মার্চ ০৫, ২০২০ ১৬:২৮ Asia/Dhaka

পাঠক! ফার্সি ভাষা শিক্ষার আসর ফার্সি ভাষা মিষ্টি ভাষার আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ থেকে আগামী কয়েকটি অনুষ্ঠানে আমরা ইরানের প্রতিবেশী দেশগুলো সম্পর্কে আলোচনা করবো। আমাদের আজকের আলোচনা হবে তুরস্ক ও আজারবাইজান সম্পর্কে ।

ইরানের উত্তর পশ্চিমে অবস্থিত তুরস্কের সাথে ইরানের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সুদৃঢ় বন্ধন রয়েছে। এছাড়া তুরস্ক ও আজারবাইজানের সাথে ইরানের রয়েছে যথেষ্ট সাংষ্কৃতিক সাদৃশ্য এবং এ তিনটি দেশের বেশিরভাগ মানুষই মুসলমান । তুরস্কের জনগন মূলত ইস্তাম্বুলি তুর্কিতে এবং আজারবাইজানের জনগণ অজারী তুর্কি ভাষায় কথা বলে । ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণও অজারী ভাষায় কথা বলে । এই ভাষা আজারবাইজান ও ইরানের জনগণের মধ্যে এক সুদৃঢ় সাংস্কৃতিক ও আত্মিক বন্ধন সৃষ্টি করেছে । আকাশপথ ছাড়াও ইরানের উত্তর-পশ্চিমের বাজারগান সীমান্ত দিয়ে তুরস্কে এবং জোলফা সীমান্ত দিয়ে স্থলপথে আজারবাইজান জাওয়া যায় । সাংস্কৃতিক কর্মসুচির অংশ হিসেবে এই তিনদেশের ছাত্ররা পরস্পরের দেশে পড়াশুনা করতে যায়। আজারবাইজান ও তুরস্ক থেকে ফার্সী সাহিত্যে পড়তে আসা দু'জন নতুন ছাত্রের সাথে মোহাম্মদ পরিচিত হয় । তাদের কথোপকথন শোনার আগে আসুন আজকের আসরের নতুন শব্দগুলোর সাথে পরিচিত হই ।

دانشجو - دانشجویان - سال - جدید - اول - ادبيات - ترکی - اهل - تركيه - متشكرم - دوستم - جمهوری - آذربایجان - گنجه - شهر - کشور - همسایه - اينجا - مشترک - زیاد - جمعيت - تقریبا ً - مشابه - اکثر - درست - مردم - چقدر - حدود 8 میلیون نفر - اقوام - - زندگي - آسان - زبان - خيلي - جالب - عده - نسبتا ً - كمي -

বিশ্ববিদ্যালয়ের ছাত্র / ছাত্ররা / বছর / নতুন / প্রথম / সাহিত্য / তুর্কি ভাষা / অধিবাসী /তুরস্ক / ধন্যবাদ / আমার বন্ধু / প্রজাতন্ত্র / আজারাইজান / আজারবইজানের একটি শহরের নাম / শহর / দেশ / প্রতিবেশী / এখানে / অভিন্ন বা যৌথ / অনেক / জনসংখ্যা / প্রায় / একই রকম /বেশিরভাগ / সঠিক / জনগণ / কত বা কি পরিমাণ / প্রায় / ৮০ লক্ষ মানুষ / বিভিন্ন জাতি / জীবন / সহজ / ভাষা / অনেক / আকর্ষণীয় / সংখ্যা / প্রায় / কিছুটা

পাঠক! মোহাম্মদ বিশ্ববিদ্যলয়ের সমাজবিজ্ঞান অনুষদে সাহিত্য বিভাগের দুজন ছাত্রের সাথে আলাপ করছে । এদের একজনের নাম ইয়াশার, সে তুরস্ক থেকে এসেছে এবং অন্যজন হচ্ছে আলী, সে এসেছে আজারবাইজান থেকে। তো চলুন তাদের কথোপকথন শোনা যাক ।

محمد - سلام . شما دانشجویان سال جدید هستید ؟ياشار - بله . ما دانشجوی سال اول ادبیات فارسی هستیم .محمد - من هم دانشجوی ادبیات هستم . از آشنایی با شما خوشوقتم . با هم ترکی صحبت می کردید . شما اهل ترکیه هستید ؟ياشار - متشکرم . بله . من از ترکیه به ایران آمده ام و دوستم علي ، اهل جمهوری آذربایجان است .علي - من اهل گنجه هستم . شهری در جمهوری آذربایجان .محمد - پس از کشورهای همسایه ایران به اینجا آمده اید !علي - بله . کشورهای ترکیه و آذربایجان ، مشترکات زیادی با ایران دارند .ياشار - بله . جمعیت ایران و ترکیه تقریبا ً مشابه است . اكثر مردم ایران ، ترکیه و آذربایجان مسلمان هستند .علي - درست است . اسلام ، مردم اين سه كشور را به هم پيوند داده است .محمد - جمعیت آذربایجان چقدر است ؟علي - جمعیت آذربايجان حدود ৮ میلیون نفر است . در کشور من اقوام آذری ، روس ، لزگی ، تالش و ارمنی زندگی می کنند .محمد - زندگی برای شما در ایران آسان است . چون بعد از زبان فارسی ، خيلي از مردم با زبان آذری نيز آشنا هستند .ياشار - بله . براي ما جالب است که در تهران هم عده نسبتا ً زيادي با زبان ترکی آشنايي دارند . البته کمی زبانشان با زبان ما فرق می کند .

মোহাম্মদ- সালাম। আপনারা কি নতুন বর্ষের ছাত্র?ইয়াশার - হ্যাঁ। আমরা ফার্সী সাহিত্যের প্রথম বর্ষের ছাত্র ।মোহাম্মদ- আমিও সাহিত্যের ছাত্র । আপনাদের সাথে পরিচিত হয়ে সত্যিই খুব খুশি হয়েছি। আপনারাতো তুর্কি ভাষায় কথা বলছিলেন। তুরস্কের অধিবাসী বুঝি আপনারা? ইয়াশার -ধন্যবাদ। হ্যাঁ আমি তুরস্ক থেকে ইরানে এসেছি এবং আমার বন্ধু আলী আজারবাইজানের অধিবাসী ।আলী - আমি আজারবাইজানের গানজে শহরের অধিবাসী ।মোহাম্মদ - তাহলেতো আপনারা ইরানের প্রতিবেশী দেশ থেকে এসেছেন!আলী - হ্যাঁ। তুরস্ক ও আজারবাইজানের সথে ইরানের অনেক ক্ষেত্রে মিল রয়েছে।ইয়াশার - হ্যাঁ। তুরস্ক ও ইরানের জনসংখ্যা প্রায় সমান। ইরান, তুরস্ক ও আজারবাইজনের বেশীরভাগ মানুষ মুসলমান ।

আলী -আসলেই তাই। ইসলাম এই তিন দেশের মানুষকে একই বন্ধনে আবদ্ধ করেছে। মোহাম্মদ- আজারবাইজানের জনসংখ্যা কত? আলী - আজারবইজানের জনসংখ্যা প্রায় ৮০ লাখ । আমাদের দেশে অযারি, রুশ,লোযেগি,তালেশ এবং আরমেনি জাতি বসবাস করে। মোহাম্মদ - তোমাদের জন্য ইরানে বসবাস করা সহজ হবে। কারণ, এখানকার জনগনের বড় একটি অংশ ফার্সী ছাড়া অযারি ভাষাও জানে ।ইয়াশার - হ্যাঁ। আমদের কাছে এটা অবাক করার মত বিষয় যে, তেহরানের জনগনের একটা বড় অংশ তুর্কী ভাষা জানে। অবশ্য তাদের ভাষার সাথে আমদের ভাষার কিছুটা পার্থক্য রয়েছে ।  পাঠক! ইয়াশার যেমনটি বলেছে, ইস্তাম্বুলি তুর্কীর কথার ধরণ ও শব্দের অর্থের সাথে ইরানে প্রচলিত অযারি ভাষার সাথে কিছুটা পার্থক্য আছে। কিন্তু এই পার্থক্য পরস্পরের ভাষা বোঝার ক্ষেত্রে তেমন সমস্যা তৈরী করেনা । ইরানের প্রচুর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নির্দশনের পাশাপাশি এর প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় । তাই প্রচুর পর্যটক বিভিন্ন দেশ থেকে বিশেষত তুরস্ক ও আজারবাইজান থেকে ইরানে বেড়াতে আসে । এছাড়া বিগত বছরগুলোতে ইরানের অর্থনৈতিক ও শিল্প খাতের ব্যাপক উন্নয়ন প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত করেছে । অর্থনৈতিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে তুরস্ক ও আজারবাইজনের সাথে ইরানের রয়েছে চমৎকার প্রতিবেশীমূলক সম্পর্ক।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/০৫

ট্যাগ