কথাবার্তা:'এবার লাদাখ সীমান্তে মোতায়েন ভারতের সব যুদ্ধবিমান!'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৫ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- করোনায় বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরো ৫৫ জনা মারা গেছে-দৈনিক যুগান্তর
- বিচ্ছিন্ন লকডাউনে সুফল নিয়ে প্রশ্ন–কালের কণ্ঠ
- ভুতুড়ে বিলে ২৮৭ জনকে শাস্তির সুপারিশ, ডিপিডিসির ৫ জন বরাখাস্ত-দৈনিক প্রথম আলো
- সীমান্ত হত্যা বন্ধে সরকারের কোনো পদক্ষেপ নেই -অভিযোগ রিজভীর-দৈনিক মানবজমিন
- সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে-ওবায়দুল কাদের-সমকাল
- বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩ লাখ মানুষ-দৈনিক ইত্তেফাক
- চীনের সঙ্গে লড়তে প্রস্তত ভারত, সীমান্তে হাজির করল সমস্ত যুদ্ধবিমান-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- ২৪ ঘন্টায় ভারতে সর্বাধিক করোনা আক্রান্ত-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- বাড়ছে গালওয়ান নদীর জলস্তর, এবার কী প্রকৃতির চাপেই সরবে পিএলএ? -দৈনিক আজকাল
- ‘ভারতকে ভালোবাসে আমেরিকা’ স্বাধীনতা দিবসে মোদির শুভেচ্ছা বার্তার জবাবে বললেন ট্রাম্প-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

বিশ্ব করোনার আপডেট সমাচার। ভয়, আতঙ্ক, উদ্বেগ, নানামুখী সংকট মানুষের এখন নিত্যসঙ্গী। মহামারি করোনা নিয়ে নানা খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে বাংলাদেশ-ভারতসহ বিশ্বমিডিয়ায়। প্রতি মুহূর্তে করোনার আপডেট খবরে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ডওমিটার সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৬২১ জন এবং আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮৭ হাজার ২৮৭ জন। যুক্তরাষ্ট্রে দিনে ৫৩ হাজারের বেশি করোনা শনাক্ত হচ্ছে। মেক্সিকোতে মৃত্যুর মিছিল ৩০ হাজার ছাড়িয়েছে।

এদিকে করোনার টিকা নিয়ে বিশ্ব উন্মুখ হয়ে আছে। কবে আসবে টিকা! বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা বলছে এ বছরই করোনার চারটি টিকা আসছে। তাদের দেয়া পরিসংখ্যান অনুযায়ী টিকা তৈরিতে বিশ্বে ১৪০ টির বেশি প্রকল্প কাজ করছে। তারমধ্যে ১২৯ টি প্রি ক্লিনিক্যালি ট্রায়ালে আছে। ১৫ টি ক্লিনিকালের প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে ৯ টি এবং তৃতীয় ধাপে ৩ টি। এরমধ্যে সবচেয়ে এগিয়ে আছে অক্সফোর্ড। সেখানকার প্রধান গবেষক ড. সারাহ গিলবার্টের দাবি তাদের ভ্যাকসিন কয়েক বছর করোনা প্রতিরোধ করবে। তৃতীয় বা শেষ পর্যায়ের ট্রায়ালে ৮ হাজার স্বেচ্ছাসেবকের ওপর এ প্রতিষেধক প্রয়োগ করা হয়েছে। যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকে এসব খবর পরিবেশিত হয়েছে। আর দৈনিক ইত্তেফাকের একটি খবরের শিরোনাম-বাংলাদেশে উদ্ভাবিত করোনার ভ্যাকসনি নিয়ে আশাবাদী সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। খবরটিতে লেখা হয়েছে, গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন খরগোশের শরীরে দুইদফা প্রয়োগে অ্যান্টিবডি তৈরিতে সফল হয়েছে। পরের ধাপে ইঁদুরের শরীরে প্রয়োগ করা হবে। সেটায় সফল হলে মানবদেহে ক্লিনিক্যালি ট্রায়াল হবে।
করোনা সম্পর্কিত বাংলাদেশের খবর:

বাংলাদেশে করোনায় একদিনে আরো ৫৫ জনের মত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ৫৫ জনে পৌঁছেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪১৭ জন। মোট করোনা শনাক্তের সংখ্যা-১লাখ ৬২ জাচার ৪১৭ জন। যুগান্তরসহ প্রায় সব দৈনিকে এখবর পরিবেশিত হয়েছে। করোনার পাশাপাশি বন্যায় মানুষের অবস্থা নাজেহাল। এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ লক্ষাধিক মানুষ।ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়েছে। এ খবরে আরো বলা হয়েছে ঢাকাসহ বেশ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

বাংলাদেশ –ভারত সীমান্তে হত্যা বন্ধ হয়নি। সম্প্রতি বিএসএফের গুলিতে আরও কয়েক জন বাংলাদেশি নিহত হয়েছে। এ সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ সীমান্ত হত্যা বন্ধে সরকারের কোনো পদক্ষেপ নেই। দৈনিক মানবজমিনে খবরটি পরিবেশিত হয়েছে। এদিকে দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, বাংলাদেশের সরকারি দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল বলেছেন, বিএনপি প্রতিদিনই অশ্লীল ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোধগার করছে। তবে সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে।

লাদাখে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবর-চীনের সঙ্গে লড়তে প্রস্তত ভারত, সীমান্তে হাজির করল সমস্ত যুদ্ধবিমান। বিস্তারিত খবরে বলা হয়েছে, লাদাখে ভারত-চীন সীমান্ত এলকার ফরোয়ার্ড এয়ারবেসে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান নিয়মিত টহল দিচ্ছে। সেখানে রাশিয়ার শক্তিশালী এস ইউ -৩০ এমকে, মার্কিন যুদ্ধবিমান সি-১৭, সি ১৩০ জে এবং মিগ -২৯ এস লড়াকু বিমানও আছে। বলা হচ্ছে সমস্ত যুদ্ধবিমান সীমান্তে হাজির করেছে ভারত। সীমান্ত উত্তেজনার মধ্যে তাদের শক্তি সম্পর্কে চীনকে জানান দিচ্ছে। এসব খবর ভারতবাসীকে আশ্বস্ত করছে।
খ) এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত: প্রথমে লাদাখ প্রসঙ্গ
দৈনিক আজকালের শিরোনাম-বাড়ছে গালওয়ান নদীর জলস্তর, এবার কী প্রকৃতির চাপেই সরবে পিএলএ? এ খবরে বলা হয়েছে, গরমে গলছে হিমালয়ের বরফ। ফলে বেড়ে চলেছে আকসাই চীনে উৎপত্তি হওয়া গালওয়ান নদীর জলস্তর। বরফঠাণ্ডা পানির স্তর ক্রমাগত বাড়তে থাকায় পূর্ব লাদাখ উপত্যকার প্রায় ৫ কিলোমিটর পর্যন্ত প্লাবিত হয়েছে।পূর্ব লাদাখের এই অঞ্চলটি চীন দখলে নিয়েছে। এলাকাটি বিপজ্জনকভাবে প্লাবিত হওয়ায় চীনা সেনাদের বেশ অসুবিধা হচ্ছে বলে জানিয়েছে তাদের এক সেনা কর্মকর্তা। এখন ধারণা করা হচ্ছে দ্বিপাক্ষিক বৈঠক যা সম্ভব হয়নি, ভারতীয় সেনবাহিনী পিএলএ’কে সরিয়ে দিতে পারেনি।সেই কাজ হয়ত প্রকৃতি করতে পারে। প্রাণ বাঁচাতে চীনা পিএলএ বাহিনী তাদের বর্তমান অবস্থান থেকে সরে যেতে পারে। তবে এখনও পর্যন্ত চীনা সেনাদের সরে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না বলে খবরে উল্লেখ করা হয়েছে।
‘ভারতকে ভালোবাসে আমেরিকা’ স্বাধীনতা দিবসের মোদির শুভেচ্ছা বার্তার জবাবে বললেন ট্রাম্প-দৈনিক সংবাদ প্রতিদিন। এ খবরে বলা হয়েছে, গতকাল ছিল আমেরিকার স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে মার্কিন প্রেসিডেন্টকে টুইটারে শুভেচ্ছা বার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন আমেকিার ২৪৪ তম স্বাধীনতা দিবসে সেদেশে জনগণ ও ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা। তিনি লেখেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমরা আজকের দিনটি উদযাপন করে স্বাধীনতা এবং মানবতার আদর্শকে পালন করি। এর জবাবে ট্রাম্প- মোদিকে তার বন্ধু উল্লেখ করে লেখেন, ‘আমেরিকা ভারতকে ভালোবাসে।‘
ভারতের করোনার আপডেট: ভারতে গত ২৪ ঘন্টায় রেকর্ড ২৪ হাজার ৮৫০ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মোট আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৭৩ হাজার ১৬৫ জন। মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৬৮ জন। দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, একদিনেই করোনায় আক্রান্তের সংখ্যায় অতীতের সব রেকর্ড ভাঙল।তবে স্বস্তির খবর হচ্ছে করোনা থেকে সুস্থ্য হওয়ার সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় ৬১৩ জন মারা গেছে। বর্তমান প্রেক্ষাপটে করোনা পরীক্ষার হার লাগাতারভাবে বাড়ানোর চেষ্টা করছে সরকার। #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫