এপ্রিল ২৩, ২০২১ ১৮:২৩ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৩ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • রোববার থেকে দোকানপাট, শপিং মল খোলা-যুগান্তর 
  • করোনার টিকা ভারতবিহীন চীনা জোটে ঢাকার সায় -মানবজমিন
  • অগ্রিম টাকা দিয়েও টিকা পাচ্ছে না বাংলাদেশ-ইত্তেফাক
  • টিকার এক ডোজেই কমে আক্রান্ত হওয়ার ঝুঁকি -সমকালকারাগারে যাচ্ছেন স্বামী, সঙ্গে ইয়াবা
  • দিতে গিয়ে গ্রেফতার স্ত্রী–প্রথম আলো
  • বেরিয়ে আসছে হেফাজত নেতাদের আর্থিক দুর্নীতির প্রমাণ, সমঝোতার চেস্টা-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • খেলা শেষ, টিএমসি লস্ট, ভোটে শেষের আগেই ঘোষণা করে টুইট দিলীপের-সংবাদ প্রতিদিন
  • দিল্লির গঙ্গারাম হাসপাতালে শ্বাসকষ্টে প্রাণ হারালেন ২৫ জন, অক্সিজেনের–আজকাল
  • অক্সিজেনের অভাবে বন্ধ হচ্ছে হাসপাতালের দরজা-আমরা শ্বাস নিতে পারছি না-গণশক্তি

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর।

উগ্র সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বিএনপি: ওবায়দুল কাদের -ইত্তেফাক

ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক দানবের প্রকাশ্য পৃষ্ঠপোষক দল হচ্ছে বিএনপি। তিনি বলেন ঢাকা, চট্রগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের সব ঘটনাই বিএনপি জড়িত ছিলো। ওবায়দুল কাদের শুক্রবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অসহায়, কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার নেতৃত্বে এখন দুইটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, প্রথমটি হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা আর দ্বিতীয়টি হচ্ছে জীবিকার জন্য খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো।

সরকার সামান্য সমালোচনাও সহ্য করতে পারে না: ফখরুল-মানবজমিন

বর্তমান সরকার জনগণের সরকার নয় বলেই সামান্যতম সমালোচনাও সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, অনৈতিক সরকারের ব্যর্থতা, অযোগ্যতা, দমন-নিপীড়ণ, গণতন্ত্র ও গণবিরোধী কার্যকলাপ এবং ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট, অনৈতিকতা, অনিয়ম, বেপরোয়া আচরণ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির জন্য ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক, সাংবাদিক, কবি, কার্টুনিষ্ট, মানবাধিকার ও রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার ও তাদের ওপর ধারাবাহিক নিষ্ঠুর জুলুম চলছে। গণতান্ত্রিক অধিকার খর্বের পর এখন এই কালো আইন ব্যবহার করা হচ্ছে, যাতে মানুষ নিজেদের কষ্ট ও ক্ষোভ ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্ত করতে না পারে।

অগ্রিম টাকা দিয়েও টিকা পাচ্ছে না বাংলাদেশ-ইত্তেফাক

অর্থ পরিশোধ করেও করোনার ভ্যাকসিন পাচ্ছে না বাংলাদেশ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা আনতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে গত বছরের ৫ নভেম্বর যে চুক্তি হয়েছিল তাতে বলা হয়, প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৩ কোটি ডোজ টিকা রপ্তানি করবে এবং সে অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সেই প্রতিশ্রুতি অনুযায়ী টিকা পাচ্ছে না। অথচ টিকা দেবে বলে অগ্রিম দেড় কোটি ডোজ টিকার মূল্য বাবদ ৫১০ কোটি টাকা আগেই নিয়েছে সিরাম ইনস্টিটিউট। কিন্তু গত দুই মাসে টিকার কোনো চালান আসেনি। কবে নাগাদ টিকার চালান আসতে পারে, তা কেউ বলতে পারছে না।

সিরাম ইনস্টিটিউট থেকে এ পর্যন্ত দুটি চালানে ৭০ লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে ৩৩ লাখ ডোজ টিকা। ক্রয় ও উপহার হিসেবে বাংলাদেশ ভারত থেকে পেয়েছে ১ কোটি ৩ লাখ ডোজ টিকা।

কিন্তু এখনো পর্যন্ত দেশে প্রথম ডোজ টিকা যে সংখ্যক মানুষ নিয়েছেন, তাতে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে প্রায় ১০ লাখ ডোজ টিকার ঘাটতি রয়েছে। এতে প্রথম ডোজ নিতে পারলেও ১০ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কায় রয়েছেন।

করোনার টিকা ভারতবিহীন চীনা জোটে ঢাকার সায়-মানবজমিন

করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহে চীনের নেতৃত্বে নতুন এক প্ল্যাটফরমে যোগ দিচ্ছে বাংলাদেশ। জরুরি প্রয়োজনে এই উৎস থেকে সদস্য দেশগুলো ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে। চীনের নেতৃত্বাধীন ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’- নামের প্ল্যাটফর্মে আরও যুক্ত হয়েছে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতাকে ভিত্তি করে এই প্ল্যাটফর্ম গঠন করা হলেও সেখানে ভারত নেই। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে একটি চুক্তির আওতায় ৩ কোটি ডোজের বিপরীতে বাংলাদেশ ইতিমধ্যে প্রায় ১ কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংগ্রহ করেছে। করোনা পরিস্থিতির অবনতি ঘটায় ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেয় প্রতিবেশী ভারত।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

করোনার চিত্র ভারতজুড়ে এমন-যে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, দেশ জুড়ে চিতার আগুনে আকাশ ভারি হয়ে উঠেছে। আজকালের খবর- দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে মারা গেছেন ২৫ জন। তাছাড়া দিল্লির কমপক্ষে আরও দুইটি হাসপাতালে অক্সিজেন শেষ হতে চলেছে। শুক্রবার সকালে "এসওএস" পাঠানো একটি টুইট বার্তায় ম্যাক্স হেলথ কেয়ার জানিয়েছে যে ম্যাক্স স্মার্ট হাসপাতাল এবং ম্যাক্স হাসপাতাল সাত ঘণ্টার বেশি সময় ধরে তারা তাজা অক্সিজেনের অপেক্ষায় আছেন। এই দুই হাসপাতালে প্রায় ৭০০ রোগী ভর্তি আছেন। এদিকে মর্মান্তিক ভাবে মহারাষ্ট্রের করোনা হাসপাতালে আগুন, ১৩ আইসিইউ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

রাজ্যেও সঙ্কট! বাংলায় তৈরি অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো নিয়ে কেন্দ্রকে তোপ মমতার-এইসময়, আনন্দবাজার পত্রিকাসহ বেশ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে,

রাজ্যের হাতে এই মুহূর্তে ২০ হাজার অক্সিজেন সিলিন্ডার রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিনে এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর অভিযোগ, করোনা সংক্রমণের এই বিপজ্জনক পরিস্থিতিতেও কেন্দ্র রাজ্যের সঙ্গে দুয়োরানির মতো আচরণ করছে। অক্সিজেনের এই সঙ্কটকালেও রাজ্যে তৈরি হওয়া অক্সিজেন রাজ্যের বাইরে পাঠানোর নির্দেশ দিচ্ছে কেন্দ্র। তা বরাদ্দ করছে অন্য রাজ্যের জন্য। 

তবে সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রীর এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, এসব আসলে নির্বাচনী গিমিক। মিথ্যা বলে প্রচার চালানো হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী বৈষম্যের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, বণ্টন নীতি মেনেই রাজ্যগুলিকে ভ্যাকসিন দেয়া হচ্ছে।

'খেলা শেষ, TMC লস্ট', ভোট শেষের আগেই ফল ঘোষণা করে টুইট দিলীপের-সংবাদ প্রতিদিন

ভোট শেষের আগেই টুইটে ফল ঘোষণা করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ! লিখলেন, “খেলা শেষ, টিএমসি লস্ট”। যা নিয়ে ফের শুরু বিতর্ক। সমালোচকদের প্রশ্ন, ভোট না মিটতেই কীভাবে ফল জানলেন দিলীপ? যদিও সাংসদের এই টুইট মনোবল বাড়িয়েছে দলীয় কর্মীদের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।