কথাবার্তা: বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত- পাক রাষ্ট্রদূত
শ্রোতা/পাঠক! ৩১ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব : আত্মরক্ষায় ব্যস্ত ছিল পুলিশ!--কালের কণ্ঠ
- আনোয়ার ইস্পাতের ঋণ জালিয়াতি, হাজার কোটি টাকা আত্মসাৎ! -যুগান্তর
- হেফাজতের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল-ইত্তেফাক
- আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি-কাদের মির্জা–প্রথম আলো
- উল্টোপথে বাংলাদেশ– মানবজমিন
- সংক্রমণ গত বছরের চেয়েও ঊর্ধ্বমুখী-সমকাল
- ব্রাহ্মণবাড়িয়ার বাতাসে শুধুই পোড়া গন্ধ-সমকাল
- কোয়ারেন্টিন থেকে পালানো দুই যুক্তরাজ্য প্রবাসী কারাগারে-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি হতে পারে-আনন্দবাজার পত্রিকা
- ভারত এক ইঞ্চি জমি ভারত হারায়নি, জানালেন সেনাপ্রধান-সংবাদ প্রতিদিন
- আলোচনার জন্য ‘উপযুক্ত পরিবেশ’ তৈরি হোক, মোদির চিঠির জবাবে কাশ্মীর নিয়ে খোঁচা ইমরানের-আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করেছে আমেরিকা। কীভাবে দেখছেন বিষয়টিকে?
২. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করছেন। চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জারিফ। আসলে কী বাইডেন ট্রাম্পের পথ অনুসরণ করছেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
হেফাজতের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নেতা, মন্ত্রী, অনেক সরকারি মিডিয়ায় প্রচার করা হয়েছে ‘হেফাজতকে বিএনপি ইন্ধন দিয়েছে। কর্মসূচি পালনে সমর্থন দিয়েছে।’ কিন্তু হেফাজতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি নয়, উসকানি তো দিয়েছে সরকার। প্রথম থেকে উসকানি দিয়ে আজকে এই অবস্থার সৃষ্টি করেছে তারা।’
গতকাল মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আপনারা লক্ষ করে দেখবেন যে, প্রতিবাদ মিছিলের ওপর পুলিশ আক্রমণ করেছে। আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করেছে। স্বাধীনতার ৫০ বছর যখন সমগ্র জাতি পালন করছে তখন এই অবৈধ সরকারের পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসী পেটুয়া বাহিনীর গুলিতে ও আক্রমণে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়ীয়ায় সাধারণ মানুষের রক্ত ঝরেছে।’
মির্জা ফখরুল বলেন, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়ীয়াতে হত্যাযজ্ঞের প্রতিবাদে আমরা কর্মসূচি দিয়েছি। গত কয়েক দিনে আমাদের হিসাব অনুযায়ী ১৫ জন মানুষ প্রাণ হারিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদের প্রতিবাদ ছিল স্বাধীনতা দিবসে মানুষ হত্যার প্রতিবাদে। হেফাজতের সঙ্গে আমাদের এই কর্মসূচিগুলোর কোনো সংশ্রব নেই। হেফাজত কোনো রাজনৈতিক সংগঠনও নয়। সরকার যেহেতু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ আমরা করছি। করোনা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার ১৮ দফা নির্দেশনা দিয়েছে, কিন্তু বাস্তবায়নের কোনো লক্ষণ দেখছি না। সরকারের উদ্যোগটা কোথায়?
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব : আত্মরক্ষায় ব্যস্ত ছিল পুলিশ!-কালের কণ্ঠ
ছেলে বৌকে নিয়ে বিভৎসতা দেখতে বেরিয়েছেন রেহেনা বেগম। কাঁপা কণ্ঠে বললেন, ‘সবই তো শেষ। আর বাকি রইলো কি। মানুষ এত খারাপ হতে পারে ভাবা যায় না। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কি দোষ করছিলো তারাই ভালো জানে।’ মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর সোয়া একটার ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে দাঁড়িয়ে কথা হচ্ছিল পৌর মেড্ডার ওই নারীর সঙ্গে।
এর একটু আগে কথা হয় বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রার সঙ্গে। সদর উপজেলা ভূমি অফিস দেখে বেরিয়ে যাচ্ছিলেন তিনি। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘একাত্তরের বর্বরতাকেও হার মানিয়েছে নারকীয় এ তাণ্ডব। একাত্তরে পাক হানাদার বাহিনী যতটুকু না করেছে স্বাধীন বাংলার তাদের কিছু দোসর এর চেয়ে বেশি ঘটিয়েছে। আমরা এর বিচার চাই।’ব্রাহ্মণবাড়িয়ায় নারকীয় তাণ্ডবের পর এখনো পোড়া গন্ধ চারদিকে। ধ্বংসযজ্ঞের চিহ্ন সর্বত্র। সুরের রাজধানীতে অসুরের তাণ্ডব দেখতে আসা অনেকের চোখ গড়িয়ে পড়ছে পানি। তবুও ভীতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে মানুষ। সরজমিনে ঘুরে তাণ্ডবে অন্তত কয়েকশ’ কোটি টাকার ক্ষতি হওয়ার ধারণা পাওয়া যায়। এছাড়া পুড়ে ছাই হয়েছে অনেক অমূল্য সম্পদ।
আনোয়ার ইস্পাতের ঋণ জালিয়াতি, হাজার কোটি টাকা আত্মসাৎ! যুগান্তর
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের নামে অন্তত ২৫টি ব্যাংক থেকে হাজার কোটি টাকা নিয়েছে আনোয়ার ইস্পাত। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্টদের দৃষ্টি এড়াতে প্রতিষ্ঠানটির ছিল অভিনব কৌশল। সেখানে প্রতিটি ঋণ প্রায় আড়াই কোটি টাকা করে নেয়া হয়েছে। এভাবে বারবার ছোট ছোট চেকে নেয়া হয় হাজার কোটি টাকার ঋণ।
বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সংশ্লিষ্টরা মনে করছেন, পুরো টাকাটা আত্মসাৎ করা হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে টাকা আত্মসাতের জন্য এসপিএস ট্রেডিং নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়। এ প্রতিষ্ঠানের নামেই টাকা সরিয়েছে আনোয়ার ইস্পাত। আর পণ্যের কাঁচামাল কেনার নামে ব্যাংক থেকে টাকা সরানো হয়।
এক্ষেত্রে এসপিএস ট্রেডিং নামের ওই ভুয়া প্রতিষ্ঠানকে টাকা পরিশোধের দিন বা একদিন পরেই আনোয়ার গ্রুপের অপর প্রতিষ্ঠানে সমপরিমাণ টাকা ফেরত দেয়ার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, টাকাগুলো বিদেশে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানকে পণ্যের মূল্য পরিশোধের কোনো প্রশ্নই আসে না। এছাড়া এক হাজার কোটি টাকা লেনদেনের বিপরীতে ১৫ শতাংশ ভ্যাট ফাঁকি দিয়েছে তারা। যার অঙ্ক ১৬১ কোটি ৭০ লাখ টাকা।
কারাবন্দি থেকেই ব্যবসায় শীর্ষ জঙ্গিরা-বাংলাদেশ প্রতিদিন
নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা কারাগারে বসেই ব্যবসা করছে। গড়ে তুলেছে সরবরাহ প্রতিষ্ঠান। অসাধু কিছু কারা সদস্যকে ম্যানেজ করে শুরু করা এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা পৌঁছে যাচ্ছে কারাবন্দী জঙ্গি এবং তাদের পরিবারের সদস্যদের কাছে। ব্যবসার মূলধন এবং সংগঠনের তহবিল সংগ্রহের জন্য কারাবন্দী জঙ্গিদের নির্দেশেই তাদের একটি অংশ বর্তমানে ডাকাতিসহ নানা অপরাধে লিপ্ত। অবাক করা তথ্য হলো- এসব কিছু হচ্ছে ভয়ংকর অপরাধী এবং কারাবন্দী শীর্ষ জঙ্গিদের জন্য তৈরি করা কাশিমপুরের হাই সিকিউরিটি জেলে। গত সোমবার পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে দুই জঙ্গিকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর এমন তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিম। আসিফুর রহমান আসিফ (২৬) ও পিয়াস শেখ (২৮) নামে এই দুই জঙ্গিকে গতকাল আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে সোমবার রাতে ডিবির পরিদর্শক মাহবুবুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা ( নম্বর ৭০) করেন।
বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত: পাকিস্তানের রাষ্ট্রদূত-বাংলাদেশ প্রতিদিন
১৯৭১ সালে নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি। বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (৩০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: স্বাধীনতার মহান নেতা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে দূতাবাস। এতে আলোচনায় অংশ নেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি। তিনি আরও বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা যে নৃশংসতা চালিয়েছিল, তার ক্ষমা হতে পারে না। ক্ষমা চাওয়ার পাকিস্তানের জনগণের মধ্যেও দাবি ওঠা উচিৎ।
উল্লেখ্য, পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। তিনি বর্তমানে হাডসন ইন্সটিটিউটে ফেলো হিসেবে নিয়োজিত।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশের জনগণও চায় যে পাকিস্তান ১৯৭১ সালের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুক। আমরা এখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। এই উপলক্ষ্যে পাকিস্তান এখন গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বার্তা পাঠিয়েছেন, তবে সেই বার্তায় একত্তরের গণহত্যার ঘটনায় তারা কোনো ক্ষমা চায়নি।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
চাকরি দেব, অনুরোধ করছি বিজেপিকে ভোট দেবেন না', বিরোধীদের রুখতে মরিয়া মমতা-সংবাদ প্রতিদিন
পশ্চিমবঙ্গে ভোট যুদ্ধ শুরু হয়েছে।তৃতীয় দফায় ৬ এপ্রিল গোঘাট আসনে ভোট। তার আগে আজ গোঘাটে নির্বাচনি জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি আবারও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন। মমতা জনতাকে অনুরোধ জানিয়ে বললেন,আপনারা বিজেপিকে একটি ভোটও দেবেন না। পায়ের চোট এখনও সারেনি তারপরও জোরকদমে প্রচার চালাচ্ছেন। তিনি বিজেপি আক্রমণ করে বলেন, বিজেপি বাংলাকে ঘৃণা করে। বারবার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আবেদন করা হলেও কেন্দ্রের পক্ষ থেকে সম্মতি মেলেনি। তিনি হাথরাসের উদাহরণ টেনে বলেন, বাংলাকে হাতরাস হতে দেব না, একটি মেয়ের গায়েও কাউকে হাত দিতে দেব না। তৃণমূল নেত্রী আমজনতাকে আশ্বাস দিয়ে বলেন, “চাকরি দেব, কর্মসংস্থান হবে, কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী সব পাবেন, শুধু অনুরোধ করব কেউ বিজেপিকে ভোট দেবেন না।”
আলোচনার জন্য ‘উপযুক্ত পরিবেশ’ তৈরি হোক, মোদির চিঠির জবাবে কাশ্মীর নিয়ে খোঁচা ইমরানের-আজকাল
পাকিস্তান দিবসে পড়শি দেশকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই চিঠির জবাবে কাশ্মীর প্রসঙ্গ তুলে আনলেন ইমরান খান। সেই নিয়ে খোঁচা দিয়ে লিখলেন, আলোচনার জন্য ‘উপযুক্ত পরিবেশ’ তৈরি করা বাধ্যতামূলক। তাহলেই একমাত্র ভারত এবং পাকিস্তান দুই দেশের সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।
গত সপ্তাহে পাক প্রধানমন্ত্রী ইমরানকে পাকিস্তান দিবসের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন মোদি। লিখেছিলেন, ভারত সব সময় পাকিস্তানের সঙ্গে ‘আন্তরিক’ সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু এজন্য সন্ত্রাসমুক্ত ও বিশ্বাসের আবহ ‘বাধ্যতামূলক’।
জবাবে মোদিকে ধন্যবাদ জানিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান লিখলেন, পাকিস্তানের মানুষও ভারত সহ সমস্ত প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। ২৯ মার্চের তারিখ দেওয়া চিঠিতে লেখা রয়েছে, ‘ভারত এবং পাকিস্তানের মধ্য নিষ্পত্তি না হওয়া বিষয়, বিশেষত জম্মু ও কাশ্মীর নিয়ে আলোচনা হলেই একমাত্র গোটা দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরতে পারে।’
লাদাখে এক ইঞ্চি জমিও হারায়নি ভারত, জানিয়ে দিলেন সেনাপ্রধান-সংবাদ প্রতিদিন
ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে বললেন,ভারত লাদাখে এক ইঞ্চি জমিও হারায়নি। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায়-ভারত-চীন মুখোমুখি সংঘর্ষ প্রসঙ্গে এমন মন্তব্য করলেন সেনাপ্রধান নারাভানে। তিনি বলেন, গতমাস থেকে উত্তেজনা নিষ্ক্রিয়করণের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা ঐ এলাকার শান্তির জন্যই। উল্লেখ্য গত এপ্রিলে পূর্ব লাদাখে ভারত ও চীনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং তাতে উভয়পক্ষের বেশ কিছু সংখ্যক সেনা জওয়ানের মৃত্যু হয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।