সেপ্টেম্বর ১৫, ২০২১ ১৬:৫২ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৫ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • শিক্ষায় বড় পরিবর্তন-নতুন শিক্ষাক্রম বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ-প্রথম আলো

  • ফেসবুক-ইউটিউব মনিটরিং করতে মাঠ পুলিশকে আইজিপির নির্দেশ -কালের কণ্ঠ
  • হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা-বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ-মানবজমিন

  • পরীমনিকে দফায় দফায় রিমান্ড, নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই বিচারক -যুগান্তর
  • ঘানি বারাদার নিহত হওয়ার কথা অস্বীকার-সহায়তা দিলেও তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না কেউ-ইত্তেফাক

  • গাজায় মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পাঠাল ইসরায়েল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট-আনন্দবাজার পত্রিকা
  • প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের, বিজেপি প্রার্থীকে চিঠি কমিশনের -সংবাদ প্রতিদিন
  • মুসলিম মহিলার সঙ্গে বাইকে সওয়ার, তারপরই ঘটল বিপত্তি!  -দৈনিক আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

শিক্ষায় বড় পরিবর্তন-নতুন শিক্ষাক্রম বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ-প্রথম আলো

শিক্ষার্থী মূল্যায়নে বড় পরিবর্তন এনে প্রাক্‌–প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত নতুন যে শিক্ষাক্রম বাস্তবায়িত হতে যাচ্ছে, সেটিকে ভালো ও ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাসংশ্লিষ্ট অনেকেই। কিন্তু তাঁরা এ–ও বলেছেন, বিদ্যমান শিক্ষাব্যবস্থায় সারা দেশে এই শিক্ষাক্রম কতটা বাস্তবায়ন করা যাবে, সেটা বড় চ্যালেঞ্জ।

প্রাক্-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন এনে প্রণয়ন করা শিক্ষাক্রমের রূপরেখাটি গত সোমবার অনুমোদন দিয়েছে সরকার

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষাকে যুগোপযোগী করতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মূল ভূমিকায় থাকবেন শিক্ষকেরা। অথচ এখন পর্যন্ত দেশে শিক্ষার্থীর বিপরীতে শিক্ষকের সংখ্যা অনেক কম। আবার শিক্ষকদের একটি বড় অংশের দক্ষতারও ঘাটতি রয়েছে। তাই যোগ্য শিক্ষকের সংখ্যা যেমন বাড়াতে হবে, তেমনি দক্ষতা বৃদ্ধির ওপরও জোর দিতে হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে।

ফেসবুক-ইউটিউব মনিটরিং করতে মাঠ পুলিশকে আইজিপির নির্দেশ -কালের কণ্ঠ

কোনো নাগরিক যাতে সাইবার অপরাধের শিকার না হন সেজন্য ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম কঠোরভাবে নিয়মিত মনিটর করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও সরকার ও পুলিশ বাহিনীর প্রদত্ত অনুশাসন মেনে চলার নির্দেশ দেন। 

আইজিপি ড. বেনজীর আহমেদ

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভায় সমাপনী বক্তৃতায় আইজিপি এ নির্দেশ দেন। পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে অনুষ্ঠিত এ সভায় সব অতিরিক্ত আইজি, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, সব জেলার এসপি, মেট্রোপলিটন এলাকার উপ-কমিশনাররা উপস্থিত ছিলেন।

হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা-বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ-মানবজমিন

ভাইরাসজনিত জ্বরের (ভাইরাল ফিভার) প্রকোপ দেখা দিয়েছে। এই জ্বর ছড়িয়ে পড়েছে সর্বত্র। দেশে করোনাকালে ভাইরাল ফিভারে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এতে সবচাইতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শিশুদের পাশাপাশি বড়রাও বাদ যাচ্ছে না এ রোগের কবল থেকে। অনেকে হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসক না পেয়ে ভোগান্তিতে পড়েছেন।

শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার ও ক্লিনিকে ভাইরাল ফিভারের রোগী বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তিন থেকে চারগুণ রোগী বাড়ায় শিশু রোগ চিকিৎসকদের গভীর রাত পর্যন্ত চেম্বারে রোগী দেখতে হচ্ছে বলে জানা গেছে। শিশু রোগ বিশেষজ্ঞরা এই জ্বর করোনার নতুন কোনো ধরন কিনা তা যাচাই করার জন্য জিনোম সিকুয়েন্সিং করারও পরামর্শ দিয়েছেন।

দেশে টিকার মজুদ ৯৬ লাখ ডোজ: সংসদে প্রধানমন্ত্রী -যুগান্তর

দেশে গত ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৯৬ লাখ ৫৪ হাজার ১১৯ ডোজ করোনাভাইরাসের টিকার মজুদ ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে এ তথ্য  তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ১৮ বছরের বেশি সব বাংলাদেশি নাগরিককে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।  সেজন্য বিভিন্ন দেশ ও সংস্থা থেকে টিকা সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জানান, ১২ সেপ্টেম্বর পর্যন্ত দুই কোটি নয় লাখ ২২ হাজার ৭১৫ জনকে প্রথম ডোজ এবং তাদের মধ্যে এক কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।  সব মিলিয়ে দেওয়া হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ টিকা।

ঘানি বারাদার নিহত হওয়ার কথা অস্বীকার-সহায়তা দিলেও তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না কেউ-ইত্তেফাক

আফগানিস্তানে তালেবানে সরকার গঠনের এক সপ্তাহ পেরিয়ে গেছে। চীন ও পাকিস্তান অর্থ সহায়তা দিচ্ছে। কিন্তু স্বীকৃতির জন্য উন্মুখ থাকা তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না কেউ। সবাই তালেবানের ভবিষ্যত কর্মকান্ড পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে খবর বেরিয়েছে, সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লাহ আবদুল ঘানি বারাদার এক সংঘর্ষে নিহত হয়েছেন। তবে তালেবান তার মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে। 

 উপ-প্রধানমন্ত্রী মোল্লাহ আবদুল ঘানি বারাদার

এদিকে আফগানিস্তানে তালেবানের সরকার গঠনের পাঁচ দিনের মাথায় গত রবিবার কাবুল সফরে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং তিনি আফগান প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দের সঙ্গে বৈঠক করেন। কিন্তু দোহায় ফিরে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, তালেবানের সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি।

গাজায় মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পাঠাল ইসরায়েল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ করোনার ভ্যাকসিন পাঠিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ায় তৈরি ভ্যাকসিনগুলো ইসরায়েলকে দেওয়া হলেও তেল আবিব এগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া, ভ্যাকসিনের চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরায়েল।

সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুৎনিক লাইট টাইপের ভ্যাকসিনের চালানটি অবরুদ্ধ এ উপত্যকায় পাঠানো হয়। কিন্তু নিরাপত্তা পরীক্ষায় দেখা যায়, ভ্যাকসিনগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট-আনন্দবাজার পত্রিকা

পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্যের কয়েকজন ডিলার। ওই ডিলারদের আবেদন বুধবার খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্‌হা। এই রায়ের পর ওই প্রকল্প চালাতে কোনও বাধা রইল না রাজ্যের। বুধবার থেকেই জেলায় জেলায় দুয়ারে রেশন প্রকল্পের ‘পাইলট রান’ শুরু হচ্ছে। অর্থাৎ পরীক্ষামূলক ভাবে এই প্রকল্পের কাজ চলবে।

২০২১-এ নির্বাচনের সময় দুয়ারে রেশন প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রকল্প চালুর উদ্যোগী হয় রাজ্য সরকার। কিন্তু কয়েক জন ডিলার হাই কোর্টে মামলা করেন। তাঁদের বক্তব্য ছিল, এই প্রকল্প খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী। আইনে এ রকম কোনও ক্ষমতা দেওয়া নেই যাতে বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া যাবে।

প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের, বিজেপি প্রার্থীকে চিঠি কমিশনের -সংবাদ প্রতিদিন

এবার ভবানীপুরের উপনির্বাচনে (WB By-Election) বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। এর পরই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) জবাব চেয়ে চিঠি পাঠাল কমিশন। বুধবার এই চিঠি পেয়েছেন প্রিয়াঙ্কা। যদিও তৃণমূলের (TMC) করা অভিযোগের কোনও সারবত্তা নেই বলেই জানিয়েছেন তিনি। প্রিয়াঙ্কার কথায়, “তৃণমূল ভয় পেয়েছে, তাই যেনতেন প্রকারেণ আমার প্রচার বন্ধ করতে চাইছে।”

কী জন্য অভিযোগ করেছে তৃণমূল? নির্বাচন কমিশনের (Election Commission of India) পাঠানো চিঠি অনুযায়ী, মনোনয়নপত্র জমা করার সময় প্রিয়াঙ্কা কোভিডবিধি (Covid-19) ভেঙেছিলেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে জমায়েতের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে কমিশন। কিন্তু প্রিয়াঙ্কা সেই নিয়ম মানেননি বলেই অভিযোগ। মনোনয়নপত্র জমা করার সময় জনসমাগম হয়েছিল।

মুসলিম মহিলার সঙ্গে বাইকে সওয়ার, তারপরই ঘটল বিপত্তি!  -দৈনিক আজকাল

'মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ'। কাজী নজরুল ইসলামের লেখা কবিতাটি বহু বছর পার হয়ে গেলেও মানুষের মন বদলায়নি। হিন্দু-মুসলিম বিবাদ রয়েই গিয়েছে। তেলেঙ্গানার নিজামাবাদ জেলায় মুসলিম মহিলার সঙ্গে সফর করায় হিন্দু যুবককে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েক ঘণ্টা আটকেও রাখা হয়েছিল। 

জানা গিয়েছে, আক্রান্ত যুবক নিজামাবাদে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। গত ৮ সেপ্টেম্বর সংখ্যালঘু সম্প্রদায়ের এক মহিলা সহকর্মীর সঙ্গে কর্মস্থল থেকে বেরিয়েছিলেন। বাইকে চেপে তাঁরা জেলার একটি হাসপাতালে কিছু নথি সংগ্রহ করতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় পিছু নেন কয়েকজন ব্যক্তি। গাড়ি থামিয়ে বেধড়ক মারধর করা হয় যুবককে। শুধু তাই নয়, পাশের একটি জায়গায় কয়েক ঘণ্টা আটকেও রাখা হয় আক্রান্ত যুবককে। 

পার্সটুডে/বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ