ফেব্রুয়ারি ০৪, ২০২২ ২১:৩২ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার নিম্নগামী

বাংলাদেশে টানা ১২ দিন পর দৈনিক করোনা রোগী শনাক্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৯ হাজার ৫২ জনের।

এর আগে গত ২৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৩৩ জনের মৃত্যু হয়েছিল।

আজ (শুক্রবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৩৯ হাজার ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৯৫। আগের দিন এ হার ছিল ২৫ দশমিক ৮৬। এর আগে টানা ১৬ দিন শনাক্তের হার ২৫-এর বেশি ছিল।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ১৯ জন পুরুষ ও ১১ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আটজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।

এসময়ে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ৫, সিলেটে ৩, খুলনা ও রাজশাহীতে ২ এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়। রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি।

তবে খুলনা বিভাগেও ১২ দিন পর বিভাগে করোনা শনাক্তের হার ৩০-এর নিচে নামল। গত ২৪ ঘন্টায় ২ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষায় ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২৮ দশমিক ২৯। একই সময়ে করোনার সংক্রমণে বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ৭৩।

আজ দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।

এছাড়া, ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৫৯০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ২৮। আগের তুলনায় গত ২৪ ঘণ্টায় বিভাগে পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও হারউভয়ই কমেছে।

সিলেট বিভাগে গতকাল ‌বৃহস্প‌তিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কমেছে। তবে বেড়েছে মৃত‌্যুর সংখ্যা। এ সময়ে মৃত্যু হয়েছে এ নিয়ে বিভাগটিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০৬।

দেশে বর্তমানে করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনের দাপট চলছে। করোনার এ ধরনের বিস্তারে মাসখানেকের মধ্যেই দেশে সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে। করোনার বিস্তার রোধে সরকারের বিধিনিষেধ চলছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ