কথাবার্তা: গোল্ডেন মনির গ্রেফতার, ১ জন কাপড় বিক্রেতা থেকে কোটি টাকার মালিক!
শ্রোতা/পাঠক!২১ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- গোল্ডেন মনিরের বাসা থেকে স্বর্ণ-অস্ত্র-মদসহ কোটি টাকা উদ্ধার-যুগান্তর
- যেভাবে মনির থেকে গোল্ডেন মনির-প্রথম আলো
- কাপড়ের দোকানের বিক্রয়কর্মী থেকে আজ তিনি গোল্ডেন মনির!-বাংলাদেশ প্রতিদিন
- সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ -ইত্তেফাক
- বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে: কাদের
- সময় নিয়ে জামায়াত ইস্যু নিষ্পতি করবে বিএনপি-কালের কণ্ঠ
- অ্যান্টিবায়োটিকের ঘাটতি বড় বিপর্যয় ঘটাতে পারে-প্রধানমন্ত্রী-সমকাল
- ভাষাণচরে রোহিঙ্গা প্রত্যাবাসন বন্ধের আহবান অ্যামনেস্টির-মানবজমিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- এখনও বলছি, কংগ্রেস কার্যকরী বিরোধীর ভূমিকায় ব্যর্থ’, ফের বিস্ফোরক কপিল সিব্বল -সংবাদ প্রতিদিন
- নাগরোটা কাণ্ডে পাক হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ নয়াদিল্লির -আনন্দবাজার পত্রিকা
- দ্রুত ভ্যাকসিন বিতরণের কৌশল নির্ধারণে ভার্চুয়াল বৈঠকে মোদি -আজকাল
শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত। বিএসএফ তাকে বুকে ও পেটে গুলি করেছে। কী বলবেন আপনি?
২. ইসরাইলকে নিঃশর্তভাবে এনপিটিতে যোগ দিতে হবে এবং এজন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। বিশ্বববাসী কী ইরানের আহ্বানে সাড়া দেবে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

গোল্ডেন মনিরের এক হাজার পঞ্চাশ কোটি টাকার সম্পদের খোঁজ-দৈনিক ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে,
অবৈধ অস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর মেরুল বাড্ডায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার বাসা থেকে ৬শ’ ভরি (আট কেজি) স্বর্ণ, ১০টি দেশের মুদ্রা, এক কোটি নয় লাখ টাকা, বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তার বাসা থেকে তিনটি বিলাশবহুল গাড়িও জব্দ করা হয়েছে। এছাড়া স্থানে বাড়ি-জমিসহ গোল্ডেন মনিরের এক হাজার পঞ্চাশ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গেছে বলে জানা গেছে। অভিযান শেষে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
র্যাব ওই কর্মকর্তা বলেন, কাপড়ের দোকানের বিক্রয়কর্মী থেকে স্বর্ণ চোরাচালানকারী হয়ে ওঠেন গোল্ডেন মনির। তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজস করে অঢেল অর্থবিত্তের মালিক হন।
উল্লেখ্য, শুক্রবার রাত ১০টার পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুরু হয় অভিযান। মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়।
বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে: কাদের

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নির্বাচনে অংশ নেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিস উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি একদিকে গণতন্ত্রের কথা বলে অপরদিকে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালায়। তিনি বলেন, প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়, আওয়ামী লীগ কখনও প্রতিশোধের রাজনীতি করে না। গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয়। ‘কিন্তু দুঃখজনকভাবে বিএনপি গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে এগিয়ে নিতে যে ভূমিকা দরকার তা থেকে তারা অনেক দূরে অবস্থান করছে।’
আওয়ামী লীগ দেশের সবচেয়ে সহিষ্ণু রাজনৈতিক দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ৭৫’ এর ১৫ আগস্টের নির্মমতা দেখেছে, ৩ নভেম্বরের অমানবিকতা দেখেছে, গ্রেনেড হামলাসহ ২০ বারের মতো শেখ হাসিনাকে হত্যার অপপ্রয়াস চালাতেও দেখেছে।‘এ দেশের রাজনীতিতে সন্ত্রাসনির্ভরতা, ষড়যন্ত্র আর হত্যার জনক বিএনপি, তারা সেটাই চর্চা করে চলেছে।’আওয়ামী লীগ জনগণের সংগঠন বলেই জনগণের সঙ্গে ছিল এবং আছে বলেও জানান তিনি। সমালোচনা রুখতে বিরোধীদের সরকার গুম করছে- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা তাদের চিরাচরিত মিথ্যাচার।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
নাগরোটা কাণ্ডে পাক হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ নয়াদিল্লির-দৈনিক আনন্দবাজার পত্রিকা

জম্মু-কাশ্মীরের নাগরোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাক হাইকমিশনারকে শনিবার ডেকে পাঠাল নয়াদিল্লি। সীমান্তে সন্ত্রাস নিয়ে আশঙ্কা প্রকাশ করে ভারত দাবি জানিয়েছে, জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান। সঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছে, দেশের নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে যা যা পদক্ষেপ নেয়া প্রয়োজন ভারত তাই করবে।
এ দিনই ভারতীয় গোয়েন্দা সূত্রে দাবি করা হয়, নিহত জইশ জঙ্গিদের কাছ থেকে যে ফোন,ওষুধ এবং বেশি কিছু জিনিস উদ্ধার হয়েছে,তা থেকে স্পষ্ট যে জঙ্গিরা পাকিস্তানেরই। যদিও ওই ৪ জঙ্গির সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছে পাকিস্তান।
‘এখনও বলছি, কংগ্রেস কার্যকরী বিরোধীর ভূমিকায় ব্যর্থ’, ফের বিস্ফোরক কপিল সিব্বল-দৈনিক সংবাদ প্রতিদিন

দলের বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করেছেন তিনি। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতার একের পর এক আক্রমণেও দমছেন না বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল (Kapil Sibal)। তাঁর দাবি, এই মুহূর্তে দেশের কার্যকরী বিরোধী দল হিসেবে ব্যর্থ কংগ্রেস (Congress)। আর কংগ্রেস যতদিন না মানুষের কাছে পৌঁছে গিয়ে নিজেদের নীতি আদর্শের কথা তুলে ধরবে, ততদিন এই দলের পুনরুত্থান সম্ভব নয়।
দৈনিকটির অন্য একটি রাজনীতির খবরে লেখা হয়েছে,
‘শুভেন্দু, সৌগত-সহ ৫ সাংসদ যে কোনও সময়ে বিজেপিতে আসবেন’, বিস্ফোরক দাবি বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। তিনি বলেছেন ”শুধু শুভেন্দু অধিকারীই নয়, সৌগত রায়-সহ অন্তত ৫ জন তৃণমূল সাংসদ যে কোনও সময়ে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদানের জন্য প্রস্তুত। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।” এ নিয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, ”আমি মরে যাব, তবু বিজেপিতে কখনও যাব না।”
দ্রুত ভ্যাকসিন বিতরণের কৌশল নির্ধারণে ভার্চুয়াল বৈঠকে মোদি-দৈনিক আজকাল
কোভিড ভ্যাকসিন তৈরি এবং তা দ্রুত কীভাবে মানুষের হাতে পৌঁছতে পারে, তা নিয়ে উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীতি আয়োগের শীর্ষ কর্তাদের সঙ্গে শুক্রবার রাতে এই বৈঠক হয়। এরপর মোদি টুইটে লেখেন, ‘ভ্যাকসিন সংক্রান্ত দেশের নীতি কী হতে চলেছে এবং কীভাবে অগ্রসর হওয়া যায়, তা নিয়ে একটি বৈঠক করলাম। ভ্যাকসিন তৈরির কাজ কত দূর, কত দ্রুত তা অনুমোদনের জন্য পাঠানো যেতে পারে এবং কীভাবে তা বাজারে আসতে পারে, এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হল।’ তাঁর পরের টুইট, ‘বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কারা আগে ভ্যাকসিন পাবেন, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের যাতে দ্রুত এই ভ্যাকসিন দেওয়া যায় এবং তারপর কীভাবে দ্রুত তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে, সে সবই উঠে এল আলোচনায়।’
গোটা বিশ্বের সঙ্গে দেশের একাধিক সংস্থা কোভিড ভ্যাকসিন তৈরির লক্ষ্যে কাজ করছে। অনেক সংস্থা এ নিয়ে বেশ কিছুটা অগ্রসরও হয়েছে। তাদের অনেকেই আবার দাবি করেছে, ৯০ শতাংশ কার্যকর হবে এমন ভ্যাকসিন তারা বানিয়ে ফেলেছে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।