ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১৭:২৪ Asia/Dhaka

পাঠক! আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ফার্সি ভাষা শিক্ষার আজকের আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষা।

 আপনাদের নিশ্চয়ই মনে আছে,ইরানে অধ্যয়নরত বিদেশী ছাত্র মোহাম্মদ ও তার ইরানী বন্ধু সাঈদ বাহারেস্তান চত্ত্বরে হাটছিল এবং মরহুম সংসদ সদস্য আয়াতুল্লাহ মোদররেস সম্পর্কে আলোচনা করছিল । তারা চত্ত্বরের পূর্ব দিকে আসে । সেখানে ইরানের জাতীয় সংসদের প্রাচীন ভবন অবস্থিত। বিশাল বাগানের মধ্যে অবস্থিত এ অনন্য সুন্দর স্থাপত্যটি ১৭৮৫ সালে তৈরী করা হয়। এখানে একটি মসজিদ,শিক্ষা প্রতিষ্ঠান,পাঠাগার, ভূগর্ভস্থ খাল ও ঘোড়াগাড়ী রাখার স্থান ছিল । এই দালানটি রাজা মোজাফ্ফার উদ্দিন জাতীয় সংসদকে উপহার দেন। কালের প্রবাহে ভবনটি এখন ঠিক আগের অবস্থায় নেই। এটিকে বর্তমানে জাদুঘরে রুপান্তরিত করা হয়েছে । ভবনের দক্ষিণ দিকে আরো অগ্রসর হল দেখতে পাবেন শহীদ মোতাহ্হারি মাদ্রাসা ও মসজিদ । এ সম্পর্কে মোহাম্মাদ ও সাঈদের মধ্যে কী কথা হয় তা শোনার আগে চলুন আজকের আসরের নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেয়া যাক।

ساختمان - زيبا - قسمت - میدان - بهارستان - ظاهرا ً - قدیمی - مجلس - گذشته - جلسات - اثر - تاريخي - هنري - باغ - پيرامون - بنا - دوران - حکومت قاجاريه - احداث - جنوب - مربوط به - قدمت - اسم - مدرسه - شهيد مطهري - البته - اكنون - دانشگاه - مناره - گنبد - بخشي از - تزئینات - خراب - شاهد - برخي - حوادث - تاریخ - معاصر - استفاده - هم اكنون - نماز جماعت - ساير - مراسم - مذهبی - مكان - برگزار شدن - كتابخانه - حوزه علميه -

ভবন / সুন্দর / অংশ / চত্ত্বর / তেহরানের একটি চত্ত্বরের নাম / বাহ্যত / প্রাচীন / সংসদ / অতীতে / অধিবেশন / নির্দশন /ঐতিহাসিক / শৈল্পিক / বাগান / পাশে / স্থাপনা / বিশেষ কোন সময়কাল / কাজার শাসনকাল / স্থাপন করা / দক্ষিণ / সম্পর্কিত / প্রাচীনত্ব বা বয়স / নাম / বিদ্যালয় / ইরানের একজন বিশিষ্ট ধর্মীয় ও দার্শনিক ব্যাক্তিত্বের নাম / অবশ্য / এখন / বিশ্ববিদ্যালয় / মিনার / গম্বুজ / অংশ বিশেষ / সৌন্দর্য / নষ্ট / সাক্ষী / কিছু / ঘটনা / ইতিহাস / সমকালীন / ব্যবহার / এখন / জামাতে নামাজ আদায় / অন্যান্য / অনুষ্ঠান / ধর্মীয় / স্থান / অনুষ্ঠিত হওয়া / পাঠাগার / ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান /

নতুন শব্দ ও সেগুলোর অর্থ জেনে নেওয়া গেল। এবার আসুন মোহাম্মদ ও সাঈদের কথোপকথন শোনা যাক।

محمد - چه ساختمان های زیبایی در این قسمت میدان بهارستان وجود دارد . ظاهرا ً خیلی قدیمی هستند .سعید - بله . این ساختمان ِ مجلس ِ قدیم ایران است . در گذشته ، جلسات مجلس در اینجا برگزار می شده است .محمد - این ساختمان يک اثر تاريخي و هنري است . باغ پيرامون آن زيبا است .سعید - اين بنا و باغ در دوران حکومت قاجاريه احداث شده است .محمد - مسجد جنوب ميدان نیز مربوط به ساختمان مجلس است ؟سعید - نه . اما این مسجد نیز قدمت زیادي دارد .محمد - اسم این مسجد و مدرسه چیست ؟سعید - مسجد و مدرسه عالی شهید مطهری . البته اكنون اين مدرسه ، به دانشگاه شهيد مطهري تبديل شده است .محمد - مسجد چه مناره ها و گنبدهای زیبایی دارد ، اما بخشی از تزئینات آن خراب شده است .سعید - بله . این مسجد شاهد برخي حوادث تاریخ معاصر ایران بوده است .محمد - آيا اکنون از این مسجد استفاده هم می شود ؟سعید - بله . هم اکنون نمازهاي جماعت و ساير مراسم مهم مذهبی در اين مكان برگزار می شود . البته دراينجا ، مدرسه ، کتابخانه و حوزه علمیه نيز وجود دارد .

মোহাম্মাদ - বাহারস্তান চত্ত্বরের এই অংশে কি সুন্দর সুন্দর ভবন রয়েছে! এগুলোকে অনেক প্রাচীন মনে হচ্ছে ।সাঈদ - হ্যাঁ । এ ভবনটি ইরানের প্রাচীন সংসদ ভবন। অতীতে সংসদের অধিবেশনগুলো এখানেই অনুষ্ঠিত হতো।মোহাম্মাদ- এই ভবনটি একটি ঐতিহাসিক ও শৈল্পিক নিদর্শন । এর পাশের বাগানটি চমৎকার।সাঈদ - এই স্থাপনা ও বাগান কাজার শাসন কালে তৈরী হয়েছে ।মোহাম্মদ - চত্ত্বরের দক্ষিণের মসজিদটি কি সংসদ ভবনের অংশ ?সাঈদ- না। কিন্তু এ মসজিদটিও অনেক পুরনো ।মোহাম্মদ - এই মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি ?সাঈদ - শহীদ মোতাহারি মসজিদ ও উচ্চ বিদ্যালয় । অবশ্য এ উচ্চ বিদ্যালয়টি এখন শহীদ মোতাহ্হারী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে ।মোহাম্মদ -মসজিদটির গম্বুজ ও মিনার খুবই চমৎকার,কিন্তু এর কিছু অংশের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে ।সাঈদ -হ্যাঁ । এ মসজিদ ইরানের সমকালীন ইতিহাসের কিছু ঘটনার সাক্ষী হয়ে রয়েছে ।মোহাম্মদ - এ মসজিদটি কি এখনো ব্যবহৃত হয় ?

সাঈদ - হ্যাঁ । এখনো এখানে জামআতে নামাজ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় । এছাড়া এখানে একটি স্কুল, পাঠাগার এবং মাদ্রাসাও আছে ।পাঠক! মসজিদ এবং শহীদ মোতাহ্হারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষর্থীরা বিভিন্ন ধর্মীয় বিষয়ে অধ্যয়ন করে থাকে । এ মসজিদে মহররম ও রমজান মাসে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে থাকে । কাজার আমলের খ্যাতিমান ইরানী স্থাপত্যবিদদের হাতে তৈরী এ মসজিদটি একটি অনন্য স্থাপত্য কর্ম হিসেবে বিবেচিত । এ মসজিদটি পূর্বে মসজিদে সিপাহসালার নামে পরিচিত ছিল । মসজিদটিতে সুউচ্চ মিনার,চারটি বারান্দা এবং দুটি তলায় মাদ্রাসা ছাত্রদের থাকার জন্য ৬০টি কক্ষ রয়েছে। মসজিদটিতে তিন পেন্ডুলাম বিশিষ্ট একটি দ্বিমুখী ঘড়ি আছে যেটি সংসদ ভবন এবং মাদ্রাসা থেকে দেখা যায় ।বর্তমানে এ মসজিদটির ৩টি প্রবেশ দ্বার আছে । বাহারস্তান চত্ত্বর সুদূর অতীত থেকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়ে এসেছে । বর্তমানেও এখানে সংসদ ভবন ও আরো কিছু সরকারী ভবন থাকার কারণে,এটি তেহরানের অন্যতম ব্যস্ততম এলাকা। রাত বাড়ার সাথে সাথে যখন গাড়ি চলাচল কমে যায়,থেমে যায় শহরের কোলাহল ,তখন রাত্রির নিস্তব্ধতায় বাহারেস্তান চত্ত্বরের আশেপাশের স্থাপনাগুলো বৈদ্যুতিক বাতির আলোয় অপরূপ সুন্দর হয়ে ওঠে । #

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/২৯

ট্যাগ