মার্চ ২৯, ২০২১ ১৭:২৭ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

শ্রোতা/পাঠক! ২৯ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • মিয়ানমারে সেনা–অনুষ্ঠান-যোগ দিয়ে সমালোচিত বাংলাদেশসহ ৮ দেশ-প্রথম আলো

  • অবিলম্বে পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন : ফখরুল-কালের কণ্ঠ

  • করোনা: দুই সপ্তাহের জন্য ১৮ দফা জরুরি নির্দেশনা সরকারের-যুগান্তর

  • মিয়ানমারে বিক্ষোভকারীদের হত্যা নিয়ে যা বললেন বাইডেন-ইত্তেফাক
  • চিনের পরীক্ষাগার থেকে নয়, প্রাণীদের থেকেই ছড়িয়েছে করোনা : ডব্লিউএইচও– দৈনিক নয়াদিগন্ত
  • একদিনে সর্বোচ্চ শনাক্ত ৫১৮১, আরো ৪৫ জনের মৃত্যু-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • গঢ়চিরৌলীতে ২ দিন গুলির লড়াই, হত ৫ মাওবাদী, উদ্ধার হল প্রেশার কুকার বোমা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • জীবন বাজি রেখে যাঁরা তৃণমূলকে জিতিয়েছেন, তাঁরাই এখন গদ্দার’‌!‌ মমতাকে খোঁচা দিলীপের‌-আজকাল
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে বিপজ্জনক হয়ে গেল?’, পাসপোর্ট না পেয়ে কেন্দ্রকে তোপ মেহবুবার-দৈনিক সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

.১. এ সরকারের পতন আসবেই- এ মন্তব্য করেছেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। বাংলাদেশের সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন। আপনার পর্যবেক্ষণ কী?
২. চীনের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে ইরান। ২৫ বছর মেয়াদি এই চুক্তি ইরানের জন্য কী সুবিধা বয়ে আনবে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

মিয়ানমারে সেনা–অনুষ্ঠান-যোগ দিয়ে সমালোচিত বাংলাদেশসহ ৮ দেশ-প্রথম আলো

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী আন্দোলনে যে দিন সবচেয়ে বেশি বিক্ষোভকারীর মৃত্যু ঘটেছে, সেই দিন নেপিডোতে দেশটির সশস্ত্র বাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশের অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় শুধু মিয়ানমারের গণতন্ত্রকামীরা ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন তা-ই নয়, বিশ্বের অন্যান্য দেশের মানবাধিকারকর্মী এবং গণতন্ত্রপন্থীরাও বিস্ময় প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশসহ আটটি দেশের অংশগ্রহণের ঘটনায় সমালোচনা চলছে।

গত শনিবার ২৭ মার্চ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি দখলদার বাহিনীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতিরোধের ৭৬তম বার্ষিকী। এ দিন কোনো ধরনের বিক্ষোভ-প্রতিবাদ না করার জন্য দেশটির সামরিক সরকার নির্দেশনা জারি করেছিল। কিন্তু সেদিন মিয়ানমারজুড়েই ব্যাপক বিক্ষোভ হয় এবং সেনাবাহিনী ও পুলিশ নির্বিচার গুলিবর্ষণ করে। এ দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৪।

অবিলম্বে পদত্যাগ করুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন : ফখরুল-কালের কণ্ঠ

'অবিলম্বে পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে  নির্বাচন দিন। অন্যথায় প্রতিটি কর্তৃত্ববাদী সরকারের যে পরিণতি হয়েছে, আপনাদেরও সেভাবে বিদায় নিতে হবে।'

আজ সোমবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত  সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা দিবসে মানুষ হত্যা ও পুলিশি হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ নির্বাচন দিন। অন্যথায় প্রতিটি কতৃত্ববাদী সরকারের যে পরিণতি হয়েছে আপনাদেরও সেভাবে বিদায় নিতে হবে।

করোনা: দুই সপ্তাহের জন্য ১৮ দফা জরুরি নির্দেশনা সরকারের-যুগান্তর

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ সংক্রমণ যুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সব ধরনের জনসমাগম (সামাজিক, রাজনৈতিক, ও ধর্মীয় অন্যান্য) সীমিত করতে হবে। রাত ১০টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহনেরও নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস, প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানা অর্ধেক (৫০ ভাগ) জনবল দিয়ে পরিচালিত করতে হবে।

বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে (হোটেলে নিজ খরচে) থাকতে হবে। দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ।  এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়।  সম্প্রতি করোনায় সংক্রমণ বেড়েছে।

মিয়ানমারে বিক্ষোভকারীদের হত্যা নিয়ে যা বললেন বাইডেন-ইত্তেফাক

মিয়ানমারে চলমান জান্তা বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের হত্যার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনাকে তিনি ‘ভয়ানক এবং জঘন্য’ হিসেবে অভিহিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ইন্ডিয়া।

গত ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত এবং বন্দি হওয়ার পর থেকে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে জনগণ লাগাতার বিক্ষোভ করছে।

বিক্ষোভ দমনে সহিংসতার পথই বেছে নিয়েছে জান্তা সরকার। গত শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা নারী ও শিশুসহ ১১৪ জনকে গুলি করে হত্যা করে যা সেনা অভ্যুত্থানের পর একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা। এ প্রসঙ্গে মার্কিন গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, নিরাপত্তা বাহিনীর এ ধরনের পদক্ষেপ ‘খুবই ভয়ঙ্কর।’ তিনি বলেন, ‘আমি খবর পেয়েছি দেশটিতে নিরাপত্তা বাহিনীর লাগামহীন অভিযানে অনেক মানুষ নিহত হয়েছে যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। আর এ ধরনের পদক্ষেপ একেবারে জঘন্য।’  এদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভয়াবহ এ সহিংসতাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে। ইইউ বৈদেশিক নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে জানান, মিয়ানমারের সামরিক বাহিনী গতকাল যে রক্তপাত ঘটিয়েছে তা খুব ভয়ঙ্কর এবং লজ্জার।

চিনের পরীক্ষাগার থেকে নয়, প্রাণীদের থেকেই ছড়িয়েছে করোনা : ডব্লিউএইচও– দৈনিক নয়াদিগন্ত

গত বছর বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে আঙুল উঠেছিল চিনের দিকে। অনেক দেশ অভিযোগ করেছিল, চিনের একটি পরীক্ষাগার থেকে কোনোভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু ওই অভিযোগ সত্যি নয় বলেই জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বরং এই ভাইরাস বাদুরের শরীর থেকে প্রাণীদের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়েছে বলেই জানিয়েছে ডব্লিউএইচও।

সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, তাদের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রাথমিক রিপোর্ট এসেছে। সম্প্রতি চিনে গিয়ে একটি গবেষণা চালিয়েছে সংস্থাটি। এই গবেষণায় চিনা সরকারও যুক্ত ছিল। ওই গবেষণার রিপোর্ট অবশ্য এখনো প্রকাশিত হয়নি। কিন্তু প্রাথমিক যে রিপোর্ট হাতে এসেছে তাতে বলা হয়েছে, চিনের ল্যাবরেটরি থেকে কোনোভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। তার বদলে দেখে মনে হচ্ছে বাদুরের শরীর থেকে প্রাণীদের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস।

একদিনে সর্বোচ্চ শনাক্ত ৫১৮১, আরো ৪৫ জনের মৃত্যু– দৈনিক মানবজমিন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৪৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫১৮১ জন। দেশে করোনায় এটাই সবচেয়ে বেশি শনাক্ত।  মোট শনাক্ত ৬ লাখ  ৮৯৫জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ২০৭৭জন এবং এখন পর্যন্ত ৫ লাখ  ৩৮হাজার ১৮জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।এতে আরো জানানো হয়, ২২৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮হাজার ৬৮৮টি নমুনা সংগ্রহ এবং ২৮হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৬লাখ  ১৭হাজার২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৩৮শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।। 

গঢ়চিরৌলীতে ২ দিন গুলির লড়াই, হত ৫ মাওবাদী, উদ্ধার হল প্রেশার কুকার বোমা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

গঢ়চিরৌলীতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত ৫ মাওবাদী। শনিবার মহারাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনী সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। সেই লড়াই গড়ায় সোমবার সকাল পর্যন্ত। সোমবার সকাল ৭.৩০ নাগাদ নিরাপত্তাকর্মীদের গুলিতে মৃত্যু হয় ৫ মাওবাদী সদস্যের।

পুলিশ জানিয়েছে, মাওবাদীদের ২৫ জনের একটি দলের বিষয়ে বিস্তারিত তথ্য ছিল বিশেষ বাহিনীর কাছে। পুলিশে ডিআইজি সন্দীপ পাটিল জানিয়েছেন, ‘‘গোপন তথ্যের ভিত্তিতে একটি অপরেশন চালায় মহারাষ্ট্র পুলিশের সি৬০ নামে বিশেষ পুলিশ বাহিনী। দু’দিন ধরে লড়াই চলার পর বাহিনীর সঙ্গে সোমবার সকাল ৭.৩০ থেকে চূড়ান্ত গুলির লড়াই শুরু হয় মাওবাদীদের ২৫ জনের একটি দলের। লড়াইয়ে মাওবাদীদের ওই দলের ৩ জন পুরুষ ও ২ জন মহিলার মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়।’’ মাওবাদীদের থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি ‘প্রেশারকুকার বোমা’, ৩০৩ রাইফেল, গুলি, বোমার তার ও বিস্ফোরক দ্রব্য

জীবন বাজি রেখে যাঁরা তৃণমূলকে জিতিয়েছেন, তাঁরাই এখন গদ্দার’‌!‌ মমতাকে খোঁচা দিলীপের‌-আজকাল

শেষ বেলায় নন্দীগ্রামে প্রচার চলছে জোরকদমে। একে অন্যকে তোপ দাগা চলছে লাগাতার। এই পরিস্থিতিতে বারবার তৃণমূলত্যাগী অধিকারী পরিবারকে ‘‌গদ্দার’‌, ‘‌মীরজাফর’‌ বলে দাগাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারীও। এবার তাঁর হয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতাকে পাল্টা ‘‌গদ্দার’‌ বললেন দিলীপ বাবুও। সেই সঙ্গে বললেন, এককালে যাঁরা তাঁকে নন্দীগ্রামে জিতিয়েছিলেন, আজ তাঁদেরই গদ্দার বলছেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষের খোঁচা, ‘‌উনি কংগ্রেস ছেড়ে এসে গদ্দারি করেননি? ওঁর মুখে গদ্দারির কথা মানায় না। কাউকে গদ্দার বলার কোনও অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই।’‌এখানেই থামেননি তিনি। টেনে এনেছেন অতীতের প্রসঙ্গ। বললেন, ‘‌একটা সময় নিজের জীবন বাজি রেখে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী ও তাঁদের পরিবারের লোকজন তৃণমূলকে নন্দীগ্রামে জিতিয়েছে। তাঁরা এখন গদ্দার হয়ে গেল?‌ অধিকারী পরিবার একটা সময় তৃণমূলের জন্য অনেক কিছু করেছে। তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন?‌

প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে বিপজ্জনক হয়ে গেল?’, পাসপোর্ট না পেয়ে কেন্দ্রকে তোপ মেহবুবার-দৈনিক সংবাদ প্রতিদিন

পাসপোর্ট পেলেন না জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা PDP নেত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। দেশের নিরাপত্তায় ব্যাঘাত ঘটতে পারে, এই কারণেই তাঁকে পাসপোর্ট দেওয়া হয়নি। টুইটে এমনটাই জানালেন মুফতি। আর সেই সঙ্গেই কেন্দ্রের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। তাঁর প্রশ্ন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী কীভাবে দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারেন?

সাবেক মুখ্যমন্ত্রী তথা নেত্রী মেহবুবা মুফতি

জানা গিয়েছে, সম্প্রতি পাসপোর্টের জন্য স্থানীয় অফিসে আবেদন জানিয়েছিলেন মেহবুবা মুফতি। কিন্তু সিআইডির একটি রিপোর্ট অনুযায়ী, তিনি দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। আর এই কারণেই তাঁকে পাসপোর্ট ইস্যু করা হয়নি। এরপরই মেহবুবার টুইট, “আমি নাকি দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক, সিআইডির এই রিপোর্ট দেখিয়ে পাসপোর্ট অফিস আমার পাসপোর্ট ইস্যু করেনি। ২০১৯ সালের আগস্ট মাস থেকে কাশ্মীরের পরিবেশ এতটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে যে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক।”

পার্সটুডে/ বাবুল আখতার /২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

ট্যাগ