কথাবার্তা:এবার বেলজিয়ামের শ্রেণিকক্ষে রাসূল সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন, স্কুল শিক্ষক বরখাস্ত
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
-
দোকান মালিক সমিতির ঘোষণা-মুখে মাস্ক না থাকলে পণ্য বিক্রি নয়-দৈনিক প্রথম আলো
-
চাকরির পেছনে না ছুটে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর'-দৈনিক কালেরকণ্ঠ
- মহানবী (সা.)-এর কার্টুন প্রকাশ ধর্মবিদ্বেষকে উসকে দেয়ার মতো অপরাধ: বিএনপি- দৈনিক যুগান্তর
- বিএনপি অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে: ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক
- ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮১-দৈনিক মানবজমিন
- এবার বেলজিয়ামের শ্রেণিকক্ষে রাসূল সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন, স্কুল শিক্ষক বরখাস্ত-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- উত্তরপ্রদেশের দশা হবে বিহারের দুই যুবরাজের’, তেজস্বী, রাহুলকে কটাক্ষ মোদীরদৈনিক আনন্দবাজার পত্রিকা
- কেন্দ্র আর তৃণমূল সরকারের বিরোধের দাম চোকাচ্ছে রাজ্যবাসী: ধনকড়-দৈনিক আজকাল
- দীর্ঘ বেকারত্বের পর মিলেছে চাকরি, ‘প্রতিজ্ঞা’ রাখতে ঈশ্বরকে জীবনই ‘উৎসর্গ’ করলেন যুবক- প্রতিদিন
এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত তুলে ধরছি
দোকান মালিক সমিতির ঘোষণা-মুখে মাস্ক না থাকলে পণ্য বিক্রি নয়-দৈনিক প্রথম আলো
মুখে মাস্ক না থাকলে পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সমিতি বলেছে, আজ রোববার (১ নভেম্বর) থেকে দেশের সব দোকানপাট, মার্কেট ও বিপণিবিতানে মাস্কহীন ক্রেতা-বিক্রেতাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এই কার্যক্রম ২০২১ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আজ দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। তিন দফা দাবিতে সমিতি এই সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিশ্বে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ শুরু হয়েছে। বাংলাদেশে শীত মৌসুম আসন্ন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে শীতে করোনার সংক্রমণ বাড়তে পারে, এমন আশঙ্কায় সরকার ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান ও সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে দোকান মালিকেরাও বলছেন, ‘এই মুহূর্তের ভ্যাকসিন, মাস্ক দিয়ে নাক-মুখ ঢেকে নিন।’
চাকরির পেছনে না ছুটে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর'-দৈনিক কালেরকণ্ঠ
আমাদের যুবসমাজ নিজেরা শুধু চাকরির পেছনে ছুটে বেড়াবে না। চাকরি দেবে। সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে। উদ্যোক্তা হতে হবে নিজেদেরকেই।' জাতীয় যুব দিবস উপলক্ষে আজ রবিবার (১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে যুব সমাজের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ গড়ে তোলার পেছনে যুবকদের একটা ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'জাতির পিতার আদর্শে আমরা যুবকদের গড়ে তুলব। এই বয়সটাই কাজের বয়স, মেধা বিকাশের বয়স। আমরা আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছি তখন কর্মসংস্থান তৈরিতে জোর দিয়েছি। আমাদের দেশটা পরিচালনা করবে কারা? আজকে যারা তরুণ যুবক তারাই।' শেখ হাসিনা বলেন, 'আমাদের যুবসমাজ নিজেরা শুধু চাকরির পেছনে ছুটে বেড়াবে না। চাকরি দেবে। সেই ধরনের ব্যবস্থা যেন তারা করতে পারে সেটাই আমরা চাই। সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে। উদ্যোক্তা হতে হবে নিজেদেরকেই।'
মহানবী (সা.)-এর কার্টুন প্রকাশ ধর্মবিদ্বেষকে উসকে দেয়ার মতো অপরাধ: বিএনপি- দৈনিক যুগান্তর
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র (কার্টুন) প্রকাশের নিন্দা জানিয়েছে বিএনপি। এ বিষয়ে মুসলিম উম্মাহসহ সব ধর্ম-বর্ণ মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দলটি।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এ সিদ্ধান্তের কথা জানান। শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পবিত্র ধর্ম ইসলাম এবং মহানবী মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও তার পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অবস্থান গ্রহণকে কেন্দ্র করে সারাবিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলমানসহ সব ধর্ম-বর্ণের কোটি কোটি যুক্তিবাদী ধর্মপ্রাণ মানুষ এবং বিভিন্ন রাষ্ট্র যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে, বিএনপি তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে।
তিনি বলেন, সব ধর্মের মানুষের ধর্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল বিএনপি মনে করে যে, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মনেতার অবমাননা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। রাসুল (সা.)-এর কার্টুন প্রকাশকে বিএনপি তাই একটি গর্হিত অপরাধ বলে গণ্য করে এবং তীব্র নিন্দা জানাচ্ছে।
বিএনপি অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে: ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক
বিএনপি’র গণঅভ্যুত্থান করার ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যাদের রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতা নেই, তারা অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে।’ তিনি বলেন, রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে। তাই তারা দেশ ও সরকারের অর্থনৈতিক কোনো ইতিবাচক অর্জন দেখতে পায় না।

আজ রবিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সাথে সেবার মান বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন। আলোচনা সভায় বিআরটিএ সদর দপ্তর, ঢাকা মহানগরী, পার্শ্ববর্তী জেলাসমূহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট জেলার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, নতুন গতি এসেছে প্রবাসী আয়ে- আর এসব ইতিবাচক দিক বিএনপি দেখতে পায় না। রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা সবকিছুকে গ্রাস করেছে বিএনপি, তাই দেশ ও সরকারের অর্থনৈতিক কোনো ইতিবাচক অর্জন তারা দেখতে পায় না।
২৪ ঘণ্টায় করোনায় আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮১-দৈনিক মানবজমিন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৪১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৫৬৮ জন। মোট শনাক্ত ৪ লাখ ৯ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৯৫ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরো জানানো হয়, ১১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬২০টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ লাখ ৪৮ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এবার বেলজিয়ামের শ্রেণিকক্ষে রাসূল সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন, স্কুল শিক্ষক বরখাস্ত-দৈনিক নয়াদিগন্ত
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি স্কুলের শিক্ষক ক্লাসে বিশ্বনবী হযরত মোহাম্মদ সা:-এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর স্কুল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে। শুক্রবার ব্রাসেলসের মোলেনবিক সেন্ট-জিন এলাকার একটি স্কুলে এ ঘটনা ঘটে।
পত্রিকাটি বেলজিয়ামের বরখাস্ত হওয়া স্কুল শিক্ষকের নাম প্রকাশ করেনি। তবে শুক্রবার তিনি ক্লাসে ওই অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর দুই থেকে তিনজন স্কুল শিক্ষার্থীর অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। এরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এখন স্কুলটিত তার চাকরি থাকবে কিনা আদালত সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

অভিযোগ দায়েকারী শিক্ষার্থীদের পরিবারের বরাত দিয়ে লা লিবরে পত্রিকা আরো জানিয়েছে, ওই স্কুল শিক্ষক ক্লাসে একটি ট্যাবলেট কম্পিউটার নিয়ে আসেন এবং সেখান থেকে মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মোহাম্মাদ সা:-এর ব্যাঙ্গাত্মক কার্টুনগুলো একের পর শিক্ষার্থীদের প্রদর্শন করতে থাকেন। সেইসঙ্গে তিনি একথাও বলেন, যারা এসব দেখতে চায় না তারা যেন মাথা নীচু করে থাকে।
বেলজিয়ামের লা লিবরে বেলজিক পত্রিকা এ খবর জানিয়ে বলেছে, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদুতে মহানবী হযরত মোহাম্মদ সা:-এর যেসব ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হয়েছিল ওই শিক্ষক তার একটি নিয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দেখান। সেইসঙ্গে তিনি একই কাজ করে কীভাবে একজন ফরাসি স্কুল শিক্ষক নিহত হয়েছেন তার বর্ণনা দেন।
উত্তরপ্রদেশের দশা হবে বিহারের দুই যুবরাজের’, তেজস্বী, রাহুলকে কটাক্ষ মোদীরদৈনিক আনন্দবাজার পত্রিকা
উত্তরপ্রদেশে ‘দুই যুবরাজ’-এর যে পরিণতি হয়েছিল, তার পুনরাবৃত্তি হবে বিহারেও। দ্বিতীয় দফার নির্বাচনে প্রচারের শেষ মুহূর্তে ময়দানে নেমে ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার লালুপ্রসাদ যাদবের ঘাঁটি ছাপড়ার জনসভা থেকে নাম না করে বিঁধলেন রাহুল গাঁধী এবং তেজস্বী যাদবকে।

এ দিন মোদী বলেন, ‘‘বছর তিনেক আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়েছিলেন দুই যুবরাজ। কিন্তু উত্তরপ্রদেশের মানুষ তাঁদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন।’’ প্রসঙ্গত ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জোট করেছিল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। রাহুল গাঁধী এবং মুলায়ম-পুত্র অখিলেশ যাদব হাত ধরাধরি করে নেমেছিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে। কিন্তু ব্যাপক হারের মুখে পড়তে হয় সেই জোটকে। এ দিন উত্তরপ্রদেশের প্রতিবেশী বিহারে বিধানসভা নির্বাচনে সেই জোটের উদাহরণ তুলে ধরেছেন মোদী।
কেন্দ্র আর তৃণমূল সরকারের বিরোধের দাম চোকাচ্ছে রাজ্যবাসী: ধনকড়-দৈনিক আজকাল
মমতা ব্যানার্জির সরকারকে আবার কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনকড়ের। রবিবার সকালে তিনি বললেন, ‘কেন্দ্র আর তৃণমূল সরকারের বিরোধের দাম দিচ্ছে রাজ্যবাসী।’রাজ্যপাল এক মাসের উত্তরবঙ্গ সফরে গেছেন। বিষয়টিকে খুব ভালোভাবে নেয়নি রাজ্য সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পরের বছর বিধানসভা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতেই এখন উত্তরবঙ্গে ধনখড়। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের কোনও রাজ্যপাল এত দীর্ঘ সময় উত্তরবঙ্গে কাটাননি।

এদিন শিলিগুড়িতে তিনি সাংবাদিকদের সামনেও রাজ্য সরকারকে তোপ দেগে গেলেন। বললেন, ‘কেন্দ্র এবং রাজ্য উন্নয়নের দু’টি চাকা। মানুষের সাহায্যার্থে সেখানে সহযোগিতা যৌথ পদক্ষেপ করা উচিত।’ এর পর রাজ্যের চিকিৎসা পরিকাঠামো নিয়ে আক্রমণ করেছেন তিনি। ধনকড়ের কথায়, ‘পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিকাঠামোর বেহাল দশা তুলে ধরেছে মহামারী। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করলে পরিস্থিতি আরও ভাল হত। রাজ্যে মানুষ সরকারের অদূরদর্শিতা এবং কেন্দ্রের সঙ্গে বিবাদের দাম দিচ্ছেন।’
দীর্ঘ বেকারত্বের পর মিলেছে চাকরি, ‘প্রতিজ্ঞা’ রাখতে ঈশ্বরকে জীবনই ‘উৎসর্গ’ করলেন যুবক- প্রতিদিন
মনে পড়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পাশফেল’ গল্পের কথা? সেই গল্পে নীরেন পাশ করেও আত্মহত্যা (Suicide) করেছিল। তামিলনাডুর (Tamil Nadu) এক যুবকের আত্মহত্যা নীরেনের কথাই যেন মনে করিয়ে দিচ্ছে। দীর্ঘ সময় ধরে চাকরি না থাকার যন্ত্রণার শেষে মিলেছিল ব্যাংকের চাকরি। কিন্তু তবু তিনি চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়ে শেষ করে দিলেন নিজের জীবন! সুইসাইড নোটে লিখে গেলেন, ঈশ্বরের কাছে জীবন ‘উৎসর্গ’ করার কথা।
তামিলনাডুর কন্যাকুমারী জেলার বাসিন্দা সি নবীনের বয়স ৩২। তিনি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। তাও মিলছিল না চাকরি। গত কয়েক বছর ধরে বেকার থাকার জ্বালায় ক্ষতবিক্ষত হতে হয়েছিল। অবশেষে অন্ধকার কেটে গিয়ে দেখা দিয়েছিল সোনালি রোদ। মুম্বইয়ের এক ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে চাকরি পান নবীন। কিন্তু প্রত্যাশিত সুখের সন্ধান পেয়েও নবীনের জীবন বিষাদ থেকে দূরে সরে থাকতে পারেনি। আসলে বেকার থাকতে থাকতে চাকরি পাওয়াটাই তাঁর কাছে হয়ে উঠেছিল জীবনের চরমতম প্রার্থনা। ঈশ্বরের কাছে তাঁর প্রতিজ্ঞা ছিল, চাকরি পেলে এই জীবন তিনি তাঁকেই উৎসর্গ করবেন।
কিশোরী মেয়েকে ধর্ষণ বাবার, ‘বদলা’ নিতে স্বামীকে খুন করল স্ত্রী-দৈনিক সংবাদ প্রতিদিন
১১ বছরের মেয়েকে ধর্ষণ করেছিল বাবা। অতিরিক্ত রক্তপাতের জেরে মৃত্যুও হয়েছিল তার। তারপরেও অত্যাচারের মাত্রা কমেনি অভিযুক্তর। স্ত্রী ও দুই মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর করত। এমনকী, দুই কিশোরী মেয়েকে যৌন হেনস্তাও করত বলে অভিযোগ। অবশেষে অত্যাচারের ‘বদলা’ নিতে স্বামীকে শ্বাসরোধ করে খুন করল স্ত্রী। সঙ্গ দিল দুই মেয়ে। নয়ডার (Noida) এই ঘটনায় অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মোরানা (Morana) বাসস্ট্যান্ডের পিছন থেকে একটি দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি অটোপসিতে পাঠালে জানা যায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশি জেরায় মৃতের স্ত্রী খুনের দায় স্বীকার করে নেন। জানায়, বছর কয়েক আগে ১১ বছরের মেয়েকে ধর্ষণ করে তাঁর স্বামী। অতিরিক্ত রক্তপাতের কারণে মেয়েটির মৃত্যু হয়। কিন্তু লজ্জায়-ভয়ে কাউকে সে ঘটনার কথা জানাতে পারেননি ওই মহিলা।#
পার্সটুডে/বাবুল আখতার/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।