ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১৭:৫৩ Asia/Dhaka

পাঠক, আজকের আসরে আমরা ইমাম খোমেনী (রহঃ)এর জীবনীর শেষ অংশ নিয়ে আলাচনা করবো । ইমাম খোমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্লব বিজয়ের পর দেড় বছর অতিবাহিত না হতেই পরাশক্তিগুলোর সহায়তায় ইরাকের তৎকালীন সাদ্দাম সরকার ইরানের উপর সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয় ।

ইমাম খোমেনীর নেতৃত্বে সমগ্র জাতি এক পতাকা তলে সমবেত হয়ে সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করে। আট বছরের চাপিয়ে দেয়া যুদ্ধে ইরানের মুসলমান জনগণ অসীম সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তুলে শত্রুদের পিছু হটতে বাধ্য করে । যুদ্ধ শেষ হওয়ার একবছর পর ইরানের জনগণ আরো একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। আর তা হচ্ছে ইমামের ইন্তেকাল । এ সম্পর্কে মোহাম্মাদ ও রমিনের কথাবার্তা শোনার আগে চলুন তাদের কথোপকথনে ব্যবহৃত কিছু ফার্সি শব্দের অর্থ জেনে নেই।

رحلت - غم انگيز - رفتن - ايشان - ماتم - اندوه - سخت - رهبري - محبوب - انقلاب - عشق - ايمان - تلخ - شيرين - در کنار - در كنار هم - يك دهه - پيروزي - جامعه - حکومت - زمان - آن زمان - چگونه - اداره - کشور - كار - آسان - هوشمندي - وابستگي - بيگانه - مستقل - آزاد - درست - تغيير - ايجاد - نظام - ارزشهاي جديد - دشوار - حدود - ارتش - جنگ - بزرگ - شجاع - شرايط سخت - به خوبي - هوشيار - کوه - محكم - استوار - اندوهناك - مراسم - تشييع - اشك.

মৃত্যুবরণ / দুঃখময় / যাওয়া / তিনি / মাতম বা শোক প্রকাশ / দুঃখ / কঠিন / নেতৃত্ব / প্রিয় / বিপ্লব / ভালবাসা / ঈমান বা বিশ্বাস / তিক্ত / মিষ্টি / কোন কিছুর পাশে / পাশাপাশি / এক দশক / বিজয় / সমাজ / শাসনব্যবস্থা / সময় বা কাল / সেই সময় / কীভাবে / ব্যবস্থাপনা বা পরিচালনা / দেশ / কাজ / সহজ / বিচক্ষণতা / নির্ভরতা / বহিরাগত বা বিদেশী / স্বাধীন / মুক্ত / সঠিক / পরিবর্তন / সৃষ্টি / সরকার পদ্ধতি / নতুন মূল্যবোধ / কঠিন / প্রায় / সেনাবাহিনী / যুদ্ধ বড় / সাহসী / কঠিন পরিস্থিতি / সুন্দরভাবে / সর্তক / পাহাড় / দৃঢ় / অটল / ব্যাথিত / অনুষ্ঠান / নামাযে জানাযা / অশ্রু/ ।

ফার্সি শব্দের অর্থগুলোর শুনলেন। এবারে চলুন ইমাম খোমেনী (রহঃ) এর মৃত্যু সম্পর্কে মোহাম্মাদ ও রমিনের মধ্যকার কথোপকথন শোনা যাক।

رامين - رحلت امام خميني براي مردم ، بسيار غم انگيز بود . با رفتن ايشان ، ايران در ماتم و اندوه فرو رفت .محمد - من هم درک مي کنم که از دست دادن امام خميني براي مردم ايران ، سخت بود . آنها رهبري بسيار محبوب را از دست دادند .رامين - همين طور است . پس از انقلاب ، مردم و امام با عشق و ايمان ، روزهاي تلخ و شيرين را در کنار هم گذراندند .محمد - تا آنجا كه من مي دانم امام يک دهه پس از پيروزي انقلاب نيز در كنار مردم بود .رامين - بله . با وجود ايشان ، جامعه ايران بسيار متحول شد .محمد - حکومت ايران در زمان ايشان چگونه بود ؟رامين - در آن زمان ، اداره کشوري بزرگ مثل ايران كه در آن انقلاب شده بود ، کار آساني نبود . امام با هوشمندي ، وابستگي ايران به بيگانگان را قطع كرد و حکومتي مستقل و آزاد را پايه ريزي كرد .محمد - درست است . تغيير يک حکومت و ايجاد نظامي با ارزشهاي جديد ، بسيار دشوار است.رامين - حدود يک سال و نيم پس از پيروزي انقلاب ، ارتش صدام به ايران حمله کرد و جنگي را آغاز كرد كه هشت سال طول کشيد .محمد - پس امام خميني رهبري بزرگ و شجاع بود که در آن شرايط سخت ، ايران را به خوبي اداره کرد .رامين - البته ، ايشان رهبري هوشيار / و مانند کوه محکم و استوار بود .محمد - به همين دليل ، مردم ايران از رحلت ايشان بسيار اندوهناك شدند .رامين - بله . ميليون ها نفر در مراسم تشييع ايشان شركت كردند و با اشک و اندوه ، امام را به خاک سپردند .

রমিন - ইমাম খোমেনীর মৃত্যু জনগণের কাছে অত্যন্ত বেদনাদায়ক ছিল। তাঁর মৃত্যুর ফলে ইরান গভীর শোক ও মর্মবেদনায় নিমজ্জিত হয়।মোহাম্মাদ - আমিও উপলব্ধি করতে পারি, ইমাম খোমেনীকে হারানো জনগণের জন্য খুবই কষ্টদায়ক ছিল, তারা তাদের প্রাণপ্রিয় নেতাকে হারিয়েছিলো।রমিন - ঠিক বলেছো । বিপ্লবের পর ইরানের জনগণ ও ইমাম ভালবাসা ও ঈমানের সাথে আনন্দ ও বেদনার দিনগুলো ভাগাভাগি করে নিয়েছে। মোহাম্মাদ - আমি যতটুকু জানি বিপ্লবের একদশক পর পর্যন্ত ইমাম জনগণের পাশে ছিলেন।রমিন - হ্যা। তাঁর উপস্থিতিতে ইরানী সমাজে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছিলো। মোহাম্মাদ - তাঁর সময়ে ইরানের শাসন ব্যবস্থা কেমন ছিল? রমিন - সে সময় ইরানের মত বড় একটি দেশ যেখানে বিপ্লব হয়েছে, তা পরিচালনা করা সহজ ছিল না। ইমাম বিচক্ষণতার সাথে বহিঃশক্তির সাথে ইরানের সম্পর্ক ছিন্ন করেন এবং স্বাধীন ও মুক্ত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন ।মোহাম্মাদ - ঠিক বলেছো । একটি শাসনব্যবস্থা পরিবর্তন ও নতুন মূল্যবোধসম্পন্ন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা খুবই কঠিন কাজ। রমিন -বিপ্লব বিজয়ের প্রায় দেড় বছর পরে সাদ্দামের সেনাবাহিনী ইরান আক্রমণ করে এবং যুদ্ধের শুরু করে যা আট বছর স্থায়ী হয়েছিলো। মোহাম্মাদ- তাহলে তো ইমাম খোমেনী একজন মহান ও সাহসী নেতা ছিলেন যিনি সেই কঠিন পরিস্থিতিতে ইরানকে খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন।রমিন - অবশ্যই, তিনি একজন বিচক্ষণ,পবর্তসম অটল ও দৃঢ় নেতা ছিলেন। মোহাম্মাদ- আর এজন্যই তাঁর মৃত্যুতে ইরানের জনগণ খুবই শোকাহত হয় ।রমিন - হ্যাঁ । লাখ লাখ জনতা তার নামাযে জানাজায় অংশগ্রহণ করে এবং গভীর বেদনায় অশ্রুসিক্ত নয়নে ইমামকে দাফন করে ।

পাঠক, ইমামের ইরানে প্রত্যাবর্তনের সময় যেমন লক্ষ লক্ষ জনতা তাকে স্বাগত জানিয়েছিল, ঠিক তেমনি তার মৃত্যুর পরও লক্ষ লক্ষ জনতা তাঁর নামাযে জানাযায় অংশগ্রহন করে। এখনও প্রতিবছর হাজার হাজার মানুষ তার মৃত্যু বার্ষিকীতে ইরানের বিভিন্ন শহর থেকে তেহরানে তার সমাধিতে সমবেত হয়ে তাঁর নির্ধারিত লক্ষ্যপানে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয় । ইমাম খোমেনী ইরানী জাতির কাছে একজন প্রিয় ও শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব । তাই জনগণের হৃদয়ে ইমামের স্মৃতি চিরকাল জাগরুক থাকবে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ