জানুয়ারি ০৬, ২০২১ ১২:১৯ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! ৬ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • পাচারের জন্য রাশিয়া থেকে আনা হয়েছিল ইউরেনিয়াম-ইত্তেফাক
  • বেপরোয়া ভাসমান কিশোর অপরাধীও–যুগান্তর
  • সরকারি স্কুলে রেকর্ড আবেদন-করোনায় সংকটে অভিভাবকরা-মানবজমিন
  • সম্পদে এগিয়ে আওয়ামী লীগ, মামলায় বিএনপি-বাংলাদেশ প্রতিদিন
  • করোনা মোকাবেলায় ছয় হাজার কোটি টাকা –ঋণ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৬৪ -কালের কণ্ঠ
  • মাঠ প্রশাসনে অসন্তোষ-মিলছে না পদোন্নতি ২৪ জানুয়ারি থেকে কর্মবিরতির ঘোষণা -সমকাল

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • কাল চাষিদের ট্র্যাক্টর মিছিল -আনন্দবাজার পত্রিকা
  • ‌ সম্পূর্ণ সুস্থ সৌরভ, জানিয়ে দিলেন দেবী শেঠি -আজকাল
  • ধর্ষণের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কনভয়ে হামলা, ঝাড়খণ্ডে ধৃত ৩০-সংবাদ প্রতিদিন

শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. তিন দিনে ৩ লাখ ৩০ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়। তবে অনেক বিশ্লেষক সরকারের এ পদক্ষেপকে তড়িঘড়ি বলে মন্তব্য করেছেন। আপনি কী বলবেন?

২. ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠিয়েছে ইরান। প্রশ্ন হচ্ছে- ট্রাম্পকে গ্রেফতার করবে কিনা ইন্টারপোল?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

বেপরোয়া ভাসমান কিশোর অপরাধীও-দৈনিক যুগান্তর

বেপরোয়া কিশোর গ্যাং

ঢাকার বিভিন্ন এলাকা বিশেষ করে রেললাইন ও বস্তি এলাকায় মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে ভাসমান কিশোররা জড়িয়ে পড়ছে।কখনও কখনও তারা খুনের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে। তারা ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে। তাদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে।অপরাধ করেই তারা দ্রুত স্থান বদল ও আত্মগোপন করে। ঢাকায় এমন পাঁচ শতাধিক কিশোর ও তরুণ ভাসমান অপরাধী রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন গিয়ে এবং আইন-প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন সব তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়- ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভাসমান কিশোররা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের অধিকাংশ মাদকের সঙ্গে জড়িয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করছে। মাদকাসক্ত হওয়ায় মাদক কেনার টাকা জোগার করতে তারা ছিনতাই-ডাকাতিতে জড়িয়ে পড়ে। কেউ কেউ মাদকের কারবারেও জড়িয়ে পড়ে। এভাবে এক সময় তারা পেশাদার অপরাধী হয়ে উঠে।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ যুগান্তরকে বলেন, কোনো কিশোর ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিশোর গ্যাংয়ের কেউ অরাজকতা, মাদক সেবন ও ব্যবসা করলে অথবা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়লে তাকে আইনের আওতায় আনা হয়।

পাচারের জন্য রাশিয়া থেকে আনা হয়েছিল ইউরেনিয়াম-দৈনিক ইত্তেফাক

ইউরেনিয়াম পাচার

রাশিয়া থেকে পাচার করে আনা ২ পাউন্ড ইউরেনিয়াম দেশে কাদের ব্যবহার করার কথা ছিল-তা এখনও অজানা। ২ পাউন্ড ইউরেনিয়ামসহ গ্রেফতারকৃত ৩ জন জিজ্ঞাসাবাদে কোন তথ্যই দিতে পারেনি।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃতরা ইউরেনিয়াম বহনকারী ছিলেন। তাদের কাছে একটি চক্র ওই ২ পাউন্ড ইউরেনিয়াম রাখতে দিয়েছে। সেটি কাদের হাতে পৌঁছে দেওয়ার কথা ছিল-সে বিষয়ে গ্রেফতারকৃতরা কিছুই জানেন না। তবে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বাহির থেকে ইউরেনিয়াম এনে অন্য দেশে পাচার করার তথ্য স্বীকার করেছেন। এই ইউরেনিয়াম ওষুধ শিল্প ও চিকিৎসা বিজ্ঞানে ব্যবহারের জন্য এটি পার্শ্ববর্তী একটি দেশে পাচার করা হত বলে তারা জানিয়েছেন।

Image Caption

গত ২৮ ডিসেম্বর রাজধানীর রামপুরা থানার পূর্ব রামপুরার জাকের গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫৫ কোটি টাকা মূল্যের ২ পাউন্ড ইউরেনিয়ামসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব।

করোনা মোকাবেলায় ছয় হাজার কোটি টাকা -কালের কণ্ঠ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৯ হাজার ৫৬৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ের ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে তিন হাজার ৮৬৭ কোটি ৫৮ লাখ এবং বিদেশি ঋণ পাঁচ হাজার ৭০১ কোটি ৬৫ লাখ টাকা। করোনা মোকাবেলা প্রকল্পের মোট খরচের মধ্যে সরকার দেবে ১৭২ কোটি ৪৬ লাখ টাকা। প্রথমে সরকারের এই প্রকল্পে টাকা দেওয়ার কথা ছিল ২৭৭ কোটি ৫২ লাখ।  অর্থাৎ এই প্রকল্পে সরকার এখন ১০৫ কোটি ছয় লাখ টাকা কম দেবে। প্রথম সংশোধনীর পর প্রকল্পে বিদেশি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৬১৪ কোটি ১৩ লাখ টাকা। প্রকল্পে বিদেশি ঋণ ছিল ৮৫০ কোটি টাকা। বর্তমানে ঋণ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৬৪ কোটি ১৩ লাখ টাকা। এই অতিরিক্ত অর্থায়নের জন্য বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ১০ কোটি ডলার দেবে।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

কাল চাষিদের ট্র্যাক্টর মিছিল-দৈনিক আনন্দবাজার পত্রিকা

যেখানে যাচ্ছেন, সেখানেই ঘেরাও, বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। কৃষক আন্দোলনকারীরা অনেক নেতার বাড়ি ঘেরাও করে বসে রয়েছেন। তিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর থেকে পঞ্জাবের বিজেপি নেতাদের জীবন কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছে। এই প্রেক্ষিতে  সেখানকার দুই দলীয় নেতা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন। ৭ তারিখ কৃষকেরা ট্র্যাক্টর মিছিল করবেন।

গতকালও কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে সমাধানসূত্র না মেলায় ফের শুক্রবার বৈঠক ডাকা হয়েছে। তারই মধ্যে প্রধানমন্ত্রী আজ তাঁর বাড়িতে পঞ্জাবের দুই বিজেপি নেতা সুরজিত কুমার জিয়ানি ও হরজিত সিংহ গ্রেওয়ালের সঙ্গে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেছেন। তিন কৃষি বিল সংসদে পাশ করানোর আগে বিজেপি এ বিষয়ে পঞ্জাবের কৃষকদের সঙ্গে আলোচনা করতে একটি সমন্বয় কমিটি তৈরি করেছিল। জিয়ানি সেটির প্রধান এবং গ্রেওয়াল কমিটির সদস্য ছিলেন। সূত্রের খবর, বিজেপি নেতারা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত সমাধানসূত্র বের করারই আর্জি জানিয়েছেন।

পঞ্জাবের বিজেপি নেতা জিয়ানি বলেন, ‘‘প্রধানমন্ত্রী কৃষক নেতাদের থেকেও কৃষকদের অবস্থা সম্পর্কে বেশি চিন্তিত। এখন মনে হচ্ছে, এই আন্দোলনের রাশ কারও হাতে নেই।’সংযুক্ত কিসান মোর্চা সিদ্ধান্ত নিয়েছে, ৭ জানুয়ারি দিল্লিকে কেন্দ্র করে ওয়েস্টার্ন ও ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে ট্র্যাক্টর মিছিল হবে। ৬ জানুয়ারি মিছিল হওয়ার কথা ছিল। বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে তা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। দিল্লি থেকে উত্তর ভারতে যাওয়ার দুই প্রধান রাস্তায় বেলা ১১টা থেকে ট্র্যাক্টর মিছিল হলে গোটা দিল্লি ও তার আশেপাশে বিরাট যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। দিল্লির সীমানায় চারটি প্রতিবাদ স্থল থেকে ট্র্যাক্টর মিছিল রওনা হবে। কৃষক সংগঠনগুলির তরফে যোগেন্দ্র যাদবের বক্তব্য, এটা ২৬ জানুয়ারির ট্র্যাক্টর মিছিলের ‘ড্রেস রিহার্সাল’। বুধবার থেকে কৃষক সংগঠনগুলি গোটা দেশে ‘দেশ জাগরণ অভিযান’-এর ডাক দিয়ে কৃষি আইনের বিরুদ্ধে প্রচারেও নামবে।

কৃষক নেতাদের অভিযোগ, দিল্লির সীমানায় টিকরি-সিংঘুতে পুলিশ এখন খাবার ও অন্যান্য জরুরি পণ্যের জোগানে বাধা দিচ্ছে। শীতের সময় আগুন জ্বালানোর জন্য কাঠ আনতেও বাধা দেওয়া হচ্ছে। এ দিন চণ্ডীগড়ের পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে খোলা চিঠি লিখে কৃষকদের দুরবস্থায় হস্তক্ষেপের দাবি করেছে। আদালত পড়ুয়াদের আর্জি শুনতে রাজি হয়েছে।

কলকাতা যার, বাংলা তার! গোপন সমীক্ষায় ৩ জেলার রিপোর্টে চওড়া হাসি তৃণমূলের-আজকাল

একুশের আগে বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপে বেশ বেকায়দায় তৃণমূল (TMC)। একের পর এক নেতামন্ত্রীদের দলত্যাগ, রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, কেন্দ্রের ক্ষমতাকে ব্যবহার করে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে এরাজ্যের শাসকদলের উপরে চাপ সৃষ্টি, এবং সর্বোপরি ধর্মীয় মেরুকরণে বিজেপির মরিয়া চেষ্টা। আপাত দৃষ্টিতে রাজ্যের ক্ষমতায় ফেরা বেশ কঠিন মনে হলেও তৃণমূলের আত্মবিশ্বাসে একেবারেই চিড় ধরেনি। আর তার অন্যতম একটি কারণ হল শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় দলের সংগঠন। তৃণমূল কংগ্রেসের বিশ্বাস, রাজ্যের অন্যান্য প্রান্তে যতই কঠিন লড়াই হোক, কলকাতা এবং দুই ২৪ পরগনায় এখনও তারাই একচ্ছত্র অধিপতি। এই এলাকাগুলিতে বিজেপি এখনও পোক্ত সংগঠন গড়ে তুলতে পারেনি। সম্প্রতি দলের অভ্যন্তরীণ সমীক্ষাতেও সেই তথ্যই উঠে এসেছে। 

বস্তুত, বাংলার নির্বাচনের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, শহর কলকাতার রাশ যখন যাদের হাতে থেকেছে, রাজ্যের শাসন ক্ষমতাও তারাই ভোগ করেছে। সেই কংগ্রেস আমল থেকেই এটা পরীক্ষিত সত্য। বাম আমলেও শহর কলকাতা তথা বৃহত্তর কলকাতা লালেই আস্থা রেখেছিল। দু’একটা ক্ষেত্রে এর ব্যতিক্রম হলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, কলকাতা এবং দুই ২৪ পরগনায় যারা বেশি আসন জিতেছে তারাই রাইটার্স বা নবান্ন দখল করেছে। তৃণমূল নেতারা বলছেন, একুশেও তেমনটাই হতে চলেছে। শহর কলকাতা এবং দুই ২৪ পরগনাই তৃতীয়বারের জন্য নীলবাড়ি দখলের অনেকটা কাছে পৌঁছে দেবে তাদের। ইন্টেলিজেন্স সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তৃণমূলের অভ্যন্তরের সমীক্ষা বলছে, শহর কলকাতা এবং দুই ২৪ পরগনার বেশিরভাগ আসন তারাই জিততে চলেছেন। বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় বিজেপি দাঁতই ফোটাতে পারবে না। দলের সমীক্ষা বলছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১টি আসনের ৩১টিতেই জয়ের মতো জায়গায় আছে শাসক দল। শহর কলকাতার ১১টি আসনেও কমবেশি একই পরিস্থিতি। অধিকাংশ ক্ষেত্রেই সেভাবে লড়াইয়েই নেই বিজেপি। উত্তর ২৪ পরগনার ক্ষেত্রে কোথাও কোথাও লড়াই থাকলেও, সিংহভাগ আসনে জয় পাবে তৃণমূলই।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।