নৈতিক ধর্মীয় মূল্যবোধ শাণিত করতে মুক্তির বয়ান নিয়ে ফিরবেন মুসল্লিরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i118404-নৈতিক_ধর্মীয়_মূল্যবোধ_শাণিত_করতে_মুক্তির_বয়ান_নিয়ে_ফিরবেন_মুসল্লিরা
তীব্র শীতের কুয়াশাচ্ছন ভোরে কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে হেদায়াতের পয়গাম নিয়ে মেহনতের মাঠে লাখো লাখো মুসল্লির উপস্থিতিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৩ ১৯:০৮ Asia/Dhaka

তীব্র শীতের কুয়াশাচ্ছন ভোরে কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে হেদায়াতের পয়গাম নিয়ে মেহনতের মাঠে লাখো লাখো মুসল্লির উপস্থিতিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর।

করোনায় বিরতির পর আমল আর মেহনতের শিক্ষার মধ্য দিয়ে দেশি বিদেশী আলেম ওলামার বয়ানে ধ্বনিত হচ্ছে বিশ্ব মুসলমানের ঐক্য আর মানবতার মুক্তির বার্তা। দুই পর্বের ইজতেমার আজ শুক্রবার প্রথম পর্ব।  ফজরের নামাজের পর পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের সংখ্যাও বেড়েছে। ধীরে ধীরে ভরে উঠেছে ইজতেমার মাঠ। তাবুতে তাবুতে মুসল্লিদের জিকির আসকার, কোরআনের বানী ও মুরব্বীদের বয়ান শুনে সময় কাটছে ইজতেমায় আগতদের। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম এ সম্মেলনের প্রথম পর্ব। 

বৃহস্পতিবার ইজতেমা অনুষ্ঠিত হলেও শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। 

কিন্তু মানুষের ঢল দেখে বৃহস্পতিবার যোহরের পর কাকরাইল মসজিদের সূরাহ সদস্য মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। লাখো মুসুল্লি জুমার নামাজে অংশ নেন। আগামী রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত শেষে ময়দান ছেড়ে চলে যাবেন ইজতেমায় আগত মুসল্লীরা।

ইজতেমা শেষ করে ৪০ দিনের জন্য চিল্লায় বের হবেন এবং ইজতেমা ময়দানে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যেও অনেকে ইজতেমায় এসেছেন। দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন ইজতেমায় আগত মুসুল্লিরা।

এদিকে, ইজতেমার মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে সাদা পোশাকে, গোয়েন্দা সংস্থা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। #

পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/১৩