নভেম্বর ১১, ২০২১ ১৭:০৪ Asia/Dhaka
  • আদালতের পর্যবেক্ষণ:রেইন্ট্রিতে ধর্ষণ নয়, স্বেচ্ছায় শয্যাসঙ্গী হয়েছেন দুই তরুণী

সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১১ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নিতে ফ্রান্সের প্রতি বাংলাদেশের আহ্বান-ইত্তেফাক
  • নরসিংদীতে আ. লীগের দুই পক্ষের নির্বাচনী সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩- প্রথম আলো
  • স্থানীয় নির্বাচনে একটু ঝগড়াঝাঁটি হয়ই: স্বরাষ্ট্রমন্ত্রী–যুগান্তর
  • আদালতের পর্যবেক্ষণ-রেইন্ট্রিতে ধর্ষণ নয়, স্বেচ্ছায় শয্যাসঙ্গী হয়েছেন দুই তরুণী -দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • ক্ষমতাপাগল বিএনপি এখন ক্লান্ত ও অবসাদগ্রস্ত: ওবায়দুল কাদের-দৈনিক সমকাল
  • বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে : সেলিমা রহমান-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • অযোধ্যা নিয়ে খুরশিদের বই অস্ত্র বিজেপির-আনন্দবাজার
  • ত্রিপুরায় কুণাল ঘোষের বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের, টুইটে হুঙ্কার ছাড়লেন তৃণমূল মুখপাত্র -আজকাল
  • আফগানিস্তান নিয়ে এবার বৈঠক পাকিস্তানের! যোগ দিচ্ছে আমেরিকা, রাশিয়া, চিন-সংবাদ প্রতিদিন

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

নরসিংদীতে আ. লীগের দুই পক্ষের নির্বাচনী সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩- প্রথম আলো

নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ মৃতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

নরসিংদীতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় নয়জনের মৃত্যু হলো। নিহত তিনজন হলেন বাঁশগাড়ীর বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো. সালাউদ্দিন মিয়া (৩০), সোবহানপুর এলাকার আবদুল হকের ছেলে জাহাঙ্গীর হক (২৬) ও বটতলিকান্দী এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (৩০)।

পুলিশ ও স্থানীয়রা বলেন, আজ সকাল আটটা থেকে বাঁশগাড়ী ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনের মাঠে আছেন রাতুল হাসান ওরফে জাকির। ভোটগ্রহণ শুরুর আগেই নির্বাচনী সহিংসতায় তিনজনের মৃত্যু হলো। নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর হক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাতুল হাসানের সমর্থক। আর নিহত দুলাল মিয়া আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হকের সমর্থক।

আদালতের পর্যবেক্ষণ-রেইন্ট্রিতে ধর্ষণ নয়, স্বেচ্ছায় শয্যাসঙ্গী হয়েছেন দুই তরুণী -দৈনিক বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। সেখানে অভিযোগকারীরা স্বেচ্ছায় আসামিদের সঙ্গে মদ্যপান করেন এবং ড্যান্সে অংশ নেন। এরপর তারা আসামিদের সঙ্গে স্বেচ্ছায় শয্যাসঙ্গী হন। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও জোরপূর্বক ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।  

আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামিকে খালাস দিয়ে ঘোষণা করা রায়ে আদালত এ পর্যবেক্ষণ দেন।  বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার এ মামলার রায় দেন।

স্থানীয় নির্বাচনে একটু ঝগড়াঝাঁটি হয়ই: স্বরাষ্ট্রমন্ত্রী–যুগান্তর

স্থানীয় নির্বাচনে সংঘাত একেবারে বন্ধ করা যায় না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ধরনের নির্বাচন আধিপত্যের নির্বাচন, গোষ্ঠীর মধ্যে নির্বাচন। এখানে একটু ঝগড়াঝাঁটি ও মারামারি হয়ই। তবে নিরাপত্তা বাহিনী বসে নেই।  সহিংসতা বন্ধে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ ঠিকমতোই করছে। 

বৃহস্পতিবার সচিবালয়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজকের ইউপি নির্বাচনে নরসিংদীতে ৩ জন, কক্সবাজারে ১ জন নিহতের খবর পাওয়া গেছে-এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজটি পুলিশ করছে। আমাদের বিশাল এলাকায় নির্বাচন হচ্ছে। সবসময় আপনারা দেখে আসছেন, এটা গোষ্ঠী-গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন, এখানে সবসময়ই একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে।  বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথার্থভাবে সহিংসতাকারীদের চিহ্নিত করেছে, দোষীদের ইতোমধ্যে গ্রেফতার করে ফেলেছে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নিতে ফ্রান্সের প্রতি বাংলাদেশের আহ্বান-ইত্তেফাক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হওয়ায় এই পরিষদে রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নিতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১০ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ‘ফ্রান্সের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা চলাকালে এই আহ্বান জানানো হয়। এ ব্যাপারে ফ্রান্স আশ্বাস দিয়ে বলেছে, ‘রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ও দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সসহ উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে শেখ হাসিনার আলোচনা চলাকালে ফ্রান্সের নেতাদের উদ্ধৃতি দিয়ে মোমেন বলেন, ‘রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানে না পৌঁছা পর্যন্ত ফ্রান্স আন্তরিকভাবে বাংলাদেশের পাশে থাকবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রণে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে এখন ফ্রান্সে অবস্থান করছেন।

মোমেন বলেন, ‘ফ্রান্সের সব নেতা বিশেষকরে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চলাকালে রোহিঙ্গা ইস্যুর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়।’

ক্ষমতাপাগল বিএনপি এখন ক্লান্ত ও অবসাদগ্রস্ত: ওবায়দুল কাদের-দৈনিক সমকাল

বিএনপিকে 'ক্ষমতাপাগল ও ক্ষমতাবিলাসী' আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন দলটি এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আসলে ক্ষমতাপাগল ও ক্ষমতাবিলাসী বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত। বিএনপি কখন কি বলছে, কেন বলছে- তা তারা নিজেরাই জানে না। স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এদেশে নষ্ট রাজনীতির হোতা এবং নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে।

'দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই'- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে এখন বিএনপির রাজনীতিই দুঃসময় অতিক্রম করছে।সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট।

বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে : সেলিমা রহমান-দৈনিক নয়াদিগন্ত

বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, ‘আজকে দেশে নির্বাচন বলতে কিছু নেই। নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। এই নির্বাচন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।’

তিনি আরো বলেন, আপনারা জানেন বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নির্বাচন বলতে কিছু নেই। নির্বাচনে দিনের ভোট রাতে হয়। এমনকি যে, নির্বাচন কমিশন আছে সেটা একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নবগঠিত বরিশাল জেলা ও মহানগর বিএনপির কমিটির নেতাদের নিয়ে শেরে-বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি এসব কথা বলেন।

অযোধ্যা নিয়ে খুরশিদের বই অস্ত্র বিজেপির-আনন্দবাজার

উত্তরপ্রদেশের নির্বাচনের আগে এমনিতেই বিজেপি নেতারা বিভিন্ন প্রসঙ্গে হিন্দুত্ব ও অযোধ্যার রামমন্দির টেনে আনছেন। আজ অযোধ্যার রায় নিয়ে কংগ্রেস নেতা সলমন খুরশিদের লেখা বই বিজেপির হাতে নতুন অস্ত্র তুলে দিল। বই প্রকাশ অনুষ্ঠানে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা নিয়ে কংগ্রেসের নেতারাও নানা জনে নানা মত প্রকাশ করলেন।

খুরশিদ তাঁর ‘সানরাইজ় ওভার অযোধ্যা’ বইয়ে সনাতন হিন্দুধর্ম ও বিজেপি-আরএসএসের হিন্দুত্বের ফারাক করতে গিয়ে লিখেছেন, ‘এ দেশের সাধুসন্তরা যে সনাতন হিন্দুধর্মে আস্থা রাখতেন, তাকে এক পেশিবহুল হিন্দুত্ব ঠেলে সরিয়ে দিচ্ছে, যা সব মাপকঠিতেই আইএসআইএস ও বোকো হারামের জেহাদি ইসলামের রাজনৈতিক রূপ।’

এই বক্তব্যকে হাতিয়ার করে আজ বিজেপি নেতারা অভিযোগ তুলেছেন, সলমন খুরশিদ হিন্দুত্বের অবমাননা করেছেন। বিজেপি নেতা অমিত মালবীয়র যুক্তি, ‘‘যে দল মুসলিম ভোট পেতে ইসলামিক জেহাদের সঙ্গে তুলনা টেনে গেরুয়া সন্ত্রাসের মতো শব্দ চালু করেছিল, সেই দলের এক জন নেতার থেকে আর কী বা আশা করা যায়?’’ খুরশিদ অবশ্য পাল্টা জবাবে বলেছেন, ‘‘যাঁরা হিন্দুধর্মকে জানেন না, তাঁদের থেকেই এই রকম প্রতিক্রিয়া আসবে।’’

ত্রিপুরায় কুণাল ঘোষের বিরুদ্ধে আরও চারটি মামলা দায়ের, টুইটে হুঙ্কার ছাড়লেন তৃণমূল মুখপাত্র -আজকাল

কুণাল ঘোষের বিরুদ্ধে ফের মামলা দায়ের। হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগে চারটি থানা থেকে নোটিস পাঠানো হয়েছে কুণালকে। এই নিয়ে একই ধারায় মোট ৯টি অভিযোগ দায়ের হল তৃণমূল মুখপাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ কুণাল। ত্রিপুরা পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। গত ২৭ অক্টোবর ত্রিপুরায় একটি পথসভায় কুণাল ঘোষ বলেন, ‘‌বিজেপির রামায়ণে সীতার কোনও জায়গা নেই। এরা শুধু ক্ষমতার জন্য ধর্মের নামে নাটক করে।’ প্রশ্ন তুলেছিলেন, ‘‌রামরাজ্যে সীতাকে পাতালে প্রবেশ কেন করতে হয়েছিল? কেন অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল সীতাকে?’‌ তৃণমূলের বাংলার সম্পাদকের এই মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। স্থানীয়দের ভাবাবেগে আঘাত করার অভিযোগে কুণালের বিরুদ্ধে অমরপুর, ওম্পি এবং নতুন বাজার থানায় অভিযোগ দায়ের হয়। সেই সূত্র ধরে তাঁকে নোটিস পাঠায় ত্রিপুরা পুলিশ। এরপর তিনি সশরীরে ত্রিপুরায় গিয়ে হাজিরাও দিয়ে আসেন।

আফগানিস্তান নিয়ে এবার বৈঠক পাকিস্তানের! যোগ দিচ্ছে আমেরিকা, রাশিয়া, চিন-সংবাদ প্রতিদিন

আফগানিস্তানের (Afghanistan) বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে দিল্লিতে বৈঠকে বসেছিলেন আট রাষ্ট্রের প্রতিনিধিরা। আমন্ত্রণ পেয়েও বৈঠকে অংশ নেয়নি পাকিস্তান। এবার ইসলামাবাদে বৈঠকের ডাক দিল ইসলামাবাদ। আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ দূত মহম্মদ সাদেক খানের আমন্ত্রণে বৈঠকে থাকার কথা চিন, রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিদের।

কাবুল সংক্রান্ত আমেরিকার বিশেষ দূত টমাস ওয়েস্ট, রাশিয়ার বিশেষ দূত জমির কাবুলভ ও চিনের বিশেষ দূত ইউ শিয়াঅং ওই বৈঠকে অংশ নেবে। বৈঠকে থাকবে তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তালিবান বিদেশ মন্ত্রকের মুখপাত্র আবদুল কাহার বালকির টুইট থেকে জানা গিয়েছে, আমির খানের নেতৃত্বে তালিবানের প্রতিনিধি দল ১০ নভেম্বর পাকিস্তানে পৌঁছে গিয়েছে। বৈঠকে অর্থনীতি, শরণার্থী সমস্য়া থেকে বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। এদিকে বুধবার রাশিয়া, ইরান-সহ বাকি ৬ রাষ্ট্রের সঙ্গে বৈঠক করেছে ভারত। আলোচনায় ভারতের সঙ্গে সহমত হয়েছেন অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিরা। আলোচনা শেষে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, কোনও অবস্থাতেই আফগানিস্তানের মাটি সন্ত্রাসের জন্য ব্যবহার হতে দেওয়া যাবে না।#

পার্সটুডে/বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ