জুলাই ২৩, ২০২১ ১৫:৫৯ Asia/Dhaka

রংধনু আসরের শিশু-কিশোর বন্ধুরা, তোমাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ এবং আমি আকতার জাহান।

ঈদের কথা শুনলেই আনন্দে ভরে ওঠে ছোট-বড় সবার মন। হৃদয়রাজ্যে বয়ে যায় খুশির জোয়ার। আর আন্দোলিত হয় প্রাণ। কারণ ঈদ মানেই খুশি; ঈদ মানেই আনন্দ। তবে ঈদুল আজহা বল্গাহীন কোনো আনন্দের দিন নয়। ঈদুল আজহার অপর নাম 'কুরবানির ঈদ'। মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং তার জন্য একনিষ্ঠ আত্মত্যাগের সবচেয়ে বড় উৎসবের নাম 'ঈদুল আজহা'।

এই দিনটি খোদার প্রতি ভালোবাসাকে প্রমাণ করার দিন। এই ঈদ  আমাদের শেখায় ভোগ নয়, ত্যাগেই রয়েছে আনন্দ। প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখে ত্যাগের উজ্জ্বল মহিমা আর অফুরন্ত আনন্দের সওগাত নিয়ে হাজির হয় এই ঈদ।

তো বন্ধুরা, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবারের মতো এবারো আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে অংশ নিয়েছে ইরান ও বাংলাদেশের একঝাঁক ছোট্টবন্ধু। তাদের গান, কবিতা, ঈদের স্মৃতি ও কুরবানির শিক্ষা দিয়ে সাজানো অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান।

(অনুষ্ঠানটি শুনতে ছবির উপর ক্লিক করুন)

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ