বাংলাদেশে করোনার পর ব্যাপক উৎসাহ আর ত্যাগের মহিমায় চলছে ঈদ উদযাপন
(last modified Sun, 10 Jul 2022 04:30:21 GMT )
জুলাই ১০, ২০২২ ১০:৩০ Asia/Dhaka
  • রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
    রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে সারা বাংলাদেশে। করোনা মহামারির কঠিন সময় পার করে এবার বৃহৎ পরিসরে চলছে হচ্ছে ঈদের কর্মসূচি। করোনা মহামারি সংক্রান্ত বিধি নিষেধ না থাকায় নির্বিঘ্নে সারা দেশের ঈদগাহ ও মসজিদে হচ্ছে ঈদের জামাত। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রান মুসলমানরা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়েছেন কোটি মানুষ।

রাজধানী ঢাকার হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শুরু হয় সকাল আটটায়। এতে সরকারের মন্ত্রী, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকদের অনেকে এবং সর্বস্তরের জনগণ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।

পবিত্র ঈদুল আজহায় কুরবানি করছেন অনেকে

জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে দেশের অব্যাহত শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

করোনা মহামারির কারণে দুই বছর পর গত ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহার প্রধান জামাতও জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। 

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করেন প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদ

প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদ তার সরকারি বাসভবন বঙ্গভবনে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ পরবর্তী জাতির উদ্দেশ্যে দেয়া এক শুভেচ্ছা বক্তব্যে এ আহ্বান জানান।রাষ্ট্রপ্রধান বলেন, "দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা মোকাবিলায় বন্যাদুর্গত, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে চলমান বিভিন্ন সহায়তা কার্যক্রমে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও উদ্যোগ গ্রহণ করতে হবে।তিনি আরো বলেন "সকল সংকট মোকাবিলা করে নতুন সম্ভাবনায় এগিয়ে যেতে দরকার সকলের সম্মিলিত প্রয়াস- বিশেষ করে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে।  সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।" 

লাখো মুসল্লির উপস্থিতিতে শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত

এবারও সব থেকে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ১৯৫তম ঈদের জামাতে আজও লাখো মুসল্লির উপস্থিতি ছিল। রোববার সকাল ৯টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন শহরের মারকাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান খান।

পবিত্র ঈদে দেশবাসীকে আলাদা বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/এসআইবি/এআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ