ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০০:০৩ Asia/Dhaka

পাঠক, ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন।

আজ আমরা ইরানী মহিলাদের পোশাক সম্পর্কে আলোচনা করবো। ইরানে সমাবেশ ঘটেছে বিভিন্ন জাতি-গোষ্ঠির এবং তাদের রয়েছে পৃথক সংষ্কৃতি,ভাষা, পোষাক ও ঐতিহ্য। স্থান ও আবহাওয়া ভেদে তাদের মধ্যে বিভিন্ন ধরনের পোষাকের প্রচলন রয়েছে। ইরানের সব শহরের মানুষের পোষাক প্রায় একই রকম। কিন্তু এখনো গ্রাম ও কিছু ছোট ছোট শহরে মহিলারা আঞ্চলিক পোশাক পরিধান করে । এসব পোশাকের মধ্যে রয়েছে ওড়না,স্কার্ফ,টুপি,জামা,আস্তিন ছাড়া কোট, ঘাগরা,সালোয়ার ও মোজা। রঙবেরঙের কাপড়ে তৈরী লম্বা জামা এবং ওড়না যা মহিলাদের মাথাকে আবৃত করে,ইরানের আঞ্চলিক পোশাকের বৈশিষ্ট। আজ আপনাদের সাথে ইরানের পোশাক ডিজাইনার সোহেইলা জামানির সাথে পরিচয় করিয়ে দেবো। এই ইরানী মহিলা বিভিন্ন দেশে ইরানী পোশাকের প্রদর্শনীর আয়োজন করেছেন। মোহাম্মদ তার প্রদর্শনী দেখার জন্য হোটেল আজাদীতে গিয়েছে । আসুন আজকের নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেই।

نمایشگاه - لباس - زیبا - - متشكرم - امیدوارم - توجه - البته - علاوه بر - خانم - با حجاب - درواقع - مشخصه - محلي - پوشیده - پر از - سوزن دوزی - هنر - قیمت - گران - علت - پارچه - مصرفی - نفيس - دست - كمتر - اينگونه - طرح - پوشش - مد - مد روز - ارزشمند - غیر ایرانی - عرضه - اروپایی - غربی - تاریخ -- غالبا ً - انسان - به ويژه -بنابراین

প্রদর্শনী /পোশাক /সুন্দর / ধন্যবাদ / আমি আশবাদী / মনোযোগ / অবশ্য /এছাড়াও/ মহিলা / হিজাব বা শালীন পোশাক পরিহিতা / প্রকৃতপক্ষে / পরিচয় / আঞ্চলিক / আবৃত /কোন কিছুতে পরিপূর্ণ / সুচিকর্ম / শিল্প / দাম / দামী /কারণ / কাপড় / ব্যবহৃত / অত্যন্ত মূল্যবান / হাত / আরো কম / এভাবে / পরিকল্পনা / পোশাক / মডেল / নতুন মডেল / মূল্যবান / ইরানি নয় এমন কিছু / উপস্থাপন করা / ইউরোপীয় / পশ্চিমা / ইতিহাস / বেশীরভাগ / মানুষ / বিশেষত / কাজেই ।

পাঠক, এবারে চলুন মোহাম্মদ ও ইরানী পোশাক ডিজাইনার সোহেইলা জামানীর কথোপকথন শোনা যাক।

محمد - خانم زمانی ، به شما تبریک می گویم . در این نمایشگاه ، لباس های زیبایی به نمایش گذاشته اید .خانم زمانی - متشکرم . خوشحالم که از این نمایشگاه دیدن کردید ، امیدوارم لباس های ایرانی توجه شما را جلب کرده باشد .محمد - البته ، این لباس ها علاوه بر زيبايي ، براي خانم هاي با حجاب مسلمان مناسب هستند .خانم زمانی - بله . درواقع مشخصه لباس های محلي ایرانی این است که پوشیده / و پر از سوزن دوزی و هنرهای ظریف دیگر هستند .محمد - بله . اما قیمت این لباس ها خیلی گران است .خانم زمانی - حق با شماست ، علت گرانی این لباس ها این است که پارچه مصرفی آنها ، نفيس است و سوزن دوزی ها هم با دست انجام می شود .محمد - اما من در شهرهای ایران کمتر اینگونه لباس ها را دیده ام .خانم زمانی - همین طور است ، این طرحی جدید از پوشش محلی و مد روز است .محمد - کار شما بسیار ارزشمند است . فکر می کنید بتوانید این لباس ها را به غیر ایرانی ها هم عرضه کنید ؟خانم زمانی - بله . من در کشورهای اروپایی نیز نمایشگاه های مختلفی برپا کرده ام و قصد دارم این پوشش ایرانی را به مردم دنیا معرفی کنم .محمد - باتوجه به اینکه این لباس ها بسیار پوشیده هستند ، آیا خانم های غربی هم از آن ها استقبال می کنند ؟خانم زمانی - البته . اگر به تاریخ هم توجه کنید ، غالبا ً انسانها به ویژه خانم ها ، لباس های پوشیده داشته اند . بنابراین به نظر من این لباس ها مورد پسند همه خانم ها قرار می گیرد .

মোহাম্মদ- মিসেস জামানী ! আপনাকে অভিন্দন। সুন্দর সুন্দর পোশাক প্রদশনীতে এনেছেন ।মিসেস জামানী -ধন্যবাদ । প্রদর্শনীটি পরিদর্শন করেছেন বলে আমি আনন্দিত । আশা করি ইরানি পোশাক আপনার পছন্দ হয়েছে।মোহাম্মদ -অবশ্যই । সৌন্দর্য ছাড়াও এ পোশাকগুলো শালিন পোশাক পরিহিতা মুসলাম মহিলাদের জন্য খুবই উপযোগী ।মিসেস জামানী - ঠিক তাই । ইরানের আঞ্চলিক পোশাকের মুল বৈশিষ্ট্য হচ্ছে তা শালীন এবং সুচিকর্ম ও বিভিন্ন সুন্দর নকশায় সজ্জিত ।মোহাম্মদ - তাইতো দেখছি । কিন্তু এ পোশাকগুলো অনেক দামী ।মিসেস জামানী - ঠিকই বলেছেন । এ পোশাকগুলো দামী কাপড়ে তৈরী এবং এর সুচিকর্ম হাতে করা হয়েছে বলে এগুলো দামী ।মোহাম্মদ - কিন্তু ইরানের বিভিন্ন শহরে এ ধরনের পোশাক খুব কমই দেখেছি ।মিসেস জামানী - ঠিক বলেছেন। আঞ্চলিক ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে এই নতুন ডিজাইন তৈরী করা হয়েছে ।মোহাম্মদ - আপনার কাজ সত্যই অসাধারণ। আপনি কি মনে করেন এ পোশাকগুলো বিদেশীদের কাছেও উপস্থাপন করতে পারবেন ?মিসেস জামানী - হ্যাঁ । আমি ইউরোপের বিভিন্ন দেশেও প্রদর্শনী করেছি এবং আমার ইচ্ছে সারা পৃথিবীতে ইরানী পোশাককে পরিচিত করবো ।মোহাম্মাদ - এই পোশাকগুলোতে সারা শরীর আবৃত থাকার পরও আপনার কি মনে হয় পশ্চিমা মহিলারা এগুলোকে স্বাগত জানাবে ?মিসেস জামানী - অবশ্যই। যদি ইতিহাসের দিকে ফিরে তাকান,দেখবেন অতীতে মানুষ, বিশেষ করে মহিলারা বেশীরভাগই শালীন পোশাক পরিধান করতো । তাই আমার মতে, এই পোশাকগুলো সকল মহিলার পছন্দের তালিকায় স্থান পাবে ।

মিসেস জামানী বিশ্ববিদ্যালয়ে পোশাক ডিজাইনের উপর পড়াশোনা করেছেন। তিনি ইরানী মহিলাদের পোশাকে সুন্দর ডিজাইনের সমন্বয় ঘটিয়েছেন । তার পোশাকের মূল বৈশিষ্ট্য হচ্ছে, তা ধর্মপ্রান মুসলমান মহিলাদের ব্যবহার উপযোগী। ইরানি সংষ্কৃতিতে মহিলাদের শালীন পোশাক খুবই গুরুত্বপূর্ণ। তাই ইরানী মহিলারা সবসময় এমন পোশাক পরিধান করে যা সারা শরীর আবৃত করে এবং মাথার চুল ঢেকে রাখে । ইরানি মহিলারা সবসময় ওড়না ব্যবহার করে । কোথাও কোথাও মহিলার ওড়নার নিচে বিশেষ ধরনের টুপি পরে থাকে। রঙবেরঙের এ টুপিগুলোতে সুচিকর্ম ও রঙবেরঙের পাথর ব্যবহৃত হয়। চাদর ইরানি মহিলাদের মূল শালীন পোশাক হিসেবে বিবেচিত। তেহরানের বেশীরভাগ মহিলা কালো চাদর ব্যবহার করে থাকে । কিন্তু ছোট শহরগুলোতে মহিলারা রঙবেরঙের নকশা আঁকা চাদর পরে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/২৭

ট্যাগ