নভেম্বর ১১, ২০১৯ ১৯:৩০ Asia/Dhaka

পাঠক, আপনাদের হয়তো মনে আছে, গত অনুষ্ঠানে আমরা ইরানের রেল ব্যবস্থা সম্পর্কে কথা বলেছিলাম । আজ আমরা ইরানের একটি চমৎকার ঐতিহাসিক রেল সেতু সম্পর্কে আলোচনা করবো।

এই বিখ্যাত রেল সেতুটির নাম ভেরেস্ক । অস্ট্রিয়ো প্রকৌশলী ভালতার ইয়ানগার ও ইরানি বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় তৈরী এ সেতুটি ইারনের অন্যতম প্রোকৌশল শৈলী হিসেবে বিবেচিত। দু'টি পাহাড়ের মধ্যবর্তী স্থানে তৈরী হয়েছে এই অনন্য সাধারণ সেতুটি । কোন ধরনের ধাতব নির্মান সামগ্রী ছাড়া শুধু মাত্র সিমেন্ট, বালু ও ইট ব্যবহার করে তৈরী করা হয়েছে এটি। ৭২.২ মিটার দীর্ঘ এ সেতুটি সমুদ্র পৃষ্ট থেকে ২০০ মিটার উঁচুতে অবস্থিত। সেতুর নিকটে অবস্থিত ভেরেস্ক গ্রামের নাম অনুসারে এ সেতুটির নামকরণ করা হয়েছে । আলোচনায় যাওয়ার আগে আসুন আজকের আসরে ব্যবহৃত কিছু ফার্সি শব্দের অর্থ জেনে নেই।

پل - پل ورسک - شاهکار - راه آهن - شكاف - کوه - رشته کوه - شهرستان - نه خیلی دور - حدود - در چه زمانی - مهندس - خارجي - ایرانی - روستا - كنار - به نظر شما - مصالح - معمولی - شن - سیمان - آجر - بالاتر - كف - دره - هنوز - قطار - - تو دوست داری - يك روز - زيبا - ما بازديد مي كنيم

সেতু / ভেরেস্ক সেতু / উল্লেখযোগ্য কর্ম / রেলপথ / কোথায় / ফাটল / পাহাড় / পবর্তমালা / মফস্বল শহর / দূর / খুব বেশী দূরে নয় / প্রায় / কোন সময় / প্রকৌশলী / বিদেশী / ইরানী / গ্রাম /পাশে / তোমার মতে / উপকরণ সামগ্রী / সাধারণ / যেমন / বালু / সিমেন্ট / ইট / অপেক্ষাকৃত উঁচু / তালু বা পৃষ্ঠ / উপত্যকা / এখনো / ট্রেন / তুমি পছন্দ করো / একদিন / সুন্দর / আমরা পরিদর্শন করবো বা আমরা দেখতে যাবো।

ফার্সি শব্দগুলোর অর্থ জানলেন। এবার চলুন ভেরেস্ক সেতু নিয়ে মোহাম্মাদ ও জনাব মাসুদের কথোপোকথন শোনা যাক । তবে ফার্সিতে শোনার আগে যথারীতি একবার বাংলায় অনুবাদ করে দিচ্ছি

مسعود : یکی از شاهکارهای راه آهن ایران ، پل ورسک است .محمد : پل ورسک ؟ این پل کجاست ؟مسعود : این پل در شكاف بين دو کوه از رشته کوه هاي البرز ساخته شده است و در جنوب شهرستان قائم شهر قرار دارد .محمد : آیا این پل از تهران خیلی دور است ؟مسعود : نه خیلی . حدود 250 کیلومتر .محمد : این پل در چه زمانی ساخته شده است ؟مسعود : این پل در سال1936 م . توسط مهندسان خارجي و ایرانی ساخته شد .محمد : چرا به این پل ورسک می گویند ؟مسعود : ورسک نام روستایی است که در كنار پل قرار دارد .محمد : چرا به نظر شما این پل یک شاهکار است ؟مسعود : چون از مصالح معمولی مثل سیمان و شن و آجر ساخته شده و 110 متر بالاتر از كف دره است .محمد : آیا هنوز هم قطاری از روی این پل عبور می کند ؟مسعود : البته . اگر دوست داری ، می توانیم یک روز با هم از این پل زیبا بازدید کنیم .

মাসুদ - ভেরেস্ক সেতু , ইরানের রেওলয়ে বিভাগের একটি উল্লেখযোগ্য কর্ম ।মুহাম্মদ - ভেরেস্ক সেতু ? এ সেতু কোথায় অবস্থিত ?মাসুদ - আলবোর্জ পবর্তমালার দুটি পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় কায়েম শাহরের দক্ষিণে সেতুটি অবস্থিত ।মুহাম্মদ - সেতুটি কি তেহরান থেকে অনেক দুরে অবস্থিত?মাসুদ - খুব বেশী দূরে নয় । প্রায় ২৫০ কিলোমিটার ।মুহাম্মদ - এই সেতুটি কখন তৈরী হয়েছে ?মাসুদ - এই সেতুটি ১৯৩৬ সালে বিদেশী ও ইরানী প্রকৌশলীদের দ্বারা তৈরী হয়েছে।মুহাম্মদ - এটিকে ভেরেস্ক সেতু বলা হয় কেন ?মাসুদ- সেতুটি যে গ্রামের পাশে অবস্থিত তার নাম ভেরেস্ক বলে।মুহাম্মদ - কেন আপনি এ সেতুটিকে একটি উল্লেখযোগ্য কর্ম বলে মনে করেন?মাসুদ - কারণ, এটি সাধারণ উপকরণ যেমন সিমেন্ট, বালু ও ইট ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং উপত্যকা পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১১০ মিটার।মুহাম্মদ - এখনো কি সেতুটির উপর দিয়ে ট্রেন চলাচল করে?মাসুদ - অবশ্যই । তুমি চাইলে আমরা একদিন সেতুটি দেখতে যেতে পারি ।

পাঠক, তেহরান থেকে ইরানের উত্তর দিক অভিমুখী ট্রেনগুলো এ সেতুটির উপর দিয়ে চলাচল করে । সেতুটির নির্মানশৈলী দেখে আপনি বিস্মিত হবেন । দু'পাহড়ের মধ্যবর্তী অনেক উচু স্থানে এ সেতুটি অবস্থিত । সেতু তৈরীর নির্মান সামগ্রী কিভাবে এত উচুতে আনা হয়েছিল তা এখনো বিশেজ্ঞদের অবাক করে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ সেতুটি ব্যাপকভাবে ব্যহহৃত হয়েছে। ভেরেস্ক গ্রামের সৌন্দর্যে মুগ্ধ অস্ট্রিয়ো প্রৌকশলী ভালতার ইয়ানগারের অন্তিম ইচ্ছে ছিল তাকে যেন সেখানেই সমাহিত করা হয় ।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ