অক্টোবর ২৮, ২০২১ ১৬:৪৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ১২–১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু ১ নভেম্বর-প্রথম আলো
  • শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না'-মানবজমিন
  • দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই কুমিল্লার ঘটনা: ধর্মপ্রতিমন্ত্রী-ইত্তেফাক

  • টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের-যুগান্তর
  • ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে : ভারতীয় হাইকমিশন-কালের কণ্ঠ
  • বিশ্বকাপের অপ্রতিরোধ্য দল : যেভাবে বদলে গেল পাকিস্তান-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল কিশোরী! কান্না শুনে জানলেন মা-বাবা, কেরলে গ্রেফতার যুবক-আনন্দবাজার পত্রিকা
  • ‘আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে বিজেপিই’, বিস্ফোরক প্রশান্ত কিশোর -সংবাদ প্রতিদিন
  • পাকিস্তানের জয় উদযাপন দেশদ্রোহ’‌, যোগীর রাজ্যে ৩ কাশ্মীরি পড়ুয়া গ্রেপ্তার ‘–আজকাল
  • শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার প্রশ্ন (২৮ অক্টোবর)
১. নরসিংদীতে ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ: নিহত ২। দৈনিক প্রথম আলো সহ বাংলাদেশের প্রায় সব পত্রপত্রিকার এই খবর এসেছে। কি বলবেন আপনি?
২. ইয়েমেনে পরাজয় মেনে নেয়া ছাড়া সৌদির জোটের সামনে আর কোনো পথ নেই-একথা বলেছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী। আপনার পর্যবেক্ষণ কি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

১২–১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু ১ নভেম্বর-প্রথম আলো

১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে ১ নভেম্বর। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেছেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথমে ঢাকার ১২টি শীতাতপ নিয়ন্ত্রিত টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি জেলায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে বলে জানন জাহিদ মালেক। এর আগে মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছিল।

গণটিকাদন কর্মসূচিতে দেওয়া ৮০ লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ আজ বৃহস্পতিবার দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে সেপ্টেম্বরের ২৮ তারিখে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তখন প্রথম আলোকে বলেন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর তাঁরা ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজ টিকা দিতে পেরেছিলেন। আজকের কর্মসূচি ঠিকভাবে পালিত হলে প্রায় তিন কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন। এর মাধ্যমে দেশের ১৭ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পাবেন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণে নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে। টানা ১২ সপ্তাহ ধরে নতুন রোগী কমছে। সর্বশেষ এক সপ্তাহের ব্যবধানে নতুন রোগী কমেছে প্রায় ৩০ শতাংশ। এ সময়ে মৃত্যু কমেছে ৩১ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানানো হয়। চলতি বছরের মার্চে এসে সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দেয়। মাঝখানে কিছুদিন সংক্রমণ কমে এসেছিল। কিন্তু গত জুনের শেষে গিয়ে রোগী শনাক্তের হার ২০ শতাংশ ছাড়ায়। একপর্যায়ে রোগী শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে ওঠে। দৈনিক শনাক্তের সংখ্যা ছিল ১০ থেকে ১৫ হাজার। দৈনিক মৃত্যুও দুই শতাধিক হয়েছিল। গত আগস্টের শুরুর দিক থেকে সংক্রমণে নিম্নমুখী প্রবণতা শুরু হয়।

ভুয়া আইডি থেকে গুজব ছড়ানো হচ্ছে : ভারতীয় হাইকমিশন-কালের কণ্ঠ

কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ত্রিপুরা সম্পর্কে মিথ্যা খবর বা গুজব ছড়াচ্ছে। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

Image Caption

 

বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন বলছে, ‘গতকাল উত্তর ত্রিপুরার পানিসাগরে প্রতিবাদ সমাবেশের সময় কোনো মসজিদ পোড়ানো হয়নি এবং মসজিদ পোড়ানো বা ক্ষতিগ্রস্ত করা বা লাঠি সংগ্রহ ইত্যাদি সংক্রান্ত যেসব ছবি শেয়ার করা হচ্ছে সেগুলো ভুয়া এবং ত্রিপুরার নয়। এগুলো অন্য কোনো দেশের হতে পারে। কারা এই ভুয়া ছবিগুলো আপলোড করেছে তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা সকল সম্প্রদায়ের মানুষকে এই ধরনের ভুয়া আইডি সমর্থন ও সাবস্ক্রাইব না করার জন্য অনুরোধ করছি এবং এই ধরনের মিথ্যা ছবি ছড়াবেন না। আমরা এরই মধ্যে মামলা করেছি। যারা মিথ্যা খবর এবং সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর বিষয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভারতীয় হাইকমিশন বলছে, ‘কিছু স্বার্থান্বেষী মহল ত্রিপুরার সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতিকে বিঘ্নিত করার চেষ্টা করছে। ত্রিপুরা পুলিশ রাজ্যের প্রত্যেক নাগরিককে ত্রিপুরায় আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সাহায্য করার জন্য অনুরোধ করেছে।’

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের-যুগান্তর

ঘরের মাঠ মিরপুরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নাস্তানাবুদ করে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অভাবনীয় সাফল্য পায় বাংলাদেশ। 

এক লাফে ছয় নম্বরে উঠে এসেছিল টাইগাররা। ছয়ে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল মাহমুদউল্লাহ বাহিনী। তবে বিশ্বকাপে ব্যর্থ পারফরম্যান্সের পর ফের র‌্যাংকিংয়ে অবনতি ঘটল তাদের।

দুই ধাপ পিছিয়ে গেল টাইগাররা। মঙ্গলবার টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা - আইসিসি। যেখানে বাংলাদেশের অবস্থান আট নম্বরে দেখানো হয়েছে। ৩০ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৭০৮৬, রেটিং ২৩৬। র‌্যাংকিংয়ে বাংলাদেশের নিচে নয় ও দশ নম্বরে অবস্থান করছে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজ। আর ১৩ ম্যাচে ৩০৭২ পয়েন্ট ও সমান রেটিং নিয়ে ঠিক ওপর অবস্থান করছে রশিদ খানদের আফগানিস্তান।

দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই কুমিল্লার ঘটনা: ধর্মপ্রতিমন্ত্রী-ইত্তেফাক

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননাসহ সহিংসতা ঘটনা অপশক্তির পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, ‘দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য অপশক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছে।’ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অপশক্তি যে দলের হোক, আমাদের দলেরও যদি কেউ করে থাকে, তাদেরও কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এই অপশক্তিকে কোনো অবস্থাতেই আর ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না।’

ফরিদুল হক খান বলেন, ‘যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা কোনো ধর্মের বা দলের লোক হতে পারে না। অপরাধ যেই করুক, তাকে শাস্তি পেতেই হবে।’ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী। এ সময় কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি ও পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না'-মানবজমিন

শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না। খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয়। সরকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাইলেও বিএনপি জন্মলগ্ন থেকেই খালি মাঠে গোল দেয়ার চর্চা করছে। ১৫ ফেব্রুয়ারির খালি মাঠে নির্বাচনে কথা বিএনপি ভুলে গেলেও জনগণ এখনও ভুলেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি আরও বলেন, বিএনপি কর্মসূচির নামে কোনোরূপ সন্ত্রাস ও জনভোগান্তি সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করবে। শেখ হাসিনা দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে জাতিকে ঐক্যবদ্ধ করছেন। এটাই বিএনপির গাত্রদাহের কারণ। যার প্রমাণ নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস সৃষ্টি।

বিশ্বকাপের অপ্রতিরোধ্য দল : যেভাবে বদলে গেল পাকিস্তান-দৈনিক নয়াদিগন্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই বিরাট কোহলিদের টেক্কা দিয়েছে বাবর আজমের দল। পরের ম্যাচে তারা নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করেছে। এ যেন এক অন্য পাকিস্তান। দলের এই বদলের পিছনে রয়েছে অনেক কারণ।

সবচেয়ে বড় বদল হয়েছে দলের মানসিকতায়। এই দলে যেমন তরুণ রক্ত রয়েছে তেমনই রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। এই দুইয়ের মিশেলে শক্তিশালী দল গড়েছে পাকিস্তান।

বাবর আজম শুধু বিশ্বের সেরা ব্যাটার নন, অধিনায়ক হিসেবেও অল্প দিনে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিশ্বকাপের ১৫ জনের দলে শোয়েব মালিককে রাখার জন্য পাকিস্তান বোর্ডের কাছে তিনিই আবেদন করেছিলেন।

দলে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো দুই ক্রিকেটার রয়েছেন, যাদের অভিজ্ঞতার ভান্ডার বিশাল। বেশ কয়েকটি বিশ্বকাপ খেলেছেন তারা। ওই অভিজ্ঞতা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন তারা।

একক দক্ষতা পাকিস্তানে আগেও ছিল, কিন্তু চলতি বিশ্বকাপে একটি দল হিসেবে খেলছে পাকিস্তান। মাঠে নিজেদের ১০০ শতাংশ দিয়ে দিচ্ছেন ক্রিকেটাররা। তার ফল হাতে-নাতে মিলছে।

আমিই সেরা, এই মনোভাব নেই ক্রিকেটারদের। একজন অন্যজনের সাফল্যে সমান উচ্ছ্বাস প্রকাশ করেন। তাই তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার আসিফ আলির হাতে তুলে দেন হারিস সোহেল।

বিশ্বকাপে সাম্প্রতিক ব্যর্থতা ভুলতে চায় পাকিস্তান। তাই এবার শুরু থেকেই অন্য রকম উদ্যম নিয়ে খেলতে নেমেছে তারা। পর পর দু’ম্যাচে সেই ছবিই দেখা গিয়েছে।

শক্তিশালী বোলিং আক্রমণ পাকিস্তানের আগেও ছিল। এ বারেও তার ব্যতিক্রম নেই। শাহিন শাহ আফ্রিদি, হারিস সোহেলরা কী করতে পারেন তা দেখা গেছে প্রথম দু’ম্যাচেই।

সংযুক্ত আরব আমিরাতের উইকেটকে হাতের তালুর মতো চেনেন পাকিস্তান ক্রিকেটাররা। গত বেশ কয়েক বছর ধরে সেখানেই খেলেন তারা। তাই সেই পরিস্থিতিকে কীভাবে কাজে লাগাতে হয় তা দেখিয়ে দিচ্ছে পাকিস্তান।

গত বেশ কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে ব্রাত্য থেকেছে পাকিস্তান। বেশির ভাগ বড় দল সে দেশে খেলতে যায়নি। আইপিএল-এর মতো মঞ্চে পাকিস্তানি ক্রিকেটাররা সুযোগ পান না। তাই বিশ্বকাপকেই যেন জবাব দেয়ার মঞ্চ করে তুলেছেন তারা।সূত্র : আনন্দবাজার পত্রিকা

ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল কিশোরী! কান্না শুনে জানলেন মা-বাবা, কেরলে গ্রেফতার যুবক-আনন্দবাজার পত্রিকা

ঘরে বসে ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল কেরলের ১৭ বছরের কিশোরী। ঘুণাক্ষরেও টের পেলেন না কিশোরীর বাড়ির লোকেরা। শেষপর্যন্ত মেয়ের ঘর থেকে বাচ্চার কান্না শুনে দরজায় আকুল ধাক্কা। দেখা গেল, কিশোরী মেয়ের কোলে শুয়ে তারস্বরে কাঁদছে সদ্যভূমিষ্ঠ। তড়িঘড়ি মা ও সন্তানকে হাসপাতালে পাঠানো হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলের মলপ্পুরমে। পুলিশ কিশোরীর গর্ভে সন্তানের জন্মদাতা যুবককে গ্রেফতার করেছে।

কেরলের মলপ্পুরমে বাবা-মায়ের সঙ্গে থাকে ১৭ বছরের ওই কিশোরী। অভিযোগ, গত সপ্তাহে নিজের ঘর থেকে একেবারেই বেরোয়নি সে। জিজ্ঞেস করলে উত্তর আসে, বিরক্ত কোরো না, স্কুলের অনলাইন ক্লাস চলছে। সন্দেহ হয়নি পেশায় নিরাপত্তারক্ষী বাবা ও দৃষ্টিহীন মায়ের। এ ভাবেই চলছিল।

অন্য দিকে, নিজেকে ঘরবন্দি করে প্রসব বেদনায় অস্থির ১৭ বছরের কিশোরী দেখতে থাকে কী ভাবে নিজে নিজেই সন্তানের জন্ম দেওয়া যায়। এ কাজে সে বেছে নেয় ভিডিয়ো স্ট্রিমিং সাইট ইউটিউব-কে। শেষ পর্যন্ত ২৪ অক্টোবর, ইউটিউবের ভিডিয়ো দেখে শেখা পদ্ধতি অবলম্বন করেই সন্তানের জন্ম দেয় সে।

এ পর্যন্ত সব ঠিকই ছিল। গোল বাধে তিন দিন পর, যখন সন্তান কেঁদে ওঠে। পাশের ঘরে মায়ের সন্দেহ হয়, শিশুর চিৎকার আসছে কোথা থেকে? দরজা ধাক্কা দিতেই স্পষ্ট হয় সব কিছু। শিশু কোলে বসে কিশোরী মা!

দ্রুত মা ও শিশুকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মা ও শিশু, দু’জনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকেই খবর যায় পুলিশে। তদন্ত করে পুলিশ ২১ বছরের এক যুবককে পকসো আইনে গ্রেফতার করেছে। ওই যুবক কিশোরীর প্রতিবেশী। দু’জনের মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এই ঘটনার কথা পরিবারের কাছে চেপে গিয়েছিল দু’জনই।

পুলিশ সূত্রে খবর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কী ভাবে নাড়ি কেটে শিশুকে মায়ের শরীরের থেকে আলাদা করতে হয়, কিশোরীকে তা ইউটিউব দেখে শেখার পরামর্শ দিয়েছিল যুবক।

‘আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে বিজেপিই’, বিস্ফোরক প্রশান্ত কিশোর -সংবাদ প্রতিদিন

মমতার (Mamata Banerjee) গোয়া সফরের প্রাক্কালে জাতীয় রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটালেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তিনি মনে করছেন, বিজেপি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে, আগামী কয়েক দশক জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে তাঁরাই। বিজেপি ক্ষমতায় থাক বা না থাক, তাঁদের বিরুদ্ধেই লড়তে হবে অন্য দলগুলিকে।

এই মুহূর্তে গোয়ায় রয়েছেন প্রশান্ত। সেরাজ্যে তৃণমূলের হয়েই কাজ করছেন পিকে। বৃহস্পতিবারই সেখানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে প্রশান্ত কিশোর বলেছেন, “বিজেপি (BJP) আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে। ওরা হারুক বা জিতুক। ঠিক যেভাবে কংগ্রেস প্রথম ৪০ বছর ছিল। বিজেপিও তেমনই কোথাও যাবে না। একবার জাতীয় স্তরে ৩০ শতাংশ ভোট পাওয়া মানে, খুব তাড়াতাড়ি তুমি হারিয়ে যাবে না। দেশবাসী ক্ষুব্ধ এবং মোদিকে ছুঁড়ে ফেলে দেবে, এই ধারণা ভ্রান্ত। বিজেপি কোথাও যাচ্ছে না। আগামী কয়েক দশক এদের বিরুদ্ধে লড়তে হবে।”

পাকিস্তানের জয় উদযাপন দেশদ্রোহ’‌, যোগীর রাজ্যে ৩ কাশ্মীরি পড়ুয়া গ্রেপ্তার ‘–আজকা

টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে ভারত। সেই খেলার সময় কলেজের হোস্টেলে বসে উল্লাস করেছিল কাশ্মীরি ছাত্ররা। সেজন্য তিন কাশ্মীরে পড়ুয়াকে গ্রেপ্তার করল আগ্রার পুলিশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটারে পেজে লেখা হল, ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হবে। 

আগ্রার রাজা বলবন্ত সিং কলেজে ইঞ্জিনিয়ারিং পড়েন ওই তিন পড়ুয়া। নাম আরশিদ ইউসুফ, ইনায়াত আলতাফ শেখ, শৌকত আহমেদ গানাই। তাঁদের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে বৈষম্য এবং সাইবার মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর চার্জ আনা হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর টুইটারে ইঙ্গিতে দিয়েছে, ওই তিন জনের বিরুদ্ধে দেশদ্রোহের মামলাও আনা হতে পারে।সোমবারেই ওই তিন পড়ুয়াকে সাসপেন্ড করেছে কলেজ। জানিয়েছে, পাকিস্তানের সমর্থনে স্টেটাস দিয়ে বেআইনি কাজ করেছে। এই তিন পড়ুয়ার মতোই পাকিস্তানের জয় উদযাপন করে উত্তরপ্রদেশে গ্রেপ্তার হয়েছে আরও চার জন। তিন জন বরেইলি থেকে এবং এক জন লখনউ থেকে। আগ্রার পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে এফআইআর হয়েছিল। সেই এফআইআর করেছিলেন বিজেপি–র যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার নেতা গৌরব রাজাওয়াত। গৌরবের নেতৃত্ব কয়েক জন রবিবার ঢুকে পড়ে কলেজ ক্যাম্পাসে। অভিযোগ করে, কলেজে পাকিস্তান নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। আর কলেজ তাঁদের আশ্রয় দিচ্ছে। 

পার্সটুডে/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ