ডিসেম্বর ১৩, ২০১৯ ১৮:০৪ Asia/Dhaka

ইরানের নৌ যোগাযোগ ব্যবস্থা কয়েক হাজার বছরের পুরোনো । প্রাচীন প্রস্তর লিখন ও ঐতিহাসিক বর্ণনায় জাহাজযোগে ইরানীদের ভারত ও আফ্রিকা গমনের উল্লেখ আছে ।

বর্তমানে 'বন্দর আব্বাস' পারস্য উপসাগরের অন্যতম ব্যস্ত সমূদ্র বন্দর। ইরানী জাহাজ বর্তমানে দূরপ্রাচ্য, সাংহাই, সিঙ্গাপুর, হংকং, ইউরোপ ও আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাতায়াত করে । ইসলামি প্রজাতন্ত্র ইরানের ১৭০টি বড় বাণিজ্যিক জাহাজ আছে। এত অধিক সংখ্যক বাণিজ্যিক জাহাজ মধ্যপ্রাচ্যের আর কোন দেশের নেই । ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মদের বন্ধু রমিন ও সাঈদ ঠিক করেছে সপরিবারে পারস্য উপসাগরের কিশ দ্বীপে যাবে । তারা ব্যাক্তিগত গাড়ীতে বন্দরে লেঙ্গা যাবে এবং সেখান থেকে জাহাজযোগে মনমুগ্ধকর কিশ দ্বীপে যাবে। আসুন আজকের আসরের নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেওয়া যাক ।

ای کاش - بندر لنگه - جزیره کیش - ما خواهيم رفت - وقت کافی - چند روز - ماشین - كشتي - مطمئنم - به شما خوش می گذرد - ممنون - سفر - اولین - تجربه - عالی - همان - چه خوب - بزرگ - شرکت - کشتیرانی - کشتی مسافرتی - زیبا - سفر خارجی - حمل بار

যদি - কোন অসম্ভব বিষয়ে আগ্রহ প্রকাশ করার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয় / ইরানের একটি বন্দরের নাম / পারস্য উপসাগরস্থ ইরানের একটি দ্বীপের নাম / আমরা যাব / পর্যাপ্ত সময় / কয়েক দিন / গাড়ী / জাহাজ / আমি নিশ্চিত / তোমাদের ভাল সময় কাটবে / ধন্যবাদ / ভ্রমণ / প্রথম / অভিজ্ঞতা / চমৎকার / সেই একই / কি চমৎকার / বড় / কোম্পানী বা ব্যবসায়ী প্রতিষ্ঠান / জাহাজ চলাচল সংক্রান্ত / ভ্রমণের জাহাজ / সুন্দর / বিদেশ ভ্রমণ /পণ্য পরিবহন

পাঠক! নতুন কিছু ফার্সি শব্দের অর্থ শুনলেন। এবারে চলুন মোহাম্মাদ ও রমিনের কথোপকথোন শোনা যাক। যথারীতি প্রথমে এটি বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি।

رامین - ای کاش با ما به بندر لنگه بيايی . از آنجا به جزیره کیش خواهيم رفت .محمد - می دانی که خیلی دوست دارم بیایم . اما وقت کافی ندارم . سفرتان چند روز طول می کشد ؟رامین - حدود ৭ روز . ما با ماشین به بندر لنگه می رویم و از آنجا با کشتی به جزیره کیش سفر می كنیم .محمد - مطمئنم به شما خیلی خوش می گذرد . جای من را هم خالی کنید .رامین - ممنون . من سفر با کشتی را خیلی دوست دارم . این اولین تجربه من است .محمد - بله . سفر با کشتی عالی است . ماشینتان را كجا می گذارید ؟رامین - ماشین را هم با همان کشتی به جزیره كيش می بریم .محمد - چه خوب . پس با کشتی بزرگی به جزیره كيش می روید .رامین - بله . شرکت کشتیرانی والفجر ، کشتی های مسافرتی زیبا و بزرگی دارد .محمد - با این کشتی ها به سفرهای خارجی هم می توان رفت ؟رامین - بله . ولی فقط به کشورهای حاشیه خلیج فارس مثل کویت ، بحرین و امارات .محمد - آيا از دریای خزر هم می توان با کشتی به روسیه سفر کرد ؟رامین - نه . متاسفانه ، فقط کشتی های حمل بار بین ایران و روسیه تردد می کنند .

রমিন- যদি আমাদের সাথে বান্দার লেঙ্গেতে আসতে । সেখান থেকে আমরা কীশ দ্বীপে যাব ।মুহাম্মদ- তুমি তো জানো আমার আসার খুব ইচ্ছে । কিন্তু আমার হাতে যথেষ্ট সময় নেই। তোমরা কতদিনের জন্য যাচ্ছো?রমিন - প্রায় ৯ দিন । আমরা গাড়িতে করে বান্দারে লেঙ্গে যাবো এবং সেখান থেকে জাহজে কীশে যাব ।মুহম্মদ- আমি নিশ্চিত তোমাদের ভাল সময় কাটবে । সেখানে আমাকেও স্মরণ করো ।রমিন - ধন্যবাদ । আমার জাহাজে ভ্রমণ খুব ভালো লাগে । এটা হবে আমার প্রথম জাহাজ ভ্রমনের অভিজ্ঞতা।মুহম্মদ- হ্যাঁ । জাহাজ ভ্রমণ খুবই চমৎকার । তোমাদের গাড়ী কোথায় রাখবে ?রমিন- গাড়ীও সেই একই জাহাজে করে কীশ দ্বীপে নিয়ে যাব ।মুহাম্মদ- বাঃ চমৎকারতো ! তাহলে বড়সরো জাহাজে করেই কীশ দ্বীপে যাবে তোমরা ।রমিন- হ্যাঁ । জাহাজ পরিবহন সংস্থা ওয়ালফাজর এর বড় ও সুন্দর সুন্দর জাহাজ আছে ।মুহাম্মদ - এই জাহাজগুলোতে করে কি বিদেশেও ভ্রমন করা যায় ?রমিন - হ্যাঁ । তবে শুধু মাত্র পারস্য উপসাগর তীরবর্তী দেশগুলোতে যেমন কুয়েত , বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ।মুহাম্মদ- কাস্পিয়ান সাগর থেকেও কি জাহাজে করে রাশিয়ায় যাওয়া যায় ?রমিন - না । দুঃখজনকভাবে শুধু মাত্র পণ্য পরিবহনকারী জাহাজ ইরান ও রাশিয়ার মধ্যে যাতায়াত করে ।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাহাজ সংস্থার ১৭০ টি বৃহদাকৃতির জাহাজ পারস্য উপসাগর ও ওমান সাগরে এবং ৯টি জাহাজ কাস্পিয়ান সাগরে যাতায়াত করে। প্রতি বছর লক্ষ লক্ষ টন পণ্য ইরানি জাহাজের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আনা নেওয়া কর হয় । ইরানী জাহাজগুলো কাস্পিয়াস সাগরের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার টন পণ্য ইরান থেকে রাশিয়া ও কাস্পিয়ান সাগর উপকূলবর্তী দেশগুলোতে আনা নেয়া করে। ইরানের সুর্দীর্ঘ উপকুলের জন্য জাহাজ শিল্পের গুরুত্ব অপরিসীম । তাই জাহাজ শিল্পের উন্নয়ন ও জলপথের ব্যবহার বৃদ্ধির জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ