মোদির ঝটিকা সফর: সাতক্ষীরার মন্দিরে কেন? কোলকাতার লেন্সে...
প্রিয় পাঠক/শ্রোতা! ২৫ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- আজ ২৫ মার্চ ভয়াল কালরাত জাতীয় গণহত্যা দিবস-ইত্তেফাক-ইত্তেফাক
- 'যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা আজও সমাজের আনাচে-কানাচে ঘোরাফেরা করছে'-কালের কণ্ঠ
- বাংলাদেশে মোদির দুদিনের ঝটিকা সফর, সাতক্ষীরার মন্দির কলকাতার লেন্সে -মানবজমিন
- অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ করলো ভারত-সমকাল
- কিশোর গ্যাংয়ের মারামারি নিয়ে সালিসে ছুরি মেরে দুজনকে হত্যা-প্রথম আলো
- দক্ষিণখানের আইনুশবাগের মূর্তিমান আতঙ্ক জাপানি হান্নান বাংলাদেশ প্রতিদিন
- সরকারি সার পরিবহণ প্রতি টেন্ডারে অতিরিক্ত ব্যয় ৬৯ কোটি টাকা!–যুগান্তর
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- প্রথম দফার ভোটে প্রচারের শেষ দফা, জোড়াফুল বনাম পদ্ম লড়াইয়ে তুঙ্গে বৃহস্পতি -আনন্দবাজার পত্রিকা
- কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি কৃষক নেতা রাকেশ টিকাইতের-আজকাল
- আরও ১০১টি প্রতিরক্ষা পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ভারত -সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর।
'যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা আজও সমাজের আনাচে-কানাচে ঘোরাফেরা করছে'-কালের কণ্ঠ

২৫ মার্চে নারকীয় হত্যাযজ্ঞের কুশিলব, মানবতাবিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা আজও সমাজের আনাচে-কানাচে ঘোরাফেরা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণহত্যা দিবসের ৫০ বছর পূর্তিতে আসুন আমরা প্রতিজ্ঞা করি- প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে হলেও ৩০ লাখ শহীদ ও দুই লাখ নির্যাতিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখবো।'
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘২৫ মার্চ বাঙালির মুক্তি-সংগ্রামের ইতিহাসে “গণহত্যা দিবস”। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ পরিচালনা করে।
আজ ২৫ মার্চ ভয়াল কালরাত জাতীয় গণহত্যা দিবস-ইত্তেফাক
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। একাত্তরের অগ্নিঝরা ২৫শে মার্চে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, বীভত্স, ভয়ংকর ও বিভীষিকাময় এক কালরাত। এই রাতে বর্বর পাকিস্তানি বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংস বর্বরতা। ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পর থেকেই দিনটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এবার মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে জাতির জীবনে ভয়াল ২৫শে মার্চ কালরাত এসেছে এক অন্যরকম আবহে। কী ঘটেছিল সেই রাতে? তখনো কেউ জানে না কী ভয়ংকর, নৃশংস ও বিভীষিকাময় রাত আসছে বাঙালির জীবনে। ব্যস্ত শহর ঢাকা প্রস্তুতি নিচ্ছিল ঘুমের। রাত সাড়ে ১১টায় ক্যান্টনমেন্ট থেকে বের হলো হনন-উদ্যত নরঘাতক কাপুরুষ পাকিস্তানি সেনাবাহিনী। ছড়িয়ে পড়ল শহরময়। আকাশ-বাতাস কাঁপিয়ে গর্জে উঠল অত্যাধুনিক রাইফেল, মেশিনগান ও মর্টার। নিরীহ মানুষের আর্তনাদে ভারী হলো রাতের বাতাস। মুহুর্মুহু গুলিবর্ষণের মাধ্যমে পাকিস্তানি জল্লাদ বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো বর্বরোচিত নিধনযজ্ঞ আর ধ্বংসের উন্মত্ত তাণ্ডব। হকচকিত বাঙালি কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়ল মৃত্যুর কোলে। মধ্যরাতে ঢাকা পরিণত হয় লাশের শহরে। রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নীলক্ষেতসহ বিভিন্ন স্থানে নির্বিচারে তারা বাঙালি নিধন শুরু করে।
বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকা গণমাধ্যমও সেদিন রেহাই পায়নি জল্লাদ ইয়াহিয়ার পরিকল্পনা থেকে। পাকিস্তানি হানাদারেরা সেই রাতে অগ্নিসংযোগ করে, মর্টার শেল ছুড়ে একে একে দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, জাতীয় প্রেসক্লাব ধ্বংসস্তূপে পরিণত করে। এ হামলায় জীবন দিতে হয় বেশ কয়েক জন গণমাধ্যমকর্মীকেও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও জান্তাদের কালো থাবা থেকে রক্ষা পাননি। ড. গোবিন্দচন্দ্র দেব, ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, ড. মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।
এদিকে ২৫শে মার্চ রাত সোয়া ১টার দিকে একদল সৈন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বাড়ির দিকে এগিয়ে যায়। তারা গুলি ছুড়তে ছুড়তে বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন বঙ্গবন্ধু বীরের মতো দোতলার ঝুল বারান্দায় এসে দাঁড়ান। রাত ১টা ২৫ মিনিটের দিকে বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে নস্যাতের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায় হায়েনার দল। অবশ্য গ্রেফতার হওয়ার আগেই ২৫শে মার্চ মধ্যরাতের পর, অর্থাত্ ২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু তত্কালীন ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণার ভিত্তিতেই ২৬শে মার্চ বাংলাদেশে স্বাধীনতা দিবস পালিত হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী :গণহত্যা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার মধ্য দিয়েই আমরা একাত্তরের গণহত্যায় জীবনদানকারী প্রতিটি প্রাণের প্রতি জানাতে পারি আমাদের চিরন্তন শ্রদ্ধাঞ্জলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, ’৭১-এর ২৫শে মার্চের কালরাতে আত্মোত্সর্গকারী শহিদদের স্মরণ করছি, যাদের তাজা রক্তের শপথ বীর বাঙালিকে অস্ত্র ধারণ করে স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে হলেও ৩০ লাখ শহিদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখব।
বাংলাদেশে মোদির দুদিনের ঝটিকা সফর, সাতক্ষীরার মন্দির কলকাতার লেন্সে-মানবজমিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুদিনের ঝটিকা সফরে সাতক্ষীরার একটি মন্দির পরিদর্শন বিশেষ করে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। বাংলাদেশের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেয়া কিংবা শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠকের ব্যাপারটিকে ছাপিয়েও মোদির মন্দির পরিদর্শন যেন গুরুত্ব পাচ্ছে বেশি। মতুয়া গ্রাম ওড়াকান্দিতে মতুয়া মন্দির পরিদর্শন যদি মোদির পশ্চিমবঙ্গ নির্বাচনের স্ট্রাটেজি হয় তাহলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরিপুর গ্রামে যশোরেশ্বরী কালীমন্দিরে কেন যাচ্ছেন মোদি? হিন্দুবিশ্বাস অনুযায়ী এই যশোরেশ্বরী কালী মন্দির সতীপিঠ। তাই কি মোদি নিছক প্রার্থনার জন্য যাচ্ছেন সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামে নাকি এর দ্বারা পশ্চিমবঙ্গের ভোটের আগে মোদি প্রবল হিন্দুত্বের হাওয়া তুলতে চাইছেন। কৌতূহলী হয়ে রয়েছে কলকাতা। ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার দিল্লি থেকে ঢাকা আসবেন বিমানে। ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ স্মারক অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে একটি ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করবেন।
শেখ হাসিনার সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠক শুক্রবার রাতেই। শনিবার মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানে যাবেন। ওইদিনই তিনি ওড়াকান্দি ও সাতক্ষীরার মন্দিরে যাবেন। মোদির এই দুদিনের বাংলাদেশ সফর নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে আগুন পরিকল্পিত! কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। রোহিঙ্গা পরিবারগুলো গ্যাস সিলিন্ডার ব্যবহারে সিদ্ধহস্ত না হওয়ায় গ্যাস থেকে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে জানানো হয়। কিন্তু গত সোমবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এটিসহ ইতিপূর্বের সকল অগ্নিকাণ্ডকে ‘পরিকল্পিত’ বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত সাধারণ রোহিঙ্গারা। বাজার নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার ও ওপারের ষড়যন্ত্রে পরিকল্পিতভাবে এসব অগ্নিকাণ্ড ঘটানো হচ্ছে বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গারা।
মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন কালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. অনোয়ার হোসেন জানিয়েছেন, এটি নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনকেও তার ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি এ নিয়ে কোনো মন্তব্য না করে বলেন, গঠিত তদন্ত কমিটি এসব বিষয় খতিয়ে দেখবে।
এদিকে গতকাল বুধবার ক্ষতিগ্রস্ত ক্যাম্প পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছি। ক্ষতি কাটিয়ে উঠতে পদক্ষেপ নিচ্ছে সরকার। এ আগুনে স্থানীয় অনেক পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকেও সহযোগিতার আওতায় আনা হবে। যাতে তারাও দ্রুত ক্ষতি পুষিয়ে উঠতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন লাগার পেছনে যদি রোহিঙ্গারাও জড়িত থাকে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।
অসমর্থিত রোহিঙ্গা সূত্র জানায়, মিয়ানমার সামরিক জান্তা কৌশলে ক্যাম্পে থাকা লোভী বিপথগামী কিছু লোকজনকে হাত করে ক্যাম্পে মারামারি, হত্যা, অপহরণ, ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করায়। এসব নিয়ে মিয়ানমারের অর্থায়নে কিছু গণমাধ্যমকর্মী দ্রুত প্রতিবেদন তৈরি করে প্রচার করে। এসব প্রতিবেদন আবার সংগ্রহ করে সংরক্ষণ করছে মিয়ানমারের জান্তারা। রোহিঙ্গা নির্যাতন ও তাদের নাগরিকত্ব নিশ্চিত করার দাবি নিয়ে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গাদের অপরাধী ও উগ্রবাদী হিসেবে প্রমাণের লক্ষ্যে মিয়ানমার এসব অপকর্ম করাচ্ছে বলে সূত্রটি দাবি করেছে। মিয়ানমারের সেই ইন্ধন ছাড়াও ক্যাম্প কেন্দ্রিক চলমান বিশাল বাজার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও স্বার্থান্ধ রোহিঙ্গারা নিজেদের সর্বনাশ করছে বলে দাবি সচেতন রোহিঙ্গাদের। এ সব বিষয় নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে তাদের মধ্যে।
রোহিঙ্গা ক্যাম্পে আগুন: মোট ১১ জনের লাশ উদ্ধার
পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী বলেন, বিপথগামী কিছু রোহিঙ্গা কেরোসিন দিয়ে নিজেদের ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে বলে শুনেছি। শুনেছি ক্যাম্পের রোহিঙ্গারা দুই গ্রুপে বিভক্ত। তাদের এক গ্রুপ বিপথগামী এবং অপর গ্রুপ সাধারণ নিরীহ। অস্ত্রধারী বিপথগামীরা মিয়ানমার ফিরতে নারাজ। তারা বার বার এ ধরনের ঘটনা ঘটিয়ে স্বদেশ প্রত্যাবর্তন নস্যাৎ ও স্বাভাবিক পরিস্থিতি ঘোলাটে করতে চায়। এসব রোহিঙ্গাদের শনাক্ত করে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে উল্লেখ করেন তিনি।
উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে আমার কাছে যেসব খবরাখবর এসেছে তাতে মনে হচ্ছে ঘটনাটি ‘পরিকল্পিত’। সাধারণ রোহিঙ্গারা জানিয়েছে, একই সঙ্গে কয়েকটি স্থানে আগুন ধরার কারণেই দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ কারণেই আগুন সহজে নিয়ন্ত্রণে আনা যায়নি।
অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ করলো ভারত-সমকাল
নিজেদের দেশে করোনার প্রকোপ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ভারত।ভারতে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-এস্ট্রোজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড এর রপ্তানি বন্ধের খবরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। সংবাদ সংস্থা রয়টার্স প্রথম খবরটি প্রকাশ করে বুধবার রাতে। বিদেশ দফতরের এক মুখপাত্রের দেয়া খবরের ভিত্তিতে রয়টার্স খবরটি করে। মুখপাত্রটি বলেন যে ভাবে ভারতে কোভিড এর দ্বিতীয় সার্জ মাথা চাড়া দিয়েছে তাতে অধিকতর ভ্যাকসিন দেশে মজুত রাখার উদ্দেশ্যে ভ্যাকসিন রপ্তানি বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকার অথবা কোভিশিল্ড এর উৎপাদক সংস্থা সেরাম ইনস্টিটিউট এ ব্যাপারে একটি শব্দও উচ্চারন করে নি। তবে বাস্তব হল বিগত কয়েকদিনে এক ভায়াল কোভিশিল্ড এর রপ্তানি হয় নি। ভারত ১৮০টি দেশে কোভিশিল্ড রপ্তানি করে। এর ফলে উদ্বেগ ছড়িয়েছে ওই দেশগুলিতে। এক সরকারি মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, ওয়েট আন্ড সি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। ভ্যাকসিন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এই সফরে করতে পারেন।।
সরকারি সার পরিবহণ প্রতি টেন্ডারে অতিরিক্ত ব্যয় ৬৯ কোটি টাকা! ফুলেফেঁপে উঠছে বিএডিসির একশ্রেণির অসাধু কর্মকর্তা-যুগান্তর
বিদেশ থেকে সরকারিভাবে সার আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক পরিবহণে প্রতি টেন্ডারে প্রায় ৮ মিলিয়ন ডলার (৬৯ কোটি টাকা) অতিরিক্ত খরচ দেখিয়ে ভর্তুকির অর্থ নয়ছয়ের তথ্য ফাঁস হয়েছে।
এ প্রক্রিয়ায় বিএডিসির একশ্রেণির কর্মকর্তা ফুলেফেঁপে উঠলেও তাদের টিকিটিও স্পর্শ করা যাচ্ছে না। সরকার কৃষি খাতে বার্ষিক প্রায় তিন হাজার কোটি টাকা ভর্তুকি দেয়।
কৃষক ও কৃষির অব্যাহত উন্নয়নে সরকার পৃথিবীর নানা প্রান্ত থেকে সার আমদানি করে। দেশে আনার পর ওই সার ভর্তুকি মূল্যে কৃষকের হাতে হাতে পৌঁছে দেয় সরকার।কিন্তু টেন্ডারে অংশগ্রহণকারী কোন ঠিকাদার কাজ পাবে, তা নির্ধারণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিএডিসির কতিপয় কর্মকর্তা আইনের মারপ্যাঁচ দেখিয়ে পছন্দের ঠিকাদারদের অধিক মূল্যে কাজ পাইয়ে দিয়ে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি করছে।
এমনকি পছন্দের ঠিকাদার কাজ না পেলে খোঁড়া অজুহাতে পুনঃটেন্ডার আহ্বানেরও নজির আছে। এ প্রক্রিয়ায় ৭৬ মার্কিন ডলারের জায়গায় ১০৭.৬০ ডলার হারে ঠিকাদারকে পরিশোধ করে সরকারের প্রায় ৯ লাখ ডলার অতিরিক্ত ব্যয় দেখানো হয়।
রাজধানীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা-দক্ষিণখানের আইনুশবাগের মূর্তিমান আতঙ্ক জাপানি হান্নান-বাংলাদেশ প্রতিদিন
দক্ষিণখানের আইনুশবাগ চাঁদনগর এলাকায় আবদুর রশিদ (৩৫) নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীকে পুলিশের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্রও জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া অন্য সাতজন হলেন- একরামুল ইসলাম জয়, মোশারেফ হোসেন, নূরুল আমিন, খোরশেদ আলম, জহুরুল ইসলাম রিপন, শফিকুল ইসলাম ইমরান ও আলামিন প্রধান। ব্যবসায়ীকে খুনের পর মেয়েকে দিয়ে ফেসবুক লাইভ করান আওয়ামী লীগ নেতা!
হান্নান গ্রেফতারের পর থেকে একে একে বেরিয়ে আসছে তার কুকীর্তি। স্থানীয় একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, জাপানি হান্নান আইনুশবাগ এলাকার মূর্তিমান আতঙ্ক। তিনি নিজেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হিসাবে পরিচয় দেন। বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে তা এলাকায় টানান। তিনি কথায় কথায় অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখান। এলাকার বাড়ি নির্মাণে চাঁদা দিতে হয় তাকে। এছাড়া অবৈধভাবে চলা অটোরিকশা নিয়ন্ত্রণ তার হাতে। এলাকার ময়লার বাণিজ্যও গত ১০ বছর ধরে নিয়ন্ত্রণ করেন এ হান্নান। তার মালিকানাধীন ম্যাক্স সোশ্যাল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি এনজিও দিয়ে তিনি বাসাবাড়ির ময়লা নেওয়ার কাজ করে আসছিলেন।
জানা গেছে, গ্রেফতার জাপানি হান্নান বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ-জাপান মানবাধিকার সংস্থার মহাসচিব। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুর পর অন্তর্র্বর্তীকালীন নির্বাচনের সময় তিনি ৪৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

প্রথম দফার ভোটে প্রচারের শেষ দফা, জোড়াফুল বনাম পদ্ম লড়াইয়ে তুঙ্গে বৃহস্পতি-আনন্দবাজার পত্রিকা
৮ দফার নির্বাচনী লড়াইয়ে শনিবার ভোট-প্রথমা। রাজ্যের ৩০টি আসনে ভোটগ্রহণ হবে ওই দিন। তার আগে প্রচারের শেষ দিন বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রচার। রাজ্যের ২৯৪ আসনেই বৃহস্পতিবার প্রচার চললেও বাড়তি নজরে থাকবে ৩০ কেন্দ্র। আর সেই ৩০ কেন্দ্রের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুলতে রাজ্যের প্রধান দুই প্রতিপক্ষ শাসক তৃণমূল এবং বিজেপি তৈরি। প্রার্থী বা অন্যান্য নেতাদের সভার পাশাপাশি ভিআইপি সভার সংখ্যাও কম নয়।
তৃণমূলের প্রচারে দুই মুখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।অন্য দিকে বিজেপি প্রচারের পঞ্চবাণ নিয়ে হাজির হচ্ছে বৃহস্পতিবার। দলের ৫ জন ‘স্টার ক্যাম্পেনার’ এক সঙ্গে নামছেন নীলবাড়ির লড়াইয়ে। অমিত শাহ গত কয়েক মাস ধরেই নিয়মিত বাংলা সফর করছেন। কিন্তু একদিনে ৪ সভা বৃহস্পতিবারই প্রথম।
কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি কৃষক নেতা রাকেশ টিকাইতের-আজকাল
একদিকে দিল্লি সীমান্তে চলছে কৃষক আন্দোলন। অন্যদিকে সংযুক্ত কিষান মোর্চার প্রধান রাকেশ টিকাইত দেশ জুড়ে আন্দোলনের জন্য জনসমর্থন জোগাড় করে চলেছেন। সদ্য কলকাতা ও নন্দীগ্রামেও ঘুরে গেছেন রাকেশ টিকাইত। বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন করেছেন তিনি। মঙ্গলবার তিনি রাজস্থানের জয়পুরে সভা করেন। সেই সভায় তিনি বলেন, ‘কেন্দ্র কৃষক আন্দোলনকে ভঙ্গ করার চেষ্টা করছে।’ কিন্তু কৃষকদের একতায় চিড় ধরতে দেবেন না তিনি। এমনকি তিনি হুঙ্কার দিয়েছেন, ফের দিল্লি গিয়ে ব্যারিকেড ভাঙতে হবে।
রাকেশ টিকাইত বলেছেন, ‘ধর্ম ও জাতির দোহাই দিয়ে কেন্দ্র সরকার কৃষক আন্দোলন ব্যর্থ করার চেষ্টা করছে। যখনই আপনাদের বলব, তখনই দিল্লি যাবেন। ফের ব্যারিকেড ভাঙা হবে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাকেশ টিকাইত বলেছেন, ‘মোদির কথায়, কৃষকরা ফসল যেখানে খুশি বিক্রি করতে পারবেন। আমরাও বিধানসভা, সংসদ ও জেলাশাসকের কার্যালয়ে গিয়ে ফসল বিক্রি করে আসব।’
রবিবার কর্ণাটকেও সভা করেছেন টিকাইত। সেখানকার কৃষকদের সামনে তিনি বেঙ্গালুরু ঘেরাও করার আওয়াজ তুলেছেন। কৃষক নেতা স্পষ্ট করে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া অবধি এই আন্দোলন চলবে। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কৃষকদের একজোট থাকার পরামর্শ দিয়েছেন রাকেশ টিকাইত।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।