ডিসেম্বর ২৩, ২০১৯ ১৬:৩১ Asia/Dhaka

আজ আমরা ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মহরহুম ইমাম খোমেনী (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা করবো।

যারা ইরানের নাম শুনেছেন তাদের কাছে ইমাম খোমেনী (রহঃ)র নামটি অপরিচিত নয় । সমকালীন পৃথিবীর ইতিহাসে তাঁর মত বলিষ্ঠ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব খুবই বিরল । রুহুল্লাহ খোমেনী ইরানের খোমেইন শহরের একটি ধর্মীয় ও বিপ্লবী পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতা হাজী মোস্তাফা একজন বিপ্লবী আলেম ছিলেন । রুহুল্লাহ খোমেনীর বয়স যখন মাত্র পাঁচ বছর , তখন খোমেইনের জমিদাররা তাঁর পিতাকে শহীদ করে । তাই বাল্যকাল থেকেই তিনি অত্যাচার ও অন্যায়ের স্বরূপ কঠোরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বাল্যকালেই ইসলামী শিক্ষা শুরু করেন এবং এ ব্যাপারে ছিলেন অত্যন্ত একনিষ্ঠ । ইমাম খোমেনীর (রহঃ) এর বাল্যকালে ইরানে ব্যাপক বিশৃংখলা বিরাজ করছিল । খোমেইনের জনগন সুদৃঢ়ভাবে এসব বিশৃংখলার মোকাবেলা করতো । তাই ইমাম খোমেনী (রহঃ) বাল্যকাল থেকেই সাহসী ও স্বাধীনচেতা হিসেবে গড়ে উঠেছিলেন । ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মাদ ও তার ইরানী বন্ধু রমিন ইমাম খোমেনী (রহঃ) এর বাল্যকাল নিয়ে আলোচনা করছে । তাদের আলোচনা শোনার আগে আসুন আজকের আসরের কিছু ফার্সি শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেওয়া যাক।

امروز - کتاب - جالب - کتابخانه - دانشکده - من دیدم - چه كتابي - براي تو- دیوان اشعار - شعر - عرفاني - پنجاه - رساله - موضوعات - مختلف - ايشان - علوم - ديني - مذهبي - برجسته - درست - آشنا - مسائل - سياسي - جهان - خانواده - روحانی - پدر - برادر - درباره - كودكي - جواني - شهر - خمین - همان زمان - سختي - زندگي - او آموخت - دروس ابتدايي - ادامه - تحصيل - نزد - اساتيد - بزرگ

আজ /বই / আকর্ষণীয় / পাঠাগার / কলেজ বা অনুষদ / আমি দেখেছি / কোন বই /তোমার জন্য / কবিতা সমগ্র /কবিতা / আধ্যাত্মিক / পঞ্চাশ / থিসিস বা গবেষণামূলক প্রবন্ধ/ বিষয় সমুহ / বিভিন্ন / তিনি / বিভিন্ন জ্ঞান / ধর্মীয় / মাযহাব সংক্রান্ত / দীপ্যমান /সঠিক / পরিচিত / বিষয়সমূহ / রাজনৈতিক /বিশ্ব / পরিবার /আলেম/ বাবা / ভাই/ বিষয়ে / শিশুকাল/ যৌবনকাল/ শহর/ ইরানের একটি শহরের নাম/ সেই সময়ে / কষ্ট / জীবন / সে শিখেছে / প্রাথমিক শিক্ষা / চালিয়ে যাওয়া / শিক্ষা / কাছে / বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ / মহান

বন্ধুরা এবার আসুন মোহাম্মাদ ও রমিনের কথোপকথনে ।

محمد - امروز یک کتاب بسیار جالب در کتابخانه دانشکده دیدم .رامین - چه کتابی برايت جالب بود ؟محمد - دیوان اشعار امام خمینی . نمی دانستم امام خمینی (ره) شعر هم سروده است .رامین - بله . غير از اشعار عرفانی ، بيش از پنجاه رساله و کتاب در موضوعات مختلف از امام خميني به یادگار مانده است .محمد - مي دانم كه ايشان در علوم ديني و مذهبي ، چهره اي بسيار برجسته است .رامین - درست می گویی . امام خميني چهره اي برجسته در علوم ديني و آشنا به مسائل سياسي جهان بود .محمد - آيا او در یک خانواده روحانی به دنیا آمده است ؟رامین - بله . پدر امام و برادرش روحانی بودند .محمد - دوست دارم درباره كودكي و جواني امام خميني ، بيشتر بدانم .رامین - ایشان در سال 1902 در شهر خمین به دنیا آمد ، در کودکی پدر خود را از دست داد و از همان زمان ، سختيهاي زندگي را تجربه كرد .محمد - امام خمینی علوم اسلامی را در کجا آموخت ؟رامین - امام خميني بعد از فراگيري دروس ابتدایی ، براي ادامه تحصيل نزد اساتید بزرگ ، به شهرهاي اراك و قم رفت .

মোহাম্মাদ- আজ অনুষদের পাঠাগারে একটি খুব আকর্ষণীয় বই দেখেছি ।রমিন - কোন বইটি তোমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে ?মোহাম্মাদ- ইমাম খোমেনীর কবিতা সমগ্র । আমি জানতাম না যে ইমাম খোমেনী (রহঃ) কবিতাও লিখেছেন ।রমিন- হ্যাঁ । আধ্যাত্মিক কবিতা ছাড়াও ইমাম খোমেনীর ইসলামী আহকাম ও অন্যান্য বিষয় সংক্রান্ত পঞ্চাশটিরও বেশী বই স্মৃতি হয়ে রয়েছে ।মোহাম্মাদ - আমি জানি যে, তিনি ধর্মীয় ও মাযহাব সংক্রান্ত জ্ঞানের ক্ষেত্রে একজন দীপ্যমান ব্যক্তিত্ব ।রমিন - ঠিকই বলেছো । ইমাম খোমেনী ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে ছিলেন একজন প্রতিভাবান ব্যক্তিত্ব ও বিশ্বের রাজনৈতিক অবস্থা সম্পর্কেও সম্যক অবগত ছিলেন ।মোহাম্মাদ - তিনি কি একটি ধর্মীয় পরিবারে জন্ম গ্রহন করেন ? রমিন- হ্যাঁ । ইমামের বাবা ও ভাই ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন ।মোহাম্মাদ - ইমাম খোমেনীর বাল্য ও যৌবনকাল সম্পর্কে আমার আরো বেশী জানতে ইচ্ছে করে।রমিন - তিনি ১৯০২ সালে খোমেইন শহরে জন্মগ্রহন করেন , বাল্যকালে পিতৃহারা হন এবং সে সময় থেকে জীবণের কঠিন বাস্তবতা উপলব্ধি করেন ।মোহাম্মাদ- ইমাম খোমেনী কোথা থেকে ইসলামী জ্ঞান অর্জন করেন ?রমিন - ইমাম খোমেনী প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর , উচ্চতর শিক্ষা গ্রহনের জন্য ইরাকের বিভিন্ন শহর ও কোমে জান ।

পাঠক! মোহাম্মাদ ও রমিনের কথা থেকে যেমনটি বুঝতে পেরেছেন, আধ্যাত্মিক জগতের সাথে ইমাম খোমেনীর সুদঢ় সম্পর্ক ছিল । তার কবিতাগুলো স্রষ্টার সাথে মিলনের জন্য তার পবিত্র আত্মার আকুতিকেই প্রকাশ করে । ইমাম খোমেনী তার জীবণের শেষ সময় পর্যন্ত এমনকি প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও জ্ঞান চর্চা অব্যাহত রেখেছিলেন। তাঁর এই ত্যাগের ফলেই আমারা পেয়েছি তার লেখা অনেক গুরুত্বপূর্ণ ধর্মীয় বই । তার লেখা প্রবন্ধ ও বইগুলো মুসলমানদের জন্য সত্য পথের আলোকবর্তিকা । পাঠক! আমরা আগামী অনুষ্ঠানেও ইমাম খোমেনী (রহঃ)র জীবণী নিয়ে আলোচনা করবো ।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ