বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্ত দুই হাজার ছাড়াল
(last modified Mon, 04 Jul 2022 11:06:54 GMT )
জুলাই ০৪, ২০২২ ১৭:০৬ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্ত দুই হাজার ছাড়াল

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছেন। আগের দিন এই সংখ্যা ছিল দুই জন। সে হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় মৃত্যু বেড়েছে। একই সময়ে বেড়েছে সংক্রমণও। আগের দিন ১ হাজার ৯০২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ২৮৫ জনের শরীরে।

আজ (সোমবার) স্বাস্থ্য অধিদফতরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৮৪২টি নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ২৮৫ জনের শরীরে। আগের দিন এই সংখ্যা ছিল ১ হাজার ৯০২ জন। গত ২৪ ঘণ্টার তথ্য মিলিয়ে দেশে করোনাভাইরাসের মোট সংক্রমণ শনাক্ত হলো ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনের শরীরে।

আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে হয়েছে ১৬ দশমিক ৫১ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২৩৩ জন, যা আগের দিন ছিল ৪৮২ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ৮ হাজার ৭৭৯ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে ১২ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মোট মৃত্যু হলো ২৯ হাজার ১৭৪ জনের। এর মধ্যে ১৮ হাজার ৬২৩ জন পুরুষ, ১০ হাজার ৫৫১ জন নারী। শতকরা হিসেবে পুরুষ মৃত্যু হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ, নারী মৃত্যুর হার ৩৬ দশমিক ১৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

 

ট্যাগ