করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে উদ্বেগ কিন্তু মানুষের হুঁশ নেই!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ মে রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- করোনা নতুন ধরনে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- ভারতীয় ভ্যারিয়েন্ট, বাংলাদেশে উদ্বেগ, টিকা নিয়ে অনিশ্চয়তা - মানবজমিন
- খালেদা জিয়া করোনামুক্ত, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: ফখরুল -কালের কণ্ঠ
- শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি দেখলেই ঝাঁপিযে পড়ছেন যাত্রীরা-প্রথম আলো
- টিকায় দমছে না ভারীয় ব্যারিয়েন্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা-দৈনিক যুগান্তর
- সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে এবার 'আদালত অবমাননার' অভিযোগ -দৈনিক সমকাল
- খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সম্পূর্ণ মানবিক, এটি রাজনীতির ঊর্ধ্বে -বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- টানা ৪ দিন দেশে ৪ লক্ষের বেশি সংক্রমণ, দৈনিক মৃত্যুও ৪ হাজারের বেশি-আনন্দবাজার পত্রিকা
- দিল্লিতে বাড়ল লকডাউনের মেয়াদ, বন্ধ মেট্রোও, অন্য রাজ্যেও কড়াকড়ি অব্যাহত -দৈনিক সংবাদ প্রতিদিন
- ক্ষমার অযোগ্য’: ভারতে কোভিড পরিস্থিতি নিয়ে মোদির তীব্র সমালোচনা ল্যানসেটের –আজকাল
- ভ্যাকসিন সংগ্রহের চেষ্টাই করেনি- কেন্দ্র- গণশক্তি
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতির কারণে সচেতন হওয়ার জন্য দেশবাসীকে বলেছেন, একটা ঈদ বাড়িতে না করলে কি হয়? যুগান্তরের শিরোনাম এটি। তবে দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম- ‘যত কষ্টই হোক পরিবারের সঙ্গে ঈদ করব’। এতে লেখা হয়েছে, মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাগজে-কলমে বন্ধ রয়েছে নৌপথও। তারপরও ঘরমুখো মানুষের স্রোত প্রতিদিনই বাড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে যাচ্ছে মানুষ। ফেরি বন্ধ থাকায় নানাভাবে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছে মানুষ। অনেকেই মাছ ধরা ট্রলারেই পাড়ি দিচ্ছেন খরস্রোতা পদ্মা। ফলে যেকোনো মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকছে।

রোববার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে হাজার হাজার যাত্রীকে অপেক্ষমাণ দেখা গেছে। যাত্রীরা আশায় আছেন গতকালের মত যদি দুএকটা যাত্রীবাহী ফেরি ছেড়ে যায়! এদিকে উত্তরবঙ্গে প্রবেশের রাস্তাগুলোতেও দিন দিন ঘরমুখো মানুষের স্রোত বাড়ছে। অনেকে বলেন, খানিক কষ্ট হয় হোক পরিবারের সঙ্গেই ঈদ করব। তাদের অভিযোগ, আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি ও ঝুঁকি দুটোই বাড়ছে।

আর প্রথম আলোর এ সম্পর্কিত খবরের শিরোনাম-বাংলা বাজার ঘাটে গিজগিজ করছে মানুষ।এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা নিয়ে ভারত থেকে বিপজ্জনক বার্তা পাছ্ছে বাংলাদেশ। আর মানবজমিনের খবর- এপির রিপোর্ট ভারতীয় ভ্যারিয়েন্ট, বাংলাদেশে উদ্বেগ, টিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মতামত-ভিসির দপ্তর ও তাঁহাদের পৈতৃক তেজারতি-প্রথম আলো
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) দপ্তর নিশ্চিত লঙ্কাপুরী। যিনিই সেই পুরীতে ঢুকছেন, তিনিই যথেচ্ছাচার করছেন। একেক সময় একেক ভিসির গগনচুম্বী দুর্নীতি দেখে মনে হয়, উনিই চ্যাম্পিয়ন, উনি দুর্লঙ্ঘ্য। কিন্তু কিসের কী! কয়েক দিনের মধ্যেই দেখা যায়, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি এমন রেকর্ড গড়ে ফেলেন যে আগেরজনের কাজকারবারকে মনে হয় নিতান্ত বালখিল্য। কদিন বাদে তাঁকেও টপকে যান অন্য কোনো দুর্নীতির উসাইন বোল্ট।
দেশে এখন এক ডজনেরও বেশি সাবেক ও বর্তমান উপাচার্যের অনিয়ম–দুর্নীতির (লোকাল বাংলায় এগুলোকে ‘চুরিধারি’ বলে) তদন্ত চলছে। এর মধ্যে ১০ জনই গদিনশিন। এদের অনিয়মের রেকর্ড খুবই বর্ণাঢ্য। অধুনা তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য এম আবদুস সোবহান। শুভ্রশশ্রুমণ্ডিত সৌম্যকান্তি এই শিক্ষক দায়িত্ব পালনকালে যে দৃষ্টান্তমূলক কাণ্ডকারখানা করে গেছেন, তা আর বলার না। সর্বশেষ ভেলকি হিসেবে তিনি তাঁর মেয়াদের শেষ কর্মদিবসে সাংবাদিকতাসহ বিভিন্ন পেশা ও নেশায় নিয়োজিত ১৪১ জনকে বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োগ দিয়ে জাতীয় কর্মসংস্থান বাজারে অননুকরণীয় অবদান রেখে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) দপ্তর নিশ্চিত লঙ্কাপুরী। যিনিই সেই পুরীতে ঢুকছেন, তিনিই যথেচ্ছাচার করছেন। একেক সময় একেক ভিসির গগনচুম্বী দুর্নীতি দেখে মনে হয়, উনিই চ্যাম্পিয়ন, উনি দুর্লঙ্ঘ্য। কিন্তু কিসের কী! কয়েক দিনের মধ্যেই দেখা যায়, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি এমন রেকর্ড গড়ে ফেলেন যে আগেরজনের কাজকারবারকে মনে হয় নিতান্ত বালখিল্য। কদিন বাদে তাঁকেও টপকে যান অন্য কোনো দুর্নীতির উসাইন বোল্ট।
দেশে এখন এক ডজনেরও বেশি সাবেক ও বর্তমান উপাচার্যের অনিয়ম–দুর্নীতির (লোকাল বাংলায় এগুলোকে ‘চুরিধারি’ বলে) তদন্ত চলছে। এর মধ্যে ১০ জনই গদিনশিন। এদের অনিয়মের রেকর্ড খুবই বর্ণাঢ্য। অধুনা তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য এম আবদুস সোবহান। শুভ্রশশ্রুমণ্ডিত সৌম্যকান্তি এই শিক্ষক দায়িত্ব পালনকালে যে দৃষ্টান্তমূলক কাণ্ডকারখানা করে গেছেন, তা আর বলার না। সর্বশেষ ভেলকি হিসেবে তিনি তাঁর মেয়াদের শেষ কর্মদিবসে সাংবাদিকতাসহ বিভিন্ন পেশা ও নেশায় নিয়োজিত ১৪১ জনকে বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োগ দিয়ে জাতীয় কর্মসংস্থান বাজারে অননুকরণীয় অবদান রেখে গেছেন।
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে এবার 'আদালত অবমাননার' অভিযোগ-সমকাল

আদালতের রায় উপেক্ষা করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট তৈরির জন্য গাছ কাটার ঘটনায় এবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই অভিযোগ করেন। পরে আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আকতার এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল চাওয়ার পাশাপাশি উদ্যানের গাছ কাটা বন্ধ করা, রেস্তোরাঁ নির্মাণ কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি কোন প্রকল্পের অধীনে সরকার উদ্যানে কী কী কাজ করছে তার বিস্তারিত একটি প্রতিবেদন হলফনামা করে আদালতে দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে রেস্টুরেন্ট তৈরির জন্য গাছ কাটা বন্ধে উল্লেখিত তিন জনকে গত বৃহস্পতিবার আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

নোটিশে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা বন্ধ করে রেস্টুরেন্ট/দোকান স্থাপনের কার্যক্রম বাতিল করার জন্য বলা হয়। অন্যথায় আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে এতে উল্লেখ করা হয়।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
টানা ৪ দিন দেশে ৪ লক্ষের বেশি সংক্রমণ, দৈনিক মৃত্যুও ৪ হাজারের বেশি-আনন্দবাজার পত্রিকা
দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৪ লক্ষের বেশি। এই নিয়ে পর পর ৪ দিন আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের বেশি হল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৭৩৮ জন। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যাও ৪ হাজারের বেশি।দেশে কোভিড সংক্রমণের হার প্রতিদিন বাড়ছে।টিকায় দমছে না ভারীয় ব্যারিয়েন্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ক্ষমার অযোগ্য’: ভারতে কোভিড পরিস্থিতি নিয়ে মোদির তীব্র সমালোচনা ল্যানসেটের –আজকাল/সংবাদ প্রতিদিন

ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকেই দায়ী করল আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক পত্রিকা ‘ল্যানসেট। মৃত্যুর মিছিল চলছে ভারতে। আন্তর্জাতিক মেডিকেল জার্নাল স্পষ্ট জানিয়ে দিল, ‘নিজের দোষেই এই জাতীয় সঙ্কট’তৈরি করেছেন প্রধানমন্ত্রী।শনিবার ল্যানসেটের সম্পাদকীয়তে বলা হয়েছে, মোদি সরকার যেভাবে কোভিড পরিস্থিতিকে খাটো করে দেখেছে, করোনার এই দ্বিতীয় ঢেউ ভারত নিজেই ডেকে এনেছে। সংবাদ প্রতিদিন লিখেছে, দিল্লিতে বাড়ল লকডাউনের মেয়াদ, বন্ধ মেট্রোও, অন্য রাজ্যেও কড়াকড়ি অব্যাহত রয়েছে।
কোভিড নিয়ে পরিকল্পনায় ব্যর্থ, পরপর ভোটে হারে মোদীর জনপ্রিয়তা কমার স্পষ্ট ইঙ্গিত, দিশেহারা দল-আনন্দবাজার পত্রিকা
নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ধরে রাখবেন কী ভাবে? প্রশ্ন শুনে কেন্দ্রীয় মন্ত্রীর উত্তর, “কিছুই বুঝতে পারছি না!”যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনে ধস নেমেছে। এর পরে কোভিডের ধাক্কা সামলাবেন কী ভাবে? লখনউ থেকে ফোনে বিজেপি নেতার একই জবাব— “কিছুই বুঝতে পারছি না!”কংগ্রেস-সহ বিরোধী শিবিরের অভিযোগ, কোভিডের দ্বিতীয় ঢেউ সামলাতে মোদী সরকারের কোনও পরিকল্পনাই নেই। বিজেপি নেতাদেরও বক্তব্য মোটামুটি এক। তার মধ্যেই কোভিডের এই ধাক্কার পরেও যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকে, তার ‘স্ট্র্যাটেজি’ কোথায়, তা নিয়ে চিন্তায় তাঁরা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।