এপ্রিল ১১, ২০২০ ২০:৪৪ Asia/Dhaka

ক. বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন।

আশা করছি প্রত্যেকে ভালো আছেন। প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে। ইমাম বাকির (আ.)  বলেন:  নিশ্চয়ই মুমিন যখন সন্তুষ্ট হয় তখন তার সন্তুষ্টি তাকে পাপ কাজ করতে উদ্বুদ্ধ করে না এবং যখন সে হয় ক্রুদ্ধ তখন তার ক্রোধ সত্য বলা থেকে তাকে বিরত রাখে না। মুমিন হচ্ছে সেই ব্যক্তি যখন সে ক্ষমতাবান হয় তখন তার ক্ষমতা তাকে সীমালঙ্ঘন করতে উদ্বুদ্ধ করে না।

খ. সত্যি বলতে কি ভালো কথা জীবনে অনেক শুনেছি বা শুনবো কিন্তু আজ আসুন প্রতিজ্ঞা করি যে এসব বাণী জীবনে বাস্তবায়নের চেষ্টা করবো। আর চেষ্টায় আন্তরিক হলে ইহকাল এবং পরকালের মুক্তির পথ খুলে যাবে।

ক. হ্যাঁ আসরের প্রথমেই যে ইমেইল তুলে নিয়েছি তা এসেছে ভারত থেকে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের চুপি গ্রামের ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই হাফিজুর রহমান। চিঠির শুরুতেই তিনি লিখেছেন, আশা ও প্রার্থনা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন l আমিও ভালো আছি এবং অনুষ্ঠান শুনে যাচ্ছি l

বহলুল: বাহ! শুনে আমরা বেশ খুশী হলাম। তারপর তিনি আর কি লিখেছেন?

খ. হ্যাঁ তিনি আরও লিখেছেন, বিশাল আয়তনের দেশ ইরান। ইতিহাস-ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র উপাদানে সমৃদ্ধ দেশ ইরান। ইরানের বিভিন্ন বিষয় নিয়ে ইরান ভ্রমণ শুনছি। খুবই ভালো লাগছে l এই অনুষ্ঠানে বুরুজেরদ শহরের কিছু দর্শনীয় প্রাকৃতিক নিদর্শন নিয়ে পরিবেশনা মুগ্ধ করলো l সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজের সমারোহপূর্ণ কয়েকটি গ্রাম আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে যেন ঘুরে দেখলাম। আগের অনুষ্ঠানে ইরানের খুররামাবাদ শহরের নওজীবন ঝরনা নিয়ে পরিবেশনাটিও অসাধারণ লেগেছে l

ক. এরপর তিনি আরও লিখেছেন, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস ধারাবাহিকের পর্বগুলি খুবই মনোযোগ সহকারে শুনছি l এই অনুষ্ঠানের খুবই প্রয়োজন ছিলো সঠিক ঘটনা প্রবাহ জানার জন্য। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের এক বছর পর ১৯৮০ সালে দেশটির ওপর ইরাকের মাধ্যমে চাপিয়ে দেয়া হয় এক দীর্ঘমেয়াদি রক্তক্ষয়ী যুদ্ধ। কয়েকটি পর্ব শুনলাম কেন সাদ্দাম ইরানের আগ্রাসন চালিয়েছিল, ইরানের উপর ইরাকের আগ্রাসনের কারণ, যুদ্ধ শুরু হওয়ার আগের আন্তর্জাতিক প্রেক্ষাপট ইত্যাদি বিষয়ে আলোচনা খুবই তাৎপর্যপূর্ণ ও গঠনমূলক হয়েছে l

খ. ভাই হাফিজুর রহমান আরো লিখেছেন, ইরাকের ইরান আগ্রাসনের পেছনে তৎকালীন প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি যৌথভাবে মদদ যোগায়। ইরানের ওপর ইরাকের সাবেক বাথ শাসক সাদ্দামের আগ্রাসনের পেছনে কীভাবে তৎকালীন প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল আমরা সে বিষয়ে ও বেশ ভালো তথ্য পেলাম। এমনভাবেই বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে l 

ক. ভাই হাফিজুর রহমান, আপনার চিঠি পড়ে আমাদের মন ভরে গেল। সত্যিই যে আমাদের একনিষ্ঠ শ্রোতারা মনযোগ দিয়ে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনেন তার প্রমাণ পাওয়া গেল আপনার চিঠিতে। আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জ্ঞানের জগতকে যদি সামান্যও সমৃদ্ধ করতে পারি তাহলে নিজেদের পরিশ্রমকে সার্থক বলে মনে করব। তো, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরও চিঠি লিখবেন এবং অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে আশা করছি। এদিকে...

বহলুল: না। এদিকে নয়। এখন শ্রোতা বোন শারমিন রিমার কথা শুনবো।

খ. বাংলাদেশের খুলনার শ্রোতা বোন শারমিন রিমা। হ্যাঁ তার জীবনের একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতার কথা জানতে চেয়েছিলাম। জবাবে তিনি বলেন..

বহলুল: আপনার মা বেহেশতবাসী হোন সে কামনা করছি। আর সত্যি মা হারানোর বেদনা কখনই ভোলা যায় না। আমার মা ১৯৯০ সালে ইন্তেকাল করেছেন। সে কথা এখনও ভুলতে পারিনি।                                                             

ক. রিমা, আশা করি আপনার দুঃখের দিনের ইতি ঘটবে। ভবিষ্যৎ সুন্দর হবে। এতোক্ষণ বাংলাদেশের বোন শারমিন রীমার কথা শুনছিলেন। ভবিষ্যতে তার কথা আরও শুনবো আশা করছি। একই সাথে বন্ধুরা আপনাদের কথা শোনারও আশা কিন্তু আমরা সব সময়ই করছি ...

বহলুল: এবারে যথারীতি ফেসবুকে রেডিও তেহরানের অফিসিয়াল গ্রুপ এবং রেডিও তেহরানের ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে নজর দেবো। তাই না?

খ. হ্যাঁ, আমি এজন্য প্রস্তুত হয়েই বসে আছি।

ক. না আমি প্রস্তুত হয়ে এসেছি।

বহলুল: ঝগড়া নয়। আপনিই শুরু করুন।

ক. ধন্যবাদ।  হ্যাঁ  বাগদাদের ঘটনার জন্য আবার ইরানকে দায়ী করল আমেরিকা শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের ২ তারিখে। এ খবরে বলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাসে হামলা চালানোর পর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ উত্থাপন করেছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগাস বলেছেন, বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পেছনে ইরানের ইন্ধন রয়েছে।

খ. এ খবরের প্রতিক্রিয়ায় পাঠক ভাই শাহ মুজিবর রহমানের মন্তব্যকে প্রতিনিধিত্বশীল মনে হয়েছে। তিনি লিখেছেন  এদেরকে মানে আমেরিকানদেরকে আরব ভূখণ্ড থেকে দ্রুত তাড়ানো উচিৎ।

বহলুলঃ হক কথা।

ক. তা যা বলেছেন। এরপরের খবরটি প্রকাশিত হয়েছে...

বহলুল: না। না আজ আর কোনো খবর নয়।  সত্যি আজ আর আসর বাড়ানো যাবে না।

ক. হ্যাঁ শ্রোতা বন্ধুরা আসরের সময় শেষ হয়ে এসেছে। সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। #

ট্যাগ