মাঠ পর্যায়ে দক্ষ ও সেবার মানসিকতার কর্মকর্তার সংখ্যা কম
রমজানে নাগরিক ভোগান্তি হ্রাসের চেষ্টা, সমন্বয়ের অভাবে সেবা-বঞ্চিত সাধারণ মানুষ!
পবিত্র মাহে রমজান দোরগোড়ায়। দেশে দেশে চলছে নানা আয়োজন। মুসলিম প্রধান অনেক দেশগুলোতে রমজান উপলক্ষে নিত্য-পণ্য মূল্যে দেয়া হয়েছে বিভিন্ন পরিমাণের ছাড়।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশে নিত্য-পণ্যের দামে ছাড় দেয়া না হলেও দাম নিয়ন্ত্রণে রাখার দাবী জনসাধারণের। তাই রমজানকে সামনে রেখে সারা দেশের বাজারগুলোতে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
সংস্থার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, সারা দেশের বাজারগুলোতে পণ্যের দাম নিয়ে কারসাজি হলে বা কোনো ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বাজার কমিটি ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই মুহূর্তে ভোক্তাদের উদ্বেগের কোনো কারণ নেই। আসন্ন রমজানকে কেন্দ্র করে বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই।মূলত, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে সমন্বিতভাবে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে।
এদিকে, বিভিন্ন মেগা সিটি ও বড় শহরগুলোতে সড়ক-ও ফুটপাতে ইফতার বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আসন্ন রমজানে নগরবাসীকে সহনীয় যানজট উপহার দিতে চায় পুলিশ। কিন্তু ট্রাফিক পুলিশের প্রতিশ্রুতি সত্ত্বেও প্রতি বছর রমজান মাসে নগরবাসীকে তীব্র যানজটে ভুগতে হয়। পরিস্থিতি বলছে, এবারও হয়তো ওই ভোগান্তি থেকে রক্ষা নেই। রাজধানীর বহু সড়কে চলছে খোঁড়াখুঁড়ি, ফলে যানজট অনিবার্য।ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, এবার সড়ক ও ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা-বাণিজ্য, ইফতার-সামগ্রী তৈরি ও বিক্রি করতে দেওয়া হবে না। যানজট-প্রবণ এলাকার সড়কে থাকবে বিশেষ নজরদারি। সেখানে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারাও থাকবেন। একইসঙ্গে ইফতারের আগে সড়কে ট্রাফিক বিভাগের সঙ্গে কাজ করবেন ক্রাইম বিভাগের সদস্যরাও। সঙ্গে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য।
আর রমজানের শেষ দিকে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এখনই নানা ধরনের প্রস্তুতি নিয়েছে বাস, লঞ্চ ও রেল কর্তৃপক্ষ। ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৭ এপ্রিল। আর এবারই ট্রেনের শতভাগ টিকিট দেয়া হবে অনলাইনে।
রেল-মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, এবারে কমলাপুরে গিয়ে টিকিটের জন্য যাত্রীদের যেন ঘুরতে না হয় এবং তারা যেন বাসায় বসে টিকেট কাটতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গমন ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। সবকটি টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনে আরও তিন হাজার আসনের টিকেটও অনলাইনেই বিক্রি করা হবে।
সরকারের বিভিন্ন দফতরের রমজানকে সামনে রেখে এত আগাম প্রস্তুতির পরেও কেন রমজানে নানামুখী ভোগান্তি হয় সাধারণ মানুষের? এমন প্রশ্নের জবাবে কনজুম্যারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ভাল ভাল উদ্যোগ থাকলেও পূর্ণাঙ্গ সমন্বয়ের অভাব এবং দক্ষ প্রোএকটিভ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভাবে সরকারের উদ্যোগের পূর্ণাঙ্গ সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। #
পার্সটুডে/ বাদশাহ রহমান/এমএএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।