জুলাই ১৩, ২০২০ ১৬:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৩ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিদেশে যেতে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে-ইত্তেফাক
  • করোনায় আক্রান্ত সাতক্ষীরায় ২ আসনের এমপি রবি-কালের কণ্ঠ
  • সাবরিনা চৌধুরী তিন দিনের রিমান্ডে-দৈনিক যুগান্তর
  • এক কোটি শিশু আর স্কুলে ফিরবে না- সেভ দ্যা চিলড্রেনের রিপোর্ট-দৈনিক মানবজমিন
  • আওয়ামী লীগে আশ্রয়ী-লোভীদের আর সুযোগ নেই- ওবায়দুল কাদের-দৈনিক প্রথম আলো
  • অফিসে না গিয়েও উপস্থিত খাতায়, সাবরিনার ওপর ডা. মিলনের ছায়া-বাংলাদেশ প্রতিদিন
  • তিস্তায় রেড অ্যালার্ট ৪০ হাজার পানি মানুষ বন্দি-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার ছাড়াল-–দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • কবি ভারভারাকে জেলেই মারবেন না- আর্জি পরিবারের-দৈনিক আজকাল
  • গুণ্ডারাজ চলছে' আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ মমতার সরকার , বিধায়কের রহস্য মৃত্যুতে  তোপ নাড্ডারের-সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনা আপডেটই প্রধান খবর। 

করোনা থামছে না!

প্রথমে বিশ্ব করোনার আপডেট খবর:  বিশ্বে করোনায় বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু ৫ লাখ  ৭১ হাজার ছাড়াল এবং আক্রান্তও ১ কোটি ৩০ লাখ ৪০ হাজার ছুঁইছূঁই। মোট সুস্থ হয়েছেন ৭৫ লাখের বেশি মানুষ।

ভারতে একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড

ভারতের করোনা আপডেট খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়াল ২৩ হাজার। একদিনে মুত্যু ৫০০। রেকর্ড আক্রান্ত ২৮ হাজার ৭০১ জন। 

বাংলাদেশে করোনার আপডেট- ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৯ জন। আক্রান্ত ৩০৯৯ , মোট শনাক্ত-১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। সর্বমোট মৃত্যু ২ হাজার ২৭৫ জন। দৈনিক প্রথম যুগান্তর/প্রথম আলোসহ প্রায় সব দৈনিকে এ পরিসংখ্যান এসেছে। 

করোনা সম্পর্কিত অন্যান্য খবরে দৈনিক যুগান্তর লিখেছে, করোনা কাণ্ডে ডা. সাবরিনা চৌধুরী ৩ দিনের রিমান্ডে। প্রতারক সাহেদ এবং সাবরিনার ব্যাংক হিসাব জব্দ। অপরাধ আড়াল করতে সাবরিনার সিম জালিয়াতি। এসব খবর দৈনিক যুগান্তরে পরিবেশিত হয়েছে। তাছাড়া করোনা পরীক্ষার সুবিধা বাড়াতে সরকারি উদ্যোগ কম এবং করোনায় মানসিক সমস্যা গভীর হচ্ছে।

রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ও জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা

স্বাস্থ্যে কেলেঙ্কারির দায় কার-দৈনিক প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, একের পর এক অনিয়ম ও কেলেঙ্কারি প্রকাশ হয়ে পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর একে অপরকে দায়ী করছে। সাইনবোর্ডসর্বস্ব হাসপাতাল ও বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানকে করোনা চিকিৎসা ও নমুনা পরীক্ষার দায়িত্ব দেওয়া হলেও এর দায় কেউ নিচ্ছে না।

স্বাস্থ্যে কেলেঙ্কারির দায় কার

অথচ এ অনিয়মের শিকার হয়ে ভুগছেন সাধারণ মানুষ। জেকেজির পর রিজেন্ট হাসপাতালের প্রতারণা স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অদক্ষতা ও ব্যর্থতাকে স্পষ্ট করেছে।

আ.লীগে আশ্রয়ী-লোভীদের আর সুযোগ নেই: কাদের-দৈনিক প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে, দলের ভেতরে বর্ণচোরা সেজে যারা অর্থসম্পদ বৃদ্ধির চেষ্টা করে দলের ভাবমূর্তি বিনষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মীদের পেছনে রেখে আওয়ামী লীগে আশ্রয়ী, লোভী, ষড়যন্ত্রকারীদের আর সুযোগ নেই। আজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিএনপি নেতা রুহুল কবির রিজভী

এদিকে, মানবজমিনের একটি খবরে বলা হয়েছে, রিজভীর প্রশ্ন- নেপথ্যের গডফাদাররা কেন ধরা ছোঁয়ার বাইরে? খবরটিতে লেখা হয়েছে, রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের কর্ণধারদের ‘নেপথ্যের গডফাদাররা কেনো ধরা-ছোঁয়ার বাইরে’ তা নিয়ে প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী।রিজভী বলেন, আজকে যখন চারিদিক থেকে আওয়াজ ওঠেছে যে, রুই-কাতলা ধরা পড়ছে না, তখন গতকাল নামমাত্র একজন (ডা. সাবরিনা) ধরা পড়লেন। আমরা জানতে চাই, এর পেছনে গডফাদার কারা? এর পেছনে সেই ক্ষমতাশালী লোক তারা কারা? কৈ তারা তো ধরা পড়ে না।

ডা. সাবরিনা তিন দিনের রিমান্ডে

সাহেদের সঙ্গে, জেকেজির সঙ্গে আরো যারা জড়িত, তাদেরকে তো আপনারা ধরতে পারবেন না। কারণ ওরা ক্ষমতাশালী লোক। ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, সিঙ্গেল স্ট্যান্ডার্ডে চলছে আওয়ামী লীগ।

অফিসে না গিয়েও উপস্থিত খাতায়, সাবরিনার ওপর ডা. মিলনের ছায়া-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ডা. সাবরিনা

 বিস্তারিত খবরে লেখা হয়েছে, দীর্ঘদিন ধরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগকে অনিয়মের স্বর্গরাজ্য করে রেখেছেন ডা. সাবরিনা আরিফ চৌধুরী। আর ছায়া হয়ে পাশে থেকেছেন ‘ইউনিট প্রধান’ ডা. কামরুল হাসান মিলন। তাদের অনিয়মে অতিষ্ঠ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও।

এখন কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। পদে না থেকেও কার্ডিয়াক সার্জারির বিভাগীয় প্রধানের কক্ষটি দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন ‘ইউনিট প্রধান’ কামরুল হাসান মিলন। নিজের নামের পাশেও লিখে রেখেছেন বিভাগীয় প্রধান। বাধ্য হয়ে বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক রামাপদ সরকার ছোট একটি কক্ষে নেমপ্লেট লাগিয়ে কোনোমতে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ডা. কামরুল ও ডা. সাবরিনা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের একটি ইউনিটের প্রধানের দায়িত্বে আছেন ডা. কামরুল হাসান মিলন। তার অধীনেই রেজিস্ট্রার চিকিৎসক হিসেবে কাজ করতেন ডা. সাবরিনা আরিফ চৌধুরী। অভিযোগ রয়েছে, মিলনের ছত্রছায়াতেই অনিয়মের চূড়ায় উঠেছিলেন সাবরিনা। সাবরিনা দিনের পর দিন কাজ না করেই নিতেন বেতন। ডা. মিলনের সুনজরে থাকায় অনুপস্থিত থাকার পরও নাম উঠে যেত হাজিরা খাতায়। একজন স্টাফ জানান, ওনাকে একদিনও আমি দেখিনি। বাংলাদেশ প্রতিদিনের অন্য একটি খবরে লেখা হয়েছে, হোটেলে একসঙ্গে পার্টি করতেন সাহেদ-পাপিয়া। এদিকে সাহেদের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক বলে কয়েকটি দৈনিকে খবর এসেছে।

নেপাল, শ্রীলঙ্কার পর এবার ঢাকাকে কাছে টানতে চায় চীন-দৈনিক মানবজমিন

নেপাল, শ্রীলঙ্কার পর এবার ঢাকাকে কাছে টানতে চায় চীন

দিল্লি-ভিত্তিক থিংক-ট্যাংক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) এর রিসার্চ ফেলো জয়ীতা ভট্টাচার্য সম্প্রতি এক নিবন্ধে লিখেছেন, পদক্ষেপটিকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি বড় কূটনৈতিক জয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারতীয় সংবাদ পত্র ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। এতে বলা হয়, চীনের এসব পদক্ষেপ নয়া দিল্লির নজর কেড়েছে। ভারতের চারপাশে ভূ-তাত্ত্বিক প্রভাব বৃদ্ধিতে জোর দিয়েছে চীন। মালদ্বীপ ও শ্রীলঙ্কায় কভিড-১৯ সহায়তা প্রদান করেছে, দেশ দুটিকে এই সংকট মোকাবিলায় ঋণ দেয়ার প্রস্তাব দিয়েছে। যদিও ইতিমধ্যেই চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় ঋণের ফাঁদে আটকা পড়েছে দেশ দুটি। ওই ফাঁদ থেকে বের হয়ে আসা বেশ কঠিন হয়ে পড়েছে তাদের জন্য।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ, পরিস্থিতি সামাল দিতে নয়া দূত পাঠাচ্ছে ভারত-দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে,পাকিস্তান চীনের অজ্ঞাবহ দাস বই কিছু নয়। বেজিংয়ের ঋণের ফাঁদে আগেই পা দিয়েছে শ্রীলঙ্কা। নেপালেও বর্তমানে রয়েছে ‘চীনপন্থি’ কমিউনিস্ট সরকার। তবে ভারতের সঙ্গে কিছুটা সদ্ভাব রয়েছে মিয়ানমার, ভুটান ও বাংলাদেশের। সেই কথা মাথায় রেখে নয়াদিল্লিকে বিপাকে ফেলতে এবার ঢাকার সঙ্গে সম্পর্ক মজবুত করছে বেজিং। সেই চেষ্টায় সাড়া মিলেছে হাসিনা সরকারের তরফেও। ফলে এবার পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি মাঠে নেমেছে মোদি সরকার।

‘বিজেপিতে যাচ্ছি না’- সচিন

‘বিজেপিতে যাচ্ছি না’, দলবদলের জল্পনার মাঝেই বলছেন সচিন-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, মধ্যপ্রদেশে কমল নাথের সঙ্গে দ্বন্দ্বের জেরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ‘হাত’ছাড়া হয়েছিল মধ্যপ্রদেশ। চার মাস পর সেই কাণ্ডেরই কি পুনরাবৃত্তি হতে চলেছে রাজস্থানে? মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের সঙ্গে টানাপড়েনের জেরে কংগ্রেস ছেড়ে কি এ বার বিজেপিতে যোগ দেবেন সচিন পাইলট? মরুরাজ্যের কংগ্রেস সভাপতির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা জোরদার, তখন সচিন সাফ জানিয়ে দিচ্ছেন, ‘‘বিজেপিতে যাচ্ছি না। অশোক গহলৌত এবং সচিন পাইলটের দ্বন্দ্ব এখন তুঙ্গে। দৈনিকটির অন্য একটি খবরেও লেখা হয়েছে, রাজস্থানে সরকার সুরক্ষিত, গভীর রাতে অভূতপূর্ব সংবাদিক বৈঠকে দাবি কংগ্রেসের। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩