আগস্ট ১০, ২০২৩ ১৯:২২ Asia/Dhaka
  • করোনাভাইরাসের নতুন ধরণ সম্পর্কে মতামত দিল ডাব্লিউএইচও

যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরণ ইজি.৫ শনাক্ত হওয়ার পর এ বিষয়ে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও।

সংস্থাটি বলেছে, অমিক্রন পরিবারের অন্যান্য ধরণের চেয়ে এটি স্বাস্থ্যের বেশি বিপদ হয়ে দাঁড়াবে বলে মনে হয় না। তবে এ বিষয়ে আরও বেশি বিশ্লেষণ ও পর্যালোচনার আগে চূড়ান্ত মতামত দেওয়া সম্ভব নয়।   

করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। বলা হচ্ছে- চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও কানাডাসহ আরো কয়েকটি দেশে এই ধরণ শনাক্ত হয়েছে।  মার্কিন বিজ্ঞানীরা করোনার নতুন এ ধরনটির সাংকেতিক নাম দিয়েছেন ইজি.৫। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নতুন করে যাদের করোনা শনাক্ত হচ্ছে তাদের মধ্যে প্রায় ১৭ শতাংশ নতুন ধরনটিতে আক্রান্ত।

বিশ্বজুড়ে করোনার যত জিনোম সিকোয়েন্সিং হয়েছে এর মধ্যে ৩৫ শতাংশ ক্ষেত্রে দেখা গেছে, ভাইরাসটি ৪৬৫ বার রূপ বদলেছে। এ নিয়ে গবেষণা করছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির ডেভিট হো। তিনি বলেন, আগের ধরনের চেয়ে এর সংক্রমণ পরিস্থিতি গুরুতর হবে বলে মনে হচ্ছে না।

তবে নতুন শনাক্ত ইজি.৫ একেবারে নতুন কোনো ধরন নয়। এক্সবিবি ধরনের মতো এটিও মূলত অমিক্রন ‘পরিবারের’ একটি ধরন। নতুন শনাক্ত এই ধরন অমিক্রনের প্রকৃত ধরনটির মতো সংক্রমণে বড় পরিবর্তন আনবে না, বরং ভাইরাসটিতে ক্রমে যে পরিবর্তন ঘটছে, এটি তারই অংশ।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ