ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১৪:৫৭ Asia/Dhaka
  • সিলেট মেডিকেল কলেজের ছাত্রাবাস দখল নিয়ে ছাত্রলীগ-শিবির ধাওয়া, পাল্টা ধাওয়া

সিলেটে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে পৃথক এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে অবস্থান নেয় শিবিরের নেতা-কর্মীরা। এসময় ছাত্রাবাসের ভেতরে তারা সশস্ত্র অবস্থান নিয়ে শক্তিবৃদ্ধি করতে থাকে।

এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা শিবির নেতাকর্মীদের ধাওয়া করে হল ছাড়া করে। এ নিয়ে মধ্যরাত ১২টার দিকে উভয় ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌছার আগেই ছাত্র শিবির নেতা-কর্মীরা হল ত্যাগ করে। এরপর রাতে ছাত্রাবাসে পুলিশ তল্লাশি চালায়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ছাত্রাবাস এলাকায় ছাত্রলীগ ও শিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বর্তমানে ছাত্রবাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার

ওদিকে, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদরের নবীনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জস্থ ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি করেছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ নামক স্থানের হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে একটি ইজিবাইক থেকে ৭/৮ জন ব্যক্তি নেমে তাদের পথরোধ করেন। পরবর্তীতে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। এরপর ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস থেকে বিক্ষুব্ধ প্রায় এক হাজার শিক্ষার্থী গোপালগঞ্জ সদর থানায় অবস্থান করেন এবং ধর্ষকদের বিচার চেয়ে ৩ দফা দাবি ও আল্টিমেটাম প্রদান করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, এ খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং আমি নিজে এই ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অ্যান্ড অপারেশন) নিহাদ আদনান তাহিয়ান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আমাদের টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবো।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ