ফেব্রুয়ারি ১১, ২০২১ ১৪:৩৪ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১১ ফেব্রুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • ভোটবিমুখতা অশনিসংকেত –মাহবুব তালুকদার-বাংলাদেশ প্রতিদিন
  • জিয়ার খেতাব বাতিলের সুপারিশ রাজনৈতিক নয়, দালিলিক প্রমাণ আছে: মুক্তিযুদ্ধমন্ত্রী -ইত্তেফাক
  • ভারত থেকে আরও ১ লাখ টন চাল কিনছে সরকার-দৈনিক যুগান্তর
  • বুড়িগঙ্গাতীরে দ্বিতীয় দিনের মতো চলছে উচ্ছেদ অভিযান -দৈনিক কালের কণ্ঠ
  • ৭১ এ মানবতাবিরোধী অপরাধ-ময়মনসিংহের ৩ জনের আমৃত্যু, ৫ জনের ২০ বছরের কারাদণ্ড-সমকাল
  • সাগর-রুনি হত্যার নয় বছর, ৭৮ বারেও দাখিল হয়নি তদন্ত প্রতিবেদন -মানবজমিন
  • ভারতের শিরোনাম:
  • প্যাংগং লেকে সেনা সরানো নিয়ে চিনের সঙ্গে হচ্ছে চুক্তি, সংসদে জানালেন রাজনাথ -আনন্দবাজার পত্রিকা
  • ফের চিন্তা বাড়াল ভারতের কোভিড গ্রাফ, দৈনিক আক্রান্তের তুলনায় কমল সুস্থতার হার -সংবাদ প্রতিদিনআজাদের বিদায় অনুষ্ঠানে মোদির চোখের জলকে অভিনয় বলে কটাক্ষ থারুরের -দৈনিক আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া

রাজনৈতিক নয়, দালিলিক প্রমাণ আছে: মুক্তিযুদ্ধমন্ত্রী- ইত্তেফাক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমানসহ যে পাঁচ জনের রাষ্ট্রীয় খেতাব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) বাতিলের সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে তা রাজনৈতিক কারণে নয়, দালিলিক প্রমাণ রয়েছে। এ সংক্রান্ত উপকমিটির পরবর্তী বৈঠকে বঙ্গবন্ধু হত্যায় কার কী ভূমিকা আছে, তা দালিলিক প্রমাণসহ উপস্থাপন করা হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বুধবার মন্ত্রী ইত্তেফাককে বলেন, খেতাব বাতিলের এমন নজির শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও আছে। অনেকের কর্মকাণ্ডের জন্য সম্মানসূচক খেতাব প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ভোটবিমুখতা অশনিসংকেত- বাংলাদেশ প্রতিদিন

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

ভোটারদের ভোটবিমুখতা গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, সম্প্রতি ভোটারদের ভোটবিমুখতা লক্ষ্য করা যাচ্ছে। এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এর কারণগুলো বিশ্লেষণ করে তা প্রতিকারের প্রচেষ্টা চালানো প্রয়োজন। নির্বাচনে সহিংসতা ও  আচরণবিধি লঙ্ঘনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। মাহবুব তালুকদার বলেন, নির্বাচনের দায়িত্ব পালনে কারও কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না। এ বিষয়ে আমরা ‘শূন্যসহিষ্ণু নীতি’ বা জিরো টলারেন্সে বিশ্বাসী। তিনি’বলেন, ‘নির্বাচনী ব্যবস্থাপনায় নিশ্চয়তা, নিরপেক্ষতা, নিরাপত্তা, নিয়মনীতি ও নিয়ন্ত্রণ কমিশনের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

সাগর-রুনি হত্যার নয় বছর, ৭৮ বারেও দাখিল হয়নি তদন্ত প্রতিবেদন-মানবজমিন

সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার নয় বছর পেরিয়ে গেল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার নয় বছর পেরিয়ে গেলো। এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শুধু পেছানোই হচ্ছে।  ৭৮ বারেও দাখিল করতে পারেনি র‌্যাব। সর্বশেষ গত ৩রা ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য আগামী ১১ই মার্চ ফের প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন আদালত।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়।

বুড়িগঙ্গাতীরে দ্বিতীয় দিনের মতো চলছে উচ্ছেদ অভিযান-কালের কণ্ঠ

রাজধানীর সোয়ারীঘাট এলাকায় বেড়িবাঁধের পাশে আজ দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডাব্লিউটিএ।ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে টিনের ঘর, দোকান, বহুতল ভবনও ভাঙা পড়েছে।উচ্ছেদের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে চারপাশে পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে। তবু প্রচুর উৎসুক মানুষ  ভিড় করছে। উচ্ছেদ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।এদিকে, কামালবাগে বুড়িগঙ্গার বেদখল করা জায়গা উদ্ধারে অভিযান শুরু হওয়ার পর স্থানীয় দখলদাররা বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে ধরনা দিতে থাকেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র বা আদালতের কোনো নির্দেশনা দেখাতে না পারায় অভিযান অব্যাহত রাখা হয়। এ সময় রেহানা নামের এক নারী দাবি করেন, এই জায়গা তাঁরা প্রায় ৪০ বছর ধরে বাপ-দাদার সম্পদ জেনে আসছেন। জমির যথাযথ কাগজও রয়েছে। এরপরও সব ভেঙে দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) কামালবাগ চেয়ারম্যানঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত এলাকায় অভিযানকালে দুটি পাঁচতলা, তিনটি চারতলা, দুটি তিনতলা ও একটি দোতলা ভবন, ১১টি আধাপাকা ঘর, ১৫টি আধাপাকা দোকানঘর, ২৫টি টংঘরসহ মোট ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় প্রায় এক একর নদীতীরের ভূমি উদ্ধার করা হয়।

সুন্দরী মডেলের অপহরণ চক্র-মানবজমিন

সুরাইয়া নীল

সুরাইয়া নীল। ২০ বছর বয়সী এই তরুণী র‌্যাম্প মডেল হিসেবে পরিচিত। অভিনয় করেছেন টিভি নাটক ও সিরিয়ালে। নাটকে তাকে বিভিন্ন চরিত্রে দেখা গেছে। তবে বাস্তবের চরিত্র ভয়ঙ্কর। রাতারাতি বিপুল অর্থের মালিক হতে বেছে নেন ভিন্নপথ। ব্ল্যাকমেইল থেকে শুরু করে মাদক বাণিজ্য। অপকর্মে ষোলআনা পূরণ

করতে এই মডেল গড়ে তুলেছেন এক অপহরণকারী চক্র।

তার বান্ধবী রাবেয়া সুলতানা রিতুর স্বামীকে জিম্মি করে চেয়েছিলেন বিপুল অঙ্কের মুক্তিপণ আদায় করতে। হবু স্ত্রী রিতুর সঙ্গেই আইনজীবী আবু হেনা মোস্তফা গিয়েছিলেন মডেল কন্যা নীলের বাসায়। সেখানেই ঘটে ঘটনাটি। ফিল্মি স্টাইলে জিম্মি করা হয় তাকে। টিভিতে ক্রাইম পেট্রোল দেখেই এ রকম পরিকল্পনা করে মডেল নীল ও তার সহযোগীরা। আবু হেনা মোস্তফাকে জিম্মি করে দাবি করা হয় ৩০ লাখ টাকা। ঘটনাটি ঘটেছে যশোর জেলার অভয়নগর থানার একতাপুরে। তবে এর শেষ রক্ষা হয়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র অভিযানে গ্রেপ্তার হয়েছে সুরাইয়া নীলসহ এই চক্রের তিন সদস্য।যাক। 

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাধ্যতামূলক নয়, নয়া কৃষি আইন ঐচ্ছিক, সংসদে দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,নতুন কৃষি আইন বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। সংসদে দাঁড়িয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের যেখানে ইচ্ছা, সেখানেই তাঁরা ফসল বিক্রি করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। নতুন আইনে কোনও খামতি থাকলে তা বদল করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

লোকসভায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর বিতর্কে জবাবি ভাষণে কৃষকদের আন্দোলন প্রসঙ্গে বুধবার মুখ খোলেন মোদী। ৩টি কৃষি আইনের বিরোধিতায় দিল্লি-হরিয়ানা সীমানায় দেশের বিভিন্ন রাজ্যের কৃষকদের আন্দোলন চলেছে গত দু’মাসের বেশি সময় ধরে। বিরোধীদের সমালোচনার মুখেও পড়েছে নয়া আইনগুলি। তবে মোদীর দাবি, ‘‘কৃষিক্ষেত্রে সংস্কার জরুরি ছিল।

কৃষক বিক্ষোভ: ১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি আন্দোলনকারীদের-সংবাদ প্রতিদিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে,কেন্দ্রের আনা বিতর্কিত তিন কৃষি আইনের (Farm Laws) প্রতিবাদে আন্দোলন আরও জোরদার করার পথে হাঁটতে চলেছে কৃষক সংগঠনগুলো। দেশের জাতীয় সড়কগুলোয় ‘চাক্কা জ্যাম’-এর পর এবার দেশে চার ঘণ্টার জন্য ‘রেল রোকো’ (Rail Roko) কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী কৃষকরা। আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই কর্মসূচি গ্রহণ করা হবে। ফলে স্বভাবতই এর প্রভাব পড়তে চলেছে রেলের যাত্রী পরিষেবায়।পাশাপাশি তাতে এটাও বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজস্থানে (Rajasthan) কোনও টোল প্লাজায় টোল সংগ্রহ করতে দেওয়া হবে না। এছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় শহিদ সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে মোমবাতি মিছিলেও অংশ নেবেন কৃষকরা।  

প্যাংগং লেকে সেনা সরানো নিয়ে চিনের সঙ্গে হচ্ছে চুক্তি, সংসদে জানালেন রাজনাথ-আনন্দবাজার পত্রিকা/সংবাদ প্রতিদিন

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ

পূর্ব লাদাখের প্যাংগং লেকে সেনা সরানো নিয়ে চিনের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তির দিকে এগোচ্ছে ভারত। বৃহস্পতিবার সংসদে এ কথা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ভারত সীমান্তের এক ইঞ্চি জমিও কাউকে ছাড়বে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজনাথ।

গত বছরের মে মাস থেকে পূর্ব লাদাখের প্যাংগং লেক এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর এলাকায় ব্যাপক সেনা মোতায়েন করে চিন। ভারতও সেনা, রসদ মজুত করে। তার পর থেকেই বেজিংয়ের সঙ্গে সঙ্ঘাত চরমে। ১৫ জুন গালওয়ানে রক্তক্ষয়ী সেনা সংঘর্ষের পর সেই উত্তেজনা আরও বাড়ে। তবে তার পর থেকে কূটনৈতিক ও সামরিক চ্যানেলে আলোচনার মাধ্যমে উত্তেজনার পারদ কিছুটা নেমেছে। এলএসি থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করেছে চিন। তবে এখনও পুরোপুরি স্থিতাবস্থা ফেরেনি।

কোচবিহার প্রসঙ্গ:প্রতিশ্রুতি কেন পূরণ হয়নি, সভার আগে কোচবিহারে শাহ-মোদী বিরোধী ব্যানারে জল্পনা -আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে,কোচবিহারে অমিত শাহের সভার আগেই শহর জুড়ে মোদী-শাহ বিরোধী ব্যানার। লোকসভা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে দাবি করে ওই ব্যানারগুলি লাগানো হয়েছে অমিতের সভাস্থলের আশপাশের এলাকায়। ওই সব ব্যানার ঘিরে শহরে কৌতূহল। কারণ ব্যানারে কোনও ব্যক্তি বা সংগঠনের নাম নেই। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। যদিও রাজ্যের শাসক দল অভিযোগ অস্বীকার করেছে।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-পৃথক গ্রেটার কোচবিহার রাজ্যই আসল দাবি, শাহি-সাক্ষাতের আগে সরব অনন্ত ‘মহারাজ‍’।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।