অনুবাদ করে দিচ্ছি ।

محمد - وضعیت کنونی جاده های ایران چگونه است ؟سعید - به نظر من وضعیت جاده های ایران مناسب است .محمد - من چند بار با اتوبوس به شهرهای مختلف سفر کردم و از سفر در ايران بسیار لذت بردم .سعید - من هم سفر با اتوبوس و خودروي شخصي را بسیار دوست دارم . خوشبختانه در طول جاده ها ، امکانات رفاهی خوبی فراهم است .محمد - درست می گویی یادم هست که در چندين نقطه مسیر ، مسجد ، رستوران و مسافرخانه را در کنار هم دیدم .سعید - برای فراهم شدن آسایش بیشتر مسافران ، اين خدمات متمرکز در طول راه ها در نظر گرفته شده است .محمد - جاده های کنونی در همان مسیر جاده های قدیمی است ؟سعید - تا حدی . اولین جاده آسفالته در سال 1911 در ایران ساخته شد كه درواقع همان مسير عبور کاروان ها را پهن و نوسازي کردند .محمد - مسلما" زیاد شدن اتوموبیل ها و نیاز به راههای ماشین رو ، این را ایجاب می کرد .سعید - همین طور است که می گویی . اکنون حتی روستاهای ایران ، جاده های مناسب دارند و بزرگراهها و آزاد راههای زیادی نيز در ایران وجود دارد .محمد - مثل بزرگراه تهران - قم . من چند بار از آن بزرگراه عبور کرده ام .سعید - بزرگراه تهران - قم ، بخش کوچکی از آزاد راههای ایران است .محمد - بله . شنیده ام که از تهران می توانیم با آزاد راههای ایمن و جدید به مشهد ، اصفهان و یا تبريز سفر کنیم .

মুহাম্মদ- বর্তমানে ইরানের রাস্তাগুলোর অবস্থা কেমন ?সাঈদ- আমার মতে ইরানের রাস্তাগুলোর অবস্থা ভালোই ।মুহাম্মদ- আমি কয়েকবার বাসে চড়ে বিভিন্ন শহরে ভ্রমণ করেছি, ইরানের ভেতর ভ্রমণ খুবই উপভোগ করেছি ।সাঈদ  বাসে ও নিজস্ব গাড়ীতে চড়ে ভ্রমণ করতে আমারও খুব ভালো লাগে । সৌভাগ্যের বিষয় এই যে ভ্রমণ পথে সব ধরনের সুযোগ-সুবিধার সুব্যবস্থা আছে । মুহাম্মদ -ঠিক বলেছ , আমার মনে আছে পথের বিভিন্ন অংশে মসজিদ, রেস্তোরা ও হোটেল পাশাপাশি দেখেছি। সাঈদ  যাত্রীদের পর্যাপ্ত স্বাচ্ছন্দের জন্য ভ্রমণ পথে এই সমন্বিত সেবার প্রতি লক্ষ্য রাখা হয়েছিল। মুহাম্মদ - বর্তমান সড়কগুলো কি সেই প্রাচীন পথই ?সাঈদ- প্রায় । মূলত কাফেলাদের যাতায়তের পথকে প্রশস্ত ও পূণঃনির্মাণের মাধ্যমে ১৯১১ সালে ইরানের প্রথম পিচঢালা পথ তৈরী হয় । মুহাম্মদ - এটা নিশ্চিত যে, গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গাড়ি চলাচল উপযোগী রাস্তার প্রযোজন বৃদ্ধি পায় । সাঈদ - ঠিক এমনটি যেমন তুমি বলছো । এখন এমনকি ইরানের গ্রামগুলোতেও ভাল রাস্তা আছে এবং ইরানে অনেক সড়ক ও মহাসড়ক আছে ।মুহাম্মদ - যেমন তেহরান-কোম সড়ক । আমি কয়েবকবার ঐ সড়কে যাতায়াত করেছি । সাঈদ- তেহরান-কোম সড়ক হচ্ছে ইরানের মহাসড়ক সমুহের ক্ষুদ্র অংশ । মুহাম্মদ - হ্যাঁ । আমি শুনেছি তেহরান থেকে নতুন ও নিরাপদ মহাসড়কগুলোর মাধ্যমে আমরা মাশহাদ, ইসফাহান অথবা তাবরিযে যেতে পারবো ।

পাঠক ! আপনারা যদি ইরানে বেড়াতে আসেন তাহলে গাড়ী বা বাসের চড়ে আপনাদের পছন্দমত বিভিন্ন শহরে ঘুরে বেড়াতে পারবেন আর উপভোগ করতে পারবেন পথের দু'ধারের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। ইরানের সড়ক ও মহাসড়কগুলোর পাশে যাত্রীদের স্বাচ্ছন্দের জন্য তৈরী করা হয়েছে হোটেল, বিশ্রামাগার, মসজিদ, পার্ক ও রেস্তোরা । সড়ক ও মহসড়কগুলো নিরাপদ ও স্বাচ্ছন্দ যাত্রার জন্য নিয়মিত তদারকি করা হয় । সড়ক ও মহসড়কগুলোর মাধ্যমে আপনি শুধু গন্তব্যেই পৌঁছাবেন না, উপভোগ করবেন ভ্রমণের চমৎকার আনন্দ । সড়ক ও জনপথ মন্ত্রণালয় যুগোপযোগী সড়ক নির্মাণের পাশাপাশি রেলপথের উন্নয়নের জন্যও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যা আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে আলোচনা করবো ।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/  ২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ