সেপ্টেম্বর ১৪, ২০২১ ২০:১৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৪ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বারাদারের মৃত্যু অস্বীকার করে তালেবানের বিবৃতি–যুগান্তর
  • প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না কমিশন: নির্বাচন কমিশনার কবিতা খানম- প্রথম আলো
  • ১৩০ টাকা বেতনের নুরুল ৪৬০ কোটি টাকা সম্পদের মালিক-ইত্তেফাক
  • বিএনপি নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
  • জাপানি সাবেক স্ত্রীর কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ইমরান-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • দেশের সবচেয়ে ‘ধনী’ ভিখারি! মুম্বইয়ের ভরতের মাসিক আয় শুনলে চমকে উঠবেন-আনন্দবাজার
  • নজরে উত্তর–পূর্ব!‌ রাজ্যসভায় মানসের আসনে তৃণমূলের প্রার্থী সুস্মিতা দেব-আজকাল
  • তথ্য গোপনের অভিযোগ, নন্দীগ্রামের পর ভবানীপুরেও মমতার মনোনয়ন বাতিলের দাবি বিজেপির-সংবাদ প্রতিদিন

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না কমিশন: নির্বাচন কমিশনার কবিতা খানম-প্রথম আলো

গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন হোক, এটা নির্বাচন কমিশন চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছ থেকেও নিরপেক্ষতা আশা করে কমিশন।কবিতা খানম বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তা–ই করবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন কারও কাম্য নয়।

করোনা শনাক্তের হার ৭ শতাংশের নিচে নামলো-ইত্তেফাক

দেশে করোনা পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুর হিসাবে এটা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪ জন। দেশে করোনার ডেলটা ধরনের দাপট শুরু হওয়ার পর এর চেয়ে কম ৩০ জনের মৃত্যুর খবর এসেছিল গত ৭ জুন। 

কম্পিউটার অপারেটর থেকে ৪৬০ কোটি টাকার মালিক, এরপর গ্রেপ্তার-প্রথম আলো

নুরুল ইসলাম

রাজধানীর মোহাম্মদপুর থেকে টেকনাফ বন্দরের সাবেক কম্পিউটার অপারেটর নুরুল ইসলামকে জাল টাকা, ইয়াবা, বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। চাকরিরত অবস্থায় নুরুল বন্দরকেন্দ্রিক প্রভাবশালী দালাল চক্র গড়ে তুলে বিপুল অর্থের মালিক বনে যান। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৪৬০ কোটি টাকা। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আজ এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বারাদারের মৃত্যু অস্বীকার করে তালেবানের বিবৃতি-যুগান্তর

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে তালেবানের শীর্ষ নেতা ও আফগানিস্তানের অস্থায়ী সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যু অস্বীকার করা হয়েছে।  মঙ্গলবার তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এক বিবৃতিতে জানিয়েছেন, তালেবানের সাবেক রাজনৈতিক শাখার প্রধান ও দেশটির উপ-প্রধানমন্ত্রী বারাদার অডিও বার্তা পাঠিয়েছেন। তিনি সংঘর্ষে নিহত বা আহতের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। টুইটারে শাহিন বলেন, এটি মিথ্যা ও সম্পূর্ণ ভিত্তিহীন।

রাজনীতির খবর: বিএনপি নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত : সেতুমন্ত্রী-কালের কণ্ঠ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে ফ্যাসিবাদী বলার আগে বিএনপি নেতাদের আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। তাহলে দেখতে পাবেন নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছেন এবং তাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদী মানসিকতা। আজ সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। সরকার ব্যর্থতা আড়াল করতে দমন-পীড়ন চালাচ্ছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে সেতুমন্ত্রী এমন মন্তব্য করেন। তবে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ নেতারা বিদেশে সুন্দর সুন্দর ক‌টেজ কি‌নে‌ছেন'। অন্যদিকে ভয় আর উৎকণ্ঠায় সরকার মৃতদের নামেও মামলা দিচ্ছে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

দেশের সবচেয়ে ‘ধনী’ ভিখারি! মুম্বইয়ের ভরতের মাসিক আয় শুনলে চমকে উঠবেন-আনন্দবাজার পত্রিকা

ভরত জৈন

দেশের তেমন এক জন ‘ধনী’ ভিখারি হলেন ভরত জৈন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভরতই দেশের সবচেয়ে ‘ধনী’ ভিখারি। তিনি মূলত মুম্বইয়ের প্যারেল এলাকাতে ভিক্ষা করেন। তাঁর মাসিক আয়, সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে।

বছর ঊনপঞ্চাশের ভরতের মাসিক আয় ৭৫ হাজার টাকার বেশি। শুধু তাই নয়, ভরতের দু’টি অ্যাপার্টমেন্ট আছে। যার এক একটির দাম ৭০ লক্ষ টাকা। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে ভরতের সংসার। ভরতের একটি দোকান আছে। ওই দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার টাকা পান তিনি। শুধু ভরতই নন, এই তালিকায় রয়েছেন কলকাতার লক্ষ্মী দাসও।

তথ্য গোপনের অভিযোগ, নন্দীগ্রামের পর ভবানীপুরেও মমতার মনোনয়ন বাতিলের দাবি বিজেপির-সংবাদ প্রতিদিন

মমতা বন্দোপাধ্যায়

নন্দীগ্রামের পর ভবানীপুর। ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের দাবিতে কমিশনে অভিযোগ জানাল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ভবানীপুর উপনির্বাচনে মনোনয়নের আগে তথ্য গোপন করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার বিষয়ে হলফনামায় কোনও তথ্য দেননি মমতা।মঙ্গলবার ভবানীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি তুলে কমিশনকে চিঠি দিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নির্বাচনী এজেন্ট সজল ঘোষ।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪