ডিসেম্বর ০৩, ২০২০ ১৭:২৫ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৩ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • ভাসানচরের উদ্দেশ্যে রোহিঙ্গারা-দৈনিক ইত্তেফাক
  • রাজশাহীতে এএসআইয়ের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল। -যুগান্তর
  • বুকের রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন হবেই: ড. আওলাদ -বাংলাদেশ প্রতিদিন
  • আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি অন্ধকারে চোরাগলি খুঁজছে: কাদের -দৈনিক সমকাল
  • বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্ব, সহপাঠীদের মারধরে প্রাণ গেল স্কুলছাত্রের -কালের কণ্ঠ
  • ভাষাণচরে রোহিঙ্গা পুনর্বাসন স্থগিতের আহ্বান অ্যামনেস্টির -মানবজমিন

ভারতের শিরোনাম:

  • শুভেন্দু অধ্যায় ‘ক্লোজড’, দলের অন্দরে স্পষ্ট বার্তা দলনেত্রী মমতার-আনন্দবাজার পত্রিকাঃ
  • ‘কৃষি আইন প্রত্যাহার করুন, নয়তো তৃণমূলও আন্দোলনে নামবে’, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার -সংবাদ প্রতিদিন
  • করোনার টিকা নিতে ব্রিটেনে বেড়াতে যেতে চান বহু ভারতীয়, দাবি ট্রাভেল এজেন্টদের-দৈনিক আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

ভাসানচর

ভাসানচরের উদ্দেশ্যে রোহিঙ্গারা-দৈনিক ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকে পরিবেশিত হয়েছে খবরটি। কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের একটি দল অবশেষে স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রথমে ১০টি বাসে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে রোহিঙ্গারা। উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে অন্তত ৩০০ জন রোহিঙ্গা থাকতে পারে বলে ধারণা রোহিঙ্গা নেতাদের।

ভাসানচরের উদ্দেশ্যে রোহিঙ্গাদের যাত্রা শুরু

এরা ছাড়াও মেরিন ড্রাইভের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প থেকেও বেশ কিছু রোহিঙ্গা ভাসানচর এলাকায় যেতে ট্রানজিট পয়েন্টের পথে রয়ে বলে জানিয়েছে স্থানীয়রা। এ ব্যাপারে প্রশাসনের কেউ কথা না বললেও র‌্যাব-১৫ কমান্ডার আজিম আহমেদ জানিয়েছেন সকাল থেকেই তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

ভাসানচর

অসমর্থিত সূত্র মতে, স্বেচ্ছায় যারা যেতে আগ্রহ প্রকাশ করেছে তাদের পাঠানোর মাধ্যমেই এ স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

তবে মানবজমিনের খবরে লেখা হয়েছে, ভাষাণচরে রোহিঙ্গা পুনর্বাসন স্থগিতের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম-চীন, ভারত ও আসিয়ান দেশগুলো মিয়ানমারকে সমর্থন করছে-ইইউ রাষ্ট্রদূত।বিস্তারিত খবরে লেখা হয়েছে,বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসে তেরিংক বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে এই সংকটের একটি স্থায়ী সমাধান বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক হওয়া উচিত। তার মতে,রোহিঙ্গা সমস্যার সমাধান সহজ নয়। এজন্য ইইউর পাশাপাশি সব দেশকে এগিয়ে আসতে হবে। অনেকে বলে থাকেন যে, ইইউ যথেষ্ট করছে না, কিন্তু অন্য দেশগুলো মিয়ানমারে কী করছে, সেটি লক্ষ্য করেন। চীন, ভারত ও আসিয়ান দেশগুলো মিয়ানমারকে সমর্থন করছে। আমার মনে হয়, সব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।

দুর্নীতি, ঘুষ এবং আইন-আদালত বিষয়ক দৈনিক যুগান্তরের কয়েকটি খবর এরকম-রাজশাহীতে এএসআইয়ের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল। খবরটিতে বলা হয়েছে, রাজশাহীর তাহেরপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুনুর রশীদের প্রকাশ্যে ঘুষগ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  এ ঘটনায় বুধবার জেলা পুলিশ কর্তৃপক্ষ তাকে লাইনে ক্লোজ করে সাময়িক বরখাস্ত করেছেন। এদিকে এএসআই হারুনকে তাহেরপুর ফাঁড়ি থেকে প্রত্যাহারের পর তার অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। এএসআই হারুনের চাঁদাবাজি, মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, আটকবাণিজ্য ও মাদকবাণিজ্যে তার সম্পৃক্ততার অনেক কাহিনী বের হয়ে আসছে। তবে টাকা গুনে প্রকাশ্যে ঘুষ নেয়ার ভিডিওটি লকডাউন সময়ের বলে জানা গেছে। লকডাউনে দোকানপাট খুললেই এএসআই হারুনকে ঘুষ দেয়া বাধ্যতামূলক ছিল।

ঢাবি ছাত্রী ধর্ষণ: ছাত্র অধিকার পরিষদের ৩ নেতা রিমান্ডে। বরিশালে শিশু ধর্ষণের পর হত্যায় আসামির ফাঁসি।

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সুখবর সম্পর্কিত খবর প্রায় সব দৈনিকেই পরিবেশিত হয়েছে। ইত্তেফাক লিখেছে, মানবদেহে করোনার টিকা প্রয়োগ আগামী সপ্তাহেই।অনুমোদন পেল ফাইজারের টিকা, বিশ্বজুড়ে স্বস্তি। ফাইজার ছাড়াও ইতিমধ্যে আরেক মার্কিন কোম্পানি মর্ডানা জানিয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন চূড়ান্ত পরীক্ষায় প্রায় ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়া রাশিয়ার উদ্ভাবিত স্পুটনিক নামের ভ্যাকসিনটিও ৯০ শতাংশের বেশি কার্যকর বলে দাবি করা হচ্ছে।

মানবজমিনের খবরে লেখা হয়েছে, রাশিয়াজুড়ে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকা স্পুটনিক-৫ প্রয়োগ।

করোনায় সবচেয়ে বেশি সংকটে স্বল্প আয়ের শ্রমিক। এ শিরোনামটি দৈনিক ইত্তেফাকের।

করোনার উত্তপত্তি সম্পর্কিত বিতর্কের খবরে যুগান্তরে লেখা হয়েছে,‘করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীন’ এমন তথ্য অনেকটা প্রতিষ্ঠিত হলেও মার্কিন বিজ্ঞানীরা অ্যান্টিবডি পরীক্ষা করে দেখেছেন, চীনের আগেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়িয়েছিল। যুক্তরাষ্ট্রে গত ডিসেম্বরে করোনা ছড়ানোর এ তথ্য পাওয়া গেছে চীনের সংক্রমণের তথ্য লুকানো সংক্রান্ত ফাঁস হওয়া কিছু নথি থেকে।উল্লেখ্য, করোনাভাইরাস চীনের বানানো ও ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেয়া বলে দাবি করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি একে তিনি ‘চায়না ভাইরাস’ বলে উপহাসও করেছেন বহুবার। এদিকে চীনের বিজ্ঞানীরা দাবি করেছে ভারত ও বাংলাদেশ থেকে করোনা ভাইরাসের উৎপত্তি। যদিও ভারত সে দাবি প্রত্যাখ্যান করেছে।

সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ডা. জাফরুল্লাহর-দৈনিক মানবজিমন

ডা.জাফরুল্লাহ চৌধুরী

এ খবরে লেখা হয়েছে,অনুমতি ছাড়া রাজধানীতে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সভা, সমাবেশ ও গণজমায়েত না করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেয়া নির্দেশনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।দেশের এই কান্তিকালে, এই দুর্যোগের মুহূর্তে ডিএমপির একটি নোটিশ মর্মাহত করেছে। মানুষ চলাফেরা করতে পারবে না, সভা সমাবেশ করার জন্য অবশ্যই পুলিশকে অবহিত করা হবে। কিন্তু অনুমতি নিতে হলে আপনারা তো অনুমতি দেন না, এটা সবার জানা কথা। কাউকে সংবর্ধনা দিতে দিবেন না, বক্তব্য রাখতে দিবেন না, সমালোচনা করতে দিবেন না, এটা ভালো কাজ না। তাই আমি ডিএমপিকে অনুরোধ করছি এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য। তিনি বলেন, সভা সমাবেশের জন্য আপনাদেরকে জানানো হবে যাতে আপনারা আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারেন।

দৈনিকটিতে এ সম্পর্কিত অন্য একটি খবরে লেখা হয়েছে,‘সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সরকার আবারও সংবিধান লংঘন করলো’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে  বলেছেন,সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শতভাগ ব্যক্তিতন্ত্রের ওপর দেশ চলছে: গয়েশ্বর।সভা-সমাবেশ নিষিদ্ধ করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: ছাত্র অধিকার পরিষদ। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অভিযোগ- ক্ষমতায় যেতে বিএনপি অন্ধকারের চোরাগলি খুঁজছে।

ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

‘কৃষি আইন প্রত্যাহার করুন, নয়তো তৃণমূলও আন্দোলনে নামবে’, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকা

এখনই নয়া কৃষি আইন প্রত্যাহার না করলে দেশজুড়ে আন্দোলনে নামবে তৃণমূল। দিল্লিতে কৃষক-কেন্দ্রীয় সরকার বৈঠক চলাকালীন টুইট করে হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধি ইস্যুতেও কেন্দ্রকে আক্রমণ করলেন মমতা। অত্যাবশকীয় পণ্য আইন নিয়ে শুক্রবার দলের বৈঠক ডেকেছেন তিনি। মোদী সরকার প্রণীত নতুন আইনের জেরেই মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে, টুইটারে তোপ দাগলেন মমতা। 

প্রকাশ সিং বাদল

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে,বিজেপির সঙ্গে সম্পর্ক আগেই ছিন্ন করেছিল শিরোমণি অকালি দল। এবার কেন্দ্রের বিরোধিতায় কোমর বেঁধে নামলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল (Parkash Singh Badal)। কৃষকদের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের দেওয়া পদ্মবিভূষণ সম্মান প্রত্যাখ্যান করলেন অকালি দলের বর্ষীয়ান নেতা। জানিয়ে দিলেন, কেন্দ্র সরকার কৃষকদের সঙ্গে যে আচরণ করছে, তাতে তিনি ব্যথিত।

বিতর্কিত এই আইনের বিরোধিতা করে বিজেপির সঙ্গ ত্যাগ করে SAD। শুধু তাই নয়, কৃষি আইন বিরোধী আন্দোলনও শুরু করে। এই মুহূর্তে দিল্লি সীমান্তে পাঞ্জাবের হাজার হাজার কৃষক বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু তাঁদের দাবি এখনও মানেনি কেন্দ্র। উলটে বিক্ষোভরত কৃষকদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে। যা ‘অবিচার’ বলেই মনে হয়েছে প্রবীণ রাজনীতিবিদ প্রকাশ সিং বাদলের। এবং এরই প্রতিবাদে নিজের পদ্মবিভূষণ সম্মান প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০১৫ সালে বিজেপি সরকার থাকাকালীনই এই সম্মান পেয়েছিলেন তিনি। এদিকে কৃষক আন্দোলনের পিছনেও চিন-পাকিস্তানের হাত দেখছে বিজেপি নেতৃত্বের একাংশ! হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি প্রকাশের দাবি, দিল্লিতে চলতে থাকা কৃষক আন্দোলনের পিছনে চিন-পাকিস্তানের মত বিদেশি শক্তির হাত রয়েছে। তাঁর কথায়, “কৃষকদের ঢাল করে চিন-পাকিস্তান ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে। বিদেশি শক্তি প্রধানমন্ত্রীকে পছন্দ করে না। তাই কৃষকদের উন্নতিতে বাধা দিতে চাইছে।” হরিয়ানার মন্ত্রীর এই বক্তব্য নেটদুনিয়ায় রীতিমতো সমালোচিত।

করোনা ও লালফৌজ, জোড়া চ্যালেঞ্জের মোকাবিলায় অবিচল আমরা’, চিনকে হুঁশিয়ারি নৌসেনা প্রধানের-সংবাদ প্রতিদিন

একদিকে কোভিড-১৯। অন্যদিকে চিন (China)। জোড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত ভারতীয় নৌসেনা (Indian Navy)। জানিয়ে দিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রীতিমতো আত্মবিশ্বাসের সুরে তিনি জানালেন, এই প্রতিকূল পরিস্থিতিতেও নৌসেনা নিজেদের দায়িত্বে অবিচল রয়েছে। 

তাঁর কথায়, ‘‘কোভিড-১৯ তো রয়েছেই। তার উপর এই পরিস্থিতিতে উত্তর সীমান্তের স্থিতাবস্খা নষ্ট করতে চাইছে চিন। এই দুই চ্যালেঞ্জেরই মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত ভারতীয় নৌসেনা।’’ সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ভারতীয় আর্মি ও বায়ুসেনার সঙ্গে মিলে তাঁরা কড়া নজরদারি চালাচ্ছেন চিনের গতিবিধির উপরে। তিনি জানিয়েছেন, ‘‘আর্মি ও বায়ুসেনার সঙ্গে পরামর্শ করে পি-৮আই বিমান মোতায়েন করে রাখা হয়েছে। তাছাড়া উত্তর সীমান্তে ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হচ্ছে।’’

করোনার টিকা নিতে ব্রিটেনে বেড়াতে যেতে চান বহু ভারতীয়, দাবি ট্রাভেল এজেন্টদের-আজকাল, আনন্দবাজার পত্রিকা

আগামী সপ্তাহেই ব্রিটেনে ফাইজার সংস্থার তৈরি করোনার টিকা দেওয়া শুরু হবে। বুধবারই সম্মতি জানিয়েছে ব্রিটিশ সরকার। এর মধ্যেই বহু ভারতীয় খোঁজ খবর নিচ্ছেন ব্রিটেনে গিয়ে টিকা নেওয়া যায় কিনা‌‌!‌ এ কথা জানাল পর্যটন সংস্থাগুলো। 

তাদের দপ্তরে ইতিমধ্যে অনেকে যোগাযোগ করেছেন। অনুরোধ, সত্বর যেন তাঁদের ব্রিটেন যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। ইতিমধ্যে একটি পর্যটন সংস্থা ভারতীয়দের জন্য তিন দিনে লন্ডন বেড়ানোর প্যাকেজ নিয়ে আসছে। উদ্দেশ্য আসলে বেড়ানো নয়। সেখানে থেকে করোনার টিকা নিয়ে আসা।  

আগামী সপ্তাহ থেকে ব্রিটেনে চালু হচ্ছে টিকা দেওয়া। তাই আশার আলো দেখছেন ভারতীয়রাও। মুম্বইয়ের এক পর্যটন সংস্থার কর্তা জানালেন, বহু মানুষ এসে জিজ্ঞেস করছেন, লন্ডনে কোন সময়ে গেলে টিকা পাওয়া যাবে। কীভাবে সেটা সম্ভব হচ্ছে, তাও জানতে চাইছেন।

তবে বেড়াতে গিয়ে কি টিকা নিয়ে আসা সম্ভব? মুম্বইয়ের ওই পর্যটন সংস্থার কর্তা জানালেন, ‘অনুসন্ধান করতে আসা লোকজনকে বলেছি, ভারতীয়রা সেখানে টিকা পাবেন কি না এটা এখনই বলা সম্ভব নয়। কারণ ব্রিটিশ সরকার আগেই ঘোষণা করেছে অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে তাঁদের টিকা দেওয়া হবে, যাঁদের ঝুঁকি রয়েছে।’‌

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩ 

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।