জুন ০৪, ২০২২ ১৭:২৭ Asia/Dhaka
  • দ্রব্যের দাম কমানো ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজধানীর পোশাক শ্রমিকরা।

শনিবার বিকেল তিনটার পর মিরপুর ১৪ নম্বর থেকে রজনীগন্ধা টাওয়ার পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন তারা।

 এ এলাকায় অবস্থিত  মৌসুমী গার্মেন্টস, তামান্না গার্মেন্টস, হামিমসহ আরো পাঁচ সাতটা গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেয়। এতে করে মিরপুর ১০ নম্বর থেকে শুরু করে আশেপাশের সকল সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যর যাত্রীরা। বিক্ষোভস্থলের আশেপাশে পুলিশ অবস্থান করছে।

পুলিশ জানিয়েছে,  দ্রব্যমূল্যর দাম কমানো ও কারখানা থেকে বেতন বৃদ্ধির দাবিতে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছে। শ্রমিকদের অবস্থানের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তাই তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। 

তামান্না গার্মেন্টসের সালমা খাতুন বলেন, চাল, ডাল, তেলের দাম ও ঘরভাড়া বেড়ে যাওয়ায় আমরা পরিবার নিয়ে চলতে পারছি না। ন্যায্য পাওনা না পাওয়ার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

সালমা খাতুন আরও বলেন, এর আগেও একদিন রাস্তায় নেমেছিলাম। সেদিন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত কাজ হয়নি। তাই আবার এই এলাকার সব গার্মেন্টসের শ্রমিক একসঙ্গে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

১০ নম্বর এলাকার এরাবিয়া  গামেন্টস এর কর্মি মুক্তা বলেন,  সব জিনিসের দাম বেড়েছে। বেতন বাড়েনি।

হয় দাম কমাতে হবে। না হয় বেতন বাড়াতে হবে। যে বেতন পাই তা দিয়ে জীবন চলে না। তাই রাস্তায় নেমেছি।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ