সেপ্টেম্বর ১০, ২০২০ ১৮:০০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • অবৈধ গ্যাস সংযোগ: ঘুষে জ্বলে চুলা, বিল ভাগাভাগি–প্রথম আলো
  • বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি ওবায়দুল কাদেরের-দৈনিক যুগান্তর 
  • মহামারি মোকাবেলায় মানুষের জীবন বাঁচানোর দিকে গুরুত্ব দিয়েছি-প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • নারায়ণগঞ্জ ট্রাজেডি, মৃতের সংখ্যা বেড়ে ২৯-দৈনিক ইত্তেফাক
  •  রিজার্ভ চুরির প্রতিবেদন পিছিয়ে ১০ সেপ্টেম্বর ধার্য-কালের কণ্ঠ
  •  চার আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু-সমকাল
  • ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • করোনা আবহে কমেছে আয়, চলতি বছরের সুদ দুই কিস্তিতে দেবে ইপিএফও -দৈনিক সংবাদ প্রতিদিন
  • অবশেষে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত রাফায়েল যুদ্ধবিমান- আনন্দবাজার পত্রিকা
  • নিট  পরীক্ষার  জন্য শনিবার রাজ্যে লকডাউন বাতিল মমতার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

শুরুতেই বিশ্বজুড়ে  করোনার সর্বশেষ খবর। তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। 

Image Caption

একনজরে বিশ্ব করোনার খবর: ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৮০ লাখ ৪৩ হাজার। আর মোট মৃত্যুর সংখ্যা ৯ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। ভারতে ২৪ ঘন্টায় আক্রান্ত রেকর্ড ৯৫ হাজার ছাড়াল। মোট আক্রান্ত ৪৪ লাখ ৬৫ হাজার ছাড়ালো।

বাংলাদেশের করোনার সর্বশেষ খবরে বিভিন্ন দৈনিকে লেখা হয়েছে, ২৪ ঘন্টায় করোনায় ৪১ জন মারা গেছেন। প্রথম আলোতে করোনা ভ্যাকসিন সম্পর্কিত খবরে লেখা হয়েছে, আজ সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকার পানির মতো টাকা খরচ করেছে। এই দুর্যোগ মোকাবিলায় সিস্টেম লস বিবেচ্য ছিল না। বিবেচ্য ছিল মানুষের জীবন বাঁচানো। করোনার ভ্যাকসিনের জন্যও টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব দেশে আবেদন করে রাখা হয়েছে। যেখানেই আগে পাওয়া যাবে, তা দেশের মানুষের জন্য আনা হবে।

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

দৈনিক যুগান্তর পত্রিকার রাজনীতি বিষয়ক দুটি খবর তুলে ধরছি। বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: ওবায়দুল কাদের। এ খবরে লেখা হয়েছে,বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ দেশের রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার কোনো রেকর্ড নেই। নির্বাচনে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে অতিসখ্যতার জন্য।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অপর খবরটির শিরোনাম হচ্ছে-নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে সরকার: ফখরুল। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বর্তমান সরকারকে ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকার একতফাভাবে ক্ষমতায় থাকার পথ পরিষ্কার করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা কমিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।

আইন-আদালত

আইন-আদালত বিষয়ক বেশ কয়েকটি খবর আজকের প্রায় সব দৈনিকে পরিবেশিত হয়েছে। ক্রসফায়ারে হত্যা: সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। করোনা কেলেঙ্কারিতে ডা, সাবরিনার বিষয়ে আদেশ রোববার দেয়া হবে বলে জানিয়েছে আদালত। দৈনিক কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ পিছিয়ে আগামী ১২ অক্টোবর নতুন দিন ধার্য করেছে আদালত।

ঘুষে জ্বলে চুলা, বিল ভাগাভাগি-দৈনিক প্রথম আলোর এ প্রতিবেদনে লেখা হয়েছে

ঢাকা ও আশপাশে ২৪৫ কিলোমিটার অবৈধ পাইপলাইন, গ্রাহক প্রায় ১০ লাখ। বিল তোলা হয়, অবশ্য সরকার পায় না। সোনারগাঁ পৌরসভার নোয়াইলে একটি চুন কারখানা চালান ব্যবসায়ী মজিবুর রহমান। তাঁর কারখানার গ্যাস-সংযোগটি অবৈধ। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের দুই দিন পর গত রোববার বিকেলে ওই কারখানার সামনে গিয়ে দেখা যায়, মূল ফটকে তালা ঝুলছে। তবে কারখানার ভেতরে লোকজন ছিল।

কারখানার মালিক মজিবুর রহমানও তখন ভেতরেই ছিলেন। একপর্যায়ে তিনি কারখানার আরেকটি দরজা দিয়ে কোনো কথা না বলে বেরিয়ে যান। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে মজিবুর বলেন, উপজেলার আরও অনেক কারখানা ও আবাসিক গ্রাহকেরা যে উপায়ে গ্যাস ব্যবহার করছেন, তিনিও একই পথ বেছে নিয়েছেন। তবে উপায়টি অবৈধ।তিতাসের লোক যুক্ত না থাকলে অবৈধ সংযোগ দেওয়া সম্ভব নয়। কিন্তু কারা কারা যুক্ত, সেটি বের করাই চ্যালেঞ্জ।

নসরুল হামিদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীশুধু সোনারগাঁ নয়, অবৈধ গ্যাস-সংযোগ পুরো নারায়ণগঞ্জ জেলার একটি সাধারণ চিত্র।অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া-নেওয়ার এই প্রবণতা শুরু হয় ২০০৯ সালের পর থেকে, যে বছর সরকার গ্যাস-সংকটে বৈধভাবে সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে। এখনো আবাসিকে গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ। শিল্পে সংযোগ পাওয়াও বড় কঠিন। অবশ্য সহজে সংযোগ পাওয়া যায় ঘুষ দিলে। তিতাস যে আড়াই শ কিলোমিটার অবৈধ পাইপলাইনের হিসাব তৈরি করেছে, তার বিপরীতে গ্রাহকসংখ্যা সুনির্দিষ্ট করা যায়নি। ঢাকা ও আশপাশের এলাকায় জনসংখ্যা ও আবাসিক ভবনের ঘনত্ব বিবেচনায় নিয়ে তিতাসের কর্মকর্তারা বলছেন, অবৈধ গ্রাহকের সংখ্যা অন্তত ১০ লাখ হবে।

গ্যাস সমাচার

তিতাসের কর্মী, মনোনীত ঠিকাদার ও ক্ষমতাসীনদের যোগসাজশ।

সংযোগপ্রতি ২০ হাজার থেকে ১ লাখ টাকা ঘুষ।

অবৈধভাবে ব্যবহৃত গ্যাস ‘সিস্টেম লসের’ খাতে,বেড়েছে ৫ গুণ।

অবৈধ সংযোগ নেওয়া গ্রাহকেরা বলছেন, তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ, ঠিকাদার ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় কিছু নেতার যোগসাজশে ঘুষের বিনিময়ে অবৈধ গ্যাস-সংযোগ পাওয়া যায়। কোনো কোনো এলাকায় মাসে মাসে বিল তুলে ভাগ-বাঁটোয়ারা করা হয়। অভিযোগ আছে, অবৈধ সংযোগে যেসব গ্যাস ব্যবহৃত হয়, তা সিস্টেম লসের খাতে ঢুকিয়ে দেয় তিতাস।

Image Caption

অবৈধ সংযোগের হিসাব বের করলেও কীভাবে এসব লাইন দেওয়া হলো এবং কারা জড়িত, তা-ও চিহ্নিত করেনি তিতাস কর্তৃপক্ষ। মাঝেমধ্যে লোক দেখানো কিছু অভিযান হয়, কিছু সংযোগ বিচ্ছিন্ন হয়, কিছু ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হয়; কিন্তু অবৈধ পাইপলাইন স্থাপন ও বাসাবাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ হয় না। তবে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের পর যখন গ্যাসলাইনের ছিদ্রকে দায়ী করা হচ্ছে, তখন নড়েচড়ে বসেছে সরকারের জ্বালানি বিভাগ।

এদিকে নারায়ণগঞ্জ ট্রাজেডিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আর প্রধানমন্ত্রী বলেছেন, নারায়ণগঞ্জের ঐ মসজিদ নীতিমালা মেনে করা হয় নি।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

বিশ্বের সেরা যুদ্ধবিমান শ্রেষ্ঠ পাইলটদের হাতেই,’ রাফালের অন্তর্ভুক্তি নিয়ে টুইট ধোনির

রাফায়েল যুদ্ধবিমান যোগ হলো বায়ুসেনায়

আজ আনুষ্ঠানিকভাবে রাফায়ে যুক্ত হল ভারতীয় বায়ুসেনায়। আম্বালা এয়ারবেসেই এ নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয় । আর এরপরই রাফায়েল নিয়ে টুইট ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় প্যারামিলিটারির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল র‌্যাংকে থাকা মহেন্দ্র সিং ধোনির। সেখানে রাফালের পাশাপাশি ভারতীয় বায়ুসেনারও ভূয়সী প্রশংসা করেন তিনি। সীমান্তে চীনের চোখ রাঙানির মাঝেই আজ, ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিল ফরাসি যুদ্ধবিমান রাফালে (Rafale)। আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে ফরাসি মন্ত্রী ফ্লোরেন্স পার্লে ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ১৭ নম্বর স্কোয়াড্রন, গোল্ডেন অ্যারোজে যুক্ত হল এই অত্যাধুনিক যুদ্ধবিমান। বলাই বাহুল্য, লাদাখ সীমান্তে চিনের জে-২০ যুদ্ধ বিমানের ওড়াউড়ির মাঝেই বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি ভারতকে অনেকটাই সুবিধাজনক অবস্থায় রাখবে। গত ২৭ জুলাই ভারতে এসেছে ৫টি রাফালে যুদ্ধবিমান

অর্থনীতিতে করোনার প্রভাব নিয়ে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ভারতে পাঁচ মাসে চাকরি হারিয়েছেন ২ কোটিরও বেশি মানুষ। খবরটিতে বলা হয়েছে, করোনা মহামারির মধ্যে গত এপ্রিল থেকে আগস্ট- এই পাঁচ মাসের মধ্যে ভারতের প্রায় ২ কোটি ১০ লাখ মাসিক বেতনভুক্ত চাকরিজীবী কাজ হারিয়েছেন। বিপুলসংখ্যক মানুষের কর্মহীন হয়ে পড়ার এই চিত্র উঠে এসেছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) নামের একটি পরামর্শক সংস্থার পরিসংখ্যানে।

আর করোনা আবহে কমেছে আয়, চলতি বছরের সুদ দুই কিস্তিতে দেবে ইপিএফও-দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে,করোনার ফাঁসে এবার ইপিএফের সুদও। করোনা আবহে আশানুরূপ আয় না হওয়ায় সদস‌্যদের জমা টাকার উপর ২০২০ অর্থবছরের সুদ দু’টি কিস্তিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইপিএফও। ইপিএফও (Employees’ Provident Fund Organisation) জানিয়েছে, এখন ৮.১৫ শতাংশ সুদ দেওয়া হবে। ইপিএফও কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে স্বভাবতই হতাশ আমানতকারীরা। এই করোনা আবহে চাকরি গিয়েছে বহু মানুষের। অনেকেরই হয়তো বড় আকারে বেতন কমেছে। এদের অনেকেই এই সংকটকালে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয় হাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সেখানেও এবার সুদ নিয়ে গড়িমসি।

অর্থনীতির অপর এক খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, অর্থনীতি ধুঁকছে, অথচ শেয়ার বাজারে টাকা উড়ছে কী করে!

ভারতের শেয়ারবাজার

একদিকে হাহাকার আর অন্যদিকে নগদের ছড়াছড়ি। একদিকে শেয়ার সূচক নীচে নামবে না বলছে, আর অন্যদিকে চাকরির বাজারে ভিক্ষাপাত্র নিয়ে ঘুরছে প্রার্থীর দল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসও শেয়ার বাজারের এই চড়া সূচক নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে। আর এই সংঘাত যেমন অর্থনীতির ভিত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, তেমনই বাজারের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা নিয়েও সংশয়ের জায়গা তৈরি করে দিয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌১০