ডিসেম্বর ০৯, ২০১৯ ১৬:১৬ Asia/Dhaka

পাঠক, আপনাদের হয়তো মনে আছে গত অনুষ্ঠানে আমরা ইরানের বিমান শিল্প সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা ইরানে বিমানের যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলবো । বিমানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মধ্যে অন্যতম একটি চমকপ্রদ পেশা হচ্ছে বিমানবালার পেশা।

সাঈদের আত্মীয় মারিয়াম আহমাদি ইরান এয়ারের অভ্যন্তরীন ফ্লাইটে বিমানবালা হিসেবে কর্মরত আছেন। মোহাম্মাদ সাইদের বাসায় মারিয়াম আহমাদির সাথে পরিচিত হয় এবং তার কাছ থেকে বিমানের ভ্রমণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে । তাদের কথোপকথন শোনার আগে আসুন আজকের আসরের নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেওয়া যাক।

مهماندار - به نظرم - شغل - شرکت - متنوع - هیجان آور - درست - گاه - کتابخانه - مقاله - علمی - تا بحال - هر وقت - فرصت - صنعت هوای - اطلاعات - کامل - نه همه - فقط - هواپيما - پهن پیکر - مردم - تا چه اندازه - هزاران - میلیونها - نفر - خوب - معلوم است

বিমান বালা / আমার মতে / পেশা / কোম্পানী বা প্রতিষ্ঠান / বৈচিত্রপূর্ণ / রোমাঞ্চকর / সঠিক / কখনো কখনো / পাঠাগার / প্রবন্ধ / গবেষণামূলক / এখন পর্যন্ত / যখনই / সুযোগ / বিমান শিল্প / তথ্য / পূর্ণ / সবগুলো নয় / শুধুমাত্র / উড়োজাহাজ / বৃহদাকৃতির বা বিশালকায় / জনগণ / কতখানি / হাজার হাজার/ কয়েক মিলিয়ন বা লাখ লাখ/ ব্যক্তি / ভালো / এটা সুস্পষ্ট/

নতুন শব্দ ও সেগুলের অর্থ জেনে নেয়া গেল , আসুন এখন মোহাম্মাদ ও মারিয়াম আহমাদির কথোপকথন শোনা যাক ।

محمد - از سعید شنیدم که شما مهماندار هواپيما هستید . به نظرم شغل جالبی است !خانم احمدي - بله . من مهماندار شرکت ایران ایر هستم و شغلم را دوست دارم .محمد - بیشتر مردم نيز شغل شما را جالب ، متنوع و هیجان آور می دانند .خانم احمدي - درست است که این کار هیجان آور است ، اما من دركنار اين شغل ، دوست دارم گاه در کتابخانه ای بنشینم و مقالات علمی بنویسم .محمد - آيا تا بحال این کار را کرده اید ؟خانم احمدي - بله . هر وقت فرصت پیدا می کنم ، درمورد شغل خودم و صنعت هوایی مطالبي را می نویسم .محمد - چه خوب . پس اطلاعات کاملی درمورد فرودگاههای ایران دارید !خانم احمدي - بله . ایران بیش از صد فرودگاه دارد که 36 فرودگاه آن ، بین المللی است .محمد - همه این فرودگاههای ِ بین المللی بزرگ هستند ؟خانم احمدي - نه همه . فقط در 12 فرودگاه ، هواپیماهای پهن پیکر می توانند بنشینند .محمد - مردم ایران تا چه اندازه سفر با هواپيما را دوست دارند ؟خانم احمدي - در ايران هزاران پرواز در طول سال انجام می شود و ميليونها نفر از مردم با هواپيما سفر مي كنند .محمد - شما اطلاعات خوبی دارید . معلوم است که به پرواز و صنعت هوايي علاقه مند هستید .

মোহাম্মাদ - সাঈদের কাছ থেকে শুনলাম আপনি একজন বিমানবালা । আমার মতে এটি একটি চমৎকার পেশা ! মারিয়াম আহমাদি - হ্যা। আমি ইরান এয়ারের একজন বিমান বালা এবং আমি আমার পেশাকে ভালোভাসি। মোহাম্মাদ - বেশীরভাগ মানুষই আপনার পেশাকে চমকপ্রদ, ব্যতিক্রমধর্মী ও রোমাঞ্চকর বলে মনে করে।মা :আহমাদি - এটা সত্য যে এ পেশা রোমঞ্চকর, কিন্তু এ কাজের পাশাপাশি পাঠাগারে বসে গবেষণামূলক প্রবন্ধ লিখতে আমার ভালো লাগে ।মোহাম্মাদ - এখন পর্যন্ত কি এধরনের কাজ করেছেন ? আহমাদি -হ্যাঁ । যখনই সময় পাই , তখনই আমার পেশা ও বিমান শিল্প সম্পর্কে লেখি ।মোহাম্মাদ - কি চমৎকার । তাহলেতো আপনার কাছে ইরানের বিমান বন্দরগুলো সম্পর্কে পরিপূর্ণ তথ্য আছে! আহমাদি - হ্যাঁ । ইরানে একশরও বেশী বিমানবন্দর আছে, এগুলোর মধ্যে ৩৬টি আর্ন্তজাতিক বিমানবন্দর ।মোহাম্মাদ- আন্তর্জাতিক বিমানবন্দরের সবগুলোই কি বিশাল? আহমাদি - সবগুলো নয়, শুধু ১২ টি বিমানবন্দরে বৃহদাকৃতির বিমান অবতরন করতে পারে । মোহাম্মাদ - ইরানের জনগণ বিমানে ভ্রমণ কতখানি পছন্দ করে ?আহমাদি - ইরানে সারা বছর জুরে হাজার হাজার ফ্লাইট পরিচালিত হয় এবং লক্ষ লক্ষ যাত্রী এসব বিমানে যাতায়ত করে ।মুহাম্মদ - আপনি অনেক কিছুই জানেন দেখছি। স্পষ্ট বোঝা যাচ্ছে যে, বিমান ভ্রমণ ও বিমান শিল্পের ব্যাপারে আপনার আগ্রহ আছে ।

মারিয়াম আহমাদি মোহাম্মদকে জানালেন, ইরানে যেসব বিমান চলাচল করে তার আশি শতাংশ ফ্লাইট অভ্যন্তরীণ ও বিশ শতাংশ বিদেশী। বেশীরভাগ শহরেই বিমানবন্দর আছে , কিন্তু তেহরানের মত বড় শহরগুলোতে একাধিক বিমানবন্দর আছে । ইরানের জনগণও পৃথিবীর অন্যান্য দেশের মানুষের মত বিমানে ভ্রমণ পছন্দ করে । ইরানের দুরবর্তী শহরগুলোতে কম সময়ে পৌঁছার জন্য যাত্রীরা বিমানকে প্রাধান্য দিয়ে থাকে ।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ