নভেম্বর ৩০, ২০১৯ ২০:৪৪ Asia/Dhaka

পাঠক, গত কয়েকটি অনুষ্ঠানে আমরা ইরানের যাতায়াত ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের ইরানের আকাশপথের সাথে পরিচয় করিয়ে দেবো।

ইরানে ১৯৩৫ সালে এদেশে সর্বপ্রথম বিমান রক্ষনাবেক্ষণ ও মেরামতের কারখানা স্থাপিত হয়। ১৯৩৮ সালে আনুষ্ঠানিকভাবে মেহরাবাদ বিমান বন্দর যাত্রা শুরু করে। বর্তমানে ইরানের প্রায় সবগুলো প্রদেশের কেন্দ্রীয় শহরে বিমান বন্দর আছে । সাঈদ আজ কেরমান শহর সফরে যাবে। তাকে বিদায় জানাতে তার বিদেশী বন্ধু মোহাম্মাদও তার সাথে বিমানবন্দরে এসেছে । মোহাম্মদ বিমানবন্দরের অনুসন্ধান বিভাগের কর্মকর্তা জনাব হামিদ মোজাফফারির সাথে পরিচিত হয় । ইরানের বিমান চলাচলের ইতিহাস ও বিমান বন্দরগুলো সম্পর্কে তার ভালো জ্ঞান রয়েছে। জনাব হামিদের সাথে মোহাম্মাদের আলোচনা শোনার আগ চলুন নতুন কিছু ফার্সি শব্দের অর্থ জেনে নেই।

فرودگاه - قديمي - قدیمی ترین - سال ها قبل - هواپيما - پرواز - كجا - صاف - هموار - اطراف - كي - جوانان - آموزش - خلبان - خلباني - از آن پس - درخصوص - ساخت - قطعات - كارخانه - صنعت - نسبتا ً - جالب است - شهر - بين المللي - جنوب - اكثر - خارجي

বিমান বন্দর / পুরনো বা প্রাচীন / প্রাচীনতম / বহু বছর পূর্বে / বিমান/ ফ্লাইট বা উড্ডয়ন / কোথায় / মসৃন / সমতল / আশেপাশে / কখন / তরুনেরা/ প্রশিক্ষণ / পাইলট / বিমান চালনা / সেই থেকে/ বিষয়ে / তৈরি / যন্ত্রাংশ / কারখানা / শিল্প / তুলনামূলকভাবে / মজার ব্যাপার/ শহর/ আন্তর্জাতিক / দক্ষিণ / অধিকাংশ/ বিদেশী

নতুন কিছু শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেওয়া গেল । এবার আসুন মোহাম্মাদ ও হামিদের আলাপচারিতা শোনা যাক । প্রথমে যথারীতি কথোপকথনটি বাংলায় অনুবাদ করে দিচ্ছি

محمد - فرودگاه مهرآباد قدیمی ترین فرودگاه ایران است ؟حمید - فرودگاه مهرآباد در سال ১৯৩৮( ১৩১৭ ش . ) افتتاح شد ، اما از سالها قبل از آن هم هواپیماها در ایران پرواز می کردند .محمد - این هواپیماها کجا می نشستند ؟حمید - هواپيماها در زمین صاف و همواري در اطراف تهران فرود مي آمدند .محمد - اولين پرواز ایرانیان کی انجام شد ؟حمید - در سال ১৯২৩ گروهی از جوانان ایرانی برای آموزش خلبانی به روسیه و فرانسه رفتند و دو سال بعد به ایران بازگشتند . از آن پس ، پرواز خلبانان ايراني آغاز شد .محمد - آیا درخصوص ساخت هواپیما و قطعات آن ، كارخانه اي در ایران وجود دارد ؟حمید - بله . این صنعت در ایران نسبتا ً قدیمی است و از سال ১৯৩৫ وجود داشته است .محمد - جالب است که شهر تهران دو فرودگاه بین المللی دارد . فرودگاه مهرآباد و فرودگاه امام خمینی .حمید - بله . فرودگاه بین المللی امام خمینی چند سال پیش افتتاح شد و فرودگاه جدیدی است .محمد - فرودگاه امام خميني كجاست ؟حميد - اين فرودگاه در چهل كيلومتري جنوب تهران واقع شده است و اكثر پروازهاي خارجي از آن صورت مي گيرد .

মোহাম্মাদ - মেহরাবাদ বিমানবন্দর কি ইরানের সবচেয়ে পুরানো বিমানবন্দর ?হামিদ - মেহরবাদ বিমান বন্দর ১৯৩৮ সালে চালু হয় । কিন্তু তার অনেক বছর আগে থেকেই ইরানে বিমান চলাচল করতো ।মোহাম্মাদ - এই বিমানগুলো কোথায় অবতরণ করতো ?হামিদ- বিমানগুলো তেহরানের পাশে সমতল ও মসৃণ ভূমিতে অবতরণ করতো ।মোহাম্মাদ- ইরানীরা সর্বপ্রথম কবে বিমান চালনা শুরু করে?হামিদ- ইরানী তরুণদের একটি দল ১৯২৩ সালে বিমান চালনা প্রশিক্ষণ গ্রহণের জন্য ফ্রান্স ও রাশিয়ায় যায় এবং দুবছর পর ইরানে ফিরে আসে । তারপর থেকে ইরানী পাইলটদের বিমান চালনা শুরু হয় ।মোহাম্মাদ - ইরানে কি বিমান ও বিমানের যন্ত্রাংশ তৈরীর কারখানা আছে ?হামিদ - হ্যাঁ । এই শিল্প ইরানে তুলনামূলক অনেক পুরনো এবং ১৯৩৫ সাল থেকেই (এ শিল্পের) অস্তিত্ব ছিল ।মোহাম্মাদ - তেহরান শহরে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এটি কিন্তু একটি মজার বিষয় । মেহরাবাদ বিমানবন্দর ও ইমাম খোমেনী বিমানবন্দর।হামিদ - হ্যাঁ । ইমাম খোমেনী বিমানবন্দর কয়েক বছর পূর্বে চালু হয়েছে এবং এটি নতুন বিমান বন্দর ।মোহাম্মাদ - ইমাম খোমেনী বিমানবন্দরটি কোথায় ?হামিদ - এই বিমানবন্দরটি তেহরানের চল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এখানেই বেশীরভাগ বিদেশী বিমান ওঠানামা করে ।

পাঠক, হামিদ যেমনটি বলেছে , ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমান বন্দরটি নতুন এবং ২০০৬ সালে এটির উদ্ধোধন হয় । মেহেরবাদ বিমান বন্দর তেহরানের পশ্চিম অংশে অবস্থিত এবং ইমাম খোমেনী বিমান বন্দরটি তেহরান থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত । এই বিমান বন্দরগুলোর মাধ্যমে বছরে প্রায় ৭০ কোটি মানুষ ও এক লক্ষ বিশ হাজার টন পণ্য পরিবহন করা হয় । #

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ