মার্চ ০৫, ২০২১ ২০:৫৮ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৫মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • অজ্ঞাত স্থানে ৬৯ ঘণ্টা রেখে কার্টুন নিয়ে প্রশ্ন, মারধর– দৈনিক প্রথম আলো
  • রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্যে খুনের রাজনীতি স্পষ্ট : কাদের -কালের কণ্ঠ
  • পরিবর্তনের ঝড় বইতে শুরু করেছে: রিজভী -ইত্তেফাক
  • শিগগিরই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন: আইনমন্ত্রী -যুগান্তর
  • ২৪ ঘণ্টায় করোনায় আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৫-সমকাল
  • দুই ভাগে ভাগ হয়ে গেছে: মুজাহিদুল সেলিম -বাংলাদেশ প্রতিদিন
  • ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে বাধা দেবে যুক্তরাষ্ট্র : কমলা-দৈনিক নয়াদিগন্ত

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • নন্দীগ্রামে মমতাই, ‘খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে’, প্রার্থিতালিকা প্রকাশ করে স্লোগান তৃণমূল নেত্রীর -আনন্দবাজার পত্রিকা
  • ধর্ষকের উদ্দেশে ধর্ষিতাকে বিয়ের পরামর্শ, প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে খোলা চিঠি -আজকাল
  • করোনা টিকার সার্টিফিকেটে মোদির ছবি কেন, স্বাস্থ্যমন্ত্রকের কাছে জবাব তলব কমিশনের-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর।

অজ্ঞাত স্থানে ৬৯ ঘণ্টা রেখে কার্টুন নিয়ে প্রশ্ন, মারধর দৈনিক প্রথম আলো

২ মে ২০২০। কলবেলের শব্দে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘুম ভাঙে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের। দরজা খুলতেই অপরিচিত একজন জানতে চাইলেন, ‘দরজা খোলেন না কেন? আর হ্যাঁ, লুঙ্গিটা বদলে প্যান্ট পরে নেন, ভালো একটা শার্ট। যেতে হবে।’ ঠাট্টাচ্ছলে কার্টুনিস্ট কিশোর তখন জানতে চান, ‘আপনারা কারা? আমাকে কি কোনো শুটিংয়ের জন্য নেওয়া হচ্ছে? কাকরাইলের বাসা থেকে ওই দিন কারা তাঁকে তুলে নিয়ে গিয়েছিলেন, তা এখনো জানেন না কিশোর। অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে ৫ মে র‌্যাব হেফাজতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তিনি এখন গ্রেপ্তার। মামলার এজাহার অনুযায়ী, কাকরাইলের বাসা থেকে ৫ মে বেলা আড়াইটায় র‌্যাব–৩ তাঁকে গ্রেপ্তার করে। মাঝের ৬৯ ঘণ্টা কোথায় ছিলেন, সেটা জানেন না কিশোর। তাঁর অভিযোগ, ওই সময়ে কয়েক দফায় তাঁর ওপর চলে নির্যাতন।

রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্যে খুনের রাজনীতি স্পষ্ট : কাদের -কালের কণ্ঠ

বিএনপির ফ্যাসিবাদী রাজনীতির চরিত্র উন্মুক্ত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'রাজশাহী বিভাগীয় সমাবেশে বিএনপির এক নেতা দেশে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর যে ঈঙ্গিতপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, তাতে দেশবাসী বিক্ষুব্ধ। জনগণ আশা করে, বিএনপি এ বিষয়ে তাদের বক্তব্য স্পষ্ট করবে।'

শুক্রবার (৫ মার্চ) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনলাইনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগ এ বিষয়ে প্রতিবাদ করলেও বিএনপির পক্ষ থেকে এর কোনো সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়নি৷ তাহলে কি ধরে নেব, এটি বিএনপির দলীয় বক্তব্য?

শিগগিরই ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন: আইনমন্ত্রী -যুগান্তর

কিছু দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পরে মন্ত্রী স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন, তা হলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। আইনমন্ত্রী বলেন, আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।

পরিবর্তনের ঝড় বইতে শুরু করেছে: রিজভী -ইত্তেফাক

পরিবর্তনের ঝড় বইতে শুরু করেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মসনদ ধুলোতে লুটোপুটি খেতে থাকবে। মানুষ এখন রাস্তায় নামতে শুরু করেছে। পুলিশ দিয়ে বিক্ষোভ-প্রতিরোধ দমানো যাবে না। যেকোন মুহূর্তেই ক্ষমতার ঋতু পরিবর্তন হয়ে যাবে। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, 'আল জাজিরায় কুকীর্তি ফাঁস, দুর্নীতির মহাসড়ক নির্মাণ এবং সরকারী হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে দেশ-বিদেশের মানুষ এই মাফিয়া সরকারের বিরুদ্ধে যে ধিক্কার জানাচ্ছে তাতে সরকারের মাথা বিগড়ে গেছে। সেজন্য তারা আরও বেশী বেপরোয়া হয়ে বিরোধী দল ও চিন্তার মানুষের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে।

বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের উগ্রগতি চারিদিকে দৃশ্যমান। সেই কারণে সংবিধানে স্বীকৃত সভা-সমাবেশের ওপর সিরিজ আক্রমণ চালিয়ে যাচ্ছে সরকারের পেটোয়া পুলিশ বাহিনী। হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তথা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে পুলিশ।

২৪ ঘণ্টায় করোনায় আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৫-সমকাল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৪১জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬৩৫ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৯ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ৬৭৬ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ  ১ হাজার ১৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ এবং ১৩হাজার ৭১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪১ লাখ  ১৯হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৬৩শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।।

দেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে: মুজাহিদুল সেলিম -বাংলাদেশ প্রতিদিন

আজ দুই ভাগে ভাগ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন সিপিবি সভাপতি।কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল থেকে ছাত্র ইউনিয়ন ও ফ্রন্টের গ্রেফতার ৭ ছাত্রনেতার মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মুজাহিদুল সেলিম বলেন, ‘একদিকে এক শতাংশ লুটেরা ধনিকশ্রেণি, আরেকদিকে ৯৯ শতাংশ বঞ্চিত মানুষ, সরাসরি লড়াই চলছে। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে প্রকাশ্যে ঘোষণা করছি, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আমরা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে জানাতে চাই, এক শতাংশের দখলে আমরা দেশকে থাকতে দেবো না।

ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে বাধা দেবে যুক্তরাষ্ট্র : কমলা

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রমে বাধা দেবে যুক্তরাষ্ট্র। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৃহস্পতিবার এক ফোনালাপকালে তিনি এ আশ্বাস দেন। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও একই সুরে কথা বলেন আইসিসির যুদ্ধাপরাধ তদন্ত নিয়ে। ক্ষমতাগ্রহণের পর নেতানিয়াহুর সঙ্গে প্রথমবারের মতো আলাপ হয় কমলার।

ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা চালানোর অভিযোগে আইসিসি গত বুধবার ইসরাইলের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা ঘোষণা করার পর থেকে নেতানিয়াহু বেশ চাপে আছেন

নন্দীগ্রামে মমতাই, খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে, প্রার্থিতালিকা প্রকাশ করে স্লোগান তৃণমূল নেত্রীর -আনন্দবাজার পত্রিকা

কথা দিলে কথা রাখেন তিনি। তাই ঘোষণা মতো নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন তিনি। জানিয়ে দিলেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ মার্চ বিকেলে মনোনয়ন জমা দেবেন তিনি। এত দিন .যে ভবানীপুরে দাঁড়াতেন মমতা, ’২১-এর ভোটে সেখানে প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

প্রত্যাশা মতো এ বারের নির্বাচনে টলিপাড়ার একাধিক পরিচিত মুখকে প্রার্থী করছে তৃণমূল। অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে। আলিপুরদুয়ারে দাঁড়াবেন সৌরভ চক্রবর্তী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বাঁকুড়া থেকে। মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন জুন মাল্য।

করোনা টিকার সার্টিফিকেটে মোদির ছবি কেন, স্বাস্থ্যমন্ত্রকের কাছে জবাব তলব কমিশনের-সংবাদ প্রতিদিন

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরেও কেন করোনা (Coronavirus) টিকাকরণ কর্মসূচির ডিজিটাল সার্টিফিকেটে ব্যবহৃত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ছবি? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে জানতে চাইল নির্বাচন কমিশন (Election Commission)। বুধবারই নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার স্বাস্থ্যমন্ত্রকের কাছে এবিষয়ে জানতে চাইল কমিশন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নির্বাচন কমিশনের এক অফিসার জানিয়েছেন, ”প্রথমে জেনে নেওয়া দরকার স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশেই প্রধানমন্ত্রীর ছবি সার্টিফিকেটে দেওয়া হচ্ছিল কি না। এই সব ক্ষেত্রে সাধারণ ভাবেই সব পক্ষের মতামত জানা প্রয়োজন।” পাশাপাশি সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককেও এই বিষয়ে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে। সমস্ত রিপোর্ট পাওয়ার পরই ভবিষ্যতের পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।#

পার্সটুডে/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

[

 

 

 

 

 

 

 

 

ট্যাগ