জুন ০৩, ২০২০ ১৬:১৯ Asia/Dhaka

ক. বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। প্রতি আসরের মতো আজও আলোচনা শুরু করবো একটি হাদিস শুনিয়ে।

ইমাম আলী ইবনে মূসা রেজা (আ.) বলেন, নেয়ামতগুলোর সুপ্রতিবেশী হয়ে যাও অর্থাৎ মহান আল্লাহর নেয়ামতগুলোর সদ্ব্যবহার করো। কারণ (শুকরিয়া আদায় ও সদ্ব্যবহার না করলে) নেয়ামত প্রস্থান করে ও চলে যায়। আর একবার কারো কাছ থেকে চলে গেলে তা আর তার কাছে ফিরে আসে না।

খ. হাদিসের এ বাণীর আলোকে আমরা নিজেদের জীবন পরিচালিত করব- এই প্রত্যয় জানিয়ে আসরের প্রথম চিঠি হাতে তুলে নিচ্ছি।  আসরের শুরুতেই হাতে নিলাম বাংলাদেশ থেকে আসা একটি চিঠি।   চাঁপাইনবাবগঞ্জ জেলার বড়গাছি হাটি, ভোলাহাট থেকে এটি লিখেছেন ভাই এম গোলাম আজম। পোস্টকার্ডের এ চিঠি ডাকে দেয়া হয়েছে গত বছরের অক্টোবর মাসের ১৫ তারিখে। আর সেটি আমাদের হাতে এসে পৌঁছেছে সম্প্রতি।

বহলুল: পোস্টকার্ডের চিঠি লেখার চল এখনও আছে তা দেখেই না আনন্দ হচ্ছে। হ্যাঁ তারপর তিনি চিঠিতে কি লিখেছেন?

খ. ভাই গোলাম আজম নিজেকে রেডিও তেহরানের পুরনো শ্রোতা হিসেবে উল্লেখ করেছেন। তারপর লিখেছেন, অনেক দিন পর চিঠি লিখলাম। এখন থেকে নিয়মিত লিখবো।

বহলুল: মেঘ না চাইতেই জলের উদাহরণ এ চিঠি। ভবিষ্যতে আরও চিঠি দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। চমৎকার।

ক. ধন্যবাদ ভাই গোলাম আজম। ভবিষ্যতে আরও চিঠি দেয়ার প্রতিশ্রুতি বজায় রাখবেন এবং সেসব চিঠিতে অনুষ্ঠান সম্পর্কে মতামত দেবেন বলে আশা রাখছি।

 বহলুল: না এবারে আর চিঠি নয়।  শ্রোতাবন্ধুদের কথা শুনবো। মানে ভারতের ত্রিপুরা রাজ্যের শ্রোতা ভাই প্রদীপ কুণ্ডের কথা শুনবো।

খ. সম্প্রতি ভারতের ভুবনেশ্বরে হয়ে গেলে বেতার মেলা। এ মেলায় অংশ নিয়েছিলেন সাবেক শিক্ষক প্রদীপ কুণ্ডু। ভারতের রাজধানী দিল্লি থেকে রেডিও তেহরানের সঙ্গে কথা বলার সময় তিনি জানান…..

ক. আচ্ছা সেখানে কেমন সময় কাটল ভাই প্রদীপ কুণ্ডু…

খ. ভারতের ত্রিপুরা রাজ্যের শ্রোতা ভাই প্রদীপ কুণ্ডুর কথা শুনছিলেন। ভবিষ্যতে তার কথা আরও শুনবো। ধন্যবাদ ভাই প্রদীপ। ….

ক. রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং রেডিও তেহরানের ওয়েব সাইটের খবরে যেসব মন্তব্য হয়েছে এবারে সে দিকে নজর দেবো তাই না বহলুল ভাই?

বহলুল: আপনার বদলে উনিই শুরু করবেন বলে ধরে নিয়েছিলাম। তা যাকগে, শুরু করুন।

ক. সিরিয়ার শতকরা ৯০ ভাগ ভূখণ্ড এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৯ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, সিরিয়ার সেনাবাহিনী দেশটির শতকরা ৯০ ভাগ ভূমি সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে বলে খবর দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি সিরিয়ার জ্বালানী খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ারও আহ্বান জানিয়েছেন।

খ. এ খবরে পাঠক ভাই বোরহান উদ্দিন লিখেছেন, শত্রুর স্বপ্ন কখনও সফল হবে না। এদিকে ‘এটাই।  চাই আল্লাহর সাহায্য’ বলে মন্তব্য করেছেন শামসুর রহমান।

বহলুল: অল্পেই কর্ম সাবাড়। আর দরকার কি!

ক. ফিলিস্তিনদের সঙ্গে আর যুদ্ধে জড়াতে চাই না শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ১৮ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে আর কোনো সংঘাতে জড়াতে চায় না ইহুদিবাদী ইসরাইল। দখলদার যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, তারা ইসরাইলি সেনাদেরকে আর ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ের মতো নারকীয় পরিস্থিতিতে ফেলতে চান না। ২০১৪ সালের ৫১ দিনের যুদ্ধের স্মৃতিচারণ করে তিনি এ কথা বলেন।

বহলুল: কথায় কয় মাইরের ওপর কোনও অসুধ নাই আর মাইরে ভিটামিন আছে। এইবারে তার ইতিহাস সিদ্ধ প্রমাণ পাওয়া গেল।

খ. দারুণ বলেছেন। তবে এবারে দেখি শ্রোতা বন্ধুদের মন্তব্য কি। হ্যাঁ ভাই কামরুজ্জামন মামুন লিখেছেন, ইসরাইল কখনো যুদ্ধে জড়ায় না তবে মাঝে মাঝে বিমান হামলা চালিয়ে কিছু ফিলিস্থিনী হত্যা করে। আর এটা চলতেই থাকবে যতদিন এই ইহুদিবাদী রাষ্ট্রটি ধ্বংস না হয়।

বহলুল: অল্প কথায় কাজ হলে বেশি বলার দরকার কি! আমাদের পাঠক বন্ধুদের ক্ষেত্রে এমনটিই ঘটে বেশিরভাগ সময়ই।

ক. পাঠক বন্ধুরা বুঝে গেছেন যে বহলুল ভাইয়ের আপ্ত বাক্য- চিকন সুঁইয়ের গুঁতায় ফেটে যায় মিথ্যার মহা বেলুন। তাই তারাও অল্প কথায়ই কাজ সেরে দিচ্ছেন। তা যাক এদিকে আজ বিদায় নেয়ার সময় হয়ে এসেছে।

খ. হ্যাঁ আসরের সময় শেষ হয়ে এসেছে। তো বন্ধুরা শেষ করার আগে আবারও চিঠি লেখা, ইমেইল করা এবং আমাদের খবরে মন্তব্য করার আহ্বান জানাচ্ছি।  সেইসঙ্গে সবার শুভকামনা করে প্রিয়জনের আসর থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।#

ট্যাগ