নভেম্বর ০৯, ২০২০ ১৭:৫৪ Asia/Dhaka
  • কথাবার্তা:  ইসলামকে ভীষণ সম্মান করি আমরা’, চাপে ভোলবদল ফ্রান্সের বিদেশমন্ত্রীর!

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • খাসিয়া’ সেজেছিলেন আকবর, পালাতে বলেছিলেন ‘সিনিয়র অফিসার’-দৈনিক প্রথম আলো
  • রায়হান হত্যার সঠিক তদন্ত ও ন্যায়বিচার হবে : পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • ফিলিস্তিনে ট্রাম্পের বন্ধ করা ত্রাণ কার্যক্রম চালুর আশ্বাস কমলার- দৈনিক যুগান্তর
  • করোনায় আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮৩’- দৈনিক ইত্তেফাক
  • মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা বাতিল করবেন বাইডেন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • রাজধানীতে হাতেনাতে ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার-দৈনিক মানবজমিন
  • বাইডেন মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় অবদান রাখবেন আশা সেতুমন্ত্রীর-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:   

  • ট্রাম্প গিয়েছেন, বিজেপিও যাবে, দাবি মেহবুবার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • বা‌ড়াবাড়ি করলে সোজা শ্মশানে যেতে হবে’ ‌তৃণমূলের সদস্যদের হুমকি দিলীপের-দৈনিক আজকাল
  • ইসলামকে ভীষণ সম্মান করি আমরা’, চাপে ভোলবদল ফ্রান্সের বিদেশমন্ত্রীর!-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন
১.আওয়ামী লীগ জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে’.... এ বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনার পর্যবেক্ষণ কি?
২.মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনা করেছে বলে খবর বেরিয়েছে। শেষ মুহূর্তে ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনাকে আপনি কিভাবে দেখছেন?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

ট্রাম্প গিয়েছেন, বিজেপিও যাবে, দাবি মেহবুবার-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ডোনাল্ড ট্রাম্প গিয়েছেন। এ বার বিজেপিও যাবে। মন্তব্য জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র নেত্রী মেহবুবা মুফতির। বিহার বিধানসভা নির্বাচনে আসল সমস্যাগুলি তুলে ধরায় ‘মহাজোট’-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

সম্প্রতি বন্দিদশা কাটিয়ে বেরিয়েছেন মেহবুবা। তার পর থেকে উপত্যকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। উপত্যকায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গেও আলোচনায় বসেছেন। সেই নিয়ে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘আমেরিকায় কী হল দেখলেন তো? ট্রাম্প হেরে গিয়েছেন। এ বার বিজেপিও যাবে।’’

বিহার বিধানসভা নির্বাচন নিয়েও এ দিন মন্তব্য করেন মেহবুবা। সমস্ত বুথফেরত সমীক্ষাই এখনও পর্যন্ত তেজস্বীকে এগিয়ে রেখেছে। সেই নিয়ে মেহবুবা বলেন, ‘‘তেজস্বী যাদবকে অভিনন্দন জানাই। নির্বাচনে আসল সমস্যাগুলি তুলে ধরেছেন উনি। একেবারে সঠিক পথে হেঁটেছেন।’’

বা‌ড়াবাড়ি করলে সোজা শ্মশানে যেতে হবে’ ‌তৃণমূলের সদস্যদের হুমকি দিলীপের-দৈনিক আজকাল

তৃণমূলের সদস্যদের হাড়গোড় ভেঙে দেওয়ার প্রকাশ্য হুমকি দিলেন দিলীপ ঘোষ। রবিবার হলদিয়ায় একটি প্রচার মিছিলে ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির। এবারে একেবারে মারধর করার এমনকী প্রাণে মারার হুমকি। ‘‌দিদির ভাইয়েরা উৎপাত করেন। তাঁদের বলে দিচ্ছি, ছ’‌মাসে শুধরে যান। নয়তো হাত, পা ভাঙবে, পাঁজর ভাঙবে, মাথা ফাটবে। হাসপাতাল হয়ে বাড়ি যেতে হবে। বাড়াবাড়ি করলে সোজা শ্মশানে যেতে হবে।’‌ রসঙ্গে সঙ্গে জনতা ‘‌জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে উঠল।‌ ছ’‌মাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর সেই সময়সীমাটাই উল্লেখ করে প্রাণে মারার হুমকি দিলেন দিলীপ ঘোষ। এই মন্তব্যের দু’‌দিন আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় মুখ দেখিয়ে গিয়েছেন। তিনি জোর গলায় বলেছেন, বাংলার ২৯৪টি আসনের মধ্যে ২০০টি আসন বিজেপি দখল করবেই করবে। 

ইসলামকে ভীষণ সম্মান করি আমরা’, চাপে ভোলবদল ফ্রান্সের বিদেশমন্ত্রীর!-দৈনিক সংবাদ প্রতিদিন

স্কুলের পড়ুয়াদের হজরত মহম্মদের বিতর্কিত কার্টুন দেখানোর জন্য ফ্রান্সের এক শিক্ষককে নৃংশসভাবে হত্যা করে এক জেহাদি। এরপরই এই ঘটনার নিন্দা করতে গিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যার জেরে আরব দেশগুলি-সহ প্রায় গোটা মুসলিম বিশ্বেই ফ্রান্সে উৎপাদিত হওয়া পণ্য বয়কটের ডাক ওঠে। ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করার পাশাপাশি ফ্রান্সের নাগরিকদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকে। পরিস্থিতি জটিল হচ্ছে দেখে এবার সেই ক্ষোভ প্রশমন করার কাজ শুরু করলেন ফ্রান্সের বিদেশমন্ত্রী লি দ্রিয়ান (Le Drian)। মিশর সফরে গিয়ে তাঁরা ইসলাম (Islam) ধর্মকে খুব সম্মান করেন বলেও উল্লেখ করলেন।

রবিবার মিশর সফরে কায়রো গিয়ে প্রথমে সেদেশের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি (Abdel Fattah al-Sisi) ও বিদেশমন্ত্রী সামে শৌকরি (Sameh Shoukry)’র সঙ্গে দেখা করেন ফ্রান্সের বিদেশমন্ত্রী লি দ্রিয়ান। তারপর ইসলাম ধর্মের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের মন্তব্যের ভুল ব্যাখ্যা করে যেভাবে ফ্রান্স বিরোধী হাওয়া উঠেছে তা অনভিপ্রেত। আমাদের প্রথম নীতি হল, ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন। পাশাপাশি আমি একথাও বলতে চাই যে ফ্রান্সের সমাজের পুরো অংশজুড়ে মুসলিমরা রয়েছেন। এখন আমাদের সন্ত্রাসবাদী হামলার হুমকি দেওয়া হচ্ছে। ধর্মান্ধতার পরিবেশ তৈরি করে নাশকতার চেষ্টা চলছে। তবে এটা শুধু আমাদের নয় সর্বত্রই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এই লড়াইটা সবার একসঙ্গে লড়া উচিত।’

পার্সটুডে/বাবুল আখতার/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ